
16/05/2025
তোমার আলো ভরা চেহারা, যেন সকালবেলার রোদ,
চোখে সেই মায়ার ছায়া, ভালোবাসার ঝরনাঘোট।
তাকালেই হৃদয় কাঁপে, থমকে যায় সব দিগন্ত,
তোমার চোখে আছে যেন শত কবিতার অন্ত।
মৃদু হাওয়া যেমন ছুঁয়ে যায় নিঃশব্দে মন,
তেমন তোমার চাহনি ছড়িয়ে দেয় প্রেমের বুনন।
তোমার মুখের হাসিতে জ্বলে হাজার তারা,
চোখে তোমার খেলে যেন প্রেমের রঙধারা।
তোমায় দেখে শুধু মনে হয় বারেবারে,
ভালোবাসা সত্যি হয় তোমার মতো কারে। T❤️❤️