KN Farha - Germany

KN Farha - Germany This is my Official page. I love writing ( English or Bangla),
I like Photography, Videography,
Cooking and Traveling.
🇧🇩🇮🇳🇩🇪🇳🇱🇸🇦

শুভ সকাল....☀️🌥️🌞সকলের দিন ভালো কাটুক।
25/11/2025

শুভ সকাল....☀️🌥️🌞
সকলের দিন ভালো কাটুক।




24/11/2025

🌍🇧🇩 প্রবাসে থাকলেও ভোট দিন—বাংলাদেশের ভবিষ্যৎ গড়ুন!

আপনার এক ক্লিকেই বদলে যেতে পারে দেশের আগামীকাল! 🗳️✨

📲 Postal BD App–এ শুরু হচ্ছে সহজ-স্মার্ট অনলাইন ভোটার রেজিস্ট্রেশন!
ইউরোপে রেজিস্ট্রেশন শুরু ২৯ নভেম্বর ২০২৫ থেকে!

💡 কেন করবেন রেজিস্ট্রেশন?
⭐ ঘরে বসেই ভোটের অধিকার
⭐ নিরাপদ, দ্রুত ও ঝামেলাহীন
⭐ প্রবাসেও দেশের সিদ্ধান্তে আপনার অংশগ্রহণ

📝 রেজিস্ট্রেশন প্রক্রিয়া —
✔️ অ্যাপ ডাউনলোড
✔️ পাসপোর্ট/NID দিয়ে লগইন
✔️ ফেস ভেরিফিকেশন
✔️ তথ্য যাচাই করে সাবমিট

⏳ সময় সীমিত! আপনার ভোট—আপনার শক্তি, আপনার অধিকার! 💚❤️

👇
📥 Postal BD App ডাউনলোড করুন — রেজিস্টার করুন।

24/11/2025

I want to give a huge shout-out to my top Stars senders. Thank you for all the support!

Belal SD, Arabi Arabi, Rony Rahman, Shahin Alam, Raton Naogaon, Abdur Rahim, Md Abrarullah, Md Karim, Kashem Khan, Noman Noman

23/11/2025

শুভ সকাল...
সবার দিন ভালো কাটুক।
ফি-আমানিল্লাহ.....

কোন এক রাতে দুই বান্ধবী, ফারহা & ফারিবা😊😊বাংলাদেশ ২০২৫----- Good Night ------
23/11/2025

কোন এক রাতে দুই বান্ধবী, ফারহা & ফারিবা😊😊
বাংলাদেশ ২০২৫

----- Good Night ------




 #জীবনের Success কি??এক মৃত ব্যক্তির পকেট থেকে পাওয়া অসাধারণ একটি চিঠি :যখন জন্মালাম বাবা মা ভাবল এটা তাদের "Success"!যখ...
23/11/2025

#জীবনের Success কি??
এক মৃত ব্যক্তির পকেট থেকে পাওয়া অসাধারণ একটি চিঠি :
যখন জন্মালাম বাবা মা ভাবল এটা তাদের "Success"!

যখন হাঁটতে শিখলাম মনে হল এটাই success!

যখন কথা বলতে শিখলাম মনে হল এটাই success!

এরপর স্কুলে গেলাম, শিখলাম first হওয়াটা বা সবার চেয়ে বেশি নম্বর পাওয়াই success!

এরপর বুঝলাম, না, আসলে মাধ্যমিকে স্টার পাওয়াটাই success!

ভুল ভাঙল, বুঝলাম উচ্চমাধ্যমিকে এই রেজাল্টটা ধরে রাখাই success!

এখানেই শেষ নয়, এরপর বুঝলাম ভালো সাবজেক্ট নিয়ে ভালো কোনো জায়গায় চান্স পাওয়াটাই success, যেটা পড়লে একটা ভালো চাকরি পাওয়া যাবে।

আরো পরে বুঝলাম যে, পড়া শেষে ভালো চাকরী পাওয়া এবং অনেক রোজগার করাটাই success।

এরপর বুঝলাম, নিজের টাকায় একটি ছোট বাড়ি করাই success।

পরে বুঝলাম, সেটাও নয়, নিজের টাকায় এরপর গাড়ি কেনাটাই আসল success!

আবার ভুল ভাঙল, এরপর দেখলাম ভাল দেখে বিয়ে করে সুখে সংসার করাটাই আসল success।

বছর ঘুরলো, দেখলাম আসলে বিয়ে করে বংশধর এনে তাকে ভালো ভাবে বড় করাটাই success, ছেলে হলে তাকে প্রতিষ্ঠিত করাটাই success, মেয়ে হলে একটা ভালো ফ‍্যামেলীর ভালো চাকুরীর ছেলের সাথে বিয়ে দেওয়াটাই success।

এরপর এলো আমার রিটায়ারমেন্ট, সারা জীবনের জমানো টাকার সঠিক investment করে utilization করতে পারাই success!

এরপর যখন সবাই মিলে একাকী কবরে রেখে মাটি চাপার প্রস্তুতি নিল, মরার একটু আগেই বুঝলাম, পৃথিবীতে success বলে কোন কিছুই স্থায়ী লক্ষ্য নেই!

পুরোটাই এগিয়ে যাওয়ার জন্য নিজের তৈরী করা একটা competition। যার মূলে আছে আকাশ ছোঁয়া আকাঙ্খা, যা কখনো পূর্ণ হবার নয়।

তখন বুঝতে পারলাম এর থেকে জীবনের প্রতিদিন বা প্রতি মূহুর্ত আনন্দের সঙ্গে সুস্থ থাকা ও অন্যের জন্য কাজ করতে পারাই success এর মূল লক্ষ্য হলে অনেক ভালো হতো!
কিন্তু এটা বুঝতে অনেক দেরী করে ফেলেছি।

জীবন কে খুঁজুন, জীবন কে বুঝুন!

নিজেকে ভালবাসুন।
অন্যদের সম্মান দিন, ভালবাসুন। বিশেষ করে যাদের ভালবাসার খুবই প্রয়োজন।

🔴★★শেষ অবধি ভালবাসাপূর্ণ, আনন্দঘন আর সুস্থ একটি জীবনযাত্রা সম্পন্ন করতে পারাই ইহজীবনের তথাকথিত সফলতা!

লেখা-কিছুটা সংগৃহীত




22/11/2025

রাসূল (সা.) বলেছেন, যে ব্যক্তি এই দোয়া তিনবার পড়বে সে ভূমি ও আকাশের দুর্যোগ থেকে হেফাজতে থাকবে।

উচ্চারণ: বিসমিল্লাহিল লাজি লা ইয়াদূর`রু মা`আস মিহি শাইয়ুন ফিল আরদি ওয়ালা ফিস সামি`ই ওয়াহুয়া সামি`য়ুল আলিম।

ভূমিকম্প হবার সময় মাটির দিকে বা নিচের দিকে তাকিয়ে

⭕ ‘আল্লাহু আকবর আল্লাহু আকবার আল্লাহু আকবর, লা ইলাহা ইল্লাল্লাহ, লা শারিকালাহু, ফাবি আইয়্যে আ’লাঈ রাব্বিকুমা তুকাজ্জিবান’"
পড়তে থাকবেন যতক্ষণ ভূমিকম্প শেষ না হয়।

এ ছাড়া দুর্যোগের সময় আরও যে দোয়া পড়তে পারেন।

⭕উচ্চারণ: আন্তা ওয়ালিয়্যুনা ফাগফিরলানা ওয়ার হাম্না, ওয়া আন্তা খইরুল গফিরিন।

⭕অর্থ – হে আল্লাহ, আপনি যে আমাদের রক্ষক- সুতরাং আমাদেরকে ক্ষমা করে দিন এবং আমাদের উপর করুনা করুন। তাছাড়া আপনি-ই তো সর্বাধিক ক্ষমাকারী। [সুরা আরাফ আয়াত ১৫৫]

Good morning..... Greenism
22/11/2025

Good morning.....
Greenism

বিশ্বাস.....   আস্থা...... অপেক্ষা.....ইন-শা-আল্লাহ...... 🤲🤲🤲
21/11/2025

বিশ্বাস..... আস্থা...... অপেক্ষা.....
ইন-শা-আল্লাহ...... 🤲🤲🤲

21/11/2025

ঘুম ভেঙ্গেই মোবাইল হাতে নিয়েই দেখি ভয়াবহ ভূমিকম্পের খবর।
সবাই ঠিক আছেন তো???
আল্লাহ তা'আলা আমাদের সকলকে হেফাজত করুন...
আমিন..🤲🤲🤲

20/11/2025

সবাইকে অসংখ্য ধন্যবাদ, সাথে থাকার জন্য। সবার ঘুম ভালো হোক, সুন্দর একটি সকালে আসুক
😊😊
শুভ রাত্রি।

Adresse

Düsseldorf

Benachrichtigungen

Lassen Sie sich von uns eine E-Mail senden und seien Sie der erste der Neuigkeiten und Aktionen von KN Farha - Germany erfährt. Ihre E-Mail-Adresse wird nicht für andere Zwecke verwendet und Sie können sich jederzeit abmelden.

Service Kontaktieren

Nachricht an KN Farha - Germany senden:

Teilen

Kategorie