আনন্দ সংঘ-Ananda Sangha চৌদ্দগ্রাম শাখা

  • Home
  • আনন্দ সংঘ-Ananda Sangha চৌদ্দগ্রাম শাখা

আনন্দ সংঘ-Ananda Sangha চৌদ্দগ্রাম শাখা Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from আনন্দ সংঘ-Ananda Sangha চৌদ্দগ্রাম শাখা, Digital creator, .

10/07/2025
09/07/2025

মৌসুমি ফলের আঁটি গুলো যত্রতত্র না ফেলে নিদিষ্ট জায়গায় পুঁতে রাখা দরকার। এই বর্ষায় অন্তত একটি চারাগাছ রোপণ করুন।

মোহাম্মাদ আল-আমীন রাসেল
প্রতিষ্ঠাতা, আনন্দ সংঘ - Ananda Sangha

জাতীয় সামাজিক সংগঠন আনন্দ সংঘ - Ananda Sangha দিনাজপুর শাখা কমিটি গঠনের লক্ষে আজ দিনাজপুর থেকে কয়েকজন মেধাবী তরুণ এসেছিল...
05/07/2025

জাতীয় সামাজিক সংগঠন আনন্দ সংঘ - Ananda Sangha দিনাজপুর শাখা কমিটি গঠনের লক্ষে আজ দিনাজপুর থেকে কয়েকজন মেধাবী তরুণ এসেছিলেন আনন্দ সংঘের সম্মানিত প্রতিষ্ঠাতার অফিসে।তাদের ভাবনা ও চিন্তা আমাদের মুগ্ধ করেছে। ইউনিভার্সিটি পড়ুয়া তরুণদের মধ্যে সামাজিক ও মানবিক কাজে আগ্রহ থেকে বেশ ভালো লাগলো।

কম সময়ে দিনাজপুর শাখার কমিটি দেয়া হবে।

১ ব্যাগ এবি নেগেটিভ (AB-) র/ক্ত মেনেজ করা মানে সোনার হরিণ ধরার মতো। কয়েকশো মানুষকে নক দিলেও একজন এবি নেগেটিভ ডোনার ব্যবস...
01/07/2025

১ ব্যাগ এবি নেগেটিভ (AB-) র/ক্ত মেনেজ করা মানে সোনার হরিণ ধরার মতো। কয়েকশো মানুষকে নক দিলেও একজন এবি নেগেটিভ ডোনার ব্যবস্থা করা যায় না।

গতকাল যখন আনন্দ সংঘের শুভাকাঙ্খী আব্দুল হক ভুঁইয়া দুলাল ভাই যখন ওনার ভগ্নিপতি'র জন্য AB- র/ক্ত লাগবে বলে জানায় তখন থেকে পেরেশানি হয়ে ডোনার খুঁজছিলাম।

কাকরাইল ইসলামী ব্যাংক হাসপাতালে ৬১০ নাম্বার রুমে গিয়ে রুগীকে আজ সকালে আশান্বিত করে এসেছিলেন জাতীয় সামাজিক সংগঠন আনন্দ সংঘের প্রতিষ্ঠাতা মোহাম্মাদ আল-আমীন রাসেল ।বলেছিলেন ডোনার মেনেজ হবেই।

জাতীয় সামাজিক সংগঠন আনন্দ সংঘের পাবনা জেলা শাখার প্রধান সমন্বয়ক আর্কিটেক্ট মিজানুর রহমান ভাইকে কল দেয়ার সঙ্গে সঙ্গে তিনি রাজি হলে র/ক্ত দিতে।

আলহামদুলিল্লাহ আজ রাতে এবি নেগেটিভ রক্ত দান করলেন মানবিক ম্যান মিজান ভাই।এটা ওনার তৃতীয় র/ক্ত দান।

আল্লাহ উত্তম প্রতিদান দিক।

নিখোঁজ সংবাদ। শেয়ার করুনচৌদ্দগ্রাম উপজেলার চিওড়া ইউনিয়নের রামপুর গ্রামের ছালেহ আহমেদকে গতকাল রাত এগার টা থেকে খুঁজে পাও...
22/06/2025

নিখোঁজ সংবাদ। শেয়ার করুন

চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া ইউনিয়নের রামপুর গ্রামের ছালেহ আহমেদকে গতকাল রাত এগার টা থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কেউ ওনাকে দেখে থাকলে নিম্নোক্ত নাম্বারে যোগাযোগ করার অনুরোধ রইল।
০১৮১৮৩৬৬৯৬৭

ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন....নালঘর উত্তরপাড়া নিবাসী Omar Faruk Miyazi ও Abu Bakor Miyazi এর শ্রদ্ধাভাজন প...
11/06/2025

ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন....

নালঘর উত্তরপাড়া নিবাসী Omar Faruk Miyazi ও Abu Bakor Miyazi এর শ্রদ্ধাভাজন পিতা জনাব আব্দুল কাদের বাহার সাহেব আজ দুপুর ১.৩০ মিনিটে মরহুমের নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন।।

মরহুমের জানাযার নামাজ আজ বাদ মাগরিব নালঘর উত্তরপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের সামনে অনুষ্ঠিত হবে।

মহান আল্লাহ তায়াল আঙ্কেল জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসাবে কবুল করুক।

নিখোঁজ সংবাদকাপচতলী নিবাসী জনাব মোঃ নাছির উদ্দীন। পিতাঃ মৃত আব্দুল মান্নান (লাতু মিয়া) মাতাঃ আনোয়ারা বেগমগতকাল ১০ ই জুন...
11/06/2025

নিখোঁজ সংবাদ

কাপচতলী নিবাসী জনাব মোঃ নাছির উদ্দীন।
পিতাঃ মৃত আব্দুল মান্নান (লাতু মিয়া) মাতাঃ আনোয়ারা বেগম
গতকাল ১০ ই জুন রাত ৮টায় বাড়ি থেকে বের হওয়ার পর আর বাসায় ফেরেনি।।
উনার বৃদ্ধ মা এবং সন্তানরা উনাকে অনেক খোঁজাখুঁজি পরও কোন সন্ধান পায় নাই
যদি কোন সহৃদয়বান লোক নাছিরকে কোথাও দেখে থাকেন অথবা খোঁজ পেয়ে থাকেন

দয়া করে নিম্নোক্ত নাম্বারে যোগাযোগ করবেন।
নাহিদঃ01873-157669

আজ ৯ জুন রাত ৯ টা আনন্দ সংঘ - Ananda Sangha পেইজে ঈদ আড্ডা দেখতে চোখ রাখুন।
09/06/2025

আজ ৯ জুন রাত ৯ টা আনন্দ সংঘ - Ananda Sangha পেইজে ঈদ আড্ডা দেখতে চোখ রাখুন।

08/06/2025

ব্লেসিং পাউডার মেরে কুরবানির বর্জ্য পরিস্কার করুন।পরিবেশ রক্ষা করুন।

সবাইকে ঈদুল আজহা'র শুভেচ্ছা
06/06/2025

সবাইকে ঈদুল আজহা'র শুভেচ্ছা

06/06/2025

জাতীয় সামাজিক সংগঠন আনন্দ সংঘ ফরিদপুর জেলা শাখার পক্ষ থেকে ভ্যান শ্রমিকদের মাঝে রেইন কোট বিতরণ

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when আনন্দ সংঘ-Ananda Sangha চৌদ্দগ্রাম শাখা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share