Barak NE TV সত্যের পক্ষে বলিষ্ঠ কন্ঠ।

18/07/2025

শ্রীকোণা মাছঘাট সার্বজনীন নকআউট ফুটবল প্রতিযোগিতা অষ্টম ম্যাচে জয়ী শ্রীকুনা গুরু বস্তি ক্লাবের
ঃ প্রতিবারের মতো এবারও শ্রীকোণা মাছঘাট সার্বজনীন নকআউট ফুটবল প্রতিযোগিতা শুরু হয় । ১৬ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টে প্রথম রাউন্ডে অষ্টম ম্যাচে শ্রীকোণা নদীয়াপুর খেলার মাঠে অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার শ্রীকোণা মাছঘাট সার্বজনীন নকআউট ফুটবল প্রতিযোগিতার প্রথম রাউন্ডের অষ্টম ম্যাচে অনুষ্ঠিত হয় । দুটি শক্তিশালী দল মুখোমুখি হয়েছে। যথাক্রমে মাঠে নেমেছে আলমবাগ কুকিপুঞ্জ বনাম শ্রীকুনা গুরু বস্তি একাদশ দল। দুই শক্তিশালী দল খেলোয়ারদের হাড্ডাহাড্ডি ল়াইয়ে শ্রীকুনা গুরু বস্তি ক্লাব জয় ছিনিয়ে নেয়। । খেলা টি শান্তি পূর্ণ ভাবে সমাপ্ত হয়েছে।

ফাস্ট রাউন্ডের অষ্টম ম্যাচ বিজয়ী টিম
18/07/2025

ফাস্ট রাউন্ডের অষ্টম ম্যাচ বিজয়ী টিম

18/07/2025

আগামী ২৭শে জুলাই থেকে শুরু হবে পাঁচগ্রাম ইনটেক মাঠে ইয়ং স্টার ক্লাবের ব্যবস্থাপনায় হাজী নিজাম উদ্দিন চৌধুরী নকআউট ফুটবল টুর্নামেন্ট শুরু হবে। প্রথম পুরস্কার থাকবে এক লক্ষ টাকা দ্বিতীয় পুরস্কার থাকবে ৫০ হাজার টাকা প্রত্যেক ম্যাচে থাকবে ম্যান অফ দ্যা ম্যাচ।

18/07/2025

ডিলিমিটেশনের পর কাটিগড়ার সঙ্গে অন্তর্ভুক্ত হওয়া বক্রিহাওয়ার প্রথম খণ্ডের বাসিন্দারা বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ কে পূর্ণ সমর্থন জানিয়ে ২০২৬ এর বিধানসভা নির্বাচনে বিজেপি দলীয় টিকিট চেয়ে দাবী জানিয়েছেন। বৃহস্পতিবার বক্রিহাওয়ার প্রথম খণ্ডের বাসিন্দারা জানান বরাকের থেকে একজন কর্মবীর বিধায়ক হিসেবে অনেক সুনাম রয়েছে বিধায়ক কমলাক্ষের। তিন তিনবারের বিধায়ক হলেন বিধায়ক কমলাক্ষ। জনগনের কণ্ঠে বলে পরিচিত বিধায়ক কমলাক্ষের। সদাসর্বদা গরীব অসহায়দের পাশে থাকেন, তিনি হলেন বিধায়ক কমলাক্ষ। আসাম বিধানসভায় কোন ও বিষয় আওয়াজ তুলে ধরেন, তিনি হলেন বিধায়ক কমলাক্ষ।

*সোনাপুর গাঁও পঞ্চায়েতের নবনির্বাচিত প্রতিনিধিরকে সংবর্ধনা প্রদান।* ✒️কাছাড় জিলার পূর্ব বড়খলা বর্তমান ডি লিমিটেশনে কা...
17/07/2025

*সোনাপুর গাঁও পঞ্চায়েতের নবনির্বাচিত প্রতিনিধিরকে সংবর্ধনা প্রদান।*

✒️কাছাড় জিলার পূর্ব বড়খলা বর্তমান ডি লিমিটেশনে কাটিগড়া সমষ্টির আওতাধীন সোনাপুর গাঁও পঞ্চায়েতের নবনির্বাচিত প্রতিনিধিদেরকে উষ্ণ সংবর্ধনা প্রদান করা হয় সেউতিতে। বৃহস্পতিবার এলাকার খসরুজ্জামান বড়ভুইয়া, নজরুল ইসলাম, মনোরুল ইসলামের তত্বাবধানে তাদেরকে উষ্ণ সংবর্ধনা প্রদান করা হয়।

17/07/2025

*সোনাপুর গাঁও পঞ্চায়েতের নবনির্বাচিত প্রতিনিধিরকে সংবর্ধনা প্রদান।*

✒️কাছাড় জিলার পূর্ব বড়খলা বর্তমান ডি লিমিটেশনে কাটিগড়া সমষ্টির আওতাধীন সোনাপুর গাঁও পঞ্চায়েতের নবনির্বাচিত প্রতিনিধিদেরকে উষ্ণ সংবর্ধনা প্রদান করা হয় সেউতিতে। বৃহস্পতিবার এলাকার খসরুজ্জামান বড়ভুইয়া, নজরুল ইসলাম, মনোরুল ইসলামের তত্বাবধানে তাদেরকে উষ্ণ সংবর্ধনা প্রদান করা হয়। মাওলানা আব্দুল জব্বারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, নবনির্বাচিত কালিবাড়ি বিক্রমপুর জেলা পরিষদ সদস্যা পম্পি দাস, সোনাপুর গাঁও পঞ্চায়েতের সভানেত্রী মাম্পী পাল ।

16/07/2025

আমাদের হাইলাকান্দি জেলার #সরসপূর বাগান সহিদুলনগর অঞ্চল দখলমুক্ত করে চা জনজাতি ভাইদের জন্য এবং #বিলাইপুর ও #ধলছড়ার প্রত্যন্ত অঞ্চল, বনাঞ্চল অবৈধ ভাবে দখলরত জায়গা দখলমুক্ত করে জনজাতী ভাইদের সংস্থাপন দেওয়ার জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেন আসাম প্রদেশ বিজেপির কার্যকরী সদস্য সৈকত দত্ত চৌধুরী।

মাননীয় মুখ্যমন্ত্রী ডঃ হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের নেতৃত্বে অবৈধ দখলদারদের বিরুদ্ধে সরকারিভূমি ও বনাঞ্চল দখলমুক্ত করার ঐতিহাসিক উদ্যোগকে সমর্থন জানিয়ে আয়োজিত পদযাত্রা আজ লালা শহরে সম্পন্ন হয়।

16/07/2025

শ্রী কোনা মাছ ঘাট ফুটবল টুর্নামেন্ট
ফাস্ট রাউন্ডের ষষ্ঠ ম্যাচ শান্তিপূর্ণভাবে সমাপ্ত হয়েছে

15/07/2025

হাইলাকান্দি জেলার পাঁচগ্ৰাম থানাধীন কাটাখাল কালীনগর তৃতীয় খণ্ডের বাসিন্দা সীতু দে বয়স ৫৬ গত ২১ জুন শনিবার ভোরে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি।জানা গেছে, নিখোঁজ সীতু দে নিখোঁজ সীতু দের সন্ধান বের করতে কাতর আর্জি জানান। কেউ যদি কোন ও সন্ধান পেয়ে থাকেন নিখোঁজ সীতু দের পরিবারের নম্বরে যোগাযোগ করতে আহ্বান জানান। যোগাযোগ নং ঃ 9435982601/9864632798/9706825079, l

15/07/2025

দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে আজ মঙ্গলবার ১৫ জুলাই খুলে দেওয়া হলো বদরপুর কাটিগড়া সংযোগকারী গ্যমন সেতু। গত ২১ মে সেতু পুরোপুরি ভাবে বন্ধ রেখে সেতুর কাজ শুরু হয়। সেতুর কাজের জন্য NHIDCL কর্তৃপক্ষ ২ মাসের সময় নেয়। কিন্তু সময় শেষ হওয়ার ৫ দিন আগেই সেতুর কাজ সম্পন্ন করে NHIDCL। সেতুর নির্মাণ কাজের জন্য সরকারকে তরফে ২ কোটি ৭৫ লক্ষ টাকা মঞ্জুর করা হয়েছিল। আজ সেতু উদ্বোধন করতে উপস্থিত হন বরাকের দুই মন্ত্রী কৌশিক রাই ও কৃষ্ণেন্দু পাল। সময়ের আগে সেতুর নির্মাণ কাজ সম্পন্ন করায় কৌশিক রাই NHIDCL কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। তৎসংগে তিনি আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে ও ধন্যবাদ জ্ঞাপন করেন l

15/07/2025

হাইলাকান্দি জেলার কাটাখাল কালিনগরের সত্যেন্দ্র চন্দ্রদের সত্যেন্দ্র্ চন্দ্রদের চতুরতম পুত্র সিতু দে বয়স ৫৬ বছর গত ২১ জুন শনিবার ঘর থেকে নিখোঁজ হয়েছেন কেউবা কাহারা সিতু দে কে দেখে থাকলে এই নম্বরে যোগাযোগ করবেন ৯৪৩৫৯৮২৬০১/৯৮৬৪৩১৮৮২৭

14/07/2025

আগামীকাল, মঙ্গলবার থেকে যাত্রী ও যান চলাচলের জন্য খুলে দেওয়া হচ্ছে বরাক উপত্যকার গুরুত্বপূর্ণ গ্যামন সেতু। দীর্ঘদিন ধরে সংস্কারের কারণে বন্ধ থাকা সেতু খুলে দেওয়ার খবরে গোটা এলাকায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছে সমস্ত বরাক উপত্যকায়।

উল্লেখ্যযোগ্য বিষয়, কাটিগড়া বদরপুর গ্যামন সেতুটি সংস্কারের জন্য গত ২১ মে থেকে যান চলাচলের জন্য সম্পূর্ণ রূপে বন্ধ রাখা হয়েছিল। নির্ধারিত সময় ছিল ২০ জুলাই পর্যন্ত। তবে নির্ধারিত সময়ের পাঁচ দিন আগেই সেতু খুলে দেওয়ার সিদ্ধান্তে খুশি সাধারণ মানুষ ও যাত্রীদের মধ্যে ।

Adresse

Democratic Republic Of The

Site Web

Notifications

Soyez le premier à savoir et laissez-nous vous envoyer un courriel lorsque Barak NE TV publie des nouvelles et des promotions. Votre adresse e-mail ne sera pas utilisée à d'autres fins, et vous pouvez vous désabonner à tout moment.

Partager