Life Frame by Nisha

Life Frame by Nisha নিজের ভেতরের কথাগুলো শব্দে প্রকাশ করি,
নিজের কিছু লেখা লিখি,
আর কখনো কখনো নিজের গলায় কিছু গান…
এইটাই আমার জগত — Life Frame 🇨🇦🇨🇦
(1)

11/17/2025

মানুষের বাইরের দিকটা দেখে আমরা কত কিছুই ভেবে নিই।
প্রশংসা করা তো দূরের কথা..অনেকে আবার বিচারকের মতো বিচার করে ফেলি।
কিন্তু কখনো কি ভেবে দেখেছি?
যাকে নিয়ে মন্তব্য করছি, তার ভেতরের গল্প, তার কষ্ট, তার সংগ্রাম...সবই আমাদের অজানা।
তাই না জেনে কাউকে বিচার করাটা কখনোই উচিত নয় ।

11/16/2025

জীবনে অতিরিক্ত খুশি হওয়ার কোনো প্রয়োজন নেই,আর কোনো কিছুকে নিয়ে অতিরিক্ত দুঃখিত হওয়ারও দরকার নেই।
খুশি আর দুঃখ দুই পাশের মতো...একই মুদ্রার দুই দিক, একে অপরের খুব কাছাকাছি ।

অনিশ্চিত জীবন…কালকের কোনো নিশ্চয়তাই নেই,তবুও আমরা স্বপ্ন আর পরিকল্পনায় মন ভরে রাখি....আমরা মানুষরা এমনই, অদ্ভুত, তবুও ...
11/15/2025

অনিশ্চিত জীবন…
কালকের কোনো নিশ্চয়তাই নেই,
তবুও আমরা স্বপ্ন আর পরিকল্পনায় মন ভরে রাখি....
আমরা মানুষরা এমনই, অদ্ভুত, তবুও আশাবাদী।

11/13/2025

পুরোনো কোনো কিছু মনে করে কষ্ট পাওয়া ঠিক নয়।
সবই জীবনের অংশ, যা আমাদের শেখায় এবং আরও শক্তিশালী করে।

জীবনে কত কিছু হারালাম, কত কিছু পেলাম।যারা একসময় খুব কাছে ছিল, আজ তারা অনেক দূরে।আবার যারা আজ পাশে আছে, তারাও হয়তো একদিন ...
11/11/2025

জীবনে কত কিছু হারালাম, কত কিছু পেলাম।
যারা একসময় খুব কাছে ছিল, আজ তারা অনেক দূরে।
আবার যারা আজ পাশে আছে, তারাও হয়তো একদিন হারিয়ে যাবে।
কারণ জীবন ক্ষণস্থায়ী, মানুষও।

সময় বদলেছে,কিন্তু সমাজের চোখ এখনো পুরোনো।মেয়েদের শেখানো হয়,হাসো, সহ্য করো, সামলে চলো।আর ছেলেদের বলা হয়..চলো, উড়ো, জয় কর...
11/08/2025

সময় বদলেছে,
কিন্তু সমাজের চোখ এখনো পুরোনো।

মেয়েদের শেখানো হয়,
হাসো, সহ্য করো, সামলে চলো।
আর ছেলেদের বলা হয়..
চলো, উড়ো, জয় করো।

বলে এটা আধুনিক যুগ,
কিন্তু মেয়েদের জীবন
এখনো নিজের হাতে নেই।

11/07/2025

প্রত্যেক সফলতার পেছনে লুকিয়ে থাকে অগণিত পরিশ্রমের গল্প, কষ্টের দীর্ঘ পথচলা।
যে হাসি আমরা আজ দেখি, তার আড়ালে থাকে এক পৃথিবী সমান না-পাওয়ার আর্তনাদ,নিঃশব্দ কান্না, আর নিজের সাথে হাজারবার লড়াই করার ইতিহাস।

সাফল্য কখনোই আকস্মিকভাবে আসে না—
এটা ধীরে ধীরে নিজেকে গড়ে তোলার নাম।

কারো সাফল্যে হিংসা না করে, তাকে প্রশংসা করতে শিখুন।
কারণ আপনি জানেন না, সেই সাফল্যের পেছনে কতটা ব্যথা লুকিয়ে আছে।

11/04/2025

ধৈর্য , আর আল্লাহর প্রতি বিশ্বাস — এই দুটোই মানুষকে শেখায়, কষ্টের পরেই আসে স্বস্তি❤️❤️

মানুষের কাছ থেকে বেশি আশা কোরো না।যখন তুমি তোমার প্রত্যাশার মান খুব উঁচু করো, তখন নিজেই নিজের হৃদয় ভাঙো।তুমি সবসময় হতা...
11/04/2025

মানুষের কাছ থেকে বেশি আশা কোরো না।
যখন তুমি তোমার প্রত্যাশার মান খুব উঁচু করো, তখন নিজেই নিজের হৃদয় ভাঙো।
তুমি সবসময় হতাশ হবে, যদি ভাবো মানুষ তোমার মতো করে তোমার জন্য কিছু করবে।
সবাই তোমার মতো হৃদয় নিয়ে জন্মায় না....
এটা সবসময় মনে রেখো।

11/01/2025

অন্ধকারকে ভয় পেও না,
একলা চাঁদের আলো যেমন অন্ধকারে পথ দেখায়,
ঠিক তেমনই তুমি একলা হলেও নিজের আলো দিয়ে পথ আলোকিত করতে পারো 🌙🌙

10/25/2025

বছর কেটে যায়, ঋতু আসে আর চলে যায়, পাখিরা উড়ে যায় অন্য গন্তব্যে।
জীবন আসলে সহজ, আমরা এটাকে জটিল করি শুধু নিজেদের ভাবনার কারণে।

Address

Windsor, ON

Website

Alerts

Be the first to know and let us send you an email when Life Frame by Nisha posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share