Mithun's gallery

Mithun's gallery সম্পূর্ণ নিজের ভালো লাগা থেকে এবং বেকার সময়ে নিজেকে ব্যস্ত রেখে ভালো কিছু উপস্থাপন করাই মূল উদ্দেশ্যে।

13/07/2025
26/06/2025

লঞ্চ ও নদীর সৌন্দর্য

21/06/2025

সুন্দরবন যেতে মংলা বন্দরের নদীর কিছু নজর কারা সৌন্দর্য

ছোট্ট পথের জিবন তরী....যেন বিষন্নতায় ক্লান্ত🥵সূর্যাস্তের অস্ত যেতে যেতে অন্তহীন পথ.......        যেন এক নিয়তির দাবানল......
20/06/2025

ছোট্ট পথের জিবন তরী....
যেন বিষন্নতায় ক্লান্ত🥵
সূর্যাস্তের অস্ত যেতে যেতে অন্তহীন পথ.......
যেন এক নিয়তির দাবানল.....

জিবনে চাওয়ার ছিল অনেক কিছু........🥺

পাওয়া সে তো দূর দৃষ্টির অধরা সীমানা......🙄

মনে পড়লেই থেমকে জিবনের সব গতিপথ..........

রুঢ় রুক্ষতায় ঘুনে ধরা দেহ আর মন.....
জরাজীর্ণতায় যেন এক উপহাসের পন্য......

নশ্বর এপৃথিবীর অবিনশ্বর ভরায়ে রেখেছি হৃদয়
কূলষিত যাতনা করে....

তবুও বেঁচে থাকা,, নিজের জন্য নয়,,,,,,,
অন্যের জন্য, অন্যকে পূর্ণতা দিতে....

আর নিজেকে জলাঞ্জলি............🥵🥵

জানি আমার প্রতি এক আকাশ পরিমাণ অভিমান তোমার.....তোমার অভিযোগের সত্যতার তীর হৃদয়  ক্ষতবিক্ষত করে অদৃশ্য রক্তক্ষরণ হবে বহু...
19/06/2025

জানি আমার প্রতি এক আকাশ পরিমাণ অভিমান তোমার.....
তোমার অভিযোগের সত্যতার তীর হৃদয় ক্ষতবিক্ষত করে অদৃশ্য রক্তক্ষরণ হবে বহুকাল ....

তোমার অভিযোগ হয়তো তোমাকে চাপা শূণ্যতা থেকে মুক্তি দিবে....
আর আমার হাহাকার থেকে যাবে চিরকাল....
পৃথিবীর কিছু সিদ্ধান্ত বন্দুক তাক করে বুলেট নিক্ষেপ করার মত।
চাইলেও ফেরত আনা যায় না...
ক্লান্ত জীবনে শূন্যতার হাহাকারই হবে সুখের আস্তরণ।
কেননা ভাবনাটা থাকবে তোমাকে ঘিরেই.....

প্রায় সাত মাস পর মোবাইল ফোনে কাঙ্খিত ১০১ টাকা রিচার্জ আসলো... টাকাটা আসতেই মুখের কোনে একটা মুচকি হাঁসি ফুটে উঠলো....একটু...
18/06/2025

প্রায় সাত মাস পর মোবাইল ফোনে কাঙ্খিত ১০১ টাকা রিচার্জ আসলো... টাকাটা আসতেই মুখের কোনে একটা মুচকি হাঁসি ফুটে উঠলো....

একটু পিছনে যাই এইতো দু'বছর আগের ঘটনা...
আমি বড্ড ভুলোমনা স্বভাবের, বিশেষ করে ছাতার ব্যাপারে....
নতুন ছাতা কিনে কোথাও গেলে বৃষ্টি না হলেই ছাতাটা কিভাবে যেনো হারিয়ে যায়।
মাঝে মাঝে বড্ড হতাশ লাগতো....
শেষে অনেক ভেবে একটা ছোট্ট করে সমাধান খুজে পেলাম।
ছাতার ভীতর স্থায়ী লেখা মার্কার পেন দিয়ে নিজের মোবাইল নাম্বারের সাথে "কেউ যদি ছাতাটা পান উক্ত নাম্বারে ১০১ টাকা রিচার্জ করে দিবেন, তবে বৈধভাবে ছাতার মালিক আপনি " লেখাটা যুক্ত করে দিলাম।

এটুকুতেই যে এতোটা কাজ হবে বুঝতেই পারিনি।

গত ২ বছরে এরকম রিচার্জ গতকালেরটা সহ অষ্টম বারের মত আসলো....😃
মনে মনে ভাবি ছাতা তুমি হাত বদল হলেই আমার রিচার্জ।
আবার আসুক ফিরে খুব দ্রুত সেই শুভক্ষন😃😃

দুর্ঘটনা নাকি হত্যা... ভদ্রলোক স্ত্রী-কে মারার পরিকল্পনা করছিলো.. মেরে ফেলবে কিন্তু দোষী যাতে না হতে হয়....আসা যাক মূল গ...
17/06/2025

দুর্ঘটনা নাকি হত্যা... ভদ্রলোক স্ত্রী-কে মারার পরিকল্পনা করছিলো.. মেরে ফেলবে কিন্তু দোষী যাতে না হতে হয়....

আসা যাক মূল গল্পে,,
বহুতল ভবনের ৪র্থ তালায় থাকতো এক পরিবার।
সবাই সুখী দম্পতি বলেই জানতো তাদের,, কিন্তু বর একটা ঝামেলায় ফেঁসে যায়...
তার একমাত্র সমাধান ছিলো স্ত্রী কে পৃথিবী থেকে সড়িয়ে ফেলা।
কিন্তু, পৃথিবীতে এমন কোন দেশ নেই যে যেখানে খুনের প্রমাণ পেলে শাস্তিযোগ্য নয়।
এই কথাটাও লোকটার মাথায় ঘুরপাক খাচ্ছিলো...
তো সে নিখুঁত ভাবে চোখ বুলিয়ে নিলো...
স্ত্রী'র আসক্ত অভ্যাস গুলো....
তার স্ত্রী'র ১ম অভ্যাস ছিলো অধিক মাত্রায় বই পড়া..
সে বই গুলো পড়ার সময় বইয়ের পৃষ্টা উল্টাতে হাতের আঙ্গুলে মুখের লালা ব্যবহার করতো।
এমনটা করাইতো স্বাভাবিক তাই না....?
আমরা যারা কারণে অকারণে বইয়ের পাতা উল্টাই অনেক সময় একটা পৃষ্ঠা অপরটার সাথে আটকে যায় তখন অনেকেই মুখ থেকে লালা আঙ্গুলে লাগিয়ে বইয়ের পৃষ্ঠা উল্টাই....
তো ভদ্র লোক স্ত্রী'র এই দুর্বলতাটা কাজে লাগানোর পরিকল্পনা করছিলো।
সে সায়ানাইড বিষ যা হাতের স্পর্শেও যদি মুখে লাগে তবে তার প্রাণ চলে যায়।
এই বিষটা বইয়ের পাতায় রাখতে চেয়েছিলো...
এমন পরিকল্পনা করেও শেষ মুহুর্তে সে এখান থেকে ফিরে আসে।
কেননা পরবর্তীতে লাশের ময়না তদন্তে দোষী হওয়ার সম্ভবনা ছিলো।
এরপর সে তার স্ত্রী'র ২য় দুর্বলতায় চোখ রাখলো....
তার ২য় দুর্বলতা ছিলা মাঝ রাতে ঘুম ঘুম চোখে বাথরুমে প্রবেশ করা।
তাদের শোবার ঘরটা এমন ছিলো যে রুমে প্রবেশ বরাবর বিপরীত পাশে বাথরুমের দরজা যা ঘুম থেকে উঠে খাট থেকে নেমে চোখ ডলতে ডলতে অনায়াসে বাথরুমে যাওয়া যায়।
রুমের অপরপাশে আরেকটি দরজা যেখান দিয়ে বেলকুনি, বেলকুনিতে সাথে পাইপ জাতীয় গ্রীল...
তো ভদ্রলোক ভাবলো আমি যদি রুমের খাটটা বেলকুনির দরজা বরবর দেই তবে মন্দ হয় না।
যেমন ভাবা তেমন কাজ, সে স্ত্রী'কে ভালো মন্দ বুঝিয়ে
রুমের খাটটা বেলকুনির দরজা বরাবর দিলো...
আর বেলকুনীর গ্রীলটা স্কু গুলো একদম ঢিলে করে দিলো...
তার স্ত্রীর দীর্ঘদিনের অভ্যাস মোতাবেক গভীর রাতে চোখ ডলতে ডলতে বাথরুম ভেবে বেলকুনির দরজা দিয়ে গ্রীলে থাক্কা খেতেই চার তলা থেকে নিচে পড়ে পৃথিবীর মায়া ত্যাগ করে।

গল্প নয় এটা একটি সত্য ঘটনা, একটি বই পড়েছিলাম
লেখক-গোয়ান্দা শার্লক হোমসের জটিল কেস সমাধান....
ইচ্ছে হলো শেয়ার করলাম...

ভাল

16/06/2025

এক কোটি বছর.....
আবৃত্তির বৃথা চেষ্টা

নিজের স্মৃতি আবৃত্তির মধ্যে ধরে রাখার চেষ্টা....

15/06/2025

তোমারে পেয়ে গেলে হয়তো....
আবৃত্তি বড্ড কঠিন, তবু বৃথা চেষ্টা....

15/06/2025

শেষ বেলায় মংলায়

14/06/2025

রাতের ভিউ সুন্দরবন সংলগ্ন মংলা

Address

Rangamati

Alerts

Be the first to know and let us send you an email when Mithun's gallery posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mithun's gallery:

Share