
06/01/2025
কিছু দুঃখের কোন অর্থ হয় না, কোন ভাষা হয় না, না হয় কোন কারণ। মাঝে মাঝে মানুষ এতটা একলা হয়ে যায় যে সবকিছু থাকা সত্ত্বেও মনে হয় যেন কি নেই কি নেই। চারিদিকে কোলাহল থাকা সত্ত্বেও মনের ভিতর কাজ করে শুধু নীরবতা।
আর এ দুঃখের সময় সঙ্গী হয় না কিছুই, যে আকাশকে দেখে মনের দুঃখ গুছানো যেত সেই আকাশ মেঘলা হয়ে বসে থাকে, পাখিরাও গান গায় না মিষ্টি সুরে। অসহায়ত্বের সময় শুধু সঙ্গে সাথি হয় দুঃখ আর দুঃখ।
তাই সময় যতই কঠিন হোক না কেন আপনার দুটি চোখ কখনো আপনাকে একা ছাড়বে না, সে আপনার চোখের পানি ঝরিয়ে আপনাকে সান্ত্বনা দেয়ার চেষ্টা করবে। আর এটাই হচ্ছে কঠিন সময়ের বাস্তব বন্ধু।
゚