
06/08/2025
নোয়াখালীর বেগমগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৭ জনের প্রাণহানি — আনন্দ সংঘের গভীর শোক প্রকাশ
আজ ৬ আগস্ট ভোর ৫টা ৪০ মিনিটে নোয়াখালীর বেগমগঞ্জে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়। এতে একই পরিবারের সাতজন সদস্য মর্মান্তিকভাবে প্রাণ হারিয়েছেন। তাঁরা সকলেই ওমানপ্রবাসী এক স্বজনকে আনতে ঢাকায় গিয়েছিলেন। হাইসটির চালক ঘুমিয়ে পড়ায় এ দুর্ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
মুহূর্তেই একটি স্বপ্নভঙ্গ, একটি পরিবারের স্বজন হারানোর বেদনায় আচ্ছন্ন হয়ে পড়েছে পুরো এলাকা। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে বাতাস।
এই হৃদয়বিদারক দুর্ঘটনায় প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে জাতীয় সামাজিক সংগঠন আনন্দ সংঘের প্রতিষ্ঠাতা মোহাম্মাদ আল-আমীন রাসেল এক শোকবার্তায় বলেন,
একই পরিবারের সাতজন সদস্যের একসাথে এমন করুণ মৃত্যু আমাদের সকলকে গভীরভাবে ব্যথিত করেছে। আমরা আনন্দ সংঘের পক্ষ থেকে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।