14/08/2022
আমার জীবনে ঘটে যাওয়া ঘটনা !
- তারিখ : ১৩ আগস্ট ২০২২ইং
আলহামদুলিল্লাহ্ আল্লাহ্ হায়াতে বাঁচিয়ে রাখছে।
- আমরা ৫জন বন্ধু মাহেরা জমিদার বাড়ি যাই। সেখানে ঘুরতে ঘুরতে বিকেল প্রায় ৪টা বাজে।
সেখান থেকে বাড়িতে ফেরার সময় অনেক বড় বীল দেখি যা দেখে লোভ সামলাতে পারি নাই।
- নদীতে ঘুরার জন্য একটা নৌকা নিলাম আমরা ৫ জন এবং সিএনজি ড্রাইভার সহ ৬ জন।
- আমরা বীলের পার থেকে হাফ কিলোমিটার পর্যন্ত যাই তখন কোনো মেঘ ছাড়া হুট করে বৃৃষ্টি চলে আসে।
- বৃৃষ্টির কারণে ডেউ বারতে থাকে। আমাদের মধ্যে ২ জন সাতার জানে না। বাকী ৪ জন সামান্য সাতার কাটতে পারি। তবে এই বিশাল আকারের ডেউ এর মাঝে, সাতার কেটে পার হওয়া অসম্ভব ।
- তারপর ভিবিন্ন বড় নৌকার হেল্প চাইলাম একটা নৌকা অথবা স্পিডবোট আমাদের জন্য আসলো না।
- ডেউ এর কারণে আমাদের অবস্থা বলার মতো না।
- আমরা মুটামুটি পার এর প্রায় কাছেই আসছি, পার এর সাথে ডেউ আরো ভয়াবহ আকার ধারণ করে।
- এক পর্যায় নৌকা উল্টো হয়ে গেলো আমি সহ সবাই পানির নিচে।
- আমার পা মাটিতে মাথা পানির নিচে, পানি খাচ্ছি। তারপর পা দিয়ে উপর দিকে চাপ দিতেই দেখি আমার নাক পর্যন্ত পানির উপরে আমি নিশ্বাস নিচ্ছি।
সামনে দেখি নৌকা বাধা আছে সে নৌকা ধরে পানিতে থাকা অবস্থায় পানির নিচে যারা ছিলো তাদের টেনে উপরে তুলতেছি অথচ নিজেই পানিতে।
- একজন ত্য নৌকার তলে পরে গেছিলো তারে উদ্ধার করি তারপর দেখি আমাদের ৪ জনের মোবাইল নাই সম্ভবত নৌকা উল্টিলে মোবাইল গুলো পরে গেছে।
তবে আল্লাহর কাছে হাজার শুক্রিয়া আল্লাহ্ আমাদের সবাইকে বাঁচিয়ে রাখছেন।
- আমার সহ ৪ জনের মোবাইল পানির নিচে 😪😴