11/17/2025
মানুষের বাইরের দিকটা দেখে আমরা কত কিছুই ভেবে নিই।
প্রশংসা করা তো দূরের কথা..অনেকে আবার বিচারকের মতো বিচার করে ফেলি।
কিন্তু কখনো কি ভেবে দেখেছি?
যাকে নিয়ে মন্তব্য করছি, তার ভেতরের গল্প, তার কষ্ট, তার সংগ্রাম...সবই আমাদের অজানা।
তাই না জেনে কাউকে বিচার করাটা কখনোই উচিত নয় ।