Life Frame by Nisha

Life Frame by Nisha নিজের ভেতরের কথাগুলো শব্দে প্রকাশ করি,
নিজের কিছু লেখা লিখি,
আর কখনো কখনো নিজের গলায় কিছু গান…
এইটাই আমার জগত — Life Frame 🇨🇦🇨🇦
(1)

নিজের ভুলের জন্য আজীবন দুঃখ বয়ে বেড়াতে হয়। তাই প্রতিটি সিদ্ধান্ত নিতে হবে ভেবে-চিন্তে, ধৈর্যের সঙ্গে। কারণ ভুল সিদ্ধা...
09/10/2025

নিজের ভুলের জন্য আজীবন দুঃখ বয়ে বেড়াতে হয়। তাই প্রতিটি সিদ্ধান্ত নিতে হবে ভেবে-চিন্তে, ধৈর্যের সঙ্গে। কারণ ভুল সিদ্ধান্ত শুধু আমাদের নয়, আমাদের চারপাশের মানুষকেও কষ্ট দেয়।

জীবনে নেতিবাচক চিন্তা জমে থাকলে আনন্দের জায়গা থাকে না। তাই প্রতিদিন মনকে পরিষ্কার করুন ইতিবাচকতার আলোয়। Positive mind,...
09/09/2025

জীবনে নেতিবাচক চিন্তা জমে থাকলে আনন্দের জায়গা থাকে না। তাই প্রতিদিন মনকে পরিষ্কার করুন ইতিবাচকতার আলোয়। Positive mind, peaceful life😍😍

09/08/2025

মানুষের কথা কখনো শেষ হবে না—
তুমি হাসলে তারা বলবে “বেশি হাসছো,”
তুমি কাঁদলে তারা বলবে “বেশি কাঁদছো।”
তাই একটাই পথ—
নিজের মতো করে বাঁচো,
কারণ মানুষের সন্তুষ্টি কোনোদিন পূর্ণ হবে না।

আমরা ভুল করি, নিজেকে দোষী মনে করি।তবুও, ভুল থেকে শেখার সাহসই আমাদের জীবনের আসল শক্তি।
09/07/2025

আমরা ভুল করি, নিজেকে দোষী মনে করি।
তবুও, ভুল থেকে শেখার সাহসই আমাদের জীবনের আসল শক্তি।

পরিবার।  মানুষ জন্ম নেয়, তারপর অধিকাংশ মানুষই একটা পরিবারের মাঝে বড় হয়ে ওঠে। এই বড় হয়ে ওঠার একটা স্তর পাড় হয় পারিবারিক ক...
09/05/2025

পরিবার।

মানুষ জন্ম নেয়, তারপর অধিকাংশ মানুষই একটা পরিবারের মাঝে বড় হয়ে ওঠে। এই বড় হয়ে ওঠার একটা স্তর পাড় হয় পারিবারিক কোলাহলে, আত্মীয়দের সংযোজনে, বটবৃক্ষ সমতুল্য দাদা-দাদী ও নানা-নানির ছায়াতলে।

একটা সময় এই বটবৃক্ষরা সময়ের ডাকে হারিয়ে যায়। আত্মীয়দের বিয়োজন হয়, পারিবারিক কোলাহল কমে যায় এবং ঐ জন্ম নেয়া শিশুটা পৃথিবীকে তার আপন দৃষ্টিতে বুঝতে শিখে। পরিবার তখন একটু করে ভাঙ্গতে শুরু করে।

ভাই-বোনদের বিয়ে হয়, তারা তাদের নিজস্ব সংসারে ব্যস্ত হয়ে পড়ে। ৪-৫ জনের পরিবার তখন ৬-৮ জনে রূপ নেয়৷ তবে, এই সার্বিক সংযোজন মূলত আরেকটু ক্ষুদ্র করে তোলে সেই পরিবারকে।

সন্তানেরা তাদের ভবিষ্যতের উছিলায় বিদেশ পাড়ি দেয়; পরিবার তখন আরেকটু ছোট হয়।

যেই পরিবারকে আগলে রাখার শপথ নিয়ে সেই সন্তানের জন্ম, তার হাত ধরেই জীবনের পরিক্রমায় সেই পরিবার নিঃশেষ হয়৷

চাওয়া পাওয়া, আসা-যাওয়া, উর্ধগতি- নিম্নগতির ভেতর দিয়ে একটা পরিবার থেকে অনেকগুলো পরিবারের জন্ম হয়, পরিবার তখন অন্য রূপ নেয়।

নতুন মানুষগুলো পরিবারতত্ত্বের সেই একই ধারণা ও আদর্শ নিয়ে বড় হয়ে ওঠে।

Little do they know, they too shall face the same consequences.

09/01/2025

💌 আজ চিঠি দিবস, তাই নিজেকে একটি চিঠি দিলাম

প্রিয় Myself,

আজ তোমাকে লিখছি অতীতের তোমাকে মনে করে।
আমি খুব মিস করি সেই আমিকে—
যে শৈশবে ছিলো রঙিন,
হাসিতে ভরা, ছোট্ট খেলায় বিশাল আনন্দ খুঁজে পেতো।
আমি মিস করি সেই কিশোর আমিকে—
যে ছোট ছোট স্বপ্ন আঁকতো আকাশের মতো বড়,
যে বন্ধুত্ব আর ভালোবাসায় বিশ্বাস করতো,
যার পৃথিবী ছিলো নির্ভার আর সহজ।

আমি মিস করি সেই যৌবনের আমিকে—
যে ভয়হীন ছিলো,
যে সাহস নিয়ে নতুন পথে হেঁটেছিলো,
যার চোখে ছিলো আগুন আর আশার দীপ্তি।

কিন্তু আজকের আমি?
হয়তো ক্লান্ত, হয়তো ভিন্ন।
তবু জানি—
প্রতিটি বয়স, প্রতিটি আমি
এখনও আমার ভেতরেই বেঁচে আছে।

আমি হারাইনি।
আমি শুধু বদলেছি।
আর সেই বদলও আমারই গল্প, আমারই সৌন্দর্য।

ভালো থেকো,
তুমি নিজেই ♥️

08/31/2025

ভালোবাসা, সম্মান, বোঝাপড়ার সহজ সম্পর্ক-

কোনো ভেদাভেদ নেই এখানে।
তুমি হয়তো কারো সঙ্গে খারাপ কিছু করোনি,
তবুও তারা তোমাকে অপছন্দ করতে পারে।
আর তুমি হয়তো কাউকে কিছু দেওনি,
কোনো উপকার করোনি,
তবুও কেউ তোমাকে নিঃস্বার্থ ভালোবাসে।

তাই মনে রেখো—
যারা তোমাকে ভালোবাসে, তাদের ভালোবাসো।
যারা সম্মান দেয়, তাদের সম্মান দাও।
যারা বুঝতে চায়, তাদের পাশে থাকো।

সবাইকে বোঝার দরকার নেই,
সব সম্পর্ক রাখতে হয় না।
তুমি থেকো তাদের সঙ্গে—
যারা সত্যি তোমাকে বুঝে,
যারা সত্যি ভালো চায়,
আর যারা কোনো কারণ ছাড়াই তোমার পাশে থাকে।

সেই সম্পর্কগুলোই জীবনে শান্তি নিয়ে আসে।
♥️♥️♥️

08/30/2025

প্রতিযোগিতার আরেক নাম যুদ্ধ দিতে দোষ নেই ,সমগ্র বিশ্ব জুড়ে প্রত্যেক স্তরে স্তরে এবং সবকিছু নিয়ে যে পরিমাণ যুদ্ধ লেগে আছে ,সেটা দেখার পরেও নতুন করে পারমাণবিক অথবা সশস্ত্র যুদ্ধ তৈরি করার দরকার আছে কী ?

এই প্রতিযোগিতার যুদ্ধটাই তো পাড় হতে পারলাম না, সবার মুখে মূখে বিশ্ব শান্তির কথা কিন্তু যুদ্ধটা যে প্রকৃতপক্ষে, নিজের সাথেই।

একটা সময়ের পর রূপ বা হিউমার impress করে না।টানে শুধু সেই মানুষ, যে অন্যের কষ্ট নিজের ভেতরে টের পায়।
08/30/2025

একটা সময়ের পর রূপ বা হিউমার impress করে না।
টানে শুধু সেই মানুষ, যে অন্যের কষ্ট নিজের ভেতরে টের পায়।

Address

Windsor, ON

Website

Alerts

Be the first to know and let us send you an email when Life Frame by Nisha posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share