রিয়া চ্যারিটেবল ট্রাস্ট

রিয়া চ্যারিটেবল ট্রাস্ট নীতিমালা আদর্শ কাগজে আছে বাস্তবে নেই, ঐরকম আদর্শ নীতিমালা দরকার নেই

দেশের আইন-শৃঙ্খলার এই পরিণতি হয়ে অন নিরাপত্তাহীনতায় জনগণ এই হলে আইনের প্রতি আস্থা হারাবে,প্রাইম এশিয়া ইউনিভার্সিটির ছ...
20/04/2025

দেশের আইন-শৃঙ্খলার এই পরিণতি হয়ে অন নিরাপত্তাহীনতায় জনগণ এই হলে আইনের প্রতি আস্থা হারাবে,প্রাইম এশিয়া ইউনিভার্সিটির ছাত্র পারভেজ হ*ত্যাকাণ্ডের ঘটনায় প্রকৃত দোষীদের প্রত্যেককে অবিলম্বে গ্রেফতার করতে হবে। অনেকেই গ্রেফতার হয়েছে, আর কেও বাকি থাকলে তাদেরকেও ধরতে হবে। যদি শুনি কেও বা কারা বা কোথাও থেকে প্রশাসনকে বাঁধাগ্রস্ত করা হচ্ছে তাহলে ঢাকার জনগণকে সাথে নিয়ে থানা ঘেরাও দেয়া হবে।
ইঞ্জিনিয়ার ইশরাক

13/04/2025

তৎকালীন ৭ কোটি জনগনের গড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএন পি সেই সাত কোটি জনগণের স্বপ্ন বাস্তবায়নের 19 দফা কর্মসূচি নিয়েছিলেন জিয়াউর রহমান সেই 19 দফা কর্মসূচিকে ৩১ দফা করেই বিশ্বের অন্যতম রাষ্ট্রের নাগরিকের সমতুল্য বাংলাদেশের নাগরিকদের উন্নত রাষ্ট্রের সমতুল্য গড়ে তোলা কর্মসূচি নিয়েছেন, ৩৫ বছর নিরলস ভাবে শুধু এই দেশ দেশের জনগণকে নিয়ে কাজ করে আসছেন তিনি এই দেশের অসত রাজনীতিবিদদেরকে দেখিয়ে দিয়েছেন যে শুধু জনপ্রতিনিধিত্বের স্থানে বসে দেশ ও জনগণের জন্য কাজ করতে হয় পাওয়ারে থাকতে হয়, জনগণের জন্য দেশের জন্য কাজ করতে হলে, আর সেই ধারণাকে ওই সমস্ত নেতৃবৃন্দদের বুঝিয়ে দিলেন যে সৎ ইচ্ছা থাকলে সবই করা সম্ভব যিনি ৩৫ বছর একটি এমপি পদ নেন নি কোন রাষ্ট্রীয় পদেও বসেননি এমন ভাবে পরিকল্পনা করেছেন যে পরিকল্পনা মতেই বর্তমান পরিস্থিতিতে এসে বাংলাদেশে দাঁড়িয়েছে এবার জনগণকে জনগণের স্থানে পৌঁছানোর কাজ, যেই স্বপ্ন তৎকালীন সাত কোটি জনগণ ও জনগণের স্বপ্নদায়ক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন আর তা বাস্তবায়নে বর্তমান সময়ের জন্য শ্রেষ্ঠ নেতৃত্ব দানকারী তারেক রহমান এখনো বাংলাদেশের অধিকাংশই মানুষ ওনার নেতৃত্ব বুঝে উঠতে পারেননি একটু সময় দিন তখনই যেমন করে গ্রহণ করেছেন ঠিক তেমনি দল মত নির্বিশেষ সাদরে গ্রহণ করে নেবেন তারেক রহমানকে তারেক রহমান তিনি একদিনে উঠে আসেনি চিনি রাষ্ট্র পরিচালনা করার জন্য উঠে আসেনি তিনি এসেছেন এই দেশের প্রত্যেকটা নরনারী শিশু আওয়াল বৃদ্ধ সবার মনে রাজ করার জন্য তিনি হচ্ছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান তারেক রহমান।

09/04/2025

বাংলাদেশের রাজনৈতিক বিশ্লেষণ গু না যে সেই নতুন রাজনৈতিক তুলে আনার ব্যাপারে, রাত তো বরাবর ছাত্রলীগকে হেসে ফেলে দুর্বার গতিতে এগোচ্ছে, রাজনৈতিক বিশ্লেষণ পরিবর্তনের ভাঁটা হাতে নিয়ে মুহূর্তেই এদের লাগাম ট্রেনে না ধরলে বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতি হুমকির মুখে।

06/04/2025

সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এবং বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছোট ছেলে মরহুম আরাফাত রহমান কোকো’র শ্বাশুড়ী এসইউএফ মুকরেমা রেজা রোববার (৬ এপ্রিল) ভোর রাত ৩-৪৫ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন।

এসইউএফ মুকরেমা রেজা’র মৃত্যুতে তাঁর শোকাহত পরিবারবর্গের মতো আমিও গভীরভাবে সমব্যাথী। একজন স্নেহশীল মাতা হিসেবে তিনি গভীর মাতৃস্নেহ ও কঠোর পরিশ্রম দিয়ে তার সন্তানদের সুশিক্ষিত ও যোগ্য হিসেবে গড়ে তুলেছিলেন। পরহেজগার ও পরোপকারী নারী হিসেবেও তিনি এলাকার সকলের নিকট ছিলেন অত্যন্ত শ্রদ্ধেয়। মহান রাব্বুল আলামীন এর দরবারে দোয়া করি তিনি যেন মরহুমার শোকাহত পরিবারবর্গকে এই মৃত্যুশোক সহ্য করার ক্ষমতা দান করেন।

আমি এসইউএফ মুকরেমা রেজা’র বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারবর্গ, আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি জানাচ্ছি গভীর সমবেদনা।

05/04/2025

একাত্তরের যুদ্ধ অপরাধের মতো অভিযোগ থাকা সত্ত্বেও জামায়াতকে নিষিদ্ধ করতে পারেনি।

03/04/2025
জয়েন্ট ঈদ মোবারক ❤️
30/03/2025

জয়েন্ট ঈদ মোবারক ❤️

30/03/2025

আসসালামু আলাইকুম - ঈদ মোবারক

28/03/2025

আগামীতে দলীয় নমিনেশন সকল নেতাকর্মী গ্রহণ করতে পারবে?
নমিনেশন পেপার উঠানোর সাথে প্রত্যেকটি ব্যক্তি দেশ ও জনগণের জন্য কি কি বাস্তবায়ন করবেন সকল বিষয়ে উত্থাপন করতে হবে?
এবং দল ও দলের সংগঠনের নেতা কর্মী এবং সাধারণ জনগণের জন্য কোন কি কাজ উন্নয়নমূলক করেছে এবং চলমান রয়েছে সকল বিষয় উল্লেখযোগ্য উত্থাপন করতে হবে?
সর্ববিষয়ে দল পর্যালোচনা করে দলীয় নমিনেশন হস্তান্তর করবেন?
যেখানে পূর্বের ন্যায় বিভিন্ন রকম বিভিন্ন পলিসি বিভিন্ন রকম আলোচনা ব্যক্তি দুর্নীতির সজন প্রীতির আবস সহ বিভিন্ন অভিযোগপাওয়া যেত যা সামনে এই সমস্ত কোন বিষয় গ্রহণযোগ্য থাকবে না।
তাই বহি বিশ্বে এশিয়া ও ইউরোপের উন্নত কান্ট্রির সাথে সমতুল্য মোতাবেক দেশ ও জনগণের উন্নয়নমূলক কর্মসূচি উত্থাপনের সাথে শতভাগ গ্রহণযোগ্য হতে হবে?
সর্ব পরিচালনা ও যাচাই বাছাই এর পরে সর্বশেষ দলের প্রধান নমিনেশন বিবেচনা করবেন যা সর্ব দিক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মূলনীতি ও আদর্শ এবং কর্মসূচির মধ্যে যিনি সর্বোত্তম হবেন এই দেশের এবং জনগণের জন্য দল ও সংগঠনের নেতাকর্মীর জন্য সর্ব উত্তম ব্যক্তিকে দলের প্রধান বিবেচনা করবেন।

উত্থাপিত আবেদনপত্রের এশিয়া ইউরোপ উন্নত দেশগুলোর উন্নয়নমূলক কর্মকান্ড ও জনগণের হাস্য উজ্জ্বল ভবিষ্যৎ উন্নয়নমূলক এবং উন্নত জীবনযাপনের কর্মসূচি বাস্তবায়নে যেইভাবে জাতিকে দিকনির্দেশনা প্রদান করেছেন তদ্রূপ বাংলাদেশের জনগণকে সমতুল্য মোতাবেক কর্মসূচি বাস্তবায়ন করে তুলবেন, যেন এই দেশের প্রত্যেক নাগরিক বিশ্বের মাথা উঁচু করে বাংলাদেশের নাগরিক হিসেবে পরিচয় অধ্যাপন করতে পারেন, কোনরকম যদি না করা হয় তথাকথিত সাথে সাথে দলীয় সিদ্ধান্ত মোতাবেক দল থেকে অবসরের মধ্য দিয়ে নতুন নির্বাচনের তফসিল ঘোষণা করবেন জাতীয় সংসদ ও সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশন।

যেন আমরা আমাদের দেশের প্রত্যেকটি নাগরিক উন্নত দেশের নাগরিকের সাথে উৎকণ্ঠে বলতে পারেন আমি বাংলাদেশী নাগরিক তাই উত্থাপিত আবেদনে কর্মসূচি উন্নত রাষ্ট্রের উন্নয়নমূলক কর্মকান্ডের সাথে মিলিত রেখে নিজ দেশের উন্নয়নমূলক কাজের কর্মসূচি শতভাগ সফল করার উদ্দেশ্যে উত্থাপন করবেন দলীয় নমিনেশন প্রত্যাশী নেতৃবৃন্দ গন।

28/03/2025

বোকা আবাল চক্রান্তকারী তারা বিভিন্ন রকমের বিভিন্ন কথা বকতে পারে কথা বলার অধিকার কারণ সবারই আছে, বিবেক বিবেচনায় রাষ্ট্র ও জনগণ রক্ষার্থে এবং স্বাধীন সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ একতাবদ্ধ এটাই বাংলাদেশের গণতন্ত্রের সৌন্দর্য,
বাংলাদেশ রাজনীতির ঊর্ধ্বে সুশীল বুদ্ধিজীবী এবং রাষ্ট্রের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারন জনগণের কাছে এত জনপ্রিয় কেন জিয়া পরিবার তথা বিএনপি?

27/03/2025

বিএনপি স্বাধীনতা বিরোধীদল নয়, কোন দল নাকি বাংলাদেশের স্বাধীনতা বিরোধী দল? ফখরুল সাহেব মুক্তিযোদ্ধা, তার বাবাকে সেটা দেখবে আইন।

27/03/2025

১৬ বছর শেখ হাসিনা নাটক করেছে,৫ ছাত্র সমনায়ক নাটকের অভিনেতারা ২৪শের স্বাধীন বলে ৭১ কে অবমাননা করে ডাবিয়ে রাখতে চায়?

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when রিয়া চ্যারিটেবল ট্রাস্ট posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share