07/16/2025
📚🇨🇦 কানাডায় এমডি (MD) পড়ার বিস্তারিত রোডম্যাপ 🇨🇦📚
🔹 Step 1: হাইস্কুল/এসএসসি/এইচএসসি কমপ্লিশন
→ সায়েন্স ব্যাকগ্রাউন্ড (বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স, ম্যাথ)
→ University-level bachelor's degree (৩-৪ বছর)
🔹 Step 2: Undergraduate Bachelor's Degree (Pre-Med)
→ ৩-৪ বছরের ব্যাচেলর ডিগ্রি মাস্ট (যেমন: Life Sciences, Biomedical Science, Health Science), Major তেমন matter করে না, Any major acceptable (HIGHEST GPA MUST NEEDED)
→ GPA ভালো রাখতে হবে (৩.৯০+/৪.০ স্কেলে টার্গেট রাখা বেস্ট (২০২৫ এমডি এডমিশনে University of Toronto medicine school এর কাট অফ জিপিএ ছিলো ৩.৯৪
🔹 Step 3: MCAT (Medical College Admission Test)
→ এটি একটি কঠিন স্ট্যান্ডার্ডাইজড টেস্ট, যা MD অ্যাডমিশনের জন্য প্রয়োজন।
→ টেস্টে ৪টি সেকশন থাকে:
১. Biology & Biochemistry
২. Chemistry & Physics
৩. Psychology & Sociology
৪. CARS (Critical Analysis and Reasoning Skills)
→ স্কোর রেঞ্জ: 472–528 (৫১০+ খুব ভালো স্কোর ধরা হয়)
🔹 Step 4: Extracurriculars & Clinical Experience (ECA)
→ ভলান্টিয়ার কাজ, হসপিটাল শ্যাডোয়িং, রিসার্চ ইত্যাদি অ্যাডমিশনে আফটার জিপিএ সবচেয়ে ইমপরটেন্ট পার্ট
→ 2/3 strong reference letter (Academic + professional)
🔹 Step 5: Apply to Medical Schools (via OMSAS in Ontario)
→ কানাডার জনপ্রিয় MD স্কুলগুলোর মধ্যে:
▪️ University of Toronto
▪️ McMaster University
▪️ University of British Columbia
▪️ University of Ottawa
▪️ Queen’s University
→ Apply করতে GPA, MCAT স্কোর, এক্সট্রা-কারিকুলার এবং Personal Statement খুব গুরুত্বপূর্ণ।
🔹 Step 6: 4-Year MD Program
→ ক্লাসরুম + ক্লিনিক্যাল ট্রেনিং।
→ এর পরে (2-3 years) residency program
**PLEASE NOTE THAT CANADIAN MD PROGRAM IS ONLY AVAILABLE FOR CANADIANS (INTERNATIONAL STUDENTS ARE NOT ELIGIBLE FOR MD PROGRAM)**
AKLIMA AKHI | PRE-MED 🩺💊
Biomedical Science
University of Guelph, Canada 🇨🇦