Bangladeshi Foodyy

Bangladeshi Foodyy Nutritionist ll Foodie ll Traveller ll Educational Consultant
For consultation visit : www.suvranag.com
(10)

মেয়ে মানুষ গোল্ড পছন্দ করে না এমন মনে হয় কমই আছে।  আমিও ব্যতিক্রম নই সুযোগ পেলে নতুন নতুন জুয়েলারি দেখি আর বরকে দেখাই।। ...
07/10/2025

মেয়ে মানুষ গোল্ড পছন্দ করে না এমন মনে হয় কমই আছে। আমিও ব্যতিক্রম নই
সুযোগ পেলে নতুন নতুন জুয়েলারি দেখি আর বরকে দেখাই।।
বেচারা নিরব দর্শক, কখনো কোন মতামত দেয় না
বিরক্ত হয়ে বলি এটা নাকি ওটা
তখন একটা মতামত দেয়।

তার নামে মায়ের কাছে নালিশ করলে মা সব সময় তার সাপোর্টে। না পেরে বলেছি দরকার নেই কাউকে
মা বললো এখন থেকে আমাকে দেখাবি
আমি মতামত দেবো।।

আমি তো অবাক🙄
যার আমার সাথে কথা বলার সময় ছিল না কোনদিন
সেই মা এখন বলছে আমাকে পাঠাবি!! 🤔

আসলে মা, বাবার বয়স হলে তারা অনেক একাকিত্বে ভোগে, যা তারা বয়সকালে বুঝতে পারে না।

নিজের ক্যারিয়ারের কথা চিন্তা করে,সন্তানের সুন্দর ভবিষ্যতের কথা চিন্তা করে চাকুরীজীবি বাবা মা সারা জীবন সন্তানের মধ্যে যে দূরত্ব তৈরি করে ফেলে সেই দূরত্ব আর লাঘব হয় না।
কারন তারা সব কিছুর বিনিময়ে চায় তাদের সন্তান তাদের ছাড়িয়ে যাক।
দেশ ছাড়িয়ে বিদেশে নাম করুক।

সেই প্রতিষ্ঠিত সন্তান গড়তে গিয়ে সন্তানের ক্যারিয়ার সচেতন বাবা, মা বৃদ্ধ বয়সে শুধু সন্তানের বাড়ি ফেরার অপেক্ষা করে আর স্মৃতি চারন করে।
কারণ তারাই তাদের সন্তানকে শেখায় আগে ক্যারিয়ার তারপর সব।

সারাজীবন সন্তানের জন্য সেক্রিফাইস করার এক অনন্য উদাহরণ সৃষ্টি করে বর্তমানের বাবা।
কারণ আগের যুগে বাবা, মা অনেক সন্তান নিতো বুড়ো বয়সে দেখবে এজন্য।

এখনকার যুগে একটা কিংবা দুটো বাচ্চা তাও ১৮ হতে না হতে চিন্তা করে কোন দেশে, কোন বিশ্ববিদ্যালয়ে পাঠাবে।

সন্তান ঘরে ফিরতে চাইলেও সুন্দর ভবিষ্যতের জন্য সেটাতেও তাদের আপত্তি। একটাই চাওয়া সন্তান ভালো থাক।

বৃদ্ধ বয়সে একাকিত্ব মেনে নিয়েও তারা চায় সন্তানের সাফল্য।।

কি অদ্ভুত
এতেই নাকি মা, বাবার সুখ 😔❤️🙏

07/10/2025

লো বাজেটে ,,IELTS ছাড়া ইউরোপ আসার জন্য বেস্ট।।

07/10/2025

নিজেকে ভালো থাকার জন্য এটা খুবই জরুরী।

06/10/2025

খাবার নিয়ে ন্যাকামির আত্নকাহিনী

❤ 😂😂✌️ 💖✨

06/10/2025

রূপবতী ,গুনবতী হওয়ার থেকে ভাগ্যবতী হওয়াটা গুরুত্বপূর্ণ। যার ওপর মানুষের কোন হাত থাকে না।

আমার ছেলে আমাকে একদিন জিজ্ঞেস করেছিল আমি সৃষ্টি কর্তার কাছে কি চাইবো??  উত্তরে আমি তাকে বলেছিলাম সৃষ্টি কর্তার কাছে সব স...
05/10/2025

আমার ছেলে আমাকে একদিন জিজ্ঞেস করেছিল আমি সৃষ্টি কর্তার কাছে কি চাইবো??
উত্তরে আমি তাকে বলেছিলাম সৃষ্টি কর্তার কাছে সব সময় কিছু না কিছু চাইতে কেন হবে??
পৃথিবীর সবাই যদি একজনের কাছে চাইতে থাকে তাহলে উনি তো বিপদে পড়ে যাবে।। তিনি চিন্তা করবে,, সবাই শুধু চায় আমার প্রতি কৃতজ্ঞতা কারো নেই।

সবাই শুধু এটা দাও ওটা দাও,
দাও ছাড়া কি কোন কথা থাকতে পারে না স্রস্টার কাছে??

মানুষকে সৃষ্টি করেছে মানেই শুধু চাওয়ার প্রয়োজনে তাকে স্মরণ করতে হবে বিষয়টা এমন না।

ছেলে তখন বললো তাহলে আমি কি বলবো??

বললাম, বলো সৃষ্টি কর্তা তুমি ভালো থেকো।।

সে তোমাকে সৃষ্টি করেছে, জীবন যাপনের জন্য সব কিছু দিয়েছে এতে তার প্রতি কৃতজ্ঞতা স্বীকার করো।

আর কিছু বলতে হবে না।

ছেলেও সৃষ্টি কর্তাকে তাই বললো।

বললাম
সৃষ্টি কর্তাকে দেখা যায় না,কিন্তু তার উপস্থিতি সব জায়গায়
তুমি যাই করো,যাই ভাবো সব কিছু তে তিনি আছেন।

তোমার কিছু চাইতে হবে না
তোমার জন্য যেটা ভালো সেটাই তিনি করবেন।।
আপত দৃষ্টিতে উনার সবকিছু তোমার ভালো নাও লাগতে পারে কিন্তু উনার পরিকল্পনা কখনো ভুল হয়না।।

তোমার কর্মফল হিসাবে তুমি এই জীবনেই সবকিছু পাবে।
তাই কর্ম করে যাও, সৎ পথে থাকো, তার প্রতি কৃতজ্ঞতা স্বীকার করে যাও
সৃষ্টি কর্তার কাজ সৃষ্টি কর্তা করবেন।

মা হিসাবে ছেলেকে শুধু এটুকুই ভাবতে বলেছি
যেমনটা আমি ভাবি।।

05/10/2025

রবিবার স্পেশাল 🌿❤️

বাড়িতে ছেলেদের কাজ মেয়েদের কাজ বলে কিছু নেই। ঘরের সব কাজ সবার। লাইফ সেভিং স্কিল সবার জানা প্রয়োজন এবং ইনকামের সাথে সাথে রান্না বান্না, ঘর গোছানো, কাপড় ধোয়া সহ সব কাজে ছোট বড় সবার অংশ গ্রহণ থাকে।

05/10/2025

হাঙ্গেরি মেয়েদের জন্য কতটা নিরাপদ??

বাংলাদেশের মানুষ বেশি সুযোগ সুবিধা পেলে বিদেশে থেকে যাবে এটা স্বাভাবিক। তবে দেশের উন্নতির জন্য বিদেশে পড়তে গিয়ে সেদেশে ...
05/10/2025

বাংলাদেশের মানুষ বেশি সুযোগ সুবিধা পেলে বিদেশে থেকে যাবে এটা স্বাভাবিক।
তবে দেশের উন্নতির জন্য বিদেশে পড়তে গিয়ে সেদেশে থেকে গিয়ে টাকা ফেরত দিবে না বিষয়টা হতাশাজনক ,,
এভাবে দেশের টাকা নষ্ট করছে অনেকেই।
শুধু শিক্ষকরা না, সব ডিপার্টমেন্টে এমন আছে।

শিক্ষক নিয়োগের ক্ষেত্রে যাদের PhD করা তাদের নিয়োগ দেওয়া উচিত যেমনটা বিদেশের দেশ গুলোতে হয়। তাহলে উচ্চ শিক্ষার নাম করে বিদেশে পাঠাতে বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ টাকা যাবে না।

শিক্ষকদের সাহায্য করার জন্য সদ্য ব্যচেলর ,,মাস্টার্স পাস দের অস্থায়ী নিয়োগ দেওয়া যেতে পারে।
তা না হলে দেশের টাকা লুটেপুটে সবাই পগারপার হয়ে যাবে।

অথবা , শিক্ষা ছুটিতে থাকাকালীন ২০% বেতন পাবে সেই সিস্টেম করা উচিত। দেশে ফিরে আসলে বাকি টাকা পাবে।

আমি সব সময় ই বলি ,দেশের ক্ষতি শিক্ষিত শ্রেনি, বড়লোক শ্রেণিই বেশি করে।

গরীব মানুষ কামলা দিয়ে , রক্ত পানি করে রেমিট্যান্স এনে দেশ চাঙ্গা করে আর বড়লোক , শিক্ষিতরা দেশের টাকা ব্যবহার করে নিজের স্বার্থ হাসিল করে।

শিক্ষকতা পেশায় থাকা মানুষের দ্বারা এমন চুরি খুবই দুঃখজনক।।।

04/10/2025

সৎ লোকও বাংলাদেশে এসে অসৎ হয়ে যায়।।

04/10/2025

স্বার্থকতা ❤️

ডেনমার্ক গনহারে রিজেকশন দিচ্ছে কিছু দিন আগেই বলেছিলাম ডেনমার্ক এখন বাংলাদেশিদের নেওয়ার ক্ষেত্রে অনেক রেস্ট্রিকশন দিবে। শ...
04/10/2025

ডেনমার্ক গনহারে রিজেকশন দিচ্ছে
কিছু দিন আগেই বলেছিলাম ডেনমার্ক এখন বাংলাদেশিদের নেওয়ার ক্ষেত্রে অনেক রেস্ট্রিকশন দিবে। শুধু তাই না সরকারি পর্যায়ে বাংলাদেশের নাম উল্লেখ করে বলা হয়েছে তাদের নেগেটিভ কার্যক্রমের কথা।

তাহলে এখন উপায় কি??
ফ্যামিলি সহ আর কোন দেশে যাবেন??

এখন নরওয়ে, সুইডেন, ফিনল্যান্ড, নেদারল্যান্ডসের কথা ভাবতে পারেন।

নরওয়ে তে টিউশন ফি এড করার পর ওদের কম সংখ্যক স্টুডেন্ট ভর্তি হওয়ায় এবছর সরকার কিছু বিশ্ববিদ্যালয়ে টিউশন ফি মাফ করার ঘোষণা দিয়েছে।

তার মানে তারা স্টুডেন্ট আরো নিতে ইচ্ছুক।

তাছাড়া যারা ফ্যামিলি নিয়ে মুভ করতে চায় তাদের বেশিরভাগেরই দেখেছি টিউশন ফি দিয়ে পড়তে আসার জন্যও কোন সমস্যা নেই।
এমনকি সারাবছর কোন জব না করে আগে স্ট্যাডি শেষ করবেন এমন অনেকের সাথেও কথা হয়েছে।

এমন যদি হয়, তাহলে বলবো আর সময় নষ্ট করবেন না।
খুব তাড়াতাড়ি হয়তো ফিনল্যান্ডও বাংলাদেশিদের নেওয়া বন্ধ হয়ে যাবে।

কারণ ফিনল্যান্ডে একে তো জব ক্রাইসিস তার ওপর বাংলাদেশিরা গিয়ে ডেনমার্কের মতো এদেশ ওদেশ করছে।

যারা সত্যি সত্যি দেশ ছাড়তে মরিয়া তারা IELTS / PTE/ TOEFL দিয়ে ডকুমেন্টস রেডি করে এপ্লিকেশন করেন।

ফিনল্যান্ডের এপ্লিকেশন শুরু হয়ে গেছে, নভেম্বর থেকে বাকি দেশগুলোরও এপ্লিকেশন শুরু হয়ে যাবে।

তারপর কি, আমার থেকে আপনারা ভালো জানেন।

শুভ কামনা সকলের জন্য ❤️
শুভ্রা
~জার্মানি

Adresse

Bayreuth

Benachrichtigungen

Lassen Sie sich von uns eine E-Mail senden und seien Sie der erste der Neuigkeiten und Aktionen von Bangladeshi Foodyy erfährt. Ihre E-Mail-Adresse wird nicht für andere Zwecke verwendet und Sie können sich jederzeit abmelden.

Service Kontaktieren

Nachricht an Bangladeshi Foodyy senden:

Teilen

Kategorie