21/02/2025
সত্যিকারে ভালোবাসা এই একটা জিনিস খুবই অদ্ভুত। এই অদ্ভুত জিনিসটি পাওয়ার জন্য কেউ কেউ নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে,আবার কেউ কেউ সারা জীবন অপেক্ষা করে থাকে,প্রিয় মানুষটিকে পাওয়ার জন্য।
যদি রোমান্টিক কোনো জুটির উদাহরণ দিতে গেলে
সবার আগে বেশির ভাগ সময় রোমিও-জুলিয়েট বা লাইলা-মজনু'র উদাহরণ দেওয়া হয়।আমার জানা মতে কম মানুষই আছে যারা এই প্রেম কাহিনী গুলোর সম্পর্কে জানে না।
ভালোবাসায় খুবই সিনসিয়ার যারা (যেটাকে এখন কেউ কেউ ‘ট্রু লাভ’ বলছেন), এবং এমন অনেক প্রেম কাহিনী দেখেছি।তাদের মধ্যে যে নিষ্ঠা দেখতে পাই, যে আন্তরিকতা দেখতে পাই,আমি মুগ্ধ না হয়ে পারি না।মন চায় তাদের মানসিক শান্তি যদি আমি চুরি করতে পারতাম!
আবার গতো কয়েক বছরে চোখের সামনে এমন কয়েকটি ঘটনা দেখেছি, যার ফলে এইসব প্রেমিকদের জন্য আমার মনে ঘৃণা জাগে না। তার কাজটাকে আমি পছন্দ করতে পারি না, কিন্তু তাকে আমি দূরে ঠেলে দিতে পারি না।
আমার মতে এই প্রেম কাহিনী গুলোর মতই প্রত্যেক মানুষের জীবনে এমন কিছু স্মৃতি জড়িয়ে আছে।যা হয়তো বলেও প্রকাশ করতে পারবো না।রোমিও-জুলিয়েট বা লায়লা-মজনু'র কথা বলতে গিয়ে ফ্রেন্ড সার্কেলের কিছু স্মৃতিগুলো কথা মনে পড়ে গেল।
আজ দেখতে দেখতে সময় চলে যাচ্ছে স্মৃতি পাতা বেড়েই চলেছে। অনেকেই ক্যারিয়ারের কথা চিন্তা করতে গিয়ে সবকিছু ছেড়ে চলে আসতে হয়েছে। আবার এমন অনেক বন্ধু-বান্ধব আমাদের মাঝে আছেন যারা গিরগিটি মত রূপ বদলায়। এমন অনেক নিঃস্বার্থ ভালোবাসা তাদের কারনেও নষ্ট হয়ে যায়।বর্তমানে আবার এমন অনেক প্রেম কাহিনী দেখেছি,যা তাদের প্রতি ঘৃণা প্রকাশ করা ছাড়া আর কিছুই বলার নেই। এসব প্রেম কাহিনীর কারণে ভালোবাসা নামের শব্দটির অপমান হচ্ছে।