22/09/2024
৭১ বা ২৪ যাই হেক।
আমরা পাগলের দেশে বসবাস করি।।
২৪ তো আছেই, যায়নি কিন্তু ১৯৭১ কে আগে প্রশ্ন করি তুমি কি তোমার প্রাপ্প সম্মান পেয়েছ? ৭১ আমার প্রশ্ন বুজবে না, না হয় আমাকে তিরস্কার করে বলবে তুই কে আমাকে প্রশ্ন করার?
যারা রক্তের বিনিময়, নিজের জীবন বিলিয়ে দিয়েছে ওদের কোন চিহ্ন দেখি না।
১ লক্ষ নয় ২ লক্ষ নয় ৩ লক্ষও নয় ৩০ লক্ষ জীবন দিয়ে শহীদ হয়ে স্বাধীনতা এনে দিলো। তাদের কোনো চিহ্ন নেই, নেই কোনো তালিকা, নেই কোনো ফলক, নেই কোনো কিছুই।
এটা বলার কারণ, শহীদদের মাত্র ১১-১২ হাজার পরিবার নাকি এই দেশের মানুষ পেয়েছে। আসলে তারা জানতে চায় না কার কি হলো।
আসলে স্বাধীন বাংলাদেশের ৫২ বছর ৯ মাস ৭ দিনেও এই পাগল জাতির এইটুক সময় হয়নি শহীদের খোঁজ নিতে, তার পরিবারের খোঁজ নিতে।
যদি সময় হতো তবে ৩০ লক্ষ শহীদের তালিকা হতো না হয় অনতত ২.৫ আড়াই লক্ষ মুক্তিযুদ্ধার মত ৩ লক্ষ শহীদের নাম বা তালিকা হতো।
হয়নি আর হবে না। কারণ..........
ঐ শহীদদের আত্মার কান্না আর অভিশাপের ফল এই দেশের আগত এবং অনাগত সকলের ওপর আছে ও থাকবে।
তাই আমি দেশ প্রেমী হিসাবে নিজেকে পরিচয় দিতে চাইনা।... যদি বলি, তাহলে ঐ শহীদদের আত্মার সামনে আমাকে দাড়াতে হবে।
তাই আমি এক জন দেশদ্রোহী।