15/09/2025
শীতকালের উদাহরণ হচ্ছে কখনো কুয়াশায় মেঠোপথ দূর হতে গোধুলীর আবছা আলোর পুরনো দিনের স্মৃতি!
দূর্বা অন্তরালে শিশিরের স্পর্শ একটা শীতের আগন্তক বেলা,তাতে তোমায় অতীতে নিয়ে যাবেই।
দুরন্ত বেলায় চিত্র জুড়ে ছিলো শীতের ফলক গুলো। আমিও খুব আঁকতাম।
তোমাদের illusion হয়? তোমরা হঠাৎ কোনো স্মৃতিতে বন্দি হলে অতীতে চলে যাও?
আমি দূর্বার উপর শিউলি ফুল লুটিয়ে পড়া দূর হতে সূর্যের আস্তরণের ফোটন দেখেছি-
রাস্তার ধারে ভাপা পিঠা বা চায়ের কাপের চুমুক হয়েছি-
অতীতের দিনগুলো বর্তমানে এসে যেন স্মৃতিতে সিক্ত হয়ে যায়,যখন অনুপাতের প্রশ্ন আসে মনে অতীতে ফিরে যায়,সরিষার ক্ষেত, চরের বাদাম, সারির আলুর আড় পাশে পাশে থোকা থোকা টমেটোর গুচ্ছ।
কিংবা বনজুঁই ফুলের আগাছা মাঠের প্রান্তজুড়ে।
আমার সুন্দর মৃদুময় দিন,
দিনগুলি আমার স্মৃতির অক্ষে বহমান থাকবে।