17/08/2025
সম্মানিত কমলনগরস্থ প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ভাই, বন্ধু ও শুভানুধ্যায়ীগণ,
আসসালামু আলাইকুম।
প্রিয় সাথীরা,
আপনারাই আমাদের আলোচিত কমলনগর ক্রিকেট লিগ (KCL)-এর প্রথম সিজনের গর্বিত স্পন্সরগণ। আপনাদের উচ্ছ্বাস ও সমর্থনেই আমরা প্রথম আসর শুরু করেছিলাম। তাই টুর্নামেন্টের টাইটেল স্পন্সর হিসেবে টুর্নামেন্টটির নামকরণ করেছিলাম “রেমিট্যান্স যোদ্ধা কমলনগর ক্রিকেট লিগ”।
প্রিয় সহযোদ্ধাগণ,
আপনাদের সমর্থন ছিল বলেই আমরা সফলতার সাথে উক্ত টুর্নামেন্টের একটি রাত্রিময় বর্ণিল ফাইনাল আয়োজন করতে পেরেছি, যা লক্ষ্মীপুরবাসীর মনে দাগ কেটেছে এবং সারা বাংলাদেশকে এই টুর্নামেন্টের মাধ্যমে কমলনগরের সাথে পরিচয় করাতে পেরেছি।
প্রিয় রেমিট্যান্স বন্ধুগণ,
প্রথম আসরের সফলতার রেশ ধরে আমরা দ্বিতীয় আসরকে সাজাতে চাই আরও বেশি বর্ণিলভাবে। তবে কিছু প্রতিবন্ধকতার কথা আপনাদের সাথে শেয়ার না করলেই নয়।
আপনারা অবগত আছেন, প্রায় ৬০ জন প্রবাসী আমাদের টুর্নামেন্টকে সফল করতে অবদান রেখেছেন—এটি প্রচারিত হয়েছে এবং লোকমুখে আলোচিত হয়েছে যে আমরা আপনাদের কাছ থেকে প্রচুর অর্থ নিয়েছি। কিন্তু বাস্তবে এই ৬০ জনের মধ্যে প্রায় ১৮-২০ জন কোনো অর্থ প্রদান করেননি। তবুও পুরো মাস আমরা তাদের নাম প্রচার করেছি, অর্থ খরচ করে তাদের ব্যানার দিয়েছি, নামের পাশে অর্থের সংখ্যা উল্লেখ করেছি। তাদের নামের পাশে ‘শূন্য’ লিখে অসম্মান করিনি। মূলত এই ১৮-২০ জন আমাদের সাথে বেইট্রেই করেছেন। তবে যারা সত্যিই পাশে থেকেছেন, তারা আমাদের সম্পূর্ণ আর্থিক সহায়তা এবং সর্বদা পাশে থাকার আশ্বাস দিয়েছেন।
তাই আজ যখন আমরা দ্বিতীয় আসর আয়োজনের পরিকল্পনা হাতে নিয়েছি, তখন বিষয়টি আপনাদের সাথে শেয়ার করার প্রয়োজনীয়তা অনুভব করেছি। টাইটেল স্পন্সর প্রথম আসরে আপনারাই ছিলেন, দ্বিতীয় আসরে আপনারাই থাকবেন কিনা—সে সিদ্ধান্ত আপনাদের উপর ছেড়ে দিলাম। যদি আপনারা আমাদের পূর্ণ সমর্থনের আশ্বাস দেন তবে আমরা সে অনুযায়ী পরিকল্পনা সাজাবো, নয়তো আমাদেরকে বিকল্প ভাবনা ভাবতে হবে।
আপনারা অবগত আছেন, আমাদের অঞ্চল থেকে স্পন্সর ম্যানেজ করে এমন একটি বিশাল টুর্নামেন্ট আয়োজন করা খুবই দুরূহ ব্যাপার। তবুও আমরা এই লিগ্যাসি বজায় রাখবো, কারণ কমলনগরের মানুষের কাছে বিনোদনের একমাত্র বাহন হলো কমলনগর ক্রিকেট লিগ। পুরো উপজেলাবাসীকে এক কাতারে এনে বিনোদন দেওয়ার মতো দ্বিতীয় কোনো উপলক্ষ্য আমাদের অঞ্চলে নেই। তাই আমরা এই ধারা অব্যাহত রাখতে চাই।
আপনাদের সিদ্ধান্ত আমাদেরকে জানাবেন। এই খোলা চিঠি আপনাদের মনে কোনো ব্যথা দিলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন এবং গতবারের কোনো ত্রুটি আপনাদের কষ্ট দিয়ে থাকলে আমাদেরকে নিজ গুণে ক্ষমা করবেন। আপনাদের সমর্থন ও পরামর্শ আমাদের প্রেরণা।
ধন্যবাদান্তে,
কমলনগর ক্রিকেট লিগ
পরিচালনা কমিটি।