KN Farha - Germany

KN Farha - Germany This is my Official page. I love writing ( English or Bangla),
I like Photography, Videography,
Cooking and Traveling.
🇧🇩🇮🇳🇩🇪🇳🇱🇸🇦

13/10/2025

কখনো কখনো অতি আন্তরিকতাও বিপদের কারণ হয়ে দাঁড়ায়।

রবিবার সকাল মানেই অলসতা,তবে আজ নয়, আজ অন্যরকম সকাল, ব্যস্ততা দিয়ে শুরু।সবার দিন ভালো কাটুক 🙂---- শুভ দিন-----
12/10/2025

রবিবার সকাল মানেই অলসতা,
তবে আজ নয়, আজ অন্যরকম সকাল, ব্যস্ততা দিয়ে শুরু।
সবার দিন ভালো কাটুক 🙂
---- শুভ দিন-----




কাশফুলের স্নিগ্ধ পরশ আর নির্মল বাতাস, এই দুটোই যথেষ্ট মনকে সতেজ করে তোলার জন্য। শরৎ সত্যিই অসাধারণ! ---- শুভ সকাল---    ...
11/10/2025

কাশফুলের স্নিগ্ধ পরশ আর নির্মল বাতাস,
এই দুটোই যথেষ্ট মনকে সতেজ করে তোলার জন্য।
শরৎ সত্যিই অসাধারণ!

---- শুভ সকাল---



প্রতিটা মানুষই দিনের কিছুটা সময় নিজের সঙ্গে কথা বলে। নিজের সাথে নিজেই কথা বলার মাঝে আলাদা এক প্রকার শান্তি পাওয়া যায়🙂।প্...
10/10/2025

প্রতিটা মানুষই দিনের কিছুটা সময় নিজের সঙ্গে কথা বলে। নিজের সাথে নিজেই কথা বলার মাঝে আলাদা এক প্রকার শান্তি পাওয়া যায়🙂।

প্রচন্ড গরমেও এমন পানীয় বেশ শান্তি দেয়😊🥰


06/10/2025

আবেগ বিক্রিযোগ্য নয়। অথচ মানুষ মিথ্যে আবেগ বিক্রি করে দয়া কুড়ানোর চেষ্টা করে। ভুল পন্থা।

আমাকে কি সবাই ভুলে গেছেন??
04/10/2025

আমাকে কি সবাই ভুলে গেছেন??

আমিও শিখেই চলেছি প্রতিনিয়ত  ই 🙂
30/09/2025

আমিও শিখেই চলেছি প্রতিনিয়ত ই 🙂



সবাই কিন্তু বন্ধু হয়না....
28/09/2025

সবাই কিন্তু বন্ধু হয়না....

সাবধান‼️‼️‼️‼️আল্লাহ বলছেন, ‘হে ইমানদারগণ! তারা আল্লাহকে বাদ দিয়ে যেসব দেব-দেবীর পূজা-উপাসনা করে, তোমরা তাদের গালি দিও ন...
27/09/2025

সাবধান‼️‼️‼️‼️

আল্লাহ বলছেন, ‘হে ইমানদারগণ! তারা আল্লাহকে বাদ দিয়ে যেসব দেব-দেবীর পূজা-উপাসনা করে, তোমরা তাদের গালি দিও না। যাতে করে তারা শিরক থেকে আরও অগ্রসর হয়ে অজ্ঞতাবশত আল্লাহকে গালি দিয়ে না বসে।’ (সুরা আনআ’ম আয়াত, ১০৮)।

রাসুল (সা.) বলেছেন, ‘কোনো মুসলমান যদি ভিন্ন ধর্মাবলম্বীদের অধিকার ক্ষুণ্ন করে কিংবা তাদের ওপর জুলুম করে, তবে কেয়ামতের দিন আমি মুহাম্মাদ ওই মুসলমানের বিরুদ্ধে আল্লাহর আদালতে লড়াই করবো। (সুনানে আবু দাউদ : ৩০৫২।)

প্রিয় নবী (সা.) বলেছেন, ‘অন্যায়ভাবে কোনো অমুসলিমকে হত্যাকারী জান্নাতের সুঘ্রাণও পাবে না। অথচ ৪০ বছরের রাস্তার দূরত্ব থেকেই ওই ঘ্রাণ পাওয়া যাবে।’ (বুখারি : ৩১৬৬।)

যারা দূর্গা পুজার মন্দির ভাংচুর কারার চিন্তা করছেন বা যারা এইসব করলে অনেক নেকি পাওয়া যায় মনে করেন তাদের জন্য উপরোক্ত আয়াত এবং হাদিস।

মুসলমান হিসেবে অন্য ধর্ম কে ছোট করতে নিজে এবং অন্যকে না করতে উৎসাহিত করি।

আল্লাহ তা'আলা সবাইকে সঠিক টা বোঝার তৌফিক দিন। 🤲আমিন🤲

"দে দে পাল তুলে দে, মাঝি হেলা করিস নাছেড়ে দে নৌকা আমি যাবো মদিনা।" আমার প্রিয় দুইটা লাইন। 🕌🕋জুম্মা মোবারক 🕋🕌
26/09/2025

"দে দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না
ছেড়ে দে নৌকা আমি যাবো মদিনা।"
আমার প্রিয় দুইটা লাইন।
🕌🕋জুম্মা মোবারক 🕋🕌



Adresse

Düsseldorf

Benachrichtigungen

Lassen Sie sich von uns eine E-Mail senden und seien Sie der erste der Neuigkeiten und Aktionen von KN Farha - Germany erfährt. Ihre E-Mail-Adresse wird nicht für andere Zwecke verwendet und Sie können sich jederzeit abmelden.

Service Kontaktieren

Nachricht an KN Farha - Germany senden:

Teilen

Kategorie