13/04/2025
তৎকালীন ৭ কোটি জনগনের গড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএন পি সেই সাত কোটি জনগণের স্বপ্ন বাস্তবায়নের 19 দফা কর্মসূচি নিয়েছিলেন জিয়াউর রহমান সেই 19 দফা কর্মসূচিকে ৩১ দফা করেই বিশ্বের অন্যতম রাষ্ট্রের নাগরিকের সমতুল্য বাংলাদেশের নাগরিকদের উন্নত রাষ্ট্রের সমতুল্য গড়ে তোলা কর্মসূচি নিয়েছেন, ৩৫ বছর নিরলস ভাবে শুধু এই দেশ দেশের জনগণকে নিয়ে কাজ করে আসছেন তিনি এই দেশের অসত রাজনীতিবিদদেরকে দেখিয়ে দিয়েছেন যে শুধু জনপ্রতিনিধিত্বের স্থানে বসে দেশ ও জনগণের জন্য কাজ করতে হয় পাওয়ারে থাকতে হয়, জনগণের জন্য দেশের জন্য কাজ করতে হলে, আর সেই ধারণাকে ওই সমস্ত নেতৃবৃন্দদের বুঝিয়ে দিলেন যে সৎ ইচ্ছা থাকলে সবই করা সম্ভব যিনি ৩৫ বছর একটি এমপি পদ নেন নি কোন রাষ্ট্রীয় পদেও বসেননি এমন ভাবে পরিকল্পনা করেছেন যে পরিকল্পনা মতেই বর্তমান পরিস্থিতিতে এসে বাংলাদেশে দাঁড়িয়েছে এবার জনগণকে জনগণের স্থানে পৌঁছানোর কাজ, যেই স্বপ্ন তৎকালীন সাত কোটি জনগণ ও জনগণের স্বপ্নদায়ক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন আর তা বাস্তবায়নে বর্তমান সময়ের জন্য শ্রেষ্ঠ নেতৃত্ব দানকারী তারেক রহমান এখনো বাংলাদেশের অধিকাংশই মানুষ ওনার নেতৃত্ব বুঝে উঠতে পারেননি একটু সময় দিন তখনই যেমন করে গ্রহণ করেছেন ঠিক তেমনি দল মত নির্বিশেষ সাদরে গ্রহণ করে নেবেন তারেক রহমানকে তারেক রহমান তিনি একদিনে উঠে আসেনি চিনি রাষ্ট্র পরিচালনা করার জন্য উঠে আসেনি তিনি এসেছেন এই দেশের প্রত্যেকটা নরনারী শিশু আওয়াল বৃদ্ধ সবার মনে রাজ করার জন্য তিনি হচ্ছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান তারেক রহমান।