
23/12/2024
সম্পর্ক যদি দীর্ঘস্থায়ী করতে চাও তবে সব কিছু পরস্পরকে জানাতে শেখো, ঠিক হোক ভুল হোক সব টা শেয়ার করার সাহস রাখতে হয়,
হয়তো কিছুই না সামান্য একটা ব্যাপার কিন্তু সেটা যদি অন্যের থেকে জানতে হয় কোথাও গিয়ে মনে একটা প্রশ্ন তৈরী হয়।
সম্পর্কে প্রাইভেসি থাকে না, খোলা খাতা হতে হয়, বিশেষ করে যখন বাইরে থাকতে হয়, তখন কেন সময় লাগলো কে সাথে ছিল এগুলো সবটাই সামনের মানুষটাকে জানাতে হয়, লুকিয়ে গেলে সম্পর্কে দূরত্ব আসে, আজ তুমি লুকাবে কাল তোমার দেখা দেখি সেও একই কাজ করবে, আসতে আসতে বিশ্বাসের জায়গাটা নষ্ট হবে, সম্পর্কে ফা*টল ধরবে, আর স্বাভাবিক ভাবেই তৃতীয় কোনো ব্যক্তি সেই শূণ্যস্থান পূরণ করবে। দুজনের মধ্যে তিক্ততা বাড়বে।
যারা প্রাইভেসির কথা বলে তারা আসলেই দ্বিচারিতা মানসিকতা রাখে, একে ওপরের সাথে সমস্ত কিছু যদি আলোচনা না করতে পারো, গোপন করে প্রাইভেসির নাম দাও তবে সে সম্পর্ক খুব বেশিদিনের জন্য না,আর সেটা কখনোই সম্পর্ক না, প্রয়োজনীয়তা মাত্র। যেখানে মানসিক ভাবে একজন তোমার সাথে থেকে শান্তি পায় না সেখানে সম্পর্ক তৈরী হয় না।
দাম্পত্য জীবনও সুখের হয়, যদি একে ওপরের ভালো বন্ধু হওয়া যায়, পরস্পরের মধ্যে সততা থাকে, দ্বায়িত্ব কর্তব্য বোধ থাকে, পরস্পরের প্রতি ভরসা বজায় থাকে, পরস্পরের প্রতি সম্মান থাকে,তবেই একটা সুন্দর সুস্থ দাম্পত্য জীবন উপভোগ করা যায়।
ভিন্ন মানুষ, ভিন্ন মত, মাঝে মাঝেই ঠো*কা ঠুঁ*কি লা*গবে, কিন্তু যদি প্রতারণার মানসিকতা থাকে তবে সম্পর্ক বি*ষ মনে হবে।
দ্বিচারিতা মানসিকতা নিয়ে কখনো serious relationship এ যেও না, time pass এর মানুষের অভাব নেই বর্তমান সমাজে, কিন্তু একজন প্রকৃত সঙ্গী/সঙ্গীনির ভীষণ অভাব।
তাই তাকে ছেড়ে দাও যাকে সম্পর্কের নামে সমানে ঠ*কিয়ে যাচ্ছো।
ঠ*কানো মানে শুধু তৃতীয় ব্যক্তির উপস্থিতি নয়, প্রাক্তন কে মনে রাখা,মিথ্যা বলা, গোপন করা এগুলোও একধরণের প্রতারণা।
বন্ধু থাকবে, আত্মীয় থাকবে কিন্তু দুজনেই তাদের সম্পর্কে অবগত থাকবে, কারো কাছেই কিছু গোপন থাকবে না, মুক্ত ভাবে সবাই বাঁচতে চায় তবে মুক্তির নামে একজনকে ঠ*কানো টা অন্যায়।।
যেখানে শান্তি মেলে সেখানেই যাও কিন্তু সামনের জনকে তার মতন ছেড়ে দাও, তাকে তার মতন বাঁচতে দাও, কারো জীবন নিয়ে খেলার অধিকার ঈশ্বর আমাদের কারোকেই দেন নি। আমাকেও না তোমাকেও না। মনে রেখো কর্মফল একদিন পেতেই হবে আজ না হয় কাল।
🧡🧡