Bangladeshi Foodyy

Bangladeshi Foodyy Nutritionist ll Foodie ll Traveller ll Educational Consultant
For consultation visit : www.suvranag.com
(11)

18/12/2025

আর মাত্র অল্প কিছু দিন। বাংলাদেশ থেকে ভিসা প্রোসেসিং করে ফ্রী তে ইউরোপ আসার জন্য এখন এই স্কলারশিপ অন্যতম। ডেডলাইন ১৫ জানুয়ারি।।

👮‍♂️ পরীক্ষার হলে 'প্রক্সি' দিতে গিয়ে পুলিশের হাতে ধরা খোদ জার্মান নাগরিক!সিনেমার গল্পকেও হার মানাবে জার্মানির পাসাউ (Pa...
18/12/2025

👮‍♂️ পরীক্ষার হলে 'প্রক্সি' দিতে গিয়ে পুলিশের হাতে ধরা খোদ জার্মান নাগরিক!

সিনেমার গল্পকেও হার মানাবে জার্মানির পাসাউ (Passau) শহরের এই ঘটনা। টাকার বিনিময়ে অন্যের হয়ে পরীক্ষা দেওয়া বা 'প্রক্সি' (Proxy) সিস্টেম যে জার্মানিতেও ঢুকে পড়েছে, তার প্রমাণ মিলল হাতেনাতে।

ঘটনাটি কী?

জার্মানিতে থাকার জন্য বা পিআর (PR) পাওয়ার জন্য ভাষা শিক্ষা বা ইন্টিগ্রেশন কোর্সের সার্টিফিকেট খুবই জরুরি।

পাসাউ শহরে এক আফগান নাগরিক (২৩) তার নিজের 'B1/Language Test' পাস করার জন্য এক অভিনব ফন্দি আঁটেন।

তিনি ভাড়া করেন ৪২ বছর বয়সী এক জার্মান নাগরিককে। পরিকল্পনা ছিল সহজ—যেহেতু তিনি জার্মান, তাই পরীক্ষায় লেটার মার্কস নিশ্চিত!

যেভাবে ধরা পড়লো:

পরীক্ষার হলে ওই জার্মান ব্যক্তি আফগান ছাত্রের আইডি কার্ড নিয়ে বসেছিলেন। কিন্তু পরীক্ষকের (Examiner) চোখ ফাঁকি দেওয়া সম্ভব হয়নি। আইডি কার্ডের ছবির সাথে পরীক্ষার্থীর চেহারা এবং বয়সের অমিল দেখেই সন্দেহ হয়।

সঙ্গে সঙ্গে পুলিশ কল করা হয়। পুলিশ এসে জিজ্ঞাসাবাদ করতেই বেরিয়ে আসে আসল সত্য।

পরিণতি:

• জার্মান ব্যক্তি: তার বিরুদ্ধে জালিয়াতি এবং মিথ্যে পরিচয় ব্যবহারের (Misuse of identification documents) মামলা হয়েছে।

• আফগান ছাত্র: তার অবস্থাও এখন শোচনীয়। প্রতারণার দায়ে তার ভিসা বা রেসিডেন্স পারমিট বড় ধরণের ঝুঁকির মুখে পড়তে পারে।

🔴 আমাদের জন্য শিক্ষা:

আমাদের কমিউনিটিতেও অনেকে ভাষা পরীক্ষায় পাস করতে শর্টকাট খোঁজেন বা কাউকে দিয়ে প্রক্সি দেওয়ানোর চিন্তা করেন।

১. সতর্ক হোন: এখন পরীক্ষার হলগুলোতে চেকিং অনেক কড়াকড়ি করা হয়েছে। বায়োমেট্রিক বা ভালো করে আইডি চেক করা হয়।

২. ঝুঁকি নেবেন না: একবার যদি জালিয়াতি (Fraud) করে ধরা পড়েন, তবে জার্মানিতে আপনার ভবিষ্যৎ অন্ধকার হয়ে যেতে পারে। এমনকি দেশে ফেরতও পাঠানো হতে পারে।

টাকা বা বুদ্ধি খরচ করে জালিয়াতি না করে, সেই সময়টা ভাষা শিখতে কাজে লাগান। সততাই জার্মানিতে টিকে থাকার একমাত্র উপায়।

নিউজ সোর্স: FAZ (Frankfurter Allgemeine Zeitung)
©german bangla

17/12/2025

জার্মানির স্কুলের এই সিস্টেম আপনার কাছে কেমন লাগে?

17/12/2025

IELTS সার্টিফিকেট জালিয়াতি।।

এদিকে স্টুডেন্ট ফ্রেন্ডলি দেশগুলোর এ্যাম্বাসি বাংলাদেশে নেই অন্য দিকে ইন্ডিয়ার এ্যাম্বাসি বন্ধ করে দিচ্ছে।। যদি অস্থায়ী ...
17/12/2025

এদিকে স্টুডেন্ট ফ্রেন্ডলি দেশগুলোর এ্যাম্বাসি বাংলাদেশে নেই অন্য দিকে ইন্ডিয়ার এ্যাম্বাসি বন্ধ করে দিচ্ছে।। যদি অস্থায়ী হয় ভালো , যদি পুরোপুরি বন্ধ হয় তাহলে শত শত স্টুডেন্ট বিপদে পড়বে। ফেব্রুয়ারি ইনটেকে অনেকের অফার লেটার আসছে , এ্যাম্বাসি ফেস করার অপেক্ষায়। বাংলাদেশিদের জন্য অন্য দেশেও এ্যাম্বাসি ফেস করার সুযোগ দিচ্ছে না দুই একটা দেশ বাদে।

মানে টিউশন ফি পেমেন্ট করেও ভিসা করার কোন সুযোগ নেই।
যেহেতু ইন্ডিয়ার পরিবর্তে অন্য দেশের এ্যাম্বাসি ফেস করার সুযোগ শুরু হয়নি সেহেতু হঠাৎ করে এভাবে বন্ধ করাতে বিপদে পড়বে অনেক মানুষ।।

যাদের আপাতত অল্প টাকায় ইউরোপে যাওয়ার দরকার নেই ,যারা দেশে বেকারত্ব ,ওভার পপুলেশন ,চুরি ,ডাকাতিকেই বেশি পছন্দ করে ,ভবিষ্যতেও কোনদিন যাওয়ার পয়সা জোগাড় করতে পারবে না ,, উন্নত জীবন যাদের পছন্দ না তাদের জন্য সুখবর।।

ছেলেরা যারা ক্যারিয়ারের থেকে নারীকে বেশি মূল্য দেয় জীবন সবচেয়ে বড় বাঁশটা তারাই খায়।এটা বার বার প্রমাণিত 🙂সো ভাইয়ারা ,ক্য...
17/12/2025

ছেলেরা যারা ক্যারিয়ারের থেকে নারীকে বেশি মূল্য দেয় জীবন সবচেয়ে বড় বাঁশটা তারাই খায়।
এটা বার বার প্রমাণিত 🙂
সো ভাইয়ারা ,ক্যারিয়ারে ফোকাস করো।।
ক্যারিয়ার ঠিক করলে নারী কেন ,নারীর বাবা মাও যোগ্য মনে করবে।
পুরুষের মূল্যায়ন চেহারায় না ,
টাকা ,,পজিশন,পাওয়ারে হয়।

17/12/2025

খুলনায় মাংস রান্না মানে এই জিনিস থাকতেই হবে।

17/12/2025

মোটিভেশন হারিয়ে ফেললে
ভিডিও টি দেখুন 🤣🤣

16/12/2025

বাংলাদেশ 🌿

16/12/2025

ওজন কমানো, স্কিনের গ্লো বাড়াবো,
রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে
কার্যকরী একটা পানীয়

Adresse

Bayreuth

Benachrichtigungen

Lassen Sie sich von uns eine E-Mail senden und seien Sie der erste der Neuigkeiten und Aktionen von Bangladeshi Foodyy erfährt. Ihre E-Mail-Adresse wird nicht für andere Zwecke verwendet und Sie können sich jederzeit abmelden.

Service Kontaktieren

Nachricht an Bangladeshi Foodyy senden:

Teilen

Kategorie