Partha Chowdhury

  • Home
  • Partha Chowdhury

Partha Chowdhury ॐ नमः शिवाय 🙏🙏🔱 I desurve everything i want in life
(2)

তোমার আলো ভরা চেহারা, যেন সকালবেলার রোদ,চোখে সেই মায়ার ছায়া, ভালোবাসার ঝরনাঘোট।তাকালেই হৃদয় কাঁপে, থমকে যায় সব দিগন্ত,তো...
16/05/2025

তোমার আলো ভরা চেহারা, যেন সকালবেলার রোদ,
চোখে সেই মায়ার ছায়া, ভালোবাসার ঝরনাঘোট।
তাকালেই হৃদয় কাঁপে, থমকে যায় সব দিগন্ত,
তোমার চোখে আছে যেন শত কবিতার অন্ত।

মৃদু হাওয়া যেমন ছুঁয়ে যায় নিঃশব্দে মন,
তেমন তোমার চাহনি ছড়িয়ে দেয় প্রেমের বুনন।
তোমার মুখের হাসিতে জ্বলে হাজার তারা,
চোখে তোমার খেলে যেন প্রেমের রঙধারা।

তোমায় দেখে শুধু মনে হয় বারেবারে,
ভালোবাসা সত্যি হয় তোমার মতো কারে। T❤️❤️

12/05/2025

গহন অরণ্যে শ্মশান পাশে, ধ্যানমগ্ন এক যোগী,
ত্রিনয়ন তাঁর দিশে চায়, রহস্যভরা প্রাণভোগী।
জটাজুটে গঙ্গা বইছে, জ্বলছে তপস্যার আগুন,
সাপের মালা গলায় ঝুলে, মুখে শান্তির গান।

চন্দ্র শোভে কেশে শোভা, কণ্ঠে নীলকণ্ঠ দীপ্ত,
কালকূট বিষ পান করে, করুণার রেখা চিত্ত।
তাণ্ডব নাচে বিশ্ব নড়ে, সৃষ্টি-লয়ের রূপ,
ভক্তের তরে তিনি প্রভু, ন্যায়ের করেন সূর্য।

ডমরু বাজে তাঁর হাতে, শব্দে জাগে বাণী,
ব্রহ্মাণ্ড কাঁপে ধ্বনিতে সেই, কালের হয় বাণী।
পাহাড়ের চূড়ায় বসে থাকেন, হিমালয়ের চরণে,
চিরনির্লিপ্ত, চিরসারথি, ধ্যানমগ্ন গহনে।

পার্বতীর প্রেমে কোমল হৃদয়, পিতার মতো ধীর,
ভক্ত ডাকলে সাড়া দেন, কেবল ভালোবাসার নীর।
নন্দী-ভৃঙ্গি পাশে থাকে, গানে ওঠে ঝংকার,
শিবের নামে মেতে থাকে, বিশ্বজুড়ে উল্লাস।

তিনি আদিপিতা, তিনি প্রলয়, তিনি মুক্তির দ্বার,
অহংকারে বিনাশ করেন, দানেন প্রেম-আভার।
শিব তত্ত্বের সাগরে ডুবে, প্রাণ পায় নতুন ভাষা,
চিরঞ্জীব মহাদেব তুমি, অনন্তে আছো বাসা।

হর হর মহাদেব🙏🙏🔱

Address


Telephone

+8801735823839

Website

Alerts

Be the first to know and let us send you an email when Partha Chowdhury posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Partha Chowdhury:

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share