Naem Azam Chowdhury

Naem Azam Chowdhury As the Chief Strategist at SecureByte, I focus on cyber defense strategies, ethical hacking education, and security research.

Researcher 👨‍💻
Hackathon Winner 🇨🇳
AI Ethics Privacy Advocate ⚖️
Cyber Security Awareness Advisor 🌐

আমি প্রোগ্রামিং, এআই, সাইবার সিকিউরিটি নিয়ে কথা বলি
ক্যারিয়ার, প্রডাক্টিভিটি গাইডলাইন দেই 📈
ঘুরে বেড়াই আইটি ইন্ডাস্ট্রি ✈️ I am Naem Azam Chowdhury, a Security Researcher, AI Hackathon Winner, Cybersecurity Advisor, and AI Ethics Policy Advocate, dedicated to strengthening digital secu

rity and spreading cyber awareness globally. With expertise in penetration testing, red teaming, digital forensics, and AI-driven security, I help individuals and organizations navigate the complexities of modern cybersecurity. I am passionate about teaching cybersecurity, mentoring aspiring professionals, and making cutting-edge security knowledge accessible to everyone.

🏆 Achievements & Recognitions

🎓 Academic Excellence

🥇 Gold Medalist in BSc – Awarded for the highest research performance in China.

🎓 Recipient of China’s Highest Government Scholarship (CSC) – Recognized for outstanding academic and research contributions In Master's.


🔐 Cybersecurity & AI Achievements

🥈 Two Silver Medals in International ( Internet+, Challenge Cup) Hackathons China– Excelled in global cybersecurity competitions.

🏆 Gold Medalist in AI Hackathon – Secured first place in a cutting-edge AI-focused competition.

🎖️ Top Cyber Voice Award Winner – Recognized for exceptional contributions to cybersecurity at the university level.

🔍 Certified in Cybersecurity – Holds Certified Cybersecurity Technician (CCT) and Certified Ethical Hacker (CEH) credentials.


🔬 Professional & Research Contributions

📊 Cybersecurity & AI Researcher – Actively advancing cyber defense, AI security, and digital forensics.

🌍 Tech Community Leader – Engaged in knowledge sharing, cybersecurity training, and industry innovation.

🚀 Committed to empowering the next generation of cybersecurity professionals through education, research, and advocacy.


💬 Why Follow Naem Azam? Besides being a top cybersecurity advisor in Bangladesh, Naem is dedicated to raising cyber awareness globally 🌍. He teaches Cybersecurity in Bangla 🇧🇩 on his YouTube channel, making it accessible to Bengali speakers eager to learn and grow in the field. Naem aims to inspire beginners and professionals, helping them secure their digital lives and build rewarding careers. I believe in "Security Through Knowledge" and aim to make cybersecurity education accessible, engaging, and practical for everyone. Let’s secure the future together!

📩 For collaborations, speaking engagements, and consulting opportunities, feel free to connect.

কখনও হার মেনে নেবেন না ☠️এই দুনিয়া বারবার আপনাকে টেনে ধরবে, ধাক্কা দেবে, নিচে ফেলে দেবে — কারণ তারা জানে, আপনি একবার দা...
12/10/2025

কখনও হার মেনে নেবেন না ☠️
এই দুনিয়া বারবার আপনাকে টেনে ধরবে, ধাক্কা দেবে, নিচে ফেলে দেবে — কারণ তারা জানে, আপনি একবার দাঁড়িয়ে গেলে আপনাকে থামানো কষ্টকর হয়ে যাবে

আপনাকে কেউ হারাতে পারবে তখনই, যখন আপনি নিজের হার স্বীকার করে নিবেন | পুরো পৃথিবী যদি আপনার বিরুদ্ধে যায়, তবুও নিজের উপর বিশ্বাস রাখুন — দিনশেষে আপনি-ই জিতবেন

একটা বিষয় মাথায় রাখবেন
মূর্খরা অতীত নিয়ে আফসোস করে
জ্ঞানীরা শিক্ষা নেয় 🟥❌⭕️

11/10/2025

ডিজিটাল ফরেনসিক বিশ্লেষণের মাধ্যমে সম্প্রতি সম্পন্ন তদন্তে প্রমাণিত হয়েছে যে, এআই ল্যাব সার্ভার আক্রমণজনিত দুর্ঘটনার সঙ্গে Naem Azam Chowdhury কোনভাবেই জড়িত নন।

ফলস্বরূপ, দীর্ঘ সাড়ে তিন (৩½) মাস মেয়াদী তার স্থগিতাদেশ (Suspension) বাতিল করা হলো এবং গতকাল রাতে তাকে পূর্বের পদে পুনঃনিয়োগ প্রদান করা হয়েছে। এছাড়াও, তার উপর পূর্বে আরোপিত সকল প্রকার নিষেধাজ্ঞা ও প্রশাসনিক সীমাবদ্ধতা প্রত্যাহার করা হয়েছে।

❌⭕️🟥

10/10/2025

কিভাবে AI Prompt Engineering আর No-Code Automation শেখে Zero থেকে Freelancing বা Job Ready হওয়া যায়!
Comment 'nocode'👇

New Video ❤🏆এই ভিডিওতে আমি দেখিয়েছি কিভাবে AI Prompt Engineering আর No-Code Automation শেখে Zero থেকে Freelancing বা Jo...
10/10/2025

New Video ❤🏆
এই ভিডিওতে আমি দেখিয়েছি কিভাবে AI Prompt Engineering আর No-Code Automation শেখে Zero থেকে Freelancing বা Job Ready হওয়া যায়! আপনি যদি ChatGPT, Zapier, Make বা Airtable দিয়ে AI Workflow বানাতে চান — তাহলে এই ভিডিও আপনার জন্য।

10/10/2025

AI and Automation Engineer কিভাবে হবেন এটার রোডম্যাপ Video আজকে সন্ধ্যা 7টায় আসতেছে 🥰
রিমোট, পার্ট টাইম অথবা ফ্রিল্যান্সিং জব এটা বর্তমানে ট্রেন্ডিং, শিখে ফেলাও খুব কঠিন নয় যদি পরিপূর্ণ একটা গাইডলাইন ফলো করা যায় তাই ভিডিও দেখতে ভুলবেন না

Google সকল বাংলাদেশী স্টুডেন্টদের জন্য Gemini, Veo 3 & 2TB Storage ফ্রি দিচ্ছে 😍
09/10/2025

Google সকল বাংলাদেশী স্টুডেন্টদের জন্য Gemini, Veo 3 & 2TB Storage ফ্রি দিচ্ছে 😍

Chatgpt এর কিছু নতুন আপডেট আসছে জানেন কিনা ? 1. ChatGPT–এর মধ্যে অ্যাপ ইনটিগ্রেশন: এখন তুমি Spotify, Canva, Booking.com,...
07/10/2025

Chatgpt এর কিছু নতুন আপডেট আসছে জানেন কিনা ?

1. ChatGPT–এর মধ্যে অ্যাপ ইনটিগ্রেশন: এখন তুমি Spotify, Canva, Booking.com, Coursera, Zillow ইত্যাদি অ্যাপ চ্যাটের ভিতরেই চালাতে পারবে। অ্যাপ কমান্ড দিলে ChatGPT সেই অ্যাপ খুলে কাজ করবে।

2. Apps SDK - ডেভেলপারদের জন্য বড় সুযোগ
এই SDK দিয়ে ডেভেলপাররা ChatGPT-র ভিতরে নিজস্ব অ্যাপ তৈরি করতে পারবে। ভবিষ্যতে Monetization-ও যুক্ত হবে। প্লিজ মনিটাইজেশনের লোভে উল্টাপাল্টা কোনো কিছু ...

3. OpenAI–র সাথে AMD–র চিপ চুক্তি: AI চালানোর জন্য OpenAI ও AMD একটি চুক্তি করেছে। OpenAI–কে কয়েক গিগাওয়াট সক্ষমতা দেওয়া হবে এবং AMD–তে ১০% Share রাখা হয়েছে।

সোজা বাংলা কথায়, ChatGPT এখন শুধু চ্যাটবট নয়, এক সম্পূর্ণ ইকোসিস্টেম দিকে হাঁটছে | আপনি জানতেন? আপনি যদি স্মার্ট হতেন তাহলে অবশ্যই আমাকে টুইটার/X ফলো করতেন এবং জানতেন 😎

Windows 11 সেটাপে লোকাল অ্যাকাউন্ট কিংবা অফলাইন সাইনআপ অপশন সরিয়ে দিয়েছে Microsoftইন্টারনেট কানেক্ট করেই microsoft ema...
07/10/2025

Windows 11 সেটাপে লোকাল অ্যাকাউন্ট কিংবা অফলাইন সাইনআপ অপশন সরিয়ে দিয়েছে Microsoft

ইন্টারনেট কানেক্ট করেই microsoft email দিয়ে পুরো সিস্টেম সেটআপ করতে হবে এখন থেকে বাইপাসের কোন অপশন নাই..

অনেকে Remote Job  জব করতে পছন্দ করেন কিংবা করতে চান  কিন্তু সবাই জানে না কতগুলো রিমোট Job Skills রয়েছে, আপনার প্রতিষ্ঠা...
07/10/2025

অনেকে Remote Job জব করতে পছন্দ করেন কিংবা করতে চান কিন্তু সবাই জানে না কতগুলো রিমোট Job Skills রয়েছে, আপনার প্রতিষ্ঠান ব্যাকগ্রাউন্ড যেকোনো হোক না কেন আপনি এই Skillsগুলো শিখে অনলাইনে রিমোট বিভিন্ন কোম্পানিতে ফুল টাইম, পার্ট টাইম চাকরি করতে পারবেন

50 in-demand remote skills in 2026 লিস্ট দিয়ে দিলাম বেছে নিন আপনার পছন্দের:

1. Generative AI / prompt engineering
2. Machine learning & deep learning
3. Natural language processing (NLP)
4. AI model fine-tuning & custom model development
5. Data science & advanced analytics
6. Big data engineering & pipelines
7. Cloud computing & architecture (AWS, Azure, GCP)
8. Serverless architectures & microservices
9. Edge computing & distributed systems
10. Cybersecurity & ethical hacking
11. Privacy engineering & data compliance
12. Blockchain & smart contract development
13. DevOps & infrastructure as code
14. API development & integration
15. Full-stack web development
16. UX / UI design
17. Product design & management
18. Digital marketing & growth hacking
19. Content strategy & content marketing
20. Conversion rate optimization (CRO)
21. E-commerce & online retail management
22. Email marketing & automation
23. Video production & editing
24. Graphic design & visual communication
25. Data visualization (Tableau, Power BI, etc.)
26. Business intelligence & reporting
27. Digital collaboration tools (Notion, Asana, Miro, etc.)
28. Remote/asynchronous communication skills
29. Self-management & time management
30. Written communication & documentation
31. Emotional intelligence in remote teams
32. Adaptability & learning agility
33. Critical thinking & problem solving
34. Creativity & innovation
35. Cross-cultural & global communication
36. Project & program management
37. Agile & Scrum methodologies
38. Quality assurance & automated testing
39. Chatbot & conversational UI design
40. Voice interface / voice UX design
41. AR / VR / immersive experience design
42. Low-code / no-code development
43. Performance marketing & paid acquisition
44. Remote sales & business development
45. Customer success & account management
46. Virtual assistance & admin automation
47. Translation & localization
48. Online teaching, tutoring & course creation
49. Healthtech & telemedicine informatics
50. Sustainability & green tech consulting

এগুলোর মধ্যে AI, Cybersecurity, Ethical Hacking, Bug Hunting, DepOPS, Cloud, data scientist, data analyst  সহ অনেকগুলোর পরিপূর্ণ Roadmap, Study Plan, এবং Resource গাইডলাইন আমার চ্যানেলে Naem Azam Chowdhury শেয়ার করা আছে চাইলে দেখে নিতে পারেন ❤️

07/10/2025

Cybersecurity তে DSA কিভাবে লাগে? 🤔

অনেকে Cybersecurity শেখার সময় ভাবে — “DSA (Data Structures & Algorithms) কি আসলে দরকার?

DSA মানে হচ্ছে Data Structure & Algorithm —
অর্থাৎ ডেটা কিভাবে সাজাতে হয়, আর কিভাবে দ্রুত কাজ করা যায় সেটা শেখা। এটা প্রোগ্রামিংয়ের “মাথার খেলা” — যেটা তোমার লজিকাল থিংকিং আর problem-solving skill,  বাড়ায়।

1. Cryptography: Encryption–decryption অ্যালগরিদম বোঝার সময় DSA খুব দরকার হয়।
(যেমন Hashing, RSA, AES – এগুলো pure algorithmic concepts)

2. Network Security: প্যাকেট ট্র্যাকিং, লগ অ্যানালাইসিস, intrusion detection — এগুলোতে ডেটা প্রসেস করতে হয় efficientভাবে, যেখানে Algorithmic thinking দরকার হয়।

3. Malware Analysis / Reverse Engineering:
একটা কোড বা ভাইরাসের বিহেভিয়ার ট্রেস করতে গেলে অ্যালগরিদমিকভাবে ভাবতে হয় — কোন অংশ কীভাবে চলছে।

4. Automation & AI Security: যদি AI ব্যবহার করে security system বানাও (যেমন anomaly detection), তাহলে ডেটা হ্যান্ডল করতে efficient DSA দরকার হয়।

ভবিষ্যতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং সাইবার সিকিউরিটি একসাথে হয়ে যাচ্ছে বড় বড় কোম্পানিগুলো সিকিউরিটি ফার্মগুলো প্রচুর পরিমাণে AI ব্যবহার করতেছে তাই যদি আপনি সাইবার সিকিউরিটি ফিল্ডে থাকেন আপনার DSA ধারণা থাকতে হবে

তাই এটা বলা যায় যে শুধুমাত্র সাইবার সিকিউরিটিতে DSA প্রচুর পরিমাণ দরকার নেই কিন্তু এখন AI ব্যবহার সিকিউরিটি তে বাড়ছে এবং AI+security সফটওয়্যার, সিস্টেম তৈরি হচ্ছে তাই শেখার প্রয়োজনীয়তা বাড়বে

কই থেকে শিখব ?

আমার চ্যানেলের DSA Roadmap গাইডলাইন দেওয়া রয়েছে সেখান থেকে শিখতে পারেন আর DSA আমি ব্যাচ আকারে পড়াই যদি আগ্রহী হন তাহলে পরবর্তী ব্যাচের জন্য রেজিস্ট্রেশন করতে পারেন 😎 (Oct 25)

06/10/2025

চায়নার লোকাল কর্পোরেট মার্কেট গুলোতে Cloud, DevOPS, AI & LLM এক্সপার্ট নিয়োগের পরিমাণ আগের তুলনায় অনেক বেড়ে গেছে | ইন্টারন্যাশনাল স্টুডেন্টরাও ইন্টার্নশিপ এর অফার পাওয়া শুরু করেছে...

গবেষণায় সরকার প্রচুর পরিমাণে ইনভেস্টমেন্ট করতেছে, নতুন startup গুলোকে ফান্ডিং করা হচ্ছে, GPU প্রবলেম অনেক আগেই সলভ হয়ে গেছে

আইটি ইনফ্রাস্ট্রাকচার বিজনেস যেমন সার্ভার কিংবা বিভিন্ন টেক কম্পনেন্ট বিজনেস যারা করে কিংবা এক্সপার্ট যারা রয়েছেন তাদের ব্যবসায় সবুজ বাতি 😍

06/10/2025

Too much availability kills your value 🙂

Address

Beijing

Alerts

Be the first to know and let us send you an email when Naem Azam Chowdhury posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share