18/07/2025
শ্রীকোণা মাছঘাট সার্বজনীন নকআউট ফুটবল প্রতিযোগিতা অষ্টম ম্যাচে জয়ী শ্রীকুনা গুরু বস্তি ক্লাবের
ঃ প্রতিবারের মতো এবারও শ্রীকোণা মাছঘাট সার্বজনীন নকআউট ফুটবল প্রতিযোগিতা শুরু হয় । ১৬ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টে প্রথম রাউন্ডে অষ্টম ম্যাচে শ্রীকোণা নদীয়াপুর খেলার মাঠে অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার শ্রীকোণা মাছঘাট সার্বজনীন নকআউট ফুটবল প্রতিযোগিতার প্রথম রাউন্ডের অষ্টম ম্যাচে অনুষ্ঠিত হয় । দুটি শক্তিশালী দল মুখোমুখি হয়েছে। যথাক্রমে মাঠে নেমেছে আলমবাগ কুকিপুঞ্জ বনাম শ্রীকুনা গুরু বস্তি একাদশ দল। দুই শক্তিশালী দল খেলোয়ারদের হাড্ডাহাড্ডি ল়াইয়ে শ্রীকুনা গুরু বস্তি ক্লাব জয় ছিনিয়ে নেয়। । খেলা টি শান্তি পূর্ণ ভাবে সমাপ্ত হয়েছে।