Arafatul Islam

Arafatul Islam Bangladeshi-German journalist based in Bonn, Germany. Views expressed here are my own.

Life in Germany, Study in Germany, Legal route to Germany, Mobile Videography, Mobile Journalism, Vlog

02/12/2025

বিচার চাই 🥲

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা ঘিরে গুজব এড়াতে তার দল এটা একটা ভালো উদ্যোগ নি...
01/12/2025

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা ঘিরে গুজব এড়াতে তার দল এটা একটা ভালো উদ্যোগ নিয়েছে৷ আমি তার সুস্থতা কামনা করি৷

30/11/2025

হিন্দু ছোট গোত্রের বলে বৈষম্যের শিকার হতেন ঝিনাইদহের ইন্দ্র৷ ইটালির মিলানে তিনি স্বাধীনতা খুঁজছেন৷

29/11/2025

ওদিকে, সোনা নকল বলে ভক্তদের প্রচারণার মাঝেই জানালেন সোনা আসল। এদিকে, দেশে ফেরা নিয়ে ভক্তদের নিরাপত্তা বুলির মাঝেই জানালেন ফেরা তার হাতে নেই! নেতার লাইন বোঝার আগেই বটগিরি কেন?

28/11/2025

সংকটাপন্ন মায়ের পাশে যে থাকতে পারে না দেশের পাশে কী থাকবে? 🙄

28/11/2025

বেগম খালেদা জিয়া

২০০৮ সালের কথা৷ বেগম খালেদা জিয়ার সাক্ষাৎকার নেয়ার আশায় ঢাকায় কয়েকদিন কাটিয়ে বনে ফিরে আসলেন আমার এক প্রাক্তন সহকর্মী৷

কোনোভাবেই সরাসরি বেগম খালেদা জিয়া অবধি সাক্ষাৎকার নেয়ার আগ্রহের বার্তাটি পৌঁছানো যাচ্ছিল না৷ আমি তখন একটি পথ বের করলাম৷ তাতে কাজ হলো৷ ডয়চে ভেলেকে টেলিফোনে এক্সক্লুসিভ সাক্ষাৎকার দিলেন বেগম খালেদা জিয়া৷ সেই সাক্ষাৎকার গোটা দেশে আলোড়ন সৃষ্টি করেছিল৷

২০১৫ সালের কথা৷ বিএনপির নাজুক দশা৷ বড় নেতারা আন্দোলন ঘোষণা করেন কিন্তু রাজপথে নেতাকর্মীরা আর সংগঠিত হয় না৷ সেসময় এক মতামতে আমি লিখেছিলাম বিএনপির উচিত তরুণ প্রজন্মকে আকৃষ্ট করতে উদ্যোগ নেয়ার৷ কয়েকটি উপায়ের কথাও লিখেছিলাম৷ তার একটি ছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে দলটির শক্ত অবস্থান গড়া৷

সেই লেখা প্রকাশের কয়েকমাস পর দেখি বেগম খালেদা জিয়ার নামে একটি টুইটার একাউন্ট চালু হয়েছে৷ খোঁজ নিয়ে জানলাম একাউন্টটি আসল৷ সেই একাউন্ট থেকে দীর্ঘকাল মাত্র পাঁচজনকে অনুসরণ করা হয়েছিল৷ তাদের একজন আমি!

বেগম খালেদা জিয়া জেলে যাওয়ার পর সেই টুইটার একাউন্ট থেকে আর কোনো কিছু পোস্ট হতো না৷ কিন্তু ঘটনাটা আমার মনে দাগ কেটেছিল৷

আমার সাংবাদিকতা জীবনে আরো একটি ঘটনার সঙ্গে বেগম খালেদা জিয়ার নাম সম্পৃক্ত আছে৷ সেটা অন্য কোনোদিন বলা যাবে৷

তবে আজকে এত কথা লিখছি কারণ বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছে ঢাকার পত্রিকাগুলো৷ আমি তার দ্রুত সুস্থতা কামনা করি৷

22/11/2025

সুরভীকে চেনেন? বাংলাদেশের ফ্যাশনের চেহারা বদলে দিতে চান তিনি৷

বেশ বেশ… এই আসন নিয়ে বাড়তি আগ্রহ থাকবে আমার🤞🏼
20/11/2025

বেশ বেশ… এই আসন নিয়ে বাড়তি আগ্রহ থাকবে আমার🤞🏼

18/11/2025

শেখ হাসিনার ফাঁসির রায় কি আওয়ামী লীগেরও মৃত্যু ঘটাবে? দেখুন মন্তব্যে।

“মাথার ঘাম পায়ে ফেলে” সাংবাদিকতা 😅
16/11/2025

“মাথার ঘাম পায়ে ফেলে” সাংবাদিকতা 😅

নারীর কর্মঘণ্টা পাঁচ ঘন্টা নাকি ১২ ঘণ্টা হওয়া উচিত সেটা নিয়ে রাজনৈতিক আলাপের মধ্যে ফেসবুক এটা দেখালো৷
15/11/2025

নারীর কর্মঘণ্টা পাঁচ ঘন্টা নাকি ১২ ঘণ্টা হওয়া উচিত সেটা নিয়ে রাজনৈতিক আলাপের মধ্যে ফেসবুক এটা দেখালো৷

15/11/2025

২০১৫ সালের কথা৷ Prothom Alo ও The Daily Star-এর উপর প্রচন্ড আর্থিক চাপ সৃষ্টি করা হয়েছিল৷ তখন পত্রিকা দুটোও ভয়ে রিপোর্ট করেনি এটা নিয়ে৷ এমনকি আনুষ্ঠানিক কোনো মন্তব্যও করেনি৷

আমি তখন ইংরেজিতে পত্রিকা দুটোর উপর চাপ নিয়ে রিপোর্ট করেছিলাম৷ গোটা বিশ্বে সম্ভবত দুটো সংবাদমাধ্যম বিষয়টি নিয়ে প্রতিবেদন করেছিল৷ তার একটি আমার করা৷

আজকে বিষয়টি নিয়ে বলার কারণ হচ্ছে প্রথম আলো সম্পাদক মতিউর রহমান-এর একটি সাম্প্রতিক সাক্ষাৎকার৷ আমার জানামতে এই প্রথম তিনি সেই চাপের কথা প্রকাশ্যে স্বীকার করলেন৷ তিনি বলেছেন, ‘‘বিশেষ করে বিগত ১৬ বছর স্বৈরাচারী সরকারের আমলে আমরা অনেক সত্য কথা বলতে পারিনি। যতটুকু বলার চেষ্টা করেছি, তাতে আমাদের যথেষ্ট চাপের মুখে, বিপদের মুখে পড়তে হয়েছে। আমাদের প্রচারসংখ্যা কমিয়ে দেওয়ার বহু চেষ্টা হয়েছে। আমাদের সরকারের অনেক বিজ্ঞাপন বন্ধ করে দেওয়া হয়েছিল। এমনকি ব্যক্তি খাতের প্রায় ৫০টি কোম্পানির বিজ্ঞাপনও বন্ধ করে দেওয়া হয়েছিল।’’

সংবাদমাধ্যম, সংবাদকর্মীদের উপর চাপ কতটা তীব্র হতে পারে সেটা আমরা অতীতে অনেকবার দেখেছি৷ আমার ঘনিষ্ঠ বন্ধু, বড়ভাই, সহকর্মী সাগর সরওয়ার এবং তার স্ত্রী মেহেরুন রুনী হত্যাকাণ্ডের বিচার আজও হয়নি৷ বরং নিজেদের বেডরুমে নৃশংসভাবে খুনের শিকার হওয়া এই সাংবাদিক দম্পতির সুকৌশলে চরিত্রহরণ করে বিষয়টি ধামাচাপা দেয়ার চেষ্টা হয়েছে৷

আশা করা যায়, ভবিষ্যতে সংবাদমাধ্যমের উপর অতীতের মতো নানামুখী তীব্র চাপ আর দেখা যাবে না৷ যে সরকারই আসুক, সংবাদমাধ্যমকে স্বাধীনভাবে কাজ করতে দেবে আর সংবাদমাধ্যমও দায়িত্বশীল আচরণ করবে৷

Adresse

Bonn

Benachrichtigungen

Lassen Sie sich von uns eine E-Mail senden und seien Sie der erste der Neuigkeiten und Aktionen von Arafatul Islam erfährt. Ihre E-Mail-Adresse wird nicht für andere Zwecke verwendet und Sie können sich jederzeit abmelden.

Service Kontaktieren

Nachricht an Arafatul Islam senden:

Teilen