Life Frame by Nisha

Life Frame by Nisha নিজের ভেতরের কথাগুলো শব্দে প্রকাশ করি,
নিজের কিছু লেখা লিখি,
আর কখনো কখনো নিজের গলায় কিছু গান…
এইটাই আমার জগত — Life Frame 🇨🇦🇨🇦
(1)

আমরা মেয়েরা…ছোটবেলা থেকেই অনেক কিছুতে বাঁধা পড়ে যাই।আমাদের শেখানো হয় চুপ থাকতে,নিজের মত প্রকাশ করলে বলা হয়— “অন্যরকম”, “...
08/10/2025

আমরা মেয়েরা…
ছোটবেলা থেকেই অনেক কিছুতে বাঁধা পড়ে যাই।
আমাদের শেখানো হয় চুপ থাকতে,
নিজের মত প্রকাশ করলে বলা হয়— “অন্যরকম”, “অতিরিক্ত সাহসী”।
কথা বললেও ভুল, চুপ থাকলেও বোঝা।

আমরা চাই আমাদের মতো করে বাঁচতে,
স্বপ্ন দেখতে, নিজের পথ নিজের মতো করে চলতে।
কিন্তু সেই সুযোগ আমাদের খুব কমই দেওয়া হয়।

যাদের ভালোবাসি,
তাদের জন্য নিঃস্বার্থভাবে দিয়ে দিই আমাদের মন, জীবন, সময়,সবকিছু।
তাদের হাসির পেছনে নিজের কান্না লুকিয়ে রাখি,
তাদের শান্তির জন্য নিজের অশান্তিকে গিলতে শিখি।

এভাবে ভালোবাসতে ভালোবাসতেই,
একসময় আমরা নিজেকেই হারিয়ে ফেলি।
ভুলে যাই,আমাদেরও আছে কদর, স্বপ্ন, অনুভব।

08/09/2025

লাইভটা কেটে গেছে মেসেঞ্জারে কল আসার কারণে। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টের জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সবার জন্য রইল অনেক শুভকামনা।

08/09/2025
08/09/2025

অতীতকে ভুলে যেও না—
কারণ অতীতের অভিজ্ঞতাই তোমাকে সামনে অগ্রসর হওয়ার শক্তি দেয়।
স্মৃতিগুলো মুছে ফেলো না,
বরং সুন্দর মুহূর্তগুলোকে বুকে আগলে রাখো।
ভবিষ্যৎ নিয়ে ভয় না পেয়ে,
বর্তমানের প্রতিটি মুহূর্তকে ভালোবেসে বাঁচো।

08/08/2025
নারীর সম্মান মানে তার স্বপ্নকে পূরণ করার অধিকার দেওয়া,তার স্বাধীনতা রক্ষা করা,আর তার মর্যাদা বজায় রাখা।যখন নারী-পুরুষ সম...
08/08/2025

নারীর সম্মান মানে তার স্বপ্নকে পূরণ করার অধিকার দেওয়া,
তার স্বাধীনতা রক্ষা করা,
আর তার মর্যাদা বজায় রাখা।
যখন নারী-পুরুষ সমান সম্মান পাবে,
তখনই সমাজ প্রকৃত অর্থে উন্নত হবে।

ভালো থেকেও কেউ কেউ তোমাকে বুঝবে না।তারা তোমার আচরণ নয়,তাদের দৃষ্টিভঙ্গি দিয়েই তোমাকে বিচার করবে।সবাইকে সন্তুষ্ট রাখা অসম...
08/08/2025

ভালো থেকেও কেউ কেউ তোমাকে বুঝবে না।
তারা তোমার আচরণ নয়,
তাদের দৃষ্টিভঙ্গি দিয়েই তোমাকে বিচার করবে।

সবাইকে সন্তুষ্ট রাখা অসম্ভব।
তাই নিজের প্রতি সত্য থেকো—
যারা সত্যিকারভাবে বোঝে,
তারা কখনো তোমার ব্যাখ্যা চায় না।

08/07/2025

Don’t be afraid — God has a plan, and it’s always for the best.

তুমি কখনোই কষ্ট পাবে না, যদি তুমি প্রত্যাশা না করো।অনেক সময় দেখা যায়, মানুষ তোমাকে শুধু নিজের প্রয়োজনের সময় খোঁজে — এটাক...
08/07/2025

তুমি কখনোই কষ্ট পাবে না, যদি তুমি প্রত্যাশা না করো।
অনেক সময় দেখা যায়, মানুষ তোমাকে শুধু নিজের প্রয়োজনের সময় খোঁজে — এটাকে ব্যবহার বলা যায়, কিন্তু সবসময় তা খারাপ নয়।কারণ এতে বোঝা যায়, কেউ তোমাকে তার প্রয়োজনের মুহূর্তে মনে করেছে।
তুমি তখন তার একান্ত একজন, প্রয়োজনে পাশে থাকা’ সেই বন্ধুটি। তুমি কখনোই যাচাই করতে যেয়ো না, সে তোমার প্রয়োজনের সময় এসেছে কি না।
এই হিসেব-নিকেশে যদি ঢুকে পড়ো, তবে কষ্ট আসবেই, যদি তুমি কোনো কিছু না চেয়ে, বিনিময়ের আশা না করে পাশে থাকো তাহলে তুমি কখনোই কষ্ট পাবে না।
এই তত্ত্বটাই জীবনে টিকে থাকার উপায়।

যদি তুমি অন্যকে ভালো রাখো,ঠিক তেমনভাবেই,পৃথিবী তোমাকে ভালোবাসবে।পাঁচ আঙুল সমান নয়—কিন্তু প্রত্যেকটি আঙুলেই শক্তি আছে।তে...
08/06/2025

যদি তুমি অন্যকে ভালো রাখো,
ঠিক তেমনভাবেই,পৃথিবী তোমাকে ভালোবাসবে।
পাঁচ আঙুল সমান নয়—
কিন্তু প্রত্যেকটি আঙুলেই শক্তি আছে।
তেমনি, প্রত্যেক মানুষেই লুকিয়ে আছে অনন্য গুণ ♥️♥️♥️ ゚viralシfypシ゚viralシ

08/05/2025

শিশুর হাসি মানেই পৃথিবীর সবচেয়ে সুন্দর সুর ♥️
আলহামদুলিল্লাহ ❤️

Address

Windsor, ON

Website

Alerts

Be the first to know and let us send you an email when Life Frame by Nisha posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share