Md Shohidul hossain

Md Shohidul hossain বারহাট্টা নেএকোনা

🟢⚪️ পরিচ্ছেদঃ ২. যে নবী (ﷺ)-কে গালি দেয় তার সম্পর্কিত বিধানঃ৪৩৬১। ইবনু আব্বাস (রাঃ) সূত্রে বর্ণিত। জনৈক অন্ধ লোকের একটি ...
29/09/2024

🟢⚪️ পরিচ্ছেদঃ ২. যে নবী (ﷺ)-কে গালি দেয় তার সম্পর্কিত বিধানঃ

৪৩৬১। ইবনু আব্বাস (রাঃ) সূত্রে বর্ণিত। জনৈক অন্ধ লোকের একটি উম্মু ওয়ালাদ’ ক্রীতদাসী ছিলো। সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে গালি দিতো এবং তাঁর সম্পর্কে মন্দ কথা বলতো। অন্ধ লোকটি তাকে নিষেধ করা সত্ত্বেও সে বিরত হতো না। সে তাকে ভৎর্সনা করতো; কিন্তু তাতেও সে বিরত হতো না। এক রাতে সে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে গালি দিতে শুরু করলো এবং তাঁর সম্পর্কে মন্দ কথা বলতে লাগলো, সে একটি একটি ধারালো ছোরা নিয়ে তার পেটে ঢুকিয়ে তাতে চোপ দিয়ে তাহেত্যা করলো। তার দু’ পায়ের মাঝখানে একটি শিশু পতিত হয়ে রক্তে রঞ্জিত হলো। ভোরবেলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘটনাটি অবহিত হয়ে লোকজনকে সমবেত করে বলেনঃ আমি আল্লাহর কসম করে বলছিঃ যে ব্যক্তি একাজ করেছে, সে যদি না দাঁড়ায় তবে তার উপর আমার অধিকার আছে।

একথা শুনে অন্ধ লোকটি মানুষের ভিড় ঠেলে কাঁপতে কাঁপতে সামনে অগ্রসর হয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সামনে এসে বসে বললো, হে আল্লাহর রাসূল! আমি সেই নিহত দাসীর মনিব। সে আপনাকে গালাগালি করতো এবং আপনার সম্পর্কে অপমানজনক কথা বলতো। আমি নিষেধ করতাম; কিন্তু সে বিরত হতো না। আমি তাকে ধমক দিতাম; কিন্তু সে তাতেও বিরত হতো না। তার গর্ভজাত মুক্তার মতো আমার দু’টি ছেলে আছে, আর সে আমার খুব প্রিয়পাত্রী ছিলো। গত রাতে সে আপনাকে গালাগালি শুরু করে এবং আপনার সম্পর্কে অপমানজনক কথা বললে, আমি তখন একটি ধারালো ছুরি নিয়ে তার পেটে স্থাপন করে তাতে চাপ দিয়ে তাকে হত্যা করে ফেলি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ তোমরা সাক্ষী থাকো, তার রক্ত বৃথা গেলো।[1]

সহীহ নাসায়ী

এই চিন্তা আমাকে আরও শক্তিশালী করে তোলে যে, আমার বাবা সর্বদা আমার জন্য আছেন।
19/09/2024

এই চিন্তা আমাকে আরও শক্তিশালী করে তোলে যে, আমার বাবা সর্বদা আমার জন্য আছেন।

১৪/০৮/২৩ ইং জালিম স্বৈরাচার সরকারের ষড়যন্ত্রে শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহিমাহুল্লাহ! ওনার ওফাতের এক বছর পূর্ণ ...
13/08/2024

১৪/০৮/২৩ ইং জালিম স্বৈরাচার সরকারের ষড়যন্ত্রে শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহিমাহুল্লাহ! ওনার ওফাতের এক বছর পূর্ণ হয়েছে। দোয়া করি আল্লাহ তায়ালা হুজুরকে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম দান করুক। এবং উনার স্বপ্ন বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম হোক এই স্বপ্ন আল্লাহতালা কবুল করুন।

 #বাংলাদেশ-জামাত-ইসলামি ছাত্রশিবিরের-মিছিল!   #বারহাট্টা,  #নেএকোনা। #
06/08/2024

#বাংলাদেশ-জামাত-ইসলামি ছাত্রশিবিরের-মিছিল!
#বারহাট্টা, #নেএকোনা। #

05/08/2024

বাংলাদেশ ছাত্রশিবির জিন্দাবাদ!

05/08/2024

'' পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, রক্ত লাল রক্ত লাল
রক্ত লাল '' 🔴✊

আমাদের স্বাধীন  রাষ্ট্রের  অবস্থা! আল্লাহ তোমাকে  সাক্ষী রেখে দিলাম!
17/07/2024

আমাদের স্বাধীন রাষ্ট্রের অবস্থা!
আল্লাহ তোমাকে সাক্ষী রেখে দিলাম!

04/05/2024

Address

Rajshahi Division

Telephone

+8801894398929

Website

Alerts

Be the first to know and let us send you an email when Md Shohidul hossain posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Md Shohidul hossain:

Share