Life Frame by Nisha

Life Frame by Nisha নিজের ভেতরের কথাগুলো শব্দে প্রকাশ করি,
নিজের কিছু লেখা লিখি,
আর কখনো কখনো নিজের গলায় কিছু গান…
এইটাই আমার জগত — Life Frame 🇨🇦🇨🇦
(2)

12/20/2025

মৃত্যু।

মানুষ তার জীবনে, সম্ভবত প্রথম এই ক্ষনিকের জীবনের বাস্তব সত্যের মুখোমুখি হয় যখন সে অন্য কারো মৃত্যুকে অনুভব করতে শেখে।

মৃত্যুকে যেই মানুষ সত্য ও পার্থিব জীবনের সর্বশেষ অধ্যায় হিসেবে স্বীকার করে নেবে, তার কাছে একই সাথে জীবন চলার পথ যেমন সহজ হয়, পার্থিব জীবনের গুরুত্ব তেমনিভাবে হ্রাস পায়।

পরিজন-আপনজনের একের পর এক পরলোকগমন মানুষের হৃদয়কে সমানভাবে পাথর ও সংবেদনশীল করে তোলে।

মানুষ, কখন সে তার অজান্তে , তার হৃদয়কে নিথর স্বরূপ তৈরি করে ফেলে, সে তা নিজেও জানেনা।

এক মৃত্যু থেকে আরেক মৃত্যু মূলত তাকে নিজের মৃত্যুকে গ্রহণ করার প্রস্তুতি দেয়। তবুও বেশীরভাগ মানুষ তার নিজের মৃত্যুর জন্য কখনোই প্রস্তুত না।

12/05/2025

নারীরা আজও কতটা অসহায়—তা সমাজের প্রতিদিনের আচরণই বলে দেয়।ভুল হোক বা না হোক, দোষারোপটা কিন্তু প্রথমেই নারীর দিকেই যায়।
সবচেয়ে কষ্টের বিষয়-অনেক শিক্ষিত মানুষের মাঝেও এখনো নারীর প্রতি সেই প্রাপ্য সম্মানটা নেই… যেনো নারী জন্মগতভাবেই কম মূল্যবান।

তাই আমি সব নারীদের বলি—
নিজেকে মূল্য দিতে শিখো, নিজের সম্মান নিজেই বানিয়ে নাও।
জীবনে এতটা শক্ত হও, যেন একদিন নিজের একটা বাড়ি হয়…একটা দরজা, যার চাবিটা শুধু তোমার হবে।যেখানে কেউ তোমাকে ভরসার নামে, ভালোবাসার নামে, কিংবা সম্পর্কের নামে,যখন-তখন ঘর 🏠 থেকে বের করে দিতে পারবে না।

কারণ তুমি কোনোদিনই কারো দয়া বা অনুমতির উপর বেঁচে থাকার জন্য জন্মাওনি।

12/02/2025

মানুষের উপর বিশ্বাস ও আশা, কোনটাই রাখা উচিত না।
কারণ এই দুইটাই ভেঙে যায় সবচেয়ে সহজে,
আর ব্যথা দেয় সবচেয়ে গভীরভাবে।
তাই নিজের ওপর ভরসা রাখো,
আর আল্লাহর ওপর আশা রাখো…
এই দুইটাই কখনো ভাঙে না ।

11/28/2025

ভাগ্য যেখানেই নেবে, সেখানেই শক্ত হয়ে দাঁড়াও এবং মানিয়ে নাও

11/27/2025

জীবনে কিছু মানুষ থাকে, যারা আমাদের আনন্দকে নিজের আনন্দ মনে করে,
দুঃখকে ভাগ করে নিয়ে নির্ভয়ে পাশে থাকে।
এমন মানুষগুলো আছে বলেই আজও পৃথিবী টিকে আছে।😇😇

11/24/2025

জীবনের যেকোনো হারে হতাশ হবেন না। নতুন করে শুরু করুন,
কারণ এখন আপনি আগের চেয়ে আরও শক্তিশালী।

11/23/2025

কিছু স্মৃতি এমন হয় যা কখনো হারায় না। আমরা হয়তো এগুলোকে ভুলে যেতে চাই, কিংবা চাপা দিতে চাই, কিন্তু তারা হৃদয়ের গভীরে চুপচাপ থেকে যায়।
আমাদের হাসি, কান্না, ব্যথা বা আনন্দ...সবকিছু তাদের সঙ্গে গাঁথা থাকে। এই স্মৃতিই আমাদের তৈরি করে এবং আমাদের জীবনকে গভীর করে তোলে..

আশ্চর্য পৃথিবী…বেঁচে থাকতে যাকে কেউ চায় না,চলে যাওয়ার পর সবাই তার গল্প বলে।
11/22/2025

আশ্চর্য পৃথিবী…
বেঁচে থাকতে যাকে কেউ চায় না,
চলে যাওয়ার পর সবাই তার গল্প বলে।

11/21/2025

দিনের শেষে Perfect মেয়ে বা Perfect মা হওয়ার চাপ,শুধু ক্লান্তি ও কষ্ট দেয়।
নিজের স্বপ্ন পূরণ করুন, নিজেকে ভালোবাসুন…এটাই জীবনের প্রকৃত শক্তি ।

সম্পর্ককে গুরুত্ব দিন।মনে যা আছে, যাকে বলতে চান,আজই বলে ফেলুন।আজ না বলে কাল বলবো, কাল না বলে আরেকদিন বলবো…এভাবে দেরি করত...
11/20/2025

সম্পর্ককে গুরুত্ব দিন।
মনে যা আছে, যাকে বলতে চান,আজই বলে ফেলুন।
আজ না বলে কাল বলবো, কাল না বলে আরেকদিন বলবো…

এভাবে দেরি করতে করতে যদি মানুষটাকেই হারিয়ে ফেলেন?
তখন আর বলা হবে না, শোনাও হবে না…
শুধু আফসোসটাই থেকে যাবে।

11/17/2025

মানুষের বাইরের দিকটা দেখে আমরা কত কিছুই ভেবে নিই।
প্রশংসা করা তো দূরের কথা..অনেকে আবার বিচারকের মতো বিচার করে ফেলি।
কিন্তু কখনো কি ভেবে দেখেছি?
যাকে নিয়ে মন্তব্য করছি, তার ভেতরের গল্প, তার কষ্ট, তার সংগ্রাম...সবই আমাদের অজানা।
তাই না জেনে কাউকে বিচার করাটা কখনোই উচিত নয় ।

Address

Windsor, ON

Website

Alerts

Be the first to know and let us send you an email when Life Frame by Nisha posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share