26/12/2025
শহিদ ওসমান হাদিকে নিয়ে গত কয়েকদিন ধরে নানাজনের কাছে নানা রকম কথা শুনছি৷ বিশেষ করে বাংলাদেশিদের কারো কারো কথাবার্তাতে তথ্যের ঘাটতি স্পষ্ট৷ অথচ ইউটিউবে হাদি নিজেই নিজের জীবনের গল্প করে গেছেন৷ একঘণ্টা খরচ করলে সেগুলো শোনা যায়, অনেক কিছু জানা ও বোঝা যায়৷
ইনকিলাব মঞ্চের এই মুখপাত্র, যে মাত্র ৩২ বছরের জীবনের বড় অংশ কাটিয়েছেন মফস্বলে, একইসঙ্গে স্পষ্ট বক্তা, তুখোড় বিতার্কিক, একাধিক ভাষায় সমানভাবে পারদর্শী, ইতিহাস ও রাজনীতি সচেতন, নজরুল-রবীন্দ্রনাথ সম্পর্কে সম্যক ধারনা রাখা গণতন্ত্রে বিশ্বাসী মানুষ ছিলেন৷
হাদি যে সংগ্রাম শুরু করেছিলেন সেটা বুঝতে গেলে, সেটা নিয়ে আলোচনা-সমালোচনা-বিতর্ক করতে চাইলে, আগে তাকে জানতে হবে৷ এই জানার সুযোগ প্রচুর আছে কিন্তু আগ্রহ অনেকের কম৷ ফলে খুব সহজেই তাকে পছন্দমত যেকোনো একদিকে ঠেলে দেয়ার প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে৷
এই ভিডিওটা গত আগস্টে আমার ফোনে ধারন করা৷ হাদি এক মিছিল নিয়ে যাওয়ার পথে আমার দিকে তাকিয়ে এক পরিচিত হাসি দিয়ে মানিক মিয়ামুখী ভিড়ের মধ্যে মিলিয়ে গেলেন৷ পরে আর দেখা হয়নি।
হাদির হত্যাকারীদের এখনো ধরতে না পারা, এখনো তাদের বিচারের মুখোমুখি করতে না পারাটা এই সরকারের বড় ব্যর্থতা।