
07/10/2025
মেয়ে মানুষ গোল্ড পছন্দ করে না এমন মনে হয় কমই আছে। আমিও ব্যতিক্রম নই
সুযোগ পেলে নতুন নতুন জুয়েলারি দেখি আর বরকে দেখাই।।
বেচারা নিরব দর্শক, কখনো কোন মতামত দেয় না
বিরক্ত হয়ে বলি এটা নাকি ওটা
তখন একটা মতামত দেয়।
তার নামে মায়ের কাছে নালিশ করলে মা সব সময় তার সাপোর্টে। না পেরে বলেছি দরকার নেই কাউকে
মা বললো এখন থেকে আমাকে দেখাবি
আমি মতামত দেবো।।
আমি তো অবাক🙄
যার আমার সাথে কথা বলার সময় ছিল না কোনদিন
সেই মা এখন বলছে আমাকে পাঠাবি!! 🤔
আসলে মা, বাবার বয়স হলে তারা অনেক একাকিত্বে ভোগে, যা তারা বয়সকালে বুঝতে পারে না।
নিজের ক্যারিয়ারের কথা চিন্তা করে,সন্তানের সুন্দর ভবিষ্যতের কথা চিন্তা করে চাকুরীজীবি বাবা মা সারা জীবন সন্তানের মধ্যে যে দূরত্ব তৈরি করে ফেলে সেই দূরত্ব আর লাঘব হয় না।
কারন তারা সব কিছুর বিনিময়ে চায় তাদের সন্তান তাদের ছাড়িয়ে যাক।
দেশ ছাড়িয়ে বিদেশে নাম করুক।
সেই প্রতিষ্ঠিত সন্তান গড়তে গিয়ে সন্তানের ক্যারিয়ার সচেতন বাবা, মা বৃদ্ধ বয়সে শুধু সন্তানের বাড়ি ফেরার অপেক্ষা করে আর স্মৃতি চারন করে।
কারণ তারাই তাদের সন্তানকে শেখায় আগে ক্যারিয়ার তারপর সব।
সারাজীবন সন্তানের জন্য সেক্রিফাইস করার এক অনন্য উদাহরণ সৃষ্টি করে বর্তমানের বাবা।
কারণ আগের যুগে বাবা, মা অনেক সন্তান নিতো বুড়ো বয়সে দেখবে এজন্য।
এখনকার যুগে একটা কিংবা দুটো বাচ্চা তাও ১৮ হতে না হতে চিন্তা করে কোন দেশে, কোন বিশ্ববিদ্যালয়ে পাঠাবে।
সন্তান ঘরে ফিরতে চাইলেও সুন্দর ভবিষ্যতের জন্য সেটাতেও তাদের আপত্তি। একটাই চাওয়া সন্তান ভালো থাক।
বৃদ্ধ বয়সে একাকিত্ব মেনে নিয়েও তারা চায় সন্তানের সাফল্য।।
কি অদ্ভুত
এতেই নাকি মা, বাবার সুখ 😔❤️🙏