সাদামাটা

সাদামাটা Allah Is My Only Hope

(اللَّهُمَّ صَلِّ وَسَلِّمْ عَلَى نَبَيِّنَا مُحَمَّدٍ❤)
(11)

17/07/2025

এই নীরব রাতেও কেউ কেউ ছাদের কিনারায় দাঁড়িয়ে,
আকাশের দিকে চেয়ে কেবল একটাই প্রশ্ন ফেলে —
"হে মালিক, আর কতকাল এমনই থাকবো অন্ধকারে?
আমার সকাল কি আসবেই না কখনো?"

16/07/2025

জীবনে প্রত্যেকটা মুহূর্তে আমি যুদ্ধ করে যাচ্ছি কখনো সময়ের সাথে কখনো কাছের কিছু মানুষের সাথে কখনো আবার নিজের সাথে। এমন এক জায়গা এসে দাঁড়িয়েছি। এখন আর কেউ নেই আমার।

এখন মনে হচ্ছে জীবন সবথেকে কঠিন সময় পার করতেছি, তবে জীবন নিয়ে কোনো আফসোস নেই, আমিও দেখতে চাই আমার ধৈর্য কতটুকু, কতটুকু আমি মানিয়ে নিতে পারি, আর ধন্যবাদ জানায় তাদেরকে যারা আমার জীবনের প্রত্যেকটা পথে পথে একটা করে উচিত শিক্ষা দিয়েছেন আমাকে।

15/07/2025

ক্যান্সারে আক্রান্ত হয়ে কয়েক বছর আগে আমার পরিচিত এক আপু মা রা যান। ছোটবেলা থেকেই দেখতাম আপুটা বেশ পরিপাটি হয়ে চলতে পছন্দ করতেন, কি সুন্দর চেহারা আর উজ্জ্বল গায়ের রঙ। মুখে একটা ব্রণের দাগও কখনো দেখিনি তার। চোখগুলোকে সবসময় কাজলে রাঙিয়ে রাখতে পছন্দ করতেন। খুব মিশুকও ছিলেন তিনি। হাসিখুশি, প্রাণবন্ত একজন মানুষ।

দীর্ঘদিনের সম্পর্কের পর পছন্দের মানুষকেই বিয়ে করেছিলেন তিনি, কিন্তু সংসার করা হয়ে ওঠেনি। দীর্ঘ ভালোবাসার জীবনে সংসার জীবনটা বড্ড স্বল্প আয়ু নিয়ে এসেছিলো। নানা চড়াই উৎরাই পেরিয়ে ডিভোর্স শব্দে ইতি টেনেছিলেন সংসারের।

এরপর ধরা পড়ে ক্যান্সার। কেমোথেরাপির সেই যাত্রা যেন তার কষ্টকে আরো দ্বিগুণ করে দিতে উঠেপড়ে লেগেছিলো। একপর্যায়ে আপুটার মাথার চুল, চোখের ভ্রু পড়ে যেতে শুরু করে। দাঁতের মাড়ি, হাতের নখগুলো কালো হয়ে গিয়েছিলো। চোখের নিচের গাঢ় কালিতে চোখ আটকে যেতো বারংবার। তার নির্ঘুম রাতের সাক্ষী দিতেই বোধহয় রংটা এতো গাড় রূপ ধারণ করেছিলো। নয়তো কি এৃন শত্রুতা বলুন তো। কাজলের কালোর চেয়েও কেন এতবেশী গাড় হতে হবে চোখের নীচে লেপ্টে থাকা কালিকে। ধীরে ধীরে তার সুন্দর চেহারার কি নিদারুণ পরিবর্তন ঘটলো। এও কি মেনে নেওয়া যায়? ক্যান্সারের জীবাণু শরীরে বসতি গড়তে না গড়তেই যে সৌন্দর্য বিলীন হতে শুরু করে, কি হবে সে সৌন্দর্য দিয়ে?

পৃথিবীর বুকে মানুষ চেহারার উজ্জ্বলতা বাড়াতে কত কসরত করে, অথচ তারা বোঝেনা বাহ্যিক এ সৌন্দর্য দিয়ে সবকিছু জয় করা যায় না। বরং মানুষটা খাঁটি হওয়া লাগে।

এই পৃথিবীর সবই ক্ষণস্থায়ী, সবকিছু ফুরিয়ে যাবে। এমনকি মানুষের চোখ ধাঁধানো সেই সৌন্দর্যও। যখন কেউ বলে মানুষ সৌন্দর্যের পূজারী, তখন আমার বড্ড হাসি পায়। যারা বাহ্যিক সৌন্দর্য খোঁজে তারা দিনশেষে তার সঠিক কদর করতে পারেনা। নয়তো ঘরে সুন্দরী বউ রেখে কিছু পুরুষ পরনারীতে কেনো মত্ত হয়? কিংবা কিছু নারী সুদর্শন পুরুষ পেয়েও কেনো অন্য পুরুষের বাহুডোরে আবদ্ধ হতে চায়।

সুন্দর মানুষের চেয়ে সুন্দর চেহারার মূল্য যদি অধিক হতো তবে কবরে শায়িত হওয়ার পর মাটি এই সুন্দর দেহ খেয়ে ফেলতো না। বরং যত্ন করে আলিঙ্গন করে নিতো। রবের দরবারে সকল সুন্দর চেহারার মানুষ অধিক বেশি সম্মানিত হতো, বিনা হিসেবে পার পেয়ে যেত।

রব তো অধিক বেশি দয়ালু, তিনি সুন্দর চরিত্রের মানুষকে পছন্দ করেন। যার চরিত্র যত সুন্দর রবের দরবারে তার সম্মান তত বেশি। সুন্দর চেহারার মোহ কেটে গেলেই মানুষ ভিন্ন মানুষে আকৃষ্ট হয়, তবে সুন্দর চরিত্রের মানুষ দুনিয়ার এবং আখিরাত দু'জায়গায় সম্মানিত হন। রবকে খুশি করুন জীবন কল্পনার চেয়েও অধিক বেশি সুন্দর হয়ে যাবে।

ইনশাআল্লাহ🌸

15/07/2025

সবর জিনিসটা অনেক কঠিন।কিন্তু বিশ্বাস করুন, এর ফলাফল আমাদের ভাবনার থেকেও বেশি সুন্দর। সবরকারী একমাত্র আল্লাহকে ভরসা করে। আর সবকিছু সহ্য করে নেয়।বুকের মধ্যে এক আকাশ কষ্ট জমিয়ে রেখেও আল্লাহর কাছেই সমাধান চায়।
সবকিছুর সিদ্ধান্ত মহান রবের উপর ছেড়ে দেয়।আর মহান আল্লাহ তো সবচেয়ে উত্তম পরিকল্পনাকারী।যে তাঁকে বিশ্বাস করে, ভরসা করে সবকিছুর পরিকল্পনা তাঁর উপর ছেড়ে দেয় তাকে আল্লাহ উত্তম তওফাটাই দান করেন।ইনশাআল্লাহ।
সবর শুধু সহ্য করতে শেখায় না,সবর জীবন বদলে দেয়।

14/07/2025

মাঝে মাঝে
জঙ্গলে বাড়ি বানানোর ভিডিও এমন মনোযোগ দিয়ে দেখি, যেন কালকেই বাঁশ কেটে ঘর তুলতে যাবো জঙ্গলে!

14/07/2025

প্রত্যেকটা মানুষের মধ্যেই কিছু না কিছু রাগ, জিদ, ক্ষোভ লুকিয়ে থাকে। তবে আমরা অনেক সময় নিজের দিকটা না দেখে অন্যকে খুব সহজেই বিচার করে ফেলি। আমাকে অনেকেই "রাগী" বলে উপাধি দেয়। কিন্তু আমি জানি, আমার ভিতর প্রচুর সহ্যশক্তি আর শান্ত থাকা স্বভাব আছে। আমি সবকিছু চুপচাপ সহ্য করি, নিজের ভেতরে জমিয়ে রাখি।

তবে সহ্যেরও একটা সীমা থাকে। সেটা পার হলে, কেউই আর শান্ত থাকতে পারে না—আমিও না। তাই কেউ যদি আমাকে রাগী বলে, আমি কষ্ট পাই না। বরং এক সময় আমার রাগ বলে কিছুই ছিল না, সেটাই সত্যি। আমি ধৈর্য ধরে চলতাম। কিন্তু কিছু মানুষের আচরণ, অপমান, অবহেলা, ভুল বোঝা, এসবই ধীরে ধীরে আমাকে বদলে দিয়েছে।

রাগ কন্ট্রোল করার চেষ্টা করি, তবে সবসময় পারি না। কারণ আমি তো রোবট না, একজন মানুষ। কারও কথায়, আচরণে কষ্ট পেলে সেটা তো অনুভব করবোই। তাই যারা আমাকে শুধু রাগী বলে চিনে, তারা কখনোই আমার মনের গভীরতা বুঝতে পারেনি।
আমি রাগী নই, আমি সহ্যের সীমা পার করা একজন মানুষ।

13/07/2025

Allah Subhanahu Wa Ta'ala says:

تَبٰـرَكَ اسْمُ رَبِّكَ ذِى الْجَـلٰلِ وَا لْاِ كْرَا مِ
তাবা-রাকাছমুরাব্বিকা যিল জালা-লি ওয়াল ইকরা-ম।

"মাহাত্ম্য ও সম্মানের অধিকারী তোমার প্রতিপালকের নাম বড়ই কল্যাণময়।"
(QS. Ar-Rahman 55: Verse 78)

12/07/2025

আপনি যখন কোন মানুষকে মন থেকে ভালোবাসবেন তখন সে মানুষগুলোর জন্য আপনি আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লার কাছে বেশি বেশি সুন্দর দোয়া করুন।এতে আপনার দুটো লাভ।এক,আপনি তার জন্য যে সুন্দর দোয়া গুলো করবেন তা আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা আপনার জন্য রহমত হিসেবে আপনার জীবনে আবার ফিরিয়ে দিবেন।দুই,আপনি যে/যাদের জন্য দোয়া করছেন তাদের সাথে আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা আপনার একটা সুন্দর মধুর সম্পর্ক তৈরি করে দিবেন।

(দোয়া,যা এক অপূর্ব রিজিক)
- নাহিদা তুশি

12/07/2025

জীবনটা এভাবেই কাটছে —
মৃ ত্যু প্রায় পাখির ডানা ঝাপটানোর যন্ত্রণার মতো। যেখানে বেঁচে থাকার ইচ্ছে খুবই ক্ষীণ। 'ইচ্ছে ঘুড়ি’র সুতো কেটে কোথায় যে হারিয়ে গেছে… কে জানে? তারে খুঁজে পাই না বহুদিন।
আমি কি বেঁচে আছি? এই যে শ্বাস নামছে আবার উঠছে, কেবল এটুকুকেই কি বেঁচে থাকা বলে? যেখানে কোনো সূর্যের আলো নেই, অন্ধকার আছে আমাবস্যার মতো। চাঁদের দেখা নেই।
সব ফুল ম রে গেছে, দেরিতে বসন্ত আসার অভিমানে কিংবা অভিযোগে। যেখানে রঙিন বলতে কিছু নেই, সবটাই কা ফনের কাপড়। সাদা।

যেটুকু নিশ্বাস তা নিতেও ভয় হয়। যেন বাতাসেও বি ষ মিশে আছে। স্বেচ্ছায় কেই বা ম রে যেতে চায়। তাই দম বন্ধ হয়ে ছটফট করি।
অথচ এসব কিছু কেউ টের পায় না। চারপাশে মানুষ হেঁটে চলে, হাসে, কথা বলে… অথচ আমি? আমি কেমন থেমে গেছি সময়ের বাইরে।
কেউ ডাকলেও সাড়া দিই না, আয়নায় তাকালেও চিনি না নিজেকে।
মনে হয়, আমি একটা ছায়া। মানুষের ভিড়ে একটা নিঃশব্দ চলমান শোক।

কখনো কখনো খুব ইচ্ছে করে, কেউ এসে বলুক, ‘তুমি যে কষ্ট পাচ্ছো , তা আমি বুঝি। টের পাই।’
কিন্তু না, কেউ বলে না। কেউ আমার চোখের ভেতরটা দেখে না। কেউ বোঝে না যে আমার ভেতরে একটা শীতল শূন্যতা বাসা বেঁধেছে। যে শূন্যতা গিলে খাচ্ছে আমাকে প্রতিদিন, প্রতিক্ষণ।
আমি হয়তো আর বেঁচে নেই আর…
আমি কেবল বেঁচে থাকার অভিনয় করছি।

বলো, এর থেকেও নিঃসঙ্গ মৃ ত্যু আর কী হতে পারে?

12/07/2025

আল্লাহর উপর ভরসা রাখুন।
সবকিছুই কারণবশত ঘটে থাকে।
একদিন আপনি বুঝতে পারবেন, আপনার জীবনে যা কিছু ঘটেছে তার প্রতিটাই আপনার জন্য উত্তম ছিল।

- ড. বিলাল ফিলিপ্স

11/07/2025

কখন একটা সম্পর্ক জটিল হয় জানেন। যখন সম্পর্ক থেকে বিশ্বাস আর ভরসা নামক এই বস্তু দুটি উঠে যায়। মনের ভিতরে আর আলাদা করে এক অন্যরকম অনুভূতি জাগায় না তখন ধীরে ধীরে সম্পর্ক জটিল হতে থাকে। কমতে, থাকে নিজের মূল্য।

আসলে, সম্পর্কে ভালোবাসার সাথে সাথে সবথেকে বেশী প্রয়োজন যত্নের একটু খানি গুরুত্বর। যে মানুষটা দিন রাত নিজের সব খুশি দিয়ে অন্যকে খুশি রাখতে চেষ্টা করে, প্রয়োজনে সবার আগে তার সাহায্যের হাত খানি আগে বাড়িয়ে দেয়। নিজে না খেয়ে অন্যকে খাইয়ে দেয়। তবুও সব শেষে সেই মানুষটাকে শুনতে হয়, ঢং করছে, লোক দেখিয়ে নিজেকে দানবীর দেখাচ্ছে, তখন বোধহয় আপন ইচ্ছেতেই হোক বা অপমানের যন্ত্রনায় নিজেকে সেই সমস্ত জায়গা থেকে সরিয়ে আনতে হবে।

কারণ, যেখানে তোমার কথার মর্যাদা নেই। তোমার প্রতি কোনো শ্রদ্ধা নেই। আছে শুধুই অপমান, লাঞ্ছনা সেখানে আর যাই হোক থাকতে নেই, ভালোবেসে সব দুঃখ কষ্ট সহ্য করবার পরও মন না পাওয়া মানুষদের জন্য নিজের আত্মসম্মান বিক্রি করে দিয়ে নিজেকে সেখানে বেঁধে রাখতে নেই।

হয়তো নিজের কাছে নিজেকেই অপরাধী মনে হবে। আসে পাশে থাকা মানুষজন সবাই তোমাকে জার্জ করবে। অনেক সময় মনে হবে কোন সম্পর্ক নিজের জন্য ঠিক আর কোন সম্পর্কটা ক্ষতিকর। তবুও,সেই সমস্ত কিছু কানে না নিয়ে নিজের টিকে থাকবার জায়গাটা নিজেকেই তৈরী করতে হবে। বুঝিয়ে দিতে হবে যে তুমিও পারো। কারণ, একটা বিষয় মনে রাখবে নিজেকে ভালো রাখবার স্বার্থে যা করবে সেটাই ঠিক, কারণ তোমাকে ভালোরাখতে তোমার নিজের থেকে ভালো সিদ্ধান্ত আর কেউ নিতে পারবে না, কোনো দিনও না।

সেজন্য, জটিল সম্পর্ক নয় বরং, সহজ সরল ভাবে নিজেকে সাজিয়ে রাখুন দেখবেন যতসামান্য কিন্তু তাতে যে সুখ, সে সুখ আর অন্য কোনো রাজপ্রাসাদেও নেই।

~🖋️আকাশ রায়
#লিখালিখি

Adresse

Democratic Republic Of The

Site Web

Notifications

Soyez le premier à savoir et laissez-nous vous envoyer un courriel lorsque সাদামাটা publie des nouvelles et des promotions. Votre adresse e-mail ne sera pas utilisée à d'autres fins, et vous pouvez vous désabonner à tout moment.

Partager