20/04/2025
এক অংশ জারী আছে, আরেক অংশ!!
আমরা ইচ্ছে করলে সমাজে একটি সুন্নাতকে জারী করতে পারি, ইনশাআল্লাহ। যে সুন্নাতের একটা অংশ সমাজে জারী আছে আলহামদুলিল্লাহ, কিন্তু আরেক অংশ হারিয়ে যেতে বসেছে। আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিলে, একটু প্রচেষ্টা চালালে সুন্নাতটা জারী করতে পারি, যেটা হবে অনেক বড় মর্তবার বিষয়।
আবদুল্লাহ ইবনু ‘আমর (রাঃ) থেকে বর্ণিতঃ এক ব্যক্তি রসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-কে প্রশ্ন করল যে, কোন ইসলাম উত্তম? রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেন, তুমি লোকদের পানাহার করাবে এবং পরিচিত এবং অপরিচিত সবাইকে সালাম করবে। (সহীহ মুসলিম ৬৫)
আমাদের বাংলাদেশে আমরা পরিচিত জনকে সালাম দেই। এটা খুব ভালোভাবেই প্র্যাকটিস হচ্ছে, আলহামদুলিল্লাহ। কিন্তু মোবাইল ফোন ছাড়া সরাসরি সাক্ষাতে অপরিচিত জনকে সালাম দেয়ার রেওয়াজটা প্রায় বিলুপ্ত। শুধুমাত্র পাঞ্জাবী-টুপি পরিহিত অপরিচিত ব্যক্তি ছাড়া অন্য যেকোন অপরিচিত ব্যক্তিকে যখন সালাম দেই, তখন সাধারণত সে ব্যক্তি আশ্চর্যান্বিত বদনে থমকে দাঁড়ায়। সুযোগ পেলে অবাক বিস্ময়ে জিজ্ঞাসা করে, "বাবা, তোমাকে তো চিনতে পারলাম না!" জবাবে বলতে হয়, আমি আপনার পরিচিত নই, এমনিতেই সালাম দিলাম। "ও, আচ্ছা।" বলে চলে যান। ব্যাপারটা এমন মনে হয় যে, পরিচিত জন ছাড়া সালাম দেয়াটা যেন অস্বাভাবিক ব্যাপার। অথচ অপরিচিত জনকে সালাম দেয়ার ব্যাপারে রাসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন।
অপরিচিত জনকে সালাম দেয়ার বিষয়টি স্বাভাবিক অবস্থায় আনা প্রয়োজন। সে লক্ষ্যে আমরা সবাই একটি কাজ করতে পারি, প্রত্যেকে এখন থেকে প্রতিদিন কমপক্ষে ১০ জন অপরিচিত জনকে সালাম দিতে পারি। আস্তে আস্তে এ সংখ্যাটা বৃদ্ধি করা যেতে পারে। সবাই শুরু করলে ইনশাআল্লাহ স্বল্প সময়ের ব্যবধানে এটি স্বাভাবিক অভ্যাসে পরিনত হবে এবং সমাজের মধ্যে একটি সুন্নাতকে জারী করা হবে। আর সুন্নাতকে জারী করার মর্যাদা সম্পর্কে রাসূলুল্লাহ সঃ বলেছেন, "যে লোক ইসলামে কোন সুন্নাত চালু করলো এবং পরবর্তীকালে সে অনুসারে আমল করা হলো তাহলে আমলকারীর প্রতিদানের সমান প্রতিদান তার জন্য লিখিত হবে। এতে তাদের প্রতিদানে কোন ঘাটতি হবে না।" (সহিহ মুসলিম ৬৬৯৩)
আল্লাহ তায়ালা আমাদেরকে পরিচিত-অপরিচিত সকলের মাঝে সালামের প্রচলন ছড়িয়ে দেয়ার তৌফিক দিন। আমীন।
('অপরিচিত জনকেও সালাম দেওয়া'র এই ক্যাম্পেইনে আপনিও অংশগ্রহণ করুন। ফেসবুকে কি