Kamalnagar Cricket League

Kamalnagar Cricket League This is the official page of Kamalnagar Cricket league

এটা কোন ম্যাচের মনে আছে?
06/08/2025

এটা কোন ম্যাচের মনে আছে?

Ready to roar 👬👬
04/08/2025

Ready to roar 👬👬

All set Time to Start...... 🏏
02/08/2025

All set
Time to Start...... 🏏

খেলা শুরু করার জন্য প্রস্তুত দুই আম্পায়ার।
01/08/2025

খেলা শুরু করার জন্য প্রস্তুত দুই আম্পায়ার।

: খাওয়ার পর সরাসরি খেলা দেখতে চলে আসছি, ঘুমানোর সময়ও পাই নাই 🥱
01/08/2025

: খাওয়ার পর সরাসরি খেলা দেখতে চলে আসছি, ঘুমানোর সময়ও পাই নাই 🥱

গতবছর ১৩ই ডিসেম্বর মিল্লাত একাডেমির মাঠে "কেসিএলের" চাঁদ উঠেছইল।ইনশাআল্লাহ এবছর আবারও উঠবে। 📸: 13.12.2024
31/07/2025

গতবছর ১৩ই ডিসেম্বর মিল্লাত একাডেমির মাঠে "কেসিএলের" চাঁদ উঠেছইল।

ইনশাআল্লাহ এবছর আবারও উঠবে।

📸: 13.12.2024

কিছু মানুষ থাকে যারা সবসময় নিজেদের আড়াল রাখতেই পছন্দ করেন।আমাদের ফারহান সাকিব ভাই তাদেরই একজন।কেসিএল সিজন-১ কমিটির গুরুত...
30/07/2025

কিছু মানুষ থাকে যারা সবসময় নিজেদের আড়াল রাখতেই পছন্দ করেন।
আমাদের ফারহান সাকিব ভাই তাদেরই একজন।
কেসিএল সিজন-১ কমিটির গুরুত্বপূর্ণ একজন সদস্য।

কমলনগর ক্রিকেট লিগ পরবর্তী সিজন আসছে নভেম্বরে অনুষ্ঠিত হবে, এই টুর্নামেন্টকে বাংলাদেশের সবচেয়ে আকর্ষণীয় টুর্নামেন্ট হিসে...
29/07/2025

কমলনগর ক্রিকেট লিগ পরবর্তী সিজন আসছে নভেম্বরে অনুষ্ঠিত হবে, এই টুর্নামেন্টকে বাংলাদেশের সবচেয়ে আকর্ষণীয় টুর্নামেন্ট হিসেবে উপস্থাপন করা আমাদের উদ্দেশ্য,, দল মত নির্বিশেষে সমস্ত শ্রেণী পেশার মানুষ এই টুর্নামেন্টের স্টেক হোল্ডার۔۔আমরা টুর্নামেন্টের প্রথম আসরে প্রবাসীদের সমর্থন পেয়েছি কিছুটা, কিন্তু আগামী আসরে আমরা দেশ বিদেশ থেকে শুরু করে সমস্ত কমলনগর বাসীর সমর্থন আশা করছি, কমলনগর ক্রিকেট লিগ আমাদের উপজেলাকে সমস্ত বাংলাদেশের কাছে রিপ্রেজেন্ট করে, তাই আমরা এই টুর্নামেন্টের আকর্ষণ দেশের প্রতিটি অঞ্চলে ছড়িয়ে দিতে চাই۔۔
বৈষম্যহীন একটি বাংলাদেশ গড়ার প্রত্যয়ে নতুন বাংলাদেশে আমরা নতুন ভাবে আমাদের অঞ্চলকে তুলে ধরতে চাই দেশবাসীর কাছে এই টুর্নামেন্টের মধ্যে দিয়ে , সেক্ষেত্রে হিংসা বিদ্বেষ ভুলে সকল ক্রীড়াবিদ ও ক্লাব সংগঠন এক কাতারে এসে টুর্নামেন্টকে সফল করার জন্য সর্বাত্মক সহযোগিতা করবে বলে আহ্বান জানাচ্ছি۔۔
সেই সাথে আমরা শিগ্রই দ্বিতীয় সিজনের জন্য টুর্নামেন্ট পরিচালনা কমিটি ও উপদেষ্টা কমিটি করতে যাচ্ছি,, টুর্নামেন্টের সাথে সম্পৃক্ত হয়ে কাজ করার ইচ্ছে থাকলে আমাদের দরজা উন্মুক্ত থাকবে۔۔۔ সবাই ভালো থাকবেন, ধন্যবাদ

আহ্বানে
রিয়াজ মাহমুদ সুমন
ডিরেক্টর জেনারেল
কমলনগর ক্রিকেট লিগ

প্রতিদিন ৭০০০ টাকা করে এই মাঠটি ভাড়া দেওয়া হবে।শুধু মাত্র নাইম শেখের কাছে।😉
28/07/2025

প্রতিদিন ৭০০০ টাকা করে এই মাঠটি ভাড়া দেওয়া হবে।
শুধু মাত্র নাইম শেখের কাছে।😉

_------------- বিশেষ বিজ্ঞপ্তি------------- লক্ষ্মীপুর জেলায় বিসিবির  উন্মুক্ত বাছাই যে প্রক্রিয়ার মাধ্যমে আজকে যারা ব...
27/07/2025

_------------- বিশেষ বিজ্ঞপ্তি-------------
লক্ষ্মীপুর জেলায় বিসিবির উন্মুক্ত বাছাই

যে প্রক্রিয়ার মাধ্যমে আজকে যারা বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে খেলছে, ঠিক একই প্রক্রিয়ার মাধ্যমে তুমিও হতে পার আগামী দিনে বাংলাদেশ জাতীয় দলের গর্বিত সদস্য।

** তোমাকে আমরা খুঁজছি********

তুমি হয়তো স্বপ্ন দেখছো একদিন বাংলাদেশের জাতীয় দলে খেলার,
তোমার হয়তো খুবই সুন্দর প্রতিভা আছে,
কিন্তু তুমি তোমার এলাকায় অথবা তোমার উপজেলা পর্যন্তই সীমাবদ্ধ থাকো,
সীমাবদ্ধতার দেয়াল ভেঙ্গে নিজের যোগ্যতা প্রমাণের লক্ষ্যে বাছাইতে অংশগ্রহণ করতে ইচ্ছুক আগামী ১৮- ০৮-২০২৫ইং তারিখের ভিতরে লক্ষ্মীপুর জেলা স্টেডিয়ামে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড কর্তৃক আয়োজিত অনূর্ধ্ব ১৪, ১৬,১৮ বয়সের ক্রিকেট খেলোয়ারদের উন্মুক্ত বাছাই অনুষ্ঠিত হবে। উক্ত বাছাই এ (রামগতি উপজেলা, কমলনগর উপজেলা, রায়পুর উপজেলা, রামগঞ্জ উপজেলা, ও সদর উপজেলা) সহ সারা বাংলাদেশে অবস্থানরত লক্ষ্মীপুর জেলায় যাদের নাগরিকত্ব আছে শুধুমাত্র তারাই উক্ত বাছাইয়ে অংশগ্রহণ করতে পারবেন। উক্ত বাছাই কার্যক্রম পরিচালনা করবেন বিভাগীয় ক্রিকেট কোচ ও সহকারি বিভাগীয় ক্রিকেট কোচ।

******অবশ্যই সঙ্গে আনতে হবে ******
১.পিএসসি, জেএসসি অথবা এসএসসি বা সমমানের পরীক্ষার সার্টিফিকেট এবং রেজিষ্ট্রেশন এর মূল কপি এবং ফটোকপি
২. জন্মনিবন্ধনের মূলকপি এবং ফটোকপি সেইসাথে দুই কপি পাসপোর্ট এবং দুই কপি স্ট্যাম্প সাইজের ছবি সঙ্গে আনতে হবে।
৩.যারা অটো পাস, তাদেরকে স্কুল কর্তৃক প্রত্যয়ন পত্র আনতে হবে।
উল্লেখিত প্রয়োজনিয় কাগজ ব্যতীত কেউ ট্রায়ালে অংশগ্রহণ করতে পারবে না।

বয়স ভিত্তিক খেলোয়াড়দের বয়স নিম্নোক্ত সাল অনুযায়ী নির্ধারিত হবে।
অনূর্ধ্ব ১৪: ১লা সেপ্টেম্বর ২০১১ বা তার পরবর্তীতে জন্মগ্রহণকারী খেলোয়াড়।

অনূর্ধ্ব ১৬: ১লা সেপ্টেম্বর ২০০৯ বা তার পরবর্তীতে জন্মগ্রহণকারী খেলোয়াড়।

অনূর্ধ্ব ১৮: ১লা সেপ্টেম্বর ২০০৭ বা তার পরবর্তীতে জন্মগ্রহণকারী খেলোয়াড়।

মো: মনির হোসেন ( জেলা ক্রিকেট কোচ) লক্ষ্মীপুর
জরুরী প্রয়োজনে যোগাযোগ
01683330960

আমাদের ৩ জন চৌকস আম্পায়ার ❤️আপনার পছন্দের আম্পায়ার কে ম্যানশন করুন।
27/07/2025

আমাদের ৩ জন চৌকস আম্পায়ার ❤️

আপনার পছন্দের আম্পায়ার কে ম্যানশন করুন।

কেসিএল সিজন-১ এ সবচেয়ে তরুণ দল ছিলো হাজিরহাট উপকূল সরকারি কলেজ টিম।আর এই টিম নিয়েই তারা বাজিমাত করেছে।সিজন - ২ তে ও কি চ...
26/07/2025

কেসিএল সিজন-১ এ সবচেয়ে তরুণ দল ছিলো হাজিরহাট উপকূল সরকারি কলেজ টিম।
আর এই টিম নিয়েই তারা বাজিমাত করেছে।

সিজন - ২ তে ও কি চমক দেখবে কমলনগরের ক্রিকেট প্রেমীরা?

Adresse

Cologne

Telefon

+4917645342373

Webseite

Benachrichtigungen

Lassen Sie sich von uns eine E-Mail senden und seien Sie der erste der Neuigkeiten und Aktionen von Kamalnagar Cricket League erfährt. Ihre E-Mail-Adresse wird nicht für andere Zwecke verwendet und Sie können sich jederzeit abmelden.

Service Kontaktieren

Nachricht an Kamalnagar Cricket League senden:

Teilen

Kategorie