15/11/2025
২০১৫ সালের কথা৷ Prothom Alo ও The Daily Star-এর উপর প্রচন্ড আর্থিক চাপ সৃষ্টি করা হয়েছিল৷ তখন পত্রিকা দুটোও ভয়ে রিপোর্ট করেনি এটা নিয়ে৷ এমনকি আনুষ্ঠানিক কোনো মন্তব্যও করেনি৷
আমি তখন ইংরেজিতে পত্রিকা দুটোর উপর চাপ নিয়ে রিপোর্ট করেছিলাম৷ গোটা বিশ্বে সম্ভবত দুটো সংবাদমাধ্যম বিষয়টি নিয়ে প্রতিবেদন করেছিল৷ তার একটি আমার করা৷
আজকে বিষয়টি নিয়ে বলার কারণ হচ্ছে প্রথম আলো সম্পাদক মতিউর রহমান-এর একটি সাম্প্রতিক সাক্ষাৎকার৷ আমার জানামতে এই প্রথম তিনি সেই চাপের কথা প্রকাশ্যে স্বীকার করলেন৷ তিনি বলেছেন, ‘‘বিশেষ করে বিগত ১৬ বছর স্বৈরাচারী সরকারের আমলে আমরা অনেক সত্য কথা বলতে পারিনি। যতটুকু বলার চেষ্টা করেছি, তাতে আমাদের যথেষ্ট চাপের মুখে, বিপদের মুখে পড়তে হয়েছে। আমাদের প্রচারসংখ্যা কমিয়ে দেওয়ার বহু চেষ্টা হয়েছে। আমাদের সরকারের অনেক বিজ্ঞাপন বন্ধ করে দেওয়া হয়েছিল। এমনকি ব্যক্তি খাতের প্রায় ৫০টি কোম্পানির বিজ্ঞাপনও বন্ধ করে দেওয়া হয়েছিল।’’
সংবাদমাধ্যম, সংবাদকর্মীদের উপর চাপ কতটা তীব্র হতে পারে সেটা আমরা অতীতে অনেকবার দেখেছি৷ আমার ঘনিষ্ঠ বন্ধু, বড়ভাই, সহকর্মী সাগর সরওয়ার এবং তার স্ত্রী মেহেরুন রুনী হত্যাকাণ্ডের বিচার আজও হয়নি৷ বরং নিজেদের বেডরুমে নৃশংসভাবে খুনের শিকার হওয়া এই সাংবাদিক দম্পতির সুকৌশলে চরিত্রহরণ করে বিষয়টি ধামাচাপা দেয়ার চেষ্টা হয়েছে৷
আশা করা যায়, ভবিষ্যতে সংবাদমাধ্যমের উপর অতীতের মতো নানামুখী তীব্র চাপ আর দেখা যাবে না৷ যে সরকারই আসুক, সংবাদমাধ্যমকে স্বাধীনভাবে কাজ করতে দেবে আর সংবাদমাধ্যমও দায়িত্বশীল আচরণ করবে৷