Shanta এসো জান্নাতের পথে

💕💕
03/06/2025

💕💕

Celebrating my 2nd year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉
17/05/2025

Celebrating my 2nd year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

02/11/2024

❝আস্তাগফিরুল্লাহ❞ বললে গু'না'হ ক্ষ'মা করা হলেও এই গু'না'হে'র কথা খাতায় লেখা থাকে। অর্থাৎ এর রে'শ থেকে যায়। ঠিক যেন What's app বা Messenger এর মেসেজ ডিলিট করার মত। মেসেজ দেখা না গেলেও লেখা থাকে "you unsent a message"
অপরদিকে,
اَللّٰهُمَّ إِنَّكَ عَفُوٌّ تُحِبُّ الْعَفْوَ فَاعْفُ عَنِّيْ
❝আল্লাহুম্মা ইন্নাকা আ'ফুয়ুন, তুহিব্বুল আফওয়া, ফা'ফু আন্নি❞
হচ্ছে এমন ইস্তিগফার যার মাধ্যমে গোনাহ কেবল ক্ষ'মা'ই করা হয়না বরং তা আমল নামা থেকে মুছেই ফেলা হয়। ঠিক যেন Telegram এর মেসেজের মত। উভয় সাইড থেকে এমনভাবে ডিলিট করার অপশন আছে যেন এখানে কোনো মেসেজই ছিলোনা।🤍

11/07/2024
লাইলাতুল ক্বদরের দোআঃআয়িশাহ্ (রাঃ) থেকে বর্ণিতঃ:তিনি বলেন, আমি বললাম, হে আল্লাহ্‌র রাসূল! যদি আমি “লাইলাতুল ক্বদর’’ জানত...
08/04/2024

লাইলাতুল ক্বদরের দোআঃ

আয়িশাহ্ (রাঃ) থেকে বর্ণিতঃ:

তিনি বলেন, আমি বললাম, হে আল্লাহ্‌র রাসূল! যদি আমি “লাইলাতুল ক্বদর’’ জানতে পারি তাহলে সে রাতে কি বলব? তিনি বললেনঃ তুমি বল,

اللّٰهُمَّ إِنَّكَ عَفُوٌّ تُحِبُّ الْعَفْوَ فَاعْفُ عَنِّيْ

উচ্চারণঃ আল্লাহুম্মা ইন্নাকা 'আফুউন, তু'হিব্বুল 'আফওয়া, ফা'ফু 'আন্নী

অর্থঃ হে আল্লাহ! নিশ্চয় আপনি ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসেন; তাই আমাকে ক্ষমা করুন।

(সহিহ আল-জামি ৪৪২৩, তিরমিজি ৩৫১৩)

07/04/2024

যে ব্যক্তি এই মাসে একটি নফল ইবাদত করবে, সে যেন অন্য মাসের একটি ফরজ আদায় করলো। আর যে ব্যক্তি এ মাসে একটি ফরজ আদায় করবে সে যেন অন্য মাসের ৭০ টি ফরজ সম্পাদন করলো।
(মিশকাতুল মাসাবীহ ১৯৬৫)

23/03/2024

রোযা ব্যতীত বনী আদমের প্রতিটি কাজ তার নিজের জন্যই।
তা (রোযা) আমার আল্লাহর জন্য আমি (আল্লাহ) নিজেই তার পুরষ্কার দেব। আর রোযা পালন কারীদের মুখের গন্ধ আল্লাহর নিকট মিস্ কের ঘ্রাণের চেয়ে ও অধিক সুগন্ধ যুক্ত।
(সহীহ বুখারী ৫৯২৭)

23/03/2024

একজন নেককার ব্যক্তিকে জিজ্ঞাসা করা হলো,
‘আপনার দ্বীনদারির অবস্থা কেমন যাচ্ছে?’

তিনি উত্তর দেন,
‘গুনাহ দ্বারা আমার দ্বীনদারি ছিন্নভিন্ন করে ফেলছি,
আর ইস্তিগফার দ্বারা জোড়া লাগাচ্ছি।’

[সাফফারিনি, গিযাউল আলবাব: ২/৩৭৮]

21/03/2024

তিনিই সেই মহান সত্বা, যিনি তাদের সাধারণ জনগোষ্ঠী থেকে তাদেরই একজন কে রসূল করে পাঠিয়েছেন।
সে তাদের আল্লাহর আয়াত সমূহ পড়ে শোনাবে, তাদের জীবন কে ( জাহেলিয়াত থেকে) পবিত্র সর্বোপরি তাদের দ্বীনের কৌশল শিক্ষা দেবে, অতছ এই লোক গুলোই ( সে আসার)আগে পযর্ন্ত এক সুস্পষ্ট গোমরাহিতে নিমজ্জিত ছিলো।
(সূরা আল জুমুয়াহ,২)

18/03/2024

"আল্লাহ বলেছেন, তারা তোমাকে ছেড়ে যায়নি, আমি তাদের সরিয়ে দিয়েছি কারন আমি তাদের কথোপকথন শুনেছি যা তুমি শোনোনি"❤️

11/03/2024

নতুন চাঁদ দেখার দো‘আ :

اَللهُ أَكْبَرُ اَللَّهُمَّ أَهِلَّهُ عَلَيْنَا بِالْأَمْنِ وَالْإِيْمَانِ وَالسَّلاَمَةِ وَالْإِسْلاَمِ وَالتَّوْفِيْقِ لِمَا تُحِبُّ وَتَرْضَى، رَبِّىْ وَرَبُّكَ اللهُ

অর্থ : আল্লাহ সবার চেয়ে বড়। হে আল্লাহ! আপনি আমাদের উপরে চাঁদকে উদিত করুন শান্তি ও ঈমানের সাথে, নিরাপত্তা ও ইসলামের সাথে এবং আমাদেরকে ঐ সকল কাজের ক্ষমতা দানের সাথে, যা আপনি ভালবাসেন ও যাতে আপনি খুশী হন। (হে চন্দ্র!) আমার ও তোমার প্রভু আল্লাহ’।

10/03/2024

🌺 তাসবিহে ফাতেমির ফজিলত 🌺
"""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
তাসবিহ মানে হলো আল্লাহর প্রশংসা করা। আর আল্লাহর প্রশংসায় দুনিয়া ও পরকালের অনেক কল্যাণ রয়েছে। প্রিয়নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অনেক হাদিসে তাসবিহ-তাহলিলের ফজিলত বর্ণনা করেছেন।

একবার হজরত ফাতেমা (রাযি.)কে প্রিয়নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ৩টি তাসবিহ পড়ার নসিহত পেশ করেন। এ তাসবিহগুলোকে তাসবিহে ফাতেমি বলা হয়। আর তাহলো-سُبْحَانَ الله (সুবহানাল্লাহ ৩৩ বার),اَلْحَمْدُ لِلّه (আল-হামদুলিল্লাহ ৩৩ বার) اَللهُ اَكْبَر (আল্লাহু আকবার ৩৩/৩৪বার)

এ তাসবিহ প্রসঙ্গে প্রিয়নবির ঘোষণাটি ছিল এমন-
হজরত আলি (রাযি.) থেকে বর্ণিত একবার গম পেষার চাক্কি ঘুরানোর কারণে হজরত ফাতেমা (রাযি.) এর হাতে ফোস্কা পড়ে যায়। তখন তিনি একজন খাদেম চেয়ে নেয়ার উদ্দেশ্যে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে গিয়েছিলেন কিন্তু তাকে পেলেন না।

তাঁর আসার উদ্দেশ্যটি হজরত আয়েশা (রাযি.)-কে জানালেন। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন ঘরে আসলেন, তখন হজরত আয়েশা (রাযি.) তাঁকে হজরত ফাতেমার আবেদনের বিষয়টি জানালেন।অতঃপর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদের (ঘরে) কাছে এমন সময় আসলেন যখন আমরা বিছানায় বিশ্রাম গ্রহণ করছি। তখন আমি উঠতে চাইলে প্রিয়নবি বললেন, নিজ জায়গায়ই থাকো। তারপর প্রিয়নবি আমাদের মাঝে এমনভাবে বসলেন যে, আমি তাঁর দু'পায়ের শীতল স্পর্শ আমার বুকে অনুভব করলাম।

প্রিয়নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, আমি কি তোমাদের এমন একটি আমল বলে দেব না; যা তোমাদের জন্য একজন খাদেমের চেয়েও অনেক বেশি উত্তম।(তিনি বলেন) যখন তোমরা (রাতে বিশ্রামের উদ্দেশ্যে) বিছানায় যাবে, তখন তোমরা আল্লাহু আকবার (اَللهُ اَكْبَر) ৩৩ বার, সুবহানাল্লাহ (سُبْحَانَ الله) ৩৩ বার, আলহামদুলিল্লাহ (اَلْحَمْدُ لِله) ৩৩ বার পড়বে। এটা তোমাদের জন্য একজন খাদেমের চেয়েও অনেক বেশি মঙ্গলজনক। ইবনে শিরিন বলেন, তাসবিহ ৩৪ বার। (বুখারি)

উল্লেখ্য যে, তাসবিহে ফাতেমির প্রচলন এত বেশি যে মুসলিম উম্মাহর অনেকেই প্রত্যেক ওয়াক্ত নামাজের পর এ তাসবিহ বেশি বেশি আদায় করে থাকে। আর তাসবিহে ফাতেমির বাক্যগুলোর সবই আল্লাহর প্রশংসামূলক বাক্য।

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে প্রিয়নবির শেখানো প্রশংসামূলক বাক্যের মাধ্যমে নিয়মিত তাসবিহ আদায় করার তাওফিক দান করুন।আমিন

Adresse

Democratic Republic Of The
DHAKA

Site Web

Notifications

Soyez le premier à savoir et laissez-nous vous envoyer un courriel lorsque Shanta publie des nouvelles et des promotions. Votre adresse e-mail ne sera pas utilisée à d'autres fins, et vous pouvez vous désabonner à tout moment.

Partager