Thoughts of Mind

Thoughts of Mind Informations de contact, plan et itinéraire, formulaire de contact, heures d'ouverture, services, évaluations, photos, vidéos et annonces de Thoughts of Mind, Digital creator, Democratic Republic of the.

- ছেড়া পকেটের মত জীবন আমার, তোমার মত স্বর্ণমুদ্রাকে ভালোবেসে কোথায় রাখি বলো'!🤍
28/07/2025

- ছেড়া পকেটের মত জীবন আমার, তোমার মত স্বর্ণমুদ্রাকে ভালোবেসে কোথায় রাখি বলো'!🤍

17/05/2025

আগে জানতাম না জীবন মানে কি। এখন মনে হয় জীবন মানে যুদ্ধ। কখনো নফসের সাথে, কখনো শয়তানের সাথে, কখনো ক্লান্ত মস্তিষ্ক কিংবা শরীরের সাথে আবার কখনো চেনা-অচেনা মানুষের সাথে।

©সংগ্রহ

তোমরা যারা ছোট আছো, ঘুমায়ে নাও, বড় হওয়ার পর ঘুম আর কোনদিন পুরা হবে না!'💔😥
27/04/2025

তোমরা যারা ছোট আছো, ঘুমায়ে নাও, বড় হওয়ার পর ঘুম আর কোনদিন পুরা হবে না!'💔😥

05/02/2025

বছর খানিক আগেও আমি টেনশন জিনিসটার কনসেপ্ট বুঝতাম না.

শালার কি এমন জিনিস যেটায় মানুষের প্রেশার বেড়ে যায়, মানুষ স্ট্রোক করে, মানুষ দুনিয়া থেকে চলে যায়, অসুস্থ হইয়া যায়, নাওয়া খাওয়া অফ হয়ে যায়, চলে টা কি আসলে...?

02/02/2025

জীবনের শেষ বেলায় এসে মনে হবে,

এক হাত জমির জন্য প্রতিবেশীর সঙ্গে ঝগড়া ছিল ভুল।
রাত জেগে মিথ্যা স্বপ্ন বুনে কারো সঙ্গে চ্যাট করাটা ভুল ছিল।
কাউকে কষ্ট দিয়ে কঠিন কথা বলাটা ভুল ছিল।
দুর্বল কাউকে ভয় দেখিয়ে নিজের ক্ষমতা দেখানোও ভুল ছিল।

শেষ বেলায় মনে হবে,

ক্লাসের সবচেয়ে মেধাবী ছাত্র না হলেও জীবনে খুব বড় ক্ষতি হয়নি।
অনেক টাকা রোজগার করতে না পারলেও বড় কোনো ক্ষতি হয়নি।
জীবনের শেষ সময়ে এসে, কষ্ট ছাড়া একটু স্বাভাবিক মৃত্যুই হবে শেষ চাওয়া।

শেষ বেলায় মনে হবে,

মানুষের দোয়াটাই ছিল সবচেয়ে মূল্যবান সম্পদ, যেটা আমি অর্জন করতে পারিনি।
মানুষের মনে কষ্ট দেওয়াটাই ছিল সবচেয়ে বড় ভুল।
শ্বাসকষ্টের মাঝে আটকে থাকা নিঃশ্বাসের কষ্টে শুধু মানুষের দোয়াটাই মনে হবে সবচেয়ে মূল্যবান।

অথচ এত কিছু ভেবেও আমরা যৌবনকালে নিজেদের নিয়ন্ত্রণ করতে পারি না।

(সংগৃহীত)

31/01/2025

জীবনের সবচেয়ে কঠিন থেকে কঠিনতম বাস্তবতা হলো "সময় এবং সম্পর্কের পরিবর্তন"।

মানুষ জীবনে যা কিছু ধরে রাখতে চায়—চিরকালীন সুখ, ভালোবাসা, সম্পর্ক, অথবা নিজের প্রিয় মুহূর্ত—সবই একসময় বদলে যায়। সময়ের সাথে সাথে মানুষ, তাদের অনুভূতি, এবং তাদের প্রয়োজনগুলোও পাল্টে যায়।

এই পরিবর্তন মেনে নেওয়া, প্রিয়জনের দূরে চলে যাওয়া, অথবা নিজের ইচ্ছার বিরুদ্ধে বাস্তবতার সাথে খাপ খাওয়ানো জীবনের সবচেয়ে কঠিন চ্যালেঞ্জ।
তবে, এই কঠিন বাস্তবতাগুলো মেনে নেওয়া এবং নতুন পথ তৈরি করা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার একটি গুরুত্বপূর্ণ অংশ।

অন্য একটি সত্য হলো: জীবনে কোনো কিছুই স্থায়ী নয়, ভালো সময় যেমন শেষ হয়, তেমনই খারাপ সময়ও। তাই কঠিন সময়েও ধৈর্য ধরার মানসিকতা গড়ে তোলা প্রয়োজন।

28/01/2025

আমি আজীবন নিজের আত্মসম্মান মেইনটেইন করার ব্যাপারে যত্নশীল থেকেছি।
নিজেকে নিজে যেটুকু ছোট করে রাখি, তা মূলত আমার বিনয়। অন্যকেউ আমাকে কোন ভাবে ছোট করে দেখলে, তাকে আমি তাচ্ছিল্য হিসেবে বিবেচনা করি এবং যত দ্রুত সম্ভব সেসব মানুষ থেকে দূরে সরে আসি।
যারা আমাকে অশ্রদ্ধার চোখে দেখবে; যেকোন কৌশলে আমি তাদের দৃষ্টির বাইরে চলে যাই।
প্রতিশোধ নেওয়ার নেশা আমার নেই।🙂❤️

কারোর সাথেই আমার স্বার্থের সম্পর্ক নেই। অনেকের সাথে আমি যোগাযোগ রাখিনি আর অনেকেই আমার সাথেও রাখে না।এই রাখা না রাখা নিয়া...
14/01/2025

কারোর সাথেই আমার স্বার্থের সম্পর্ক নেই। অনেকের সাথে আমি যোগাযোগ রাখিনি আর অনেকেই আমার সাথেও রাখে না।
এই রাখা না রাখা নিয়াও কোনো অভিযোগ নাই। কারণ কারোর সাথে চাওয়া-পাওয়ার স্বার্থ নাই।

বলতে পারেন এভাবেই আমাদের অনেকের সাথে শেষ কথা,শেষ দেখা,শেষ পথচলা, শেষ যোগাযোগ হয়ে গেছে। 🙂

Adresse

Democratic Republic Of The

Site Web

Notifications

Soyez le premier à savoir et laissez-nous vous envoyer un courriel lorsque Thoughts of Mind publie des nouvelles et des promotions. Votre adresse e-mail ne sera pas utilisée à d'autres fins, et vous pouvez vous désabonner à tout moment.

Partager