24/12/2025
একদিন রাসূলুল্লাহ ﷺ তাঁর সাহাবিদের জিজ্ঞেস করলেন—
“তোমরা কি জানো, গীবত কী?”
সাহাবিরা বললেন,
“আল্লাহ ও তাঁর রাসূলই ভালো জানেন।”
তখন নবিজি ﷺ বললেন—
“তোমার কোনো ভাই সম্পর্কে তার অনুপস্থিতিতে এমন কথা বলা, যা সে শুনলে কষ্ট পায়—এটাই গীবত।”
(সহিহ মুসলিম)