
08/10/2025
আমরা মেয়েরা…
ছোটবেলা থেকেই অনেক কিছুতে বাঁধা পড়ে যাই।
আমাদের শেখানো হয় চুপ থাকতে,
নিজের মত প্রকাশ করলে বলা হয়— “অন্যরকম”, “অতিরিক্ত সাহসী”।
কথা বললেও ভুল, চুপ থাকলেও বোঝা।
আমরা চাই আমাদের মতো করে বাঁচতে,
স্বপ্ন দেখতে, নিজের পথ নিজের মতো করে চলতে।
কিন্তু সেই সুযোগ আমাদের খুব কমই দেওয়া হয়।
যাদের ভালোবাসি,
তাদের জন্য নিঃস্বার্থভাবে দিয়ে দিই আমাদের মন, জীবন, সময়,সবকিছু।
তাদের হাসির পেছনে নিজের কান্না লুকিয়ে রাখি,
তাদের শান্তির জন্য নিজের অশান্তিকে গিলতে শিখি।
এভাবে ভালোবাসতে ভালোবাসতেই,
একসময় আমরা নিজেকেই হারিয়ে ফেলি।
ভুলে যাই,আমাদেরও আছে কদর, স্বপ্ন, অনুভব।