31/10/2025
আহ সুদান,পুরো বিশ্ব আজ নীরব কেন?
কারণ তারা কালো, আফ্রিকান, মুসলিম।
তাদের নিয়ে রাজনীতি জমে না, তাদের কে মারলে ও কেউ কিছু বলবে না। তাদের রক্তে কারও স্বার্থ নেই।
গতকাল এল ফারিশের এক হাসপাতালে ঢুকে প্রায় ৪৬০ জন নিরীহ মানুষকে হ//ত্যা করা হয়েছে।
اللهم انصر إخواننا في السودان 🤲
(হে আল্লাহ, আমাদের সুদানের ভাইদের সাহায্য করুন)