10/30/2025
আমার গলার bumps থেকে মুক্তির গল্প!
আমি পারফিউম গলায় দিতে দিতে গলার pores clogged করে ফেলেছিলাম। কিন্তু এই প্রোডাক্ট টা আমাকে দুই সপ্তাহে neck bumps থেকে মুক্তি দিয়েছে।
Panoxyl এর এই টোনারে ২% স্যালিসাইলিক অ্যাসিড আছে কিন্তু এর ফর্মুলেশন টা অর্ডিনারি এর স্যালিসাইলিক সিরাম এর চেয়ে বেটার।
প্রোডাক্ট এর পিএইচ ও লো (৩.৫-৪.০) আর স্যালিসাইলিক অ্যাসিড এর সাথে আছে niacinamide + প্যান্থেনল। সুথিং আর অয়েল ব্যালেন্সিং।
বলে রাখা ভালো এটি নিয়মিত দেয়ার প্রোডাক্ট না। এটি ডারমেটোলজিস্ট গ্রেড এফিসিয়েন্সি প্রোডাক্ট মানে অনেক স্ট্রং।
তাই কেউ ব্যবহারের আগে অবশ্যই প্যাচ টেস্ট করবেন।
মুখে যদি কেউ ব্যবহার করতে চান, স্পট ট্রিটমেন্ট হিসবে ব্যবহার করলে ভালো, পুরো মুখে না দিয়ে। এটি অনেক স্ট্রং একটি প্রোডাক্ট।
আপাতত আমার বডি এক্সফোলিয়েশন এ এই টোনারটা কাজে দিবে।
—-
© ২০২৫ Skincare with Salmeen-Bangla. সর্বস্বত্ব সংরক্ষিত। এই কনটেন্ট শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি, কোনো চিকিৎসা বা প্রেসক্রিপশন নয়। পূর্বানুমতি ছাড়া কপি, বা ব্যবহার করা যাবে না