
15/08/2025
হাদিস:
رسول الله ﷺ বলেছেন:
> "يُجْمَعُ خَلْقُ أَحَدِكُمْ في بَطْنِ أُمِّهِ... ثُمَّ يُرْسَلُ إليه المَلَكُ، فيَنْفُخُ فيه الرُّوحَ، ويُؤْمَرُ بأَرْبَعِ كَلِمَاتٍ: بكَتْبِ رِزْقِهِ، وأَجَلِهِ، وعَمَلِهِ، وشَقِيٌّ أَوْ سَعِيدٌ..."
— (সহীহ বুখারী 3208, সহীহ মুসলিম 2643)
অর্থ:
“তোমাদের প্রত্যেকের সৃষ্টি মায়ের গর্ভে সম্পন্ন হয়... অতঃপর একজন ফেরেশতা পাঠানো হয়, সে তার মধ্যে আত্মা ফুঁকিয়ে দেয় এবং চারটি বিষয় লিখে নেয়: তার রিজিক, জীবনের সময়কাল, কর্ম এবং সে সৌভাগ্যবান না দুর্ভাগা।”
🟢 এই হাদিস থেকে বোঝা যায়, মানুষের রিজিক জন্মের আগেই নির্ধারিত।