Bangladeshi Foodyy

Bangladeshi Foodyy Nutritionist ll Foodie ll Traveller ll Educational Consultant
For consultation visit : www.suvranag.com
(12)

01/01/2026

New Year celebration করতে গিয়ে শ্রেয়ানের কি অবস্থা দেখুন

পরিবার নিয়ে বিদেশে পড়তে আসার সুযোগ গুলো একে একে বন্ধ হয়ে যাচ্ছে।  এক সাথে ফ্লাই করার ইচ্ছে বাদ দিয়ে ৬ মাস-১বছর পরে যেতে ...
01/01/2026

পরিবার নিয়ে বিদেশে পড়তে আসার সুযোগ গুলো একে একে বন্ধ হয়ে যাচ্ছে। এক সাথে ফ্লাই করার ইচ্ছে বাদ দিয়ে ৬ মাস-১বছর পরে যেতে পারবেন সে সব দেশগুলো নিয়ে চিন্তা করেন।

ভিসা প্রোসেসিং এর বিষয় গুলো জটিল হবে দিনেদিনে, সহজ হবে না।
কারণ ইউরোপের আইনশৃঙ্খলার অবনতি যেভাবে হচ্ছে তাতে করে ওদের নীতিমালা জটিল করা ছাড়া উপায় নেই।

মনে রাখবেন , Something is better than nothing ,,
আর কিছু বলবো না।।।

01/01/2026

বাহ্ এসবের জন্য কেউকে কথা বলতে দেখি না।

01/01/2026

নতুন বছরের শুরুটা হোক এভাবে ,,
দেখবেন জীবন বদলে যাবে 🌿

Happy New Year 2026
01/01/2026

Happy New Year 2026

31/12/2025

বিদেশে পড়তে এসে যার প্রতি মাসে বাড়িতে কোন টাকা পাঠানোর দরকার নেই ,তার থেকে লাকি আর কেউ হতে পারে না।

31/12/2025

মাইনাস (-৮ ) ডিগ্রী তাপমাত্রায় এভাবে দুধ চিতই খেতে হবে ভাবিনি 🤦‍♀️

ছেলে বলেছিল আজ মাংস রান্না করো, আমি একটু বুদ্ধি করে ঝাল, তেল বাড়িয়ে দিয়ে মাংসের মত লুক দিয়ে মাছের ঝোল সামনে দিলাম।  চেহে...
31/12/2025

ছেলে বলেছিল আজ মাংস রান্না করো,
আমি একটু বুদ্ধি করে ঝাল, তেল বাড়িয়ে দিয়ে মাংসের মত লুক দিয়ে মাছের ঝোল সামনে দিলাম।
চেহেরা দেখে মাংসের কথা ভুলে গিয়ে আজ ১২.৪৫ এ খেতে বসেছে। সাধারণত দুপুরে ১ টায় খেতে বসে।। 🤣

গুগলের হিসেবে বাংলাদেশের সবচেয়ে বড় ৪ জানাযা: জিয়াউর রহমান (১৯৮১): প্রায় ২০ লাখ মানুষ।উসমান হাদী (২০২৫): প্রায় ৮ লাখ ম...
31/12/2025

গুগলের হিসেবে বাংলাদেশের সবচেয়ে বড় ৪ জানাযা:

জিয়াউর রহমান (১৯৮১): প্রায় ২০ লাখ মানুষ।

উসমান হাদী (২০২৫): প্রায় ৮ লাখ মানুষ ৷

আল্লামা শাহ আহমদ শফি (২০২০): প্রায় ৪ লাখ মানুষ ৷

খালেদা জিয়া (২০২৫): প্রায় ২৪ লাখ মানুষ ৷

জার্মানিতে ফ্রী তে Ausbildung নিয়ে সবকিছু এক পোস্টেই — নতুনদের জন্য একদম ক্লিয়ার গাইড!🌿💕🪀Ausbildung বলতে আসলে কী বোঝায...
31/12/2025

জার্মানিতে ফ্রী তে Ausbildung নিয়ে সবকিছু এক পোস্টেই — নতুনদের জন্য একদম ক্লিয়ার গাইড!🌿💕

🪀Ausbildung বলতে আসলে কী বোঝায়?

🔹 সহজ ভাষায়: এটা এমন একটা ট্রেনিং যেখানে আপনি বাস্তবে কাজ শিখবেন আর সেইসাথে কিছু তাত্ত্বিক ক্লাসও করবেন। যেমন, গাড়ি সারানো, নার্সিং, কাঠের কাজ বা ইলেকট্রিকের কাজ — সব শেখানো হয় হাতে-কলমে। আর হ্যাঁ, শেখার সময়ই আপনি টাকা পাবেন!

🪀 কারা করতে পারেন Ausbildung?

🔹 এইচএসসি/ডিপ্লোমা পাশ।

🪀Ausbildung কেন করবেন?

🔹 কাজ শেখার সাথে সাথে ইনকাম, ভবিষ্যতে ভালো ক্যারিয়ারের পথ, আর ভিসার ভালো সুযোগ — সব একসাথে পাবেন। এতে আলাদা করে কোনো ওয়েটিং পিরিয়ডও লাগে না।

🪀স্টাইপেন্ড বা ইনকাম কেমন হয়?

🔹 শেখার সময় থেকেই আপনি বেতন পাবেন। শুরুতে একটু কম (যেমন ৯০০/১০০০ ইউরো), তবে শেষ বছরে ১২০০ ইউরো বা তারও বেশি হতে পারে।

🪀ভাষা কতটুকু জানা জরুরি?

🔹 অন্তত B1 লেভেল দরকার, তবে B2 হলে আরও ভালো। কারণ ক্লাস, কাজ আর অফিসের সব জায়গায় জার্মান ভাষাই চলবে।

🪀কীভাবে আবেদন করবেন?

🔹 প্রথমে ভাষা শেখা, এরপর সিভি আর কাভার লেটার বানিয়ে ausbildung.de, azubiyo.de এর মতো সাইটে আবেদন করুন। পছন্দ হলে ইন্টারভিউয়ের ডাক আসবে।

🪀ইন্টারভিউতে কী হয়?

🔹 ভয় পাওয়ার কিছু নেই। সহজ কিছু প্রশ্ন করে — যেমন আপনি কেন এই পেশা বেছে নিয়েছেন বা কতটুকু জানেন(আপনার সিভি থেকেই প্রশ্ন করবে) ইত্যাদি। হাসিমুখে, স্বাভাবিকভাবে বললেই হয়।

🪀Ausbildung শুরুর আগে কী লাগবে?

🔹 বাংলাদেশ থেকে গেলে Ausbildung ভিসা নিতে হবে। দরকার পড়বে চুক্তিপত্র, ভাষার সার্টিফিকেট, পাসপোর্ট আর অন্যান্য কাগজপত্র। আর যদি আগে থেকেই জার্মানিতে থাকেন, তাহলে শুধু চুক্তি পেলেই চলবে।

🪀কতদিন লাগে Ausbildung শেষ করতে?

🔹 সাধারণত ২ থেকে ৩.৫ বছর। কোন পেশায় করছেন, তার উপর সময় কম বেশি হতে পারে।

🪀রেজাল্ট খারাপ হলে সমস্যা হবে?

🔹 না ভাই, ভাষা আর মনোভাব ভালো থাকলেই হবে। রেজাল্ট খারাপ হলেও সমস্যা হয় না, তবে ভালো থাকলে সুবিধা বেশি।

🪀কোন স্কিল শিখতে পারবেন?

🔹 আপনার পেশা অনুযায়ী। নার্স হলে রোগীর যত্ন, আইটি হলে সফটওয়্যার বা নেটওয়ার্কিং, কার মেকানিক হলে গাড়ি মেরামত — সব হাতে-কলমে শেখানো হয়।

🪀Ausbildung শেষ হলে কী কী সুযোগ?

🔹 ফুল টাইম চাকরি, ব্যাচেলর ডিগ্রিতে যাওয়া, জার্মানিতে স্থায়ী হওয়ার সুযোগ

🪀যেই কোম্পানিতে শিখলাম, সেখানেই চাকরি হবে?

🔹 বেশিরভাগ সময়েই তাই হয়। আপনি যদি ভালো কাজ করেন, তাহলে ট্রেনিং শেষেই চাকরির অফার আসবে।

🪀ইউরোপের অন্য দেশে কাজ করা যাবে?

🔹 হ্যাঁ যাবে। Ausbildung সার্টিফিকেট ইউরোপের অন্যান্য দেশেও অনেক ক্ষেত্রে গ্রহণযোগ্য।

🪀কোথায় কোথায় সুযোগ খুঁজবেন?

🔹 Ausbildung.de, Azubiyo.de, Meinestadt.de — এগুলো ছাড়াও কোম্পানির নিজের ওয়েবসাইটেও খুঁজতে পারেন।

#আউসবিল্ডুং

30/12/2025

স্বপরিবারে সুইডেনে পড়াশোনা , ২০২৬ সালের সেপ্টেম্বর ইনটেকের এপ্লিকেশন ডেডলাইন ১৫ জানুয়ারি...

30/12/2025

কষ্ট করে পিঠার ছাঁচ জোগাড় করা স্বার্থক

Adresse

Bayreuth

Benachrichtigungen

Lassen Sie sich von uns eine E-Mail senden und seien Sie der erste der Neuigkeiten und Aktionen von Bangladeshi Foodyy erfährt. Ihre E-Mail-Adresse wird nicht für andere Zwecke verwendet und Sie können sich jederzeit abmelden.

Service Kontaktieren

Nachricht an Bangladeshi Foodyy senden:

Teilen

Kategorie