12/20/2025
মৃত্যু।
মানুষ তার জীবনে, সম্ভবত প্রথম এই ক্ষনিকের জীবনের বাস্তব সত্যের মুখোমুখি হয় যখন সে অন্য কারো মৃত্যুকে অনুভব করতে শেখে।
মৃত্যুকে যেই মানুষ সত্য ও পার্থিব জীবনের সর্বশেষ অধ্যায় হিসেবে স্বীকার করে নেবে, তার কাছে একই সাথে জীবন চলার পথ যেমন সহজ হয়, পার্থিব জীবনের গুরুত্ব তেমনিভাবে হ্রাস পায়।
পরিজন-আপনজনের একের পর এক পরলোকগমন মানুষের হৃদয়কে সমানভাবে পাথর ও সংবেদনশীল করে তোলে।
মানুষ, কখন সে তার অজান্তে , তার হৃদয়কে নিথর স্বরূপ তৈরি করে ফেলে, সে তা নিজেও জানেনা।
এক মৃত্যু থেকে আরেক মৃত্যু মূলত তাকে নিজের মৃত্যুকে গ্রহণ করার প্রস্তুতি দেয়। তবুও বেশীরভাগ মানুষ তার নিজের মৃত্যুর জন্য কখনোই প্রস্তুত না।