Arafatul Islam

Arafatul Islam Bangladeshi-German journalist based in Bonn, Germany. Views expressed here are my own.

Life in Germany, Study in Germany, Legal route to Germany, Mobile Videography, Mobile Journalism, Vlog

রাখাইনে চলছে গৃহযুদ্ধ আর ভুগছে রোহিঙ্গারা। এই ভোগান্তির শেষ কোথায়? আমার এই বিশেষ প্রতিবেদনে তুলে ধরেছি বিস্তারিত। দেখুন ...
31/12/2025

রাখাইনে চলছে গৃহযুদ্ধ আর ভুগছে রোহিঙ্গারা। এই ভোগান্তির শেষ কোথায়? আমার এই বিশেষ প্রতিবেদনে তুলে ধরেছি বিস্তারিত। দেখুন এবং জানান মতামত।

Many Rohingya, one of the largest stateless groups in the world, fled their homeland in Myanmar in 2017 amid brutal repression by the country’s military. Nea...

বেগম খালেদা জিয়ার কথা শুনলেই মনে পড়ে তার আপোষহীন অবস্থানের কথা। তিনি চাইলে ২০০৬-২০০৭ সালের রাজনৈতিক অস্থিরতার সময় কিংবা ...
30/12/2025

বেগম খালেদা জিয়ার কথা শুনলেই মনে পড়ে তার আপোষহীন অবস্থানের কথা। তিনি চাইলে ২০০৬-২০০৭ সালের রাজনৈতিক অস্থিরতার সময় কিংবা পরবর্তীতে বিদেশে চলে যেতে পারতেন৷ যাননি।

রাজনৈতিক প্রতিহিংসার শিকার হতে হবে বুঝেও তিনি হাসিনা সরকারের কাছে নতিস্বীকার করেননি। নিজের দেশে থেকেই সবকিছু মোকাবিলা করেছেন। ঘর হারিয়েছেন, সন্তান হারিয়েছেন, শেষ বয়সে জেল খেটেছেন তারপরও দেশের মানুষকে ফেলে রেখে পালিয়ে যাননি বেগম জিয়া। আমার কাছে তিনিই ছিলেন তার দল।

আমি তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি। আল্লাহ তাকে বেহেস্ত নসিব করুক।

28/12/2025

ভালামাঠি উচ্চশিক্ষার পর ফটোগ্রাফি শেখেছেন ইউটিউবে৷ এখন সেটাই তার পেশা, আয়ের উৎস৷

28/12/2025

যারা হঠাৎ যুগপৎ আন্দোলন, জোট আর রাজনৈতিক সমঝোতার ইতিহাস নিয়ে দৌড়াদৌড়ি শুরু করেছেন তারাও কিন্তু ইতিহাসের পুরোটা বলছেন না৷ কারণ পুরোটা তাদের জন্যও তিতা, হজম করা বেশ কঠিন৷ 🙂

ছোট্ট একটা আইডিয়া ভাগ্য বদলে দিতে পারে
27/12/2025

ছোট্ট একটা আইডিয়া ভাগ্য বদলে দিতে পারে

27/12/2025

এনসিপির উচিত যেকোনো মূল্যে নিজেদের মধ্যে ঐক্য ধরে রেখে সামনে এগুনোর সর্বোচ্চ চেষ্টা করা৷ সেটা না পারলে অন্যরা যেমন বিশেষ পাত্তা দেবে না, তেমনি নিজেদের রাজনৈতিক ভবিষ্যতও অন্ধকার৷

26/12/2025

শহিদ ওসমান হাদিকে নিয়ে গত কয়েকদিন ধরে নানাজনের কাছে নানা রকম কথা শুনছি৷ বিশেষ করে বাংলাদেশিদের কারো কারো কথাবার্তাতে তথ্যের ঘাটতি স্পষ্ট৷ অথচ ইউটিউবে হাদি নিজেই নিজের জীবনের গল্প করে গেছেন৷ একঘণ্টা খরচ করলে সেগুলো শোনা যায়, অনেক কিছু জানা ও বোঝা যায়৷

ইনকিলাব মঞ্চের এই মুখপাত্র, যে মাত্র ৩২ বছরের জীবনের বড় অংশ কাটিয়েছেন মফস্বলে, একইসঙ্গে স্পষ্ট বক্তা, তুখোড় বিতার্কিক, একাধিক ভাষায় সমানভাবে পারদর্শী, ইতিহাস ও রাজনীতি সচেতন, নজরুল-রবীন্দ্রনাথ সম্পর্কে সম্যক ধারনা রাখা গণতন্ত্রে বিশ্বাসী মানুষ ছিলেন৷

হাদি যে সংগ্রাম শুরু করেছিলেন সেটা বুঝতে গেলে, সেটা নিয়ে আলোচনা-সমালোচনা-বিতর্ক করতে চাইলে, আগে তাকে জানতে হবে৷ এই জানার সুযোগ প্রচুর আছে কিন্তু আগ্রহ অনেকের কম৷ ফলে খুব সহজেই তাকে পছন্দমত যেকোনো একদিকে ঠেলে দেয়ার প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে৷

এই ভিডিওটা গত আগস্টে আমার ফোনে ধারন করা৷ হাদি এক মিছিল নিয়ে যাওয়ার পথে আমার দিকে তাকিয়ে এক পরিচিত হাসি দিয়ে মানিক মিয়ামুখী ভিড়ের মধ্যে মিলিয়ে গেলেন৷ পরে আর দেখা হয়নি।

হাদির হত্যাকারীদের এখনো ধরতে না পারা, এখনো তাদের বিচারের মুখোমুখি করতে না পারাটা এই সরকারের বড় ব্যর্থতা।

25/12/2025

অবশেষে দেশের মাটিতে তারেক রহমান

24/12/2025

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী পদমর্যাদায় দায়িত্ব পালন করা খোদা বকশ চৌধুরী পদত্যাগ করেছেন।

24/12/2025

তারেক রহমান দেশে ফিরলে কী হতে পারে? দেখুন মন্তব্যে।

24/12/2025

একটি দলের সেই ’’ঈদের পরের আন্দোলনের’’ মতোই ২৪ ঘণ্টা, ৪৮ ঘণ্টা, ত্রিশ দিনের আলটিমেটাম আর এখানে ওখানে শপথ পাঠ করিয়ে গুরুত্বপূর্ণ দাবিটা ক্রমশ হালকা করে ফেলা হচ্ছে না?

জুলাই গণঅভ্যুত্থানের গভীরতা আরো একবার জানান দিয়ে গেলেন ওসমান হাদি। তাকে চিরবিদায় জানাতে লাখ লাখ মানুষের ঢল এই বার্তাই দে...
20/12/2025

জুলাই গণঅভ্যুত্থানের গভীরতা আরো একবার জানান দিয়ে গেলেন ওসমান হাদি। তাকে চিরবিদায় জানাতে লাখ লাখ মানুষের ঢল এই বার্তাই দেয় যে জুলাইয়ের তাৎপর্য তারা হৃদয়ে ধারণ করেন।

মুশকিল হচ্ছে প্রচলিত রাজনৈতিক কাঠামো সাধারণ মানুষের এই আবেগকে ধারণ করতে পারছে না। তবে এক্ষেত্রে একসময় পরিবর্তন আসবে, আর তরুণরা সেই পরিবর্তনের নেতৃত্ব থাকবেন।

ওসমান হাদির হত্যাকারীদের বিচার চাই।

Adresse

Bonn

Benachrichtigungen

Lassen Sie sich von uns eine E-Mail senden und seien Sie der erste der Neuigkeiten und Aktionen von Arafatul Islam erfährt. Ihre E-Mail-Adresse wird nicht für andere Zwecke verwendet und Sie können sich jederzeit abmelden.

Service Kontaktieren

Nachricht an Arafatul Islam senden:

Teilen