People Views24-জনতার দৃশ্যপ্ট

People Views24-জনতার দৃশ্যপ্ট Kontaktinformationen, Karte und Wegbeschreibungen, Kontaktformulare, Öffnungszeiten, Dienstleistungen, Bewertungen, Fotos, Videos und Ankündigungen von People Views24-জনতার দৃশ্যপ্ট, Nachrichten- und Medienseite, New York, Brittnau.

জনতার কণ্ঠস্বর, সত্যের দৃশ্যপট।
আমরা তুলে আনি সমাজের না বলা কথা, ভাঙি নীরবতা।
নিউজ, ডকুমেন্টারি, অনুসন্ধানী প্রতিবেদন—সব কিছু এক প্ল্যাটফর্মে,
যোগ দিন আমাদের সাথে—সচেতনতার জন্য, ন্যায়ের জন্য।

PeopleViews24 – কারণ "ভিউ" শুধু সংখ্যার নয়, মানুষের চিন্তারও।

30/09/2025

সাভারে রাজাশন যুব সমাজের উদ্যোগে হোন্ডা ও ফ্রিজ কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বধোন

ঢাকা জেলার সাভারে রাজাশন যুব সমাজের উদ্যোগে হোন্ডা ও ফ্রিজ কাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের শেষ খেলার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
উদ্বোধন করেন বিশিষ্ট সমাজ সেবক ও ক্রীড়া অনুরাগী মো: জাকির হোসেন।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজ সেবক এড্যাভোকেট মো: আব্দুল করিম।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সাভার পৌর বিএনপির সহ-সভাপতি রফিকুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজ সেবক ও ক্রীড়া অনুরাগী মো: আব্দুল হালিম এবং জুনায়েদ ফার্মেসীর প্রতিষ্ঠাতা জামাল উদ্দিনসহ আরো অনেকে।

রাজাশন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আয়োজিত এ খেলায় সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সাভার পৌর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি রাশেদুল ইসলাম রাসেল।

প্রথম রাউন্ডের শেষ খেলায় অংশ নেয় জাহাঙ্গীর ফুটবল একাডেমি বনাম এ জে ফুটবল একাডেমি।
খেলা উপভোগ করতে মাঠে উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুল সংখ্যক দর্শক।

👉 জনতার দৃশ্যপট, People Views24।
#রাজাশন

27/09/2025

সাভার নামাবাজারে ক্যানোলা হয়ে যাচ্ছে সরিষা, ভ'য়া'ব'হ প্র'তা'র'ণা ভোক্তাদের সাথে #সাভার #নামাবাজার

26/09/2025

নাগ নাগিনী কট,সম্পুর্ণ ভিডিও না দেখলে মজা শেষ 😄

22/09/2025

সাভার বাজার বাস স্ট্যান্ড এ শওকত লেদার এন্ড ঘড়ি হাউজে! হেডফোন ক্রয় - বিক্রয় কেন্দ্র করে জাহাঙ্গীরনগরের কিছু ছাত্রদের সাথে দোকান মালিক ও কর্মচারীদের সাথে বাকবিতণ্ডা ও হাতাহাতি হয় দোকান মালিক এবং কর্মচারী গুরুতর আহত হন.. তার সূত্র ধরে আশেপাশের দোকান মালিক এবং কর্মচারী ছাত্রদের ৩০ মিনিট আবদ্ধ করে রাখেন "
প্রশাসন এবং জাকসু ভিপি আব্দুর রশিদ জিতুসহ তাদের কে উদ্ধার করে..
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদের অবগতির জন্য জানাচ্ছি ২৪ অভ্যুত্থান এ সাভারের জনতার অনেক ভুমিকা ছিলো। তারাও ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছে মারাও গেছে আপনারা বিনয়ী হবার চেষ্টা করুন আলোচনার মাধ্যমে সমাধান করুন সব কিছু। ধন্যবাদ


রূপগঞ্জে সন্ত্রাসী হামলা: দুই যুবক আহত, মোটরসাইকেল ও মোবাইল ছিনতাইপ্রকাশ : শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫নারায়ণগঞ্জের রূপগ...
12/09/2025

রূপগঞ্জে সন্ত্রাসী হামলা: দুই যুবক আহত, মোটরসাইকেল ও মোবাইল ছিনতাই

প্রকাশ : শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভয়াবহ সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন দুই বন্ধু। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে ৩০০ ফিট পার হয়ে রূপগঞ্জ থানার বোলতা-গাওচিয়া সড়কে এ ঘটনা ঘটে। আহতরা হলেন কুমিল্লার লালমাই উপজেলার জিসান ও চান্দিনার ফয়সাল।

ভিকটিম জিসানের অভিযোগ, প্রথম ৩০ মিনিট কোনো ট্রাক বা বাস ড্রাইভার সাহায্য না করে উল্টো গাড়ি ঘুরিয়ে চলে যান। এক পর্যায়ে স্থানীয় একটি বাসায় গিয়ে সহায়তা চাইলে বাসিন্দারা সহযোগিতা না করে মেইন গেট থেকে তাকে ধাক্কা দিয়ে বের করে দেন। পরে এক ট্রাক চালক ও তার হেলপার সহানুভূতি দেখান এবং ৯৯৯-এ ফোন দেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত জিসান ও ফয়সালকে উদ্ধার করে।

জিসান জানান, সন্ত্রাসীরা তাদের ওপর ধারালো অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালায়। এ সময় তার হাতে তিনটি, পায়ে দুটি এবং পিঠে একটি কোপ লাগে। একটি আঙুল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। অপরদিকে ফয়সালের মাথায় কোপ দিয়ে গুরুতর জখম করা হয়, তাকে ৫-৮টি সেলাই নিতে হয়েছে।

আহতদের প্রথমে স্থানীয় কয়েকটি হাসপাতাল ঘুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এ সময় সন্ত্রাসীরা জিসানের Yamaha R15 V3 মোটরসাইকেল (ইন্দোনেশিয়ান ভার্সন) ও তার iPhone 14 Pro Max ছিনতাই করে নিয়ে যায়। জিসান বলেন, ফোনের অ্যাপল আইডি ও মোটরসাইকেলের ট্যাক্স টোকেন, স্মার্ট কার্ডসহ সমস্ত কাগজপত্র তার কাছে রয়েছে।

তিনি প্রশাসনের কাছে তার মোটরসাইকেল ও মোবাইল ফোন উদ্ধারের জোর দাবি জানিয়েছেন এবং হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের অনুরোধ করেছেন।
#রূপগঞ্জ_হামলা
#সন্ত্রাসী_আক্রমণ
#অস্ত্রধারী_আক্রমণ
#ভিকটিম_জিসান_ফয়সাল
#ছিনতাই
#ঢাকা_মেডিকেল
#বাংলাদেশ_পুলিশ
#ন্যায়বিচার_চাই
#প্রশাসনের_দৃষ্টি_আকর্ষণ
#সংবাদ

12/09/2025

রূপগঞ্জে সন্ত্রাসী হামলা: দুই যুবক আহত, মোটরসাইকেল ও মোবাইল ছিনতাই

স্টাফ রিপোর্টার
প্রকাশ : শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভয়াবহ সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন দুই বন্ধু। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে ৩০০ ফিট পার হয়ে রূপগঞ্জ থানার বোলতা-গাওচিয়া সড়কে এ ঘটনা ঘটে। আহতরা হলেন কুমিল্লার লালমাই উপজেলার জিসান ও চান্দিনার ফয়সাল।

ভিকটিম জিসানের অভিযোগ, প্রথম ৩০ মিনিট কোনো ট্রাক বা বাস ড্রাইভার সাহায্য না করে উল্টো গাড়ি ঘুরিয়ে চলে যান। এক পর্যায়ে স্থানীয় একটি বাসায় গিয়ে সহায়তা চাইলে বাসিন্দারা সহযোগিতা না করে মেইন গেট থেকে তাকে ধাক্কা দিয়ে বের করে দেন। পরে এক ট্রাক চালক ও তার হেলপার সহানুভূতি দেখান এবং ৯৯৯-এ ফোন দেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত জিসান ও ফয়সালকে উদ্ধার করে।

জিসান জানান, সন্ত্রাসীরা তাদের ওপর ধারালো অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালায়। এ সময় তার হাতে তিনটি, পায়ে দুটি এবং পিঠে একটি কোপ লাগে। একটি আঙুল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। অপরদিকে ফয়সালের মাথায় কোপ দিয়ে গুরুতর জখম করা হয়, তাকে ৫-৮টি সেলাই নিতে হয়েছে।

আহতদের প্রথমে স্থানীয় কয়েকটি হাসপাতাল ঘুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এ সময় সন্ত্রাসীরা জিসানের Yamaha R15 V3 মোটরসাইকেল (ইন্দোনেশিয়ান ভার্সন) ও তার iPhone 14 Pro Max ছিনতাই করে নিয়ে যায়। জিসান বলেন, ফোনের অ্যাপল আইডি ও মোটরসাইকেলের ট্যাক্স টোকেন, স্মার্ট কার্ডসহ সমস্ত কাগজপত্র তার কাছে রয়েছে।

তিনি প্রশাসনের কাছে তার মোটরসাইকেল ও মোবাইল ফোন উদ্ধারের জোর দাবি জানিয়েছেন এবং হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের অনুরোধ করেছেন।
#রূপগঞ্জ_হামলা
#সন্ত্রাসী_আক্রমণ
#অস্ত্রধারী_আক্রমণ
#ভিকটিম_জিসান_ফয়সাল
#ছিনতাই
#ঢাকা_মেডিকেল
#বাংলাদেশ_পুলিশ
#ন্যায়বিচার_চাই
#প্রশাসনের_দৃষ্টি_আকর্ষণ
#সংবাদ

বগুড়ায় ফিলিং স্টেশনে ক্যাশিয়ারকে নৃশংসভাবে হত্যা, পলাতক সহকর্মী রতন গ্রেফতারস্টাফ রিপোর্টার, বগুড়াপ্রকাশ: ৮ সেপ্টেম্বর ২...
08/09/2025

বগুড়ায় ফিলিং স্টেশনে ক্যাশিয়ারকে নৃশংসভাবে হত্যা, পলাতক সহকর্মী রতন গ্রেফতার

স্টাফ রিপোর্টার, বগুড়া
প্রকাশ: ৮ সেপ্টেম্বর ২০২৫

বগুড়া শহরের দত্তবাড়ী এলাকায় অবস্থিত শতাব্দী ফিলিং স্টেশনে সংঘটিত হয়েছে এক নৃশংস হত্যাকাণ্ড। স্টেশনের ক্যাশিয়ার ও ম্যানেজার ইকবাল হোসেন (২৪), সিরাজগঞ্জের পিপুলবাড়িয়া গ্রামের আব্দুল করিমের ছেলে, নির্মমভাবে খুন হয়েছেন।

ঘটনাটি ঘটে শনিবার গভীর রাতে ফিলিং স্টেশনের ক্যাশ কাউন্টারের অফিস কক্ষে। সহকর্মী রতন-এর বিরুদ্ধে হত্যার অভিযোগ উঠেছে। হত্যার পর থেকেই রতন পলাতক ছিলেন। তবে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ দ্রুত অভিযান চালিয়ে গাজীপুরের কালিয়াকৈর থেকে ঘাতক রতনকে গ্রেফতার করে।

প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে, ব্যক্তিগত শত্রুতা ও কর্মক্ষেত্রে দ্বন্দ্ব থেকেই হত্যাকাণ্ড ঘটতে পারে। স্থানীয় সূত্র বলছে, ফিলিং স্টেশনে তেল চুরির মিথ্যা অপবাদ দেয়াকে কেন্দ্র করে সহকর্মীর উপর ক্ষিপ্ত হয়ে ওঠেন রতন। এরপর পরিকল্পিতভাবে ক্যাশিয়ার ইকবালকে নির্মমভাবে হত্যা করা হয়।

মরদেহ উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মুহাম্মাদ রায়হান জানান, হত্যাকাণ্ডের কারণ উদঘাটনে পিবিআই ও সিআইডির টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। রতনকে গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদ চলছে।
#বগুড়া #ফিলিংস্টেশনহত্যা

আজ পবিত্র ইদে মিলাদুন্নবী (সা.)আজ রবিবার (১২ রবিউল আউয়াল, ৬ সেপ্টেম্বর ২০২৫) পবিত্র ইদে মিলাদুন্নবী (সা.)। বিশ্বনবী হযর...
06/09/2025

আজ পবিত্র ইদে মিলাদুন্নবী (সা.)

আজ রবিবার (১২ রবিউল আউয়াল, ৬ সেপ্টেম্বর ২০২৫) পবিত্র ইদে মিলাদুন্নবী (সা.)। বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর জন্ম ও ওফাতের দিন হিসেবে মুসলিম উম্মাহর কাছে দিনটি একইসঙ্গে আনন্দ ও শোকের স্মৃতিবাহী।

৫৭০ খ্রিষ্টাব্দে আরবের মক্কা নগরীতে কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন মহানবী (সা.)। ৬৩ বছর বয়সে একই তারিখে মদিনায় তিনি ইন্তেকাল করেন। তাঁর আগমন অন্ধকারাচ্ছন্ন মানবসভ্যতায় আলোর দিশা এনে দেয়। তিনি শান্তি, ন্যায়, সমতা, সহমর্মিতা ও মানবতার শিক্ষা দিয়ে গেছেন, যা সমগ্র পৃথিবীর জন্য চিরন্তন পথনির্দেশ।

বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে দিনটি যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে পালিত হচ্ছে। রাজধানী ঢাকায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে কোরআনখানি, দোয়া মাহফিল ও ওয়াজ অনুষ্ঠিত হচ্ছে। দেশের সব মসজিদে বিশেষ দোয়া, মিলাদ মাহফিল এবং গরিব-দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করা হচ্ছে।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। তাঁরা মহানবীর আদর্শ অনুসরণের মধ্য দিয়ে একটি শান্তিপূর্ণ, কল্যাণমুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়েছেন।

বিশ্ব মুসলিম সম্প্রদায়ও দিনটি উপলক্ষে নানা কর্মসূচি পালন করছে। সৌদি আরব, পাকিস্তান, ভারত, তুরস্কসহ বিভিন্ন দেশে ধর্মীয় সভা, সেমিনার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

ধর্মীয় বিশ্লেষকরা মনে করেন, আজকের বিভক্ত, সংঘাতময় বিশ্বে শান্তি ও মানবতার মুক্তির একমাত্র পথ হলো প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ।
#ইদে_মিলাদুন্নবী





#ইসলাম

#মানবতা
#ধর্মীয়_অনুষ্ঠান
#মুসলিম_উম্মাহ

১৯৭৬ সালে জিয়াউর রহমান সরকারের সময়েই শুরু হয়েছিল বাংলাদেশের কর্মী রপ্তানি কার্যক্রম Peopleviews24 | বিশেষ প্রতিবেদনবাংলা...
04/09/2025

১৯৭৬ সালে জিয়াউর রহমান সরকারের সময়েই শুরু হয়েছিল বাংলাদেশের কর্মী রপ্তানি কার্যক্রম

Peopleviews24 | বিশেষ প্রতিবেদন

বাংলাদেশের রেমিট্যান্সভিত্তিক অর্থনীতির মূল ভিত আজ যেখান থেকে গড়ে উঠেছে, সেই বিদেশে কর্মী রপ্তানির যাত্রা শুরু হয়েছিল ১৯৭৬ সালে, রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসনামলে।

দেশ স্বাধীন হওয়ার পর নানা অর্থনৈতিক সংকট ও কর্মসংস্থান ঘাটতির কারণে সরকার নতুন পথে বৈদেশিক মুদ্রা অর্জনের পরিকল্পনা গ্রহণ করে। এই প্রেক্ষাপটেই ১৯৭৬ সালে সরকার আনুষ্ঠানিকভাবে মধ্যপ্রাচ্যে বাংলাদেশি শ্রমিক পাঠানো শুরু করে। কাতার, সৌদি আরব ও কুয়েত ছিল সেই সময়ের মূল গন্তব্য।

সেই একই বছর প্রতিষ্ঠিত হয় BMET (Bureau of Manpower, Employment and Training) — যা বাংলাদেশি শ্রমিকদের বিদেশে পাঠানোর সরকারি তত্ত্বাবধানকারী সংস্থা হিসেবে কাজ করতে থাকে। পাশাপাশি গঠিত হয় Wage Earners' Welfare Board এবং অন্যান্য প্রতিষ্ঠানও।

শুরুতে প্রবাসীরা কাজ পেতেন নির্মাণ খাত, পরিচ্ছন্নতা, টেকনিক্যাল সহকারি এবং নিরাপত্তা কাজে। ধীরে ধীরে দক্ষ শ্রমিক, ইঞ্জিনিয়ার ও প্রফেশনালরাও বিদেশে যেতে শুরু করেন।

বর্তমানে প্রতি বছর গড়ে ৭-১০ লাখ শ্রমিক বাংলাদেশ থেকে বিশ্বের বিভিন্ন দেশে কাজ করতে যান। আর তাঁদের পাঠানো রেমিট্যান্স বাংলাদেশের অর্থনীতিতে এক বিশাল অবদান রাখে। ২০২৪ সালের হিসাব অনুযায়ী, রেমিট্যান্স আয় প্রায় ২০ বিলিয়ন মার্কিন ডলার, যা দেশের বৈদেশিক মুদ্রার অন্যতম প্রধান উৎস।

বিশেষজ্ঞদের মতে, ১৯৭৬ সালের এই সাহসী সিদ্ধান্তই বাংলাদেশের জনশক্তিকে একটি বৈশ্বিক সম্পদে রূপান্তর করেছে।

Peopleviews24
সত্য, ইতিহাস, সময়ের খবর

#বিদেশে_কর্মসংস্থান #প্রবাসী #রেমিট্যান্স

ছাত্র -জনতাকে মুখোমুখি দার করলো কে?    ゚  #জনগণেরঅধিকার
03/09/2025

ছাত্র -জনতাকে মুখোমুখি দার করলো কে? ゚ #জনগণেরঅধিকার

হাইকোর্টের আদেশ স্থগিত, ডাকসু নির্বাচনে বাধা নেইঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন আয়োজনে আর কোনো ...
01/09/2025

হাইকোর্টের আদেশ স্থগিত, ডাকসু নির্বাচনে বাধা নেই

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন আয়োজনে আর কোনো আইনি বাধা রইল না। নির্বাচন স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশটি চেম্বার জজ আদালত স্থগিত করে দেওয়ায় এই পরিস্থিতি তৈরি হয়েছে। আইনজীবীরা জানিয়েছেন, এই আদেশের ফলে নির্বাচন অনুষ্ঠানে এখন আর কোনো প্রতিবন্ধকতা নেই।

সোমবার বিচারপতি মো. রেজাউল হকের নেতৃত্বাধীন চেম্বার জজ আদালত এই আদেশ দেন। এর আগে হাইকোর্টের একটি বেঞ্চ ডাকসু নির্বাচন আগামী ৩০ অক্টোবর পর্যন্ত স্থগিতের আদেশ দিয়েছিলেন।

হাইকোর্টের সেই আদেশের বিরুদ্ধে করা এক বিবিধ আপিলের শুনানি শেষে এ রায় এলো। আদালতে আবেদনের পক্ষে এদিন শুনানি করেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির।
゚ #বাংলাদেশনিউজ

Adresse

New York
Brittnau
10001

Telefon

+41762515835

Webseite

Benachrichtigungen

Lassen Sie sich von uns eine E-Mail senden und seien Sie der erste der Neuigkeiten und Aktionen von People Views24-জনতার দৃশ্যপ্ট erfährt. Ihre E-Mail-Adresse wird nicht für andere Zwecke verwendet und Sie können sich jederzeit abmelden.

Service Kontaktieren

Nachricht an People Views24-জনতার দৃশ্যপ্ট senden:

Teilen