09/03/2025
Welcome to RIDER BILLU – The Ultimate Moto Vlogging Experience!আমি বিল্লু, একজন প্যাশনেট বাইকার আর ট্রাভেল লাভার। RIDER BILLU চ্যানেলটি শুধুমাত্র মোটরসাইকেল রাইডের গল্প নয়, এটা আমার জীবনের প্রতিটি রোমাঞ্চকর মুহূর্ত, অনুভূতি আর অভিজ্ঞতার একটি ভিডিও ডায়েরি। এখানে তুমি পাবে বাংলাদেশসহ আশেপাশের দেশগুলোর সুন্দর প্রাকৃতিক দৃশ্য, দুর্গম পাহাড়ি রাস্তা, অফ-রোডিং অ্যাডভেঞ্চার আর মনোমুগ্ধকর ভ্রমণের গল্প।এই চ্যানেলে নিয়মিত পাবেন: • মোটরসাইকেল ট্রাভেল ভ্লগ • অফ-রোড ও লং রাইড অ্যাডভেঞ্চার • বাংলাদেশের আনকোরা ও অফবিট লোকেশন এক্সপ্লোরেশন • ট্রাভেল টিপস ও বাইক মেইনটেন্যান্স গাইড • বাইকারদের জন্য স্পেশাল টিপস এবং গিয়ার রিভিউ • রাইডিং সেফটি এবং রোড ট্রিপের গুরুত্বপূর্ণ দিকনির্দেশনাআমার লক্ষ্য শুধু রাইড করা না, তোমাদের নিয়ে যাওয়া এমন সব জায়গায় যেগুলো হয়তো আগে কখনও দেখোনি। আমি বিশ্বাস করি, একটা বাইক আর একটা খোলা রাস্তা থাকলেই গল্প তৈরি হয়। আর সেই গল্পগুলোই আমি শেয়ার করি এই চ্যানেলে।তোমরা যারা মোটরবাইক ভালোবাসো, অ্যাডভেঞ্চার চাও, আর ভ্রমণের নেশায় আচ্ছন্ন, RIDER BILLU চ্যানেলটা তোমাদের জন্য।চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে রাখো, যেন কোনো রাইড মিস না করো!আমার সঙ্গে কানেক্টেড থাকতে পারো সোশ্যাল মিডিয়ায়ও। চল, একসঙ্গে ঘুরে বেড়াই রাস্তায় রাস্তায়!RIDE SAFE | STAY WILD | EXPLORE MORE- RIDER BILLU