আনন্দ সংঘ-Ananda Sangha চৌদ্দগ্রাম শাখা

  • Domů
  • česko
  • Praha
  • আনন্দ সংঘ-Ananda Sangha চৌদ্দগ্রাম শাখা

আনন্দ সংঘ-Ananda Sangha চৌদ্দগ্রাম শাখা Kontaktní informace, mapa a trasa, kontaktní formulář, otevírací doba, služby, hodnocení, fotky, videa a oznámení od আনন্দ সংঘ-Ananda Sangha চৌদ্দগ্রাম শাখা, Digitální tvůrce, Chouddagram, Praha.

জাতীয় সামাজিক সংগঠন আনন্দ সংঘ ফেনী জেলা শাখার সদস্য জনাব শাহীন বাংলাদেশ সেনাবাহিনী'তে সিলেক্ট হয়েছেন। দেশের জন্য অকুতোভয়...
29/09/2025

জাতীয় সামাজিক সংগঠন আনন্দ সংঘ ফেনী জেলা শাখার সদস্য জনাব শাহীন বাংলাদেশ সেনাবাহিনী'তে সিলেক্ট হয়েছেন। দেশের জন্য অকুতোভয় সৈনিক হিসেবে নিজেকে উপস্থাপন করবে এটাই সংগঠনের প্রত্যাশা।

আনন্দ সংঘ পরিবারের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা।

আগামী মাসে জাতীয় সামাজিক সংগঠন আনন্দ সংঘের একটি প্রোগ্রাম করা হবে। এবিষয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ করা হয়েছে। এতে উপস্থিত ছি...
26/09/2025

আগামী মাসে জাতীয় সামাজিক সংগঠন আনন্দ সংঘের একটি প্রোগ্রাম করা হবে। এবিষয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ করা হয়েছে।

এতে উপস্থিত ছিলেন জাতীয় সামাজিক সংগঠন আনন্দ সংঘের সম্মানিত উপদেষ্টা জনাব নজরুল ইসলাম মজুমদার, প্রতিষ্ঠাতা মোহাম্মাদ আল-আমীন রাসেল, কেন্দ্রীয় সমন্বয়ক জালাল আহমেদ রুমি, কেন্দ্রীয় সদস্য জহির খান ও বাবলু তালুকদার প্রমূখ।

26/09/2025

রক্ত দান একটি মহৎ ও মানবিক কাজ

অভিনন্দন হে রক্ত বীরজাতীয় সামাজিক সংগঠন আনন্দ সংঘের কেন্দ্রীয় সদস্য জনাব গাজি আরিফুল ইসলাম আজ ৭ম বারের মতো  একজন মুমূর্ষ...
12/09/2025

অভিনন্দন হে রক্ত বীর

জাতীয় সামাজিক সংগঠন আনন্দ সংঘের কেন্দ্রীয় সদস্য জনাব গাজি আরিফুল ইসলাম আজ ৭ম বারের মতো একজন মুমূর্ষু রোগীকে AB+ এবি পজিটিভ রক্ত দান করেছেন।

আনন্দ সংঘ পরিবারের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন। আল্লাহ উত্তম প্রতিদান দিক

05/09/2025

রাজবাড়ীতে কবর থেকে লাশ তুলে আগুনে পোড়ানোর ঘটনায় আনন্দ সংঘের নিন্দা

রাজবাড়ীতে কবর থেকে লাশ তুলে আগুনে পোড়ানোর ন্যাক্কারজনক ও হৃদয়বিদারক ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় সামাজিক সংগঠন আনন্দ সংঘের প্রতিষ্ঠাতা ও বিশিষ্ট মানবাধিকার সংগঠক মোহাম্মাদ আল-আমীন রাসেল।

এক বিবৃতিতে তিনি বলেন,
“মানব সভ্যতার ইতিহাসে এমন ঘৃণ্য ও বর্বরোচিত ঘটনা কেবল অমানবিকতাকেই প্রকাশ করে না, বরং সামগ্রিকভাবে সমাজ ও রাষ্ট্রকে কলুষিত করে। মৃত মানুষের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করা প্রতিটি ধর্ম ও মানবিক মূল্যবোধের মৌলিক শিক্ষা। অথচ রাজবাড়ীর এই ঘটনা মানবিকতা, নীতি-নৈতিকতা এবং আইনের চরম অবমাননা।”

তিনি এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জোর দাবি জানান এবং বলেন,অপরাধীদের কঠোর শাস্তির মাধ্যমে সমাজে মানবতার নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

মানবাধিকার সংগঠক মোহাম্মাদ আল-আমীন রাসেল মৃত ব্যক্তির পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন এবং সমাজের সর্বস্তরের মানুষকে মানবিক মূল্যবোধে উজ্জীবিত হয়ে এ ধরনের অমানবিক কর্মকাণ্ডের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান।

অভিনন্দন হে রক্ত বীর জাতীয় সামাজিক সংগঠন আনন্দ সংঘের চট্টগ্রাম মহানগর শাখার সদস্য মানবিক ম্যান জাহেদ বিন শাহদ আজ একজন মু...
05/09/2025

অভিনন্দন হে রক্ত বীর

জাতীয় সামাজিক সংগঠন আনন্দ সংঘের চট্টগ্রাম মহানগর শাখার সদস্য মানবিক ম্যান জাহেদ বিন শাহদ আজ একজন মুমূর্ষু রোগীকে ১৪তম A+ রক্ত দান করেছেন।আল্লাহ তায়ালা উত্তম প্রতিদান দিক।

আনন্দ সংঘ পরিবারের পক্ষ থেকে অভিনন্দন ও অফুরন্ত দোয়া।

অভিনন্দন হে রক্ত বীরজাতীয় সামাজিক সংগঠন আনন্দ সংঘের চট্টগ্রাম মহানগর শাখার প্রধান সমন্বয়ক জনাব আশরাফুল আলম মুন্না আজ একজ...
05/09/2025

অভিনন্দন হে রক্ত বীর

জাতীয় সামাজিক সংগঠন আনন্দ সংঘের চট্টগ্রাম মহানগর শাখার প্রধান সমন্বয়ক জনাব আশরাফুল আলম মুন্না আজ একজন অসহায় রোগীকে ১৬তম রক্ত দান করেছেন।

আনন্দ সংঘ পরিবারের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন। আল্লাহ উত্তম প্রতিদান দিক।

04/09/2025

সত্য ও সুন্দরের পক্ষে আমরা...
আনন্দ সংঘ-Ananda Sangha চৌদ্দগ্রাম শাখা

02/09/2025

প্রেসক্রিপশন রোগীর একান্তই তার গোপন নথি। যা প্রকাশ করা রোগীর অধিকার হরণের শামিল। চেম্বার শেষে ডাক্তারের টেবিলে জমা পড়ে নানান উপটোকন। দামী এসি,কম্পিউটার, ফ্রিজ পর্যন্ত উপহার।

এতে চিকিৎসকের স্বাধীনতা ক্ষুন্ন হয়।শুধু ঔষধ নয় পরীক্ষায় একই চিত্র। এই টেস্ট, সেই টেস্ট, রোগী যদি ভিন্ন ল্যাবে পরীক্ষা করে ডাক্তার অখুশি হয়। চেম্বারে যদি ল্যাব থাকে তবে রোগী অন্য কোথাও যাওয়ার সূযোগ নেই। ফলে রোগীর পকেট ফাঁকা।

জাতীয় সামাজিক সংগঠন আনন্দ সংঘের সম্মানিত উপদেষ্টা জনাব সাংবাদিক সায়ীদ আবদুল মালিক জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য মনোনীত...
01/09/2025

জাতীয় সামাজিক সংগঠন আনন্দ সংঘের সম্মানিত উপদেষ্টা জনাব সাংবাদিক সায়ীদ আবদুল মালিক জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য মনোনীত হওয়ায় আনন্দ সংঘ পরিবারের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন

29/08/2025

জাতীয় সামাজিক সংগঠন আনন্দ সংঘের উপদেষ্টা ও মালয়েশিয়ার দাতো জনাব কাজি ইসমাইল হোসেন টিটু ভাইয়ের শ্রদ্ধেয় পিতার মৃত্যু বার্ষিকীর মেজবানিতে আনন্দ সংঘের চিওড়া ইউনিয়ন শাখার সদস্যদের নিয়ে অংশগ্রহণ, কবর জিয়ারত শেষে কাবাব এক্সপ্রেসে মতবিনিময় সভায় আনন্দ সংঘের প্রতিষ্ঠাতা জনাব মোহাম্মাদ আল-আমীন রাসেল সহ কেন্দ্রীয় ও স্থানীয় সংগঠকবৃন্দ উপস্থিত ছিলেন।।

বক্তব্য রাখছেন জাতীয় সামাজিক সংগঠন আনন্দ সংঘের উপদেষ্টা জনাব আমিনুল ইসলাম।

জাতীয় সামাজিক সংগঠন আনন্দ সংঘের উপদেষ্টা ও  মালয়েশিয়ার দাতো জনাব কাজি ইসমাইল হোসেন টিটু ভাইয়ের শ্রদ্ধেয় পিতার মৃত্যু বার...
29/08/2025

জাতীয় সামাজিক সংগঠন আনন্দ সংঘের উপদেষ্টা ও মালয়েশিয়ার দাতো জনাব কাজি ইসমাইল হোসেন টিটু ভাইয়ের শ্রদ্ধেয় পিতার মৃত্যু বার্ষিকীর মেজবানিতে আনন্দ সংঘের চিওড়া ইউনিয়ন শাখার সদস্যদের নিয়ে অংশগ্রহণ, কবর জিয়ারত শেষে কাবাব এক্সপ্রেসে মতবিনিময় সভায় আনন্দ সংঘের প্রতিষ্ঠাতা জনাব মোহাম্মাদ আল-আমীন রাসেল সহ কেন্দ্রীয় ও স্থানীয় সংগঠকবৃন্দ উপস্থিত ছিলেন।

Adresa

Chouddagram
Praha

Internetová stránka

Upozornění

Buďte informováni jako první, zašleme vám e-mail, když আনন্দ সংঘ-Ananda Sangha চৌদ্দগ্রাম শাখা zveřejní novinky a akce. Vaše emailová adresa nebude použita pro žádný jiný účel a kdykoliv se můžete odhlásit.

Sdílet