Go Sarwar Daily

Go Sarwar Daily এই পেইজে চীনের ব্লগ দেখতে পারবেন🇨🇳

আমাদের দেশের মানুষের চরিত্র খারাপ, এরা চায় হান্নান মাসুদরা, সার্জিস আলমরা দুর্নীতি করলেও যাতে নিরলস ভাবে ওদেরকে সমর্থন ...
16/06/2025

আমাদের দেশের মানুষের চরিত্র খারাপ, এরা চায় হান্নান মাসুদরা, সার্জিস আলমরা দুর্নীতি করলেও যাতে নিরলস ভাবে ওদেরকে সমর্থন দিয়ে যাই। তাইলে আওয়ামী লীগ আর নতুন বাংলাদেশের মধ্যে পার্থক্য কি হইল? স্বৈরাচার শেখ হাসিনা ২০০০ মানুষ মারলেও আওয়ামী লীগের লোকজন তাকে নিরলস ভাবে সমর্থন দিয়ে গেছে। যেমন সালাউদ্দিন এবং প্রস্রাব দুদু, তারা যখন বেশি বেড়ে গেছিল, তখন তাদের বিরুদ্ধেও সমানভাবে সমালোচনা করে গেছি।

সবাই বলতেছে, হান্নান মাসুদরা, সার্জিস আলমরা নতুন বাংলাদেশ দিয়েছে, তাই তাদের বিরুদ্ধে কিছু বলা যাবে না। আপনাদেরকে একটা কথা স্পষ্ট করে বলি, এই সার্জিস আলমের জায়গায় যদি অন্য কোন আলোমেও নেতৃত্ব দিত, শেখ হাসিনার পালাতে হতোই কারণ শেখ হাসিনার ১৭ বছরে মানুষকে অতিষ্ঠ করে ফেলেছিল। সার্জিস আলমদের নেতৃত্বে নতুন বাংলাদেশ আমরা পাওয়ায় তাদেরকে ধন্যবাদ জানাই; তার মানে এই নয় হান্নান মাসুদরা বাংলাদেশে শেখ হাসিনার আমলের মতো যা ইচ্ছা করবে, আমরা তাদের সমালোচনা করব না।

ঠিক সেইভাবে হাসনাত আব্দুল্লাহরা যখন দেশের জন্য কাজ করবে, তখন তাদেরকে নিরলস ভাবে সমর্থন দিয়ে যাব। আপনারা মানেন বা না মানেন, সার্জিস আলম এবং হান্নান মাসুদরা যে চুদুরবুদু শুরু করেছিল, যেমন তাদের সচিবালয়ে এবং পোর্টে আনাগোনা, তার জন্যই বিএনপি এবং অন্যান্য দলের নেতারা কথা বলার সুযোগ পেয়েছে; এর জন্যই ইউনুস সরকার দুর্বল সরকারে পরিণত হয়েছে।

বিপ্লবীরা যখন চরিত্র ঠিক রাখতে পারেনা, দুর্নীতির সাথে জড়িয়ে যায়, তখন বিপ্লবীদের উপর থেকে বিশ্বাস উঠে যায়। এখন দেখেন তো সার্ভিস আলম এবং হান্নান মাসুদদের কথার কতটুকু গ্রহণযোগ্যতা আছে, আর হাসনাত আব্দুল্লাহ দুর্নীতি এবং তার বিরুদ্ধে কোনো অভিযোগ না থাকার কারণে তার কথার গ্রহণযোগ্যতা টা কতদূর। কিন্তু ৫ আগস্টের পরবর্তী সময়ে আমরা সবাইকে কিন্তু সমানভাবে মূল্যায়ন করতাম।

চুদু বাঙালি এখনো বুঝতে পারেনি ইউনুস সরকার তাদের কারণে কতটুকু দুর্বল হয়ে গেছে। বিপ্লবীরা ৫ আগস্টের পরবর্তী সময়ে বিয়ে করার একটা হিরিক লাগিয়ে দিয়েছে। বিয়ে একটি ফরজ কাজ, তা নিয়ে কিছু বলা উচিত হবে না, কিন্তু ৫ আগস্টের আগে তথাকথিত বিপ্লবীরা যদি বিয়ে করতে চাইতো, তাদেরকে কোনো মেয়েই দিত না। মেয়ের বাড়ির লোকরাও জানে তারা এখন বড় নেতা হয়ে গেছে, তারা এখন বাংলাদেশে যেভাবে চাইবে দুর্নীতি করতে পারবে, তাদের অনেক টাকা হবে, তাদের কাছে মেয়ে দিলে সুখে থাকবে—এটাই মূল কথা।

আর ডক্টর ইউনুস স্যার এই সব কিছু দেখার পরেই সিদ্ধান্ত নিয়েছে লন্ডনে যেতে হবে, তারেক রহমানের শরণাপন্ন হতে হবে; এইসব তথাকথিত চুদুরবুদুর বিপ্লবীদেরকে দিয়ে তিনি আর বিশ্বাস পাচ্ছে না। তিনি এটাও বুঝে গেছে, যারা একসময় পাঁচ টাকা খরচ করতে ভাবনা চিন্তা করত, তারা এখন কোটি কোটি টাকার জন্য সচিবালয় এবং বন্দরে ঘুরাঘুরি করে।

উচিত কথা বলার কারণে বিএনপির দালাল বলে একটা গালি দিয়ে যান।

Go Sarwar Daily Analysis

26/05/2025
ডক্টর ইউনুসকে বর্তমানে সবচেয়ে চাপে ফেলার জন্য দায়ী সারজিস আলমের ১৫০ গাড়ির শোডাউন।
26/05/2025

ডক্টর ইউনুসকে বর্তমানে সবচেয়ে চাপে ফেলার জন্য দায়ী সারজিস আলমের ১৫০ গাড়ির শোডাউন।

22/05/2025

চীনের গ্রাম শহরের মতোই উন্নত!🇨🇳 Chinese Village Life

খুব ইচ্ছা ছিল ৫ আগস্টের পর দেশটাকে হয়তো নতুন একটি উন্নত দেশ হিসেবে দেখব বা এর রূপরেখা পাবো। ভেবেছিলাম হয়তো সবগুলো দল ই...
22/05/2025

খুব ইচ্ছা ছিল ৫ আগস্টের পর দেশটাকে হয়তো নতুন একটি উন্নত দেশ হিসেবে দেখব বা এর রূপরেখা পাবো। ভেবেছিলাম হয়তো সবগুলো দল ইউনুসকে নিজের মনে করে তথ্য দিয়ে বুদ্ধি দিয়ে সংস্কার কার্যক্রমের সহযোগিতা করবে। তারপরই হয়তো আমরা এটি একটি সুন্দর নির্বাচন দেখব যেখানে আমরা স্বতঃস্ফূর্তভাবে আমাদের পছন্দের প্রার্থীকে ভোট দেব।

কিন্তু একটি বিশেষ দল সাধারণ মানুষের রক্তের উপর পা দিয়ে তারা কোন সংস্কার বা ইউনুস সরকারকে কোনরকম সহযোগিতা ছাড়াই তারা ক্ষমতার জন্য পাগল হয়ে গেছে। ডক্টর ইউনুস যেসব সংস্কার করতে চান, সেগুলোর প্রতি তারা বাধা দেয়। কিন্তু যদি একটু ভেবে দেখেন, ৫ আগস্টের আগে আমরা যারা আওয়ামিলীগে ছিলাম না, আমরা সবাই এই বিশেষ দলটিকে সমর্থন করতাম, ভালবাসতাম কারণ তাদের একটি ইতিহাস, ঐতিহ্য এবং নেতৃত্ব ছিল এই দেশ গঠনে।

তারা বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল। তারা নির্বাচন হলে ১০০% ক্ষমতায় যাবে। যে দলটির উপর ৫ আগস্টের আগে আমাদের এত ভরসা, আশা ছিল, সেই দলের নেতারা লাগামহীন কথাবার্তা বলে যেটি একটি বিজ্ঞ নেত্রী হিসেবে, স্থানীয় দল হিসেবে, কোনোভাবেই তাদের মুখে কাম্য নয়। তারা চাইলেই ইউনুস সরকারকে, NCP কে জামাতকে বিরোধী না মনে করে, তারা সিনিয়র দল হিসেবে সবাইকে বুদ্ধি দিয়ে দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করতে পারত। যদিও প্রত্যেক রাজনৈতিক দলের আলাদা চিন্তাভাবনা থাকবে, এ সব কিছু সম্মান করেই, কিন্তু তারা সবার সাথে সহযোগিতাপূর্ণ আচরণ করে দেশের সম্পূর্ণ সংস্কার কার্যক্রম করতে পারত যাতে দুর্নীতি, ঘুষ, চাঁদাবাজি দমনে ইউনুসকে তাদের চিন্তাগুলো দিতে পারত।

কিন্তু কী দেখা গেল? সরকার যা করতে চায়, তাতেই তাদের বিরোধী মনোভাব। বর্তমান এই বিশেষ দলের নেতাদের চিন্তা-ভাবনা শুধু চাঁদাবাজি, ধান্দাবাজি, ঘুষ, দুর্নীতি এসব মানুষের চোখে পড়ছে। এমনকি এখন পর্যন্ত ৩০০০ এর মতো এই দলের নেতাকর্মীকে চাঁদাবাজি এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গের জন্য বহিষ্কার করা হয়েছে।

আমি ছোট থেকে যে মানুষটিকে অনেক শ্রদ্ধা এবং ভালোবাসার চোখে দেখেছি, সেই মানুষটি হয়তো এই দেশকে ভালো একটি পর্যায়ে নিয়ে যেতে চায়, কিন্তু এই দলের বেশি পরিমাণ নেতা থাকার কারণে তাদেরকে কন্ট্রোল করা অনেকটা কঠিন হয়ে যাচ্ছে।

মনে রাখবেন, এই দেশকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেভাবে উন্নত করার জন্য সৌদি আরব, চীন, জাপানসহ বিভিন্ন দেশের সাথে সুন্দর সম্পর্ক গঠন করেছিলেন, দেশের মানুষের জীবনযাত্রা আমূল পরিবর্তনের জন্য তিনি রোড ম্যাপ তৈরি করেছিলেন। তৎকালীন সময়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দূরদর্শিতা অনেক উন্নত দেশেরই ভালো লাগেনি, তার জন্য হয়তো তার জীবন দিতে হয়েছে। তিনি দেশের জন্য জীবন দিয়েছেন, তার জন্যই তাঁর জীবন দেওয়াটা আমাদের কাছে সম্মানের।

মাত্র ৪৫ বছর বয়সে তাঁর জীবন দিতে হয়েছিল, কিন্তু খুব ইচ্ছা করে তিনি যদি হয়তো এখন পর্যন্ত বেঁচে থাকতেন, বাংলাদেশ হয়তো চীন, জাপানের সাথে টক্কর দিতো। কিন্তু খুব কষ্টের সাথে বলতে হয়, প্রিয় দলটির বর্তমানে নেতাকর্মীদের দেখলে মনে হয় তারা হিংস্র নেকড়ে হয়ে গেছে। তারা এত উঁচু পর্যায়ে নেতা হলেও, তাদের মুখের ভাষা দেখলেই মনে হয় তাদের মুখের থুতু দেই। এই দেশটা আমার, আপনার, সবারই। দুর্নীতি তো করব, এটা তো আমরা সবাই জানি, কিন্তু দেশের জন্য একটু চিন্তা করুন, দেশের মানুষের ভাগ্যের কথা চিন্তা করুন, দেশের মানুষের উন্নত জীবনের কথা চিন্তা করুন।

শেখ হাসিনার মতো দানব হয়ে যাবেন না। প্রিয় নেতার কাছে অনুরোধ জানাবো, আপনার দলের যে নেতাদের আপনি মূল্যবান মনে করছেন, তাদেরকে একটু কন্ট্রোল হওয়ার জন্য বলুন, দরকার হলে তাদেরকে বহিষ্কার করুন। আপনি মনে রাখবেন, আপনি হচ্ছেন শহীদ জিয়ার সন্তান, আপনাকে এই নেতা-গুলো গ্রেট বানাতে পারবে না। আপনাকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পর সুযোগ্য নেতাও বানিয়েছে এই দেশের মানুষ, আপনাকে প্রধানমন্ত্রীও বানাবে এই দেশের মানুষ।

21/05/2025

03/05/2025

দু*র্নীতিবাজ এবং তাদের পরিবারদের যেমন শাস্তি হওয়া উচিত!

আহ্ টানা ১২ ঘন্টা ল্যাবে ক্লাস....
03/05/2025

আহ্ টানা ১২ ঘন্টা ল্যাবে ক্লাস....

18/04/2025

আপনারাও চাঁদাবাজেদের সমর্থন করবেন কি না?

17/04/2025

ড ইউনুসকে ৫ বছরের জন্য চাই - kafi

#কাফি

Address

Shenzhen

Website

Alerts

Be the first to know and let us send you an email when Go Sarwar Daily posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category