Alihas Mom's Vlog

  • Home
  • Alihas Mom's Vlog

Alihas Mom's Vlog Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Alihas Mom's Vlog, Digital creator, .

24/04/2025

আসসালামু আলাইকুম
শুভ রাত্রি সবাইকে 😊

24/03/2025

ঈদে বাড়ীতে যাচ্ছেন তো??
তাহলে কিছু কথা মাথায় রাখুন

১/ মোটর সাইকেল চালিয়ে যাওয়ার সময় ১০০% সতর্কতা অবলম্বন করুন।
২/অপরিচিত লোকের সাথে সিএনজি ও মাইক্রোবাসে যাতায়াত করবেন না।
৩/রাতে গাড়ী পরিবর্তন করার সময়, অবশ্যই টার্মিনাল/ স্ট্যান্ডে অবস্থান করবেন।
৪/ যাত্রা পথে অপরিচিত লোকের দেওয়া খাবার খাবেন না।
৫/গাড়ীতে অতিরিক্ত যাত্রী হয়ে যাবেন না।
৬/ গাড়ী ভাড়ার টাকা আগেই পরিশোধ করবেন না।

আপনার যাত্রা শুভ হোক।
পরিবার। হাসি খুশি থাকুক ☺️
সংগৃহীত

23/03/2025

দ্বিতীয় বেজোড় তম রাত আজ।প্রথম রাতে বেশ কিছু কদরের আলামত প্রকাশ পেয়েছিলো,তাই বলে আজ রাতে লাইলাতুলকদর তালাশ করবোনা,এটা কিন্তু নয়।রমাদ্বানের প্রতিটা রাতই মুল্যবান.....

আর কবে লাইলাতুলকদর হবে এই শেষ দশদিনে,তা আল্লাহই জানেন।

তাই আজও কোমড় বেধে ইবাদতে নেমে যাব,ভাববো আজও হতে পারে সেই রাত,যা হাজার মাস অপেক্ষা উত্তম।

03/03/2025

যারা কুরআন খতম করছেন তাদের জন্য বেশ উপকারী একটি পরামর্শ হচ্ছে — প্রতিদিনের তিলাওয়াতের সময় সাথে বড় একটি বোতলে পানি প্রস্তুত রাখবেন। যেদিন যতটুকু পড়বেন, পড়া শেষে কারো সাথে কথাবার্তা বলার আগেই উক্ত পানিতে ফুঁ দিয়ে রাখবেন। এভাবে পুরা খতমের ফুঁ দেয়া পানি বাসায় হেফাজত করবেন। বিভিন্ন রোগব্যাধি, বাচ্চাদের ভয় পাওয়া, পেটে ব্যথা, জ্বীন, জাদু, বদনজর ইত্যাদি ইত্যাদি অনেক চিকিৎসার ক্ষেত্রেই এই পানি বহুত কাজে আসবে — ইনশাআল্লাহ্।

হাদিসটি আমার মনে ছুয়ে গেছে তাই শেয়ার করলাম....সুবাহানাল্লাহ একজন নারী রাসুলুল্লাহ ﷺ-এর কাছে এসে তার স্বামীর বিষয়ে অভিযোগ...
25/02/2025

হাদিসটি আমার মনে ছুয়ে গেছে তাই শেয়ার করলাম....সুবাহানাল্লাহ

একজন নারী রাসুলুল্লাহ ﷺ-এর কাছে এসে তার স্বামীর বিষয়ে অভিযোগ করলেন। তিনি বললেন যে, তার স্বামী অনেক অতিথিকে আমন্ত্রণ জানান এবং তাদের জন্য বারবার খাবার প্রস্তুত ও তাদের আপ্যায়ন করতে করতে তিনি ক্লান্ত হয়ে পড়েছেন। রাসুলুল্লাহ ﷺ কোনো উত্তর দিলেন না, আর সেই নারী চলে গেলেন।

কিছুক্ষণ পরে রাসুলুল্লাহ ﷺ সেই নারীর স্বামীকে ডেকে বললেন, “আজ আমি তোমার অতিথি হবো।”

তখন সেই ব্যক্তি অত্যন্ত খুশি হয়ে বাড়ি ফিরে গিয়ে তার স্ত্রীকে বললেন, “আল্লাহর রাসুল ﷺ আজ আমাদের অতিথি হবেন।”

তার স্ত্রী খুব আনন্দিত হলেন এবং অনেক চেষ্টা ও যত্ন নিয়ে যা কিছু খাবার ছিল তা দিয়ে রাসুলুল্লাহ ﷺ-এর জন্য খাবার প্রস্তুত করলেন।

যখন রাসুলুল্লাহ ﷺ তাদের ঘরে এসে তাদের আতিথেয়তার সম্মান গ্রহণ করলেন, তখন তিনি সেই ব্যক্তিকে বললেন, “তোমার স্ত্রীকে বলো, সে যেন সেই দরজা দেখে, যেখান দিয়ে আমি এই ঘর ত্যাগ করব।”

নারী সেই দরজা দেখলেন এবং দেখতে পেলেন, রাসুলুল্লাহ ﷺ-এর পেছনে ঘর থেকে বিভিন্ন ধরনের প্রাণী, বিচ্ছু এবং ক্ষতিকর জীব বের হয়ে যাচ্ছে। তিনি এ দৃশ্য দেখে এতটাই বিস্মিত হলেন এবং আল্লাহর মহান কুদরত উপলব্ধি করে অজ্ঞান হয়ে পড়লেন।

যখন তিনি জ্ঞান ফিরে পেলেন, তখন রাসুলুল্লাহ ﷺ তাকে বললেন, “এটাই ঘটে যখন একজন অতিথি তোমার ঘর থেকে বিদায় নেয়। তার সঙ্গে সঙ্গে সমস্ত ক্ষতি, পরীক্ষা-নিরীক্ষা এবং বিপদ তোমার ঘর থেকে বেরিয়ে যায়। অতিথির প্রতি সম্মান দেখিয়ে এবং আপ্যায়নের কষ্ট স্বীকার করার পেছনে এটাই হেকমত।”

রাসুলুল্লাহ ﷺ আরও বলেন, “যে ঘরে বেশি অতিথি আসে, আল্লাহ সেই ঘরকে ভালোবাসেন। এর চেয়ে উত্তম ঘর আর কিছুই হতে পারে না যেখানে তরুণ ও বৃদ্ধ সবার জন্য দরজা খোলা থাকে। এমন ঘরে আল্লাহর রহমত ও বরকত নেমে আসে।”

রাসুলুল্লাহ ﷺ বলেছেন, “যখন আল্লাহ কোনো জাতির জন্য কল্যাণ চান, তখন তিনি তাদের জন্য একটি উপহার পাঠান।” সাহাবাগণ জিজ্ঞাসা করলেন, “কী ধরণের উপহার, হে আল্লাহর রাসুল?” তিনি বললেন, “অতিথি তার নিজের রিজিক নিয়ে আসে এবং গৃহের লোকদের পাপ সঙ্গে নিয়ে যায়।”

তাই, জেনে রাখুন, অতিথি হলো জান্নাতে যাওয়ার একটি মাধ্যম। রাসুলুল্লাহ ﷺ বলেছেন, “যে ব্যক্তি আল্লাহ ও আখিরাতে বিশ্বাস করে, তাকে অবশ্যই তার অতিথির প্রতি উদার হতে হবে।”

[বুখারি ৫৫৬০]

সুবহানাল্লাহ
আলহামদুলিল্লাহ
©️

এতোদিনে কেক খাওয়ানোর সঠিক নিয়ম জানতে পারলাম 🙂
31/12/2024

এতোদিনে কেক খাওয়ানোর সঠিক নিয়ম জানতে পারলাম 🙂

আলহামদুলিল্লাহ ❤️২০২৫ সালের শুরুটা হবে যশোর বাসীর এক মহা আনন্দের মধ্য দিয়ে।১,২ ও ৩ জানুয়ারি -২০২৫ আদ্-দ্বীন ফাউন্ডেশনের ...
19/12/2024

আলহামদুলিল্লাহ ❤️
২০২৫ সালের শুরুটা হবে যশোর বাসীর
এক মহা আনন্দের মধ্য দিয়ে।
১,২ ও ৩ জানুয়ারি -২০২৫ আদ্-দ্বীন ফাউন্ডেশনের তত্বাবধানে পুলেরহাট আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজ সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হবে ইতিহাস সেরা মাহাফিল।
উল্লেখ্য মাহাফিলে উপস্থিত থাকবেন-
১! ড. মিজানুর রহমান আজহারী
২! মাওলানা মামুনুল হক
৩! শায়েখ আহমাদুল্লাহ
৪! মুফতি আমীর হামজা
৫! আব্দুল হাই মোহাম্মাদ সাইফুল্লাহ
৬! রফিকুল ইসলাম মাদানী
সহ অন্যান্য ওলামায়ে কেরাম
ও ইসলামী সাংস্কৃতিক ব্যাক্ত্বিত্ব।
#আমীন

আসসালামু আলাইকুম,,,📌 রিয়া কি?রিয়া কাকে বলে!?১. নামায শেষ করে উঠে যাওয়ার সময় জানতে পারলাম মেহমান চলে এসেছে। এজন্য মেহমান ...
29/10/2024

আসসালামু আলাইকুম,,,

📌 রিয়া কি?

রিয়া কাকে বলে!?

১. নামায শেষ করে উঠে যাওয়ার সময় জানতে পারলাম মেহমান চলে এসেছে। এজন্য মেহমান ঘরে প্রবেশ করা পর্যন্ত জায়নামাজে বসে থাকলাম। সম্পুর্ন ইচ্ছাকৃত না হলেও অবচেতন মন চাইছে নামায যে পড়তেছি মেহমান দেখুক! এটি ই রিয়া।

২. কেউ জিজ্ঞেস করলো-আপনি কি করছেন???

উত্তরে বললাম-আমি নামায পড়ে উঠে নাস্তা করতেছি বা নামায পড়ে উঠে এখন রান্না করতেছি। এখানে শুধু নাস্তা বা রান্না করার কথা বললেই হতো, সাথে -নামায পড়ে উঠে" কথাটি জুড়ে দিয়ে অতি সুক্ষভাবে নামাযকে প্রচারে নিয়ে আসা হল। এটি ই রিয়া।

৩. ফজরে যে নামায পড়তে উঠলাম কিন্তু কেউ জানলো না, তাই সেটা মানুষকে জানানোর জন্য দিলাম ফেসবুকে একটা পোস্ট, লিখলাম : "সবাই নামায পড়তে উঠুন/ঐ সময় ই ফজর নামাজের ফযীলত সম্পর্কিত/শাস্তি নিয়ে পোস্ট করলাম।" আমি জানি আমার এই পোস্টে কারো ঘুম ভাংগবেনা,তাও দিলাম। মোদ্দাকথা নামাযের ব্যাপারটা সবাইকে জানাতেই হবে। এটি ই রিয়া।

৪. নফল রোজা রেখে দুপুরে বন্ধুর সাথে চ্যাট করছি, হঠাৎ তাকে জিজ্ঞেস করেছি,ভাত খেয়েছিস কিনা? অথচ আজীবন তার ভাতের খবর নেয়নি, সে হ্যাঁ/না উত্তরের সাথে যে "তুই খেয়েছিস? "এটা জিজ্ঞেস করবে সেটার গ্যারান্টি সূর্য উঠার মতই, সে সুযোগে না দোস্ত রোজা রেখেছি বলে রোজার প্রচার করে দিলাম, এটি ই রিয়া।

৫. কুরবানির গরু কিনলাম, অফলাইনের আশেপাশের সবাই দেখলেও অনলাইন বন্ধুদের সামনে তো আর শো আপ করা হলো না। তাই প্রাইভেসি পাবলিক করে দিয়ে দিলাম পোস্ট, আলহামদুলিল্লাহ্‌ Done এইটি রিয়া।

৬. বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার সময় মজার ছলেই টেকনিকে বলে দিলাম, তুই বেটা কিপটা, কিছুই দান করিস না। প্রতিউত্তরে, "তুই কি দান করে উল্টিয়ে ফেলছিস? এই প্রশ্নটা যে করবে তা জানুয়ারির পর ফেব্রুয়ারি আসার মতই নিশ্চিত আমি, সাথে সাথেই দিয়ে দিলাম আমার দানের লিস্ট, সম্পূর্ণ ডিটেল সহকারে। এইটি রিয়া।

৭. আলোচনার মাঝে এক বন্ধু জিজ্ঞেস করলো এবার রমজানে কে কি আমল করেছো?? গর্ব করে কেউ বল্লো আমি প্রতি বছর দু খতম কুরআন পড়ি, কেউ বল্লো আমি ছোটো বেলা থেকেই ৩০ টা রোজাই রাখি, কেউ বললো আমি ইফতার পার্টি করে অনেক ইয়াতিমদের খাইয়ে দিয়েছি! এইটি রিয়া।

আল্লাহ পাক আমাদের সবাইকে এসব লোক দেখানো ইবাদত করার থেকে দূরে থাকার তাওফিক দান করুন!
(আমিন)

20/10/2024

রাত ১০ টায়' ঘুমের দোয়া পড়ে
সারা রাত জেগে থাকা আমি.!🙂

"যদি তোমরা শুকরিয়া আদায় কর তবে আমি (আল্লাহ)  অবশ্যই তোমাদের রিযিক বাড়িয়ে দেব "! আলহামদুলিল্লাহ , 💚[ সূরা ইব্রাহীমঃ০৭...
11/10/2024

"যদি তোমরা শুকরিয়া আদায় কর তবে আমি (আল্লাহ) অবশ্যই তোমাদের রিযিক বাড়িয়ে দেব "! আলহামদুলিল্লাহ , 💚

[ সূরা ইব্রাহীমঃ০৭ ]

আসসালামু আলাইকুমশুভ সন্ধ্যা😊
05/10/2024

আসসালামু আলাইকুম
শুভ সন্ধ্যা😊

আসসালামু আলাইকুম শুভ সকাল 😊
03/10/2024

আসসালামু আলাইকুম
শুভ সকাল 😊

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Alihas Mom's Vlog posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Alihas Mom's Vlog:

Shortcuts

  • Address
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share