27/07/2025
_------------- বিশেষ বিজ্ঞপ্তি-------------
লক্ষ্মীপুর জেলায় বিসিবির উন্মুক্ত বাছাই
যে প্রক্রিয়ার মাধ্যমে আজকে যারা বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে খেলছে, ঠিক একই প্রক্রিয়ার মাধ্যমে তুমিও হতে পার আগামী দিনে বাংলাদেশ জাতীয় দলের গর্বিত সদস্য।
** তোমাকে আমরা খুঁজছি********
তুমি হয়তো স্বপ্ন দেখছো একদিন বাংলাদেশের জাতীয় দলে খেলার,
তোমার হয়তো খুবই সুন্দর প্রতিভা আছে,
কিন্তু তুমি তোমার এলাকায় অথবা তোমার উপজেলা পর্যন্তই সীমাবদ্ধ থাকো,
সীমাবদ্ধতার দেয়াল ভেঙ্গে নিজের যোগ্যতা প্রমাণের লক্ষ্যে বাছাইতে অংশগ্রহণ করতে ইচ্ছুক আগামী ১৮- ০৮-২০২৫ইং তারিখের ভিতরে লক্ষ্মীপুর জেলা স্টেডিয়ামে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড কর্তৃক আয়োজিত অনূর্ধ্ব ১৪, ১৬,১৮ বয়সের ক্রিকেট খেলোয়ারদের উন্মুক্ত বাছাই অনুষ্ঠিত হবে। উক্ত বাছাই এ (রামগতি উপজেলা, কমলনগর উপজেলা, রায়পুর উপজেলা, রামগঞ্জ উপজেলা, ও সদর উপজেলা) সহ সারা বাংলাদেশে অবস্থানরত লক্ষ্মীপুর জেলায় যাদের নাগরিকত্ব আছে শুধুমাত্র তারাই উক্ত বাছাইয়ে অংশগ্রহণ করতে পারবেন। উক্ত বাছাই কার্যক্রম পরিচালনা করবেন বিভাগীয় ক্রিকেট কোচ ও সহকারি বিভাগীয় ক্রিকেট কোচ।
******অবশ্যই সঙ্গে আনতে হবে ******
১.পিএসসি, জেএসসি অথবা এসএসসি বা সমমানের পরীক্ষার সার্টিফিকেট এবং রেজিষ্ট্রেশন এর মূল কপি এবং ফটোকপি
২. জন্মনিবন্ধনের মূলকপি এবং ফটোকপি সেইসাথে দুই কপি পাসপোর্ট এবং দুই কপি স্ট্যাম্প সাইজের ছবি সঙ্গে আনতে হবে।
৩.যারা অটো পাস, তাদেরকে স্কুল কর্তৃক প্রত্যয়ন পত্র আনতে হবে।
উল্লেখিত প্রয়োজনিয় কাগজ ব্যতীত কেউ ট্রায়ালে অংশগ্রহণ করতে পারবে না।
বয়স ভিত্তিক খেলোয়াড়দের বয়স নিম্নোক্ত সাল অনুযায়ী নির্ধারিত হবে।
অনূর্ধ্ব ১৪: ১লা সেপ্টেম্বর ২০১১ বা তার পরবর্তীতে জন্মগ্রহণকারী খেলোয়াড়।
অনূর্ধ্ব ১৬: ১লা সেপ্টেম্বর ২০০৯ বা তার পরবর্তীতে জন্মগ্রহণকারী খেলোয়াড়।
অনূর্ধ্ব ১৮: ১লা সেপ্টেম্বর ২০০৭ বা তার পরবর্তীতে জন্মগ্রহণকারী খেলোয়াড়।
মো: মনির হোসেন ( জেলা ক্রিকেট কোচ) লক্ষ্মীপুর
জরুরী প্রয়োজনে যোগাযোগ
01683330960