Housefull Drama Prime

Housefull Drama Prime This is my Official page. I love writing ( English or Bangla),
I like Photography, Videography,
Cooking and Traveling.
🇧🇩🇮🇳🇩🇪🇳🇱🇸🇦
(1)

মাাঝ রাতের চাঁদ আমার জানালায় উকি দেয়।
01/12/2025

মাাঝ রাতের চাঁদ আমার জানালায় উকি দেয়।

01/12/2025

আমি এমন তো কোন কনটেন্ট ক্রিয়েটর নয়। আমার এত এত ফলোয়ারও নাই। হাজার হাজার টাকাও এই প্ল্যাটফর্ম থেকে ইনকাম করি না। তাহলে কেন আমার পিছু লাগল আমি বুঝলাম না।
😒😒

01/12/2025

বিরক্তিকর.....
😡😠😈

সুপ্রভাত! সকাল হোক সুন্দর, মন হোক প্রশান্ত, আর দিনটা হোক দুর্দান্ত।
30/11/2025

সুপ্রভাত!
সকাল হোক সুন্দর, মন হোক প্রশান্ত,
আর দিনটা হোক দুর্দান্ত।

রবিবার মানে কোথাও কর্মব্যস্ততা, আবার কোথাও কর্মবিরতি। যে যেখানেই থাকুক না কেন, সবার দিন ভাল কাটুক।☀️☀️ __শুভ দিন __☀️☀️ ...
30/11/2025

রবিবার মানে কোথাও কর্মব্যস্ততা,
আবার কোথাও কর্মবিরতি।
যে যেখানেই থাকুক না কেন, সবার দিন ভাল কাটুক।
☀️☀️ __শুভ দিন __☀️☀️




29/11/2025

I want to give a huge shout-out to my top Stars senders. Thank you for all the support!

Md Abrarullah, Shaha Jalal, Noman Noman, Taslima Parvin Mousumi, Shahin Rana, Rony Rahman, Md Karim, Kashem Khan

এবার ডিনারটা সেরে ঘুমিয়ে পড়ুন 🙂🙂Good Night 🥱🥱🥱
29/11/2025

এবার ডিনারটা সেরে ঘুমিয়ে পড়ুন 🙂🙂
Good Night 🥱🥱🥱


অনেকদিন পর একসাথে হয়েছিলাম।😊😊🇧🇩🇹🇷🇧🇷Wir haben Ayshe Osman  so sehr vermisst.🫶🫶
29/11/2025

অনেকদিন পর একসাথে হয়েছিলাম।😊😊🇧🇩🇹🇷🇧🇷
Wir haben Ayshe Osman so sehr vermisst.🫶🫶



28/11/2025

সবাইকে অসংখ্য ধন্যবাদ লাইভটি এত সুন্দরভাবে উজ্জীবিত করবার জন্য। সত্যিই মনটা ভাল হয়ে গেছে গল্প কবিতা আর গানে
🙏💖💖

28/11/2025

মন ভালো করার জন্য আড্ডা দিতে চলে এলাম 😊😊

  .....  নীল হাউস দেশে গিয়ে দেশীয় পন্য মনিপুরী শাড়িতে সেজেছিলাম একদিন।  অনেকদিন ধরে পোস্ট করব করব করে করা হয়ে উঠছিল না...
28/11/2025

..... নীল হাউস
দেশে গিয়ে দেশীয় পন্য মনিপুরী শাড়িতে সেজেছিলাম একদিন। অনেকদিন ধরে পোস্ট করব করব করে করা হয়ে উঠছিল না। তাই আজ করলাম।
আসুন তার আগে মমনিপুরী পন্য সম্পর্কে একটু জেনে নেই।সিলেটের লোকাল পন্য #মনিপুরী ,যা জগৎ বিখ্যাত আর এখন জি আই পন্য হিসেবে স্বীকৃতি প্রাপ্ত। তাকে কিভাবে সর্বজনীন করা যায় ,এটা নিয়ে আমাদেরই ভাবতে হবে । মনিপুরী পন্য হাতে বোনা তাঁত, তাই পরিবেশ বান্ধব ও জলবায়ুর পজেটিভ প্রভাব রাখে।

আর মনিপুরী শাড়ী বলতে আমার আস্থার জায়গা হলো নীল হাউস। তার মানে এই নয় যে বাকি যারা কাজ করছেন তাদের কাছে আস্থা নেই ঠিক এমনটা নয়, তবে সুন্দর উপস্থাপন একটা বড় বিষয় এ ক্ষেত্রে। নীল হাউজের স্বত্বাধিকারী Aporna Sen Roy দিদি অসাধারণ উপস্থাপনার যোগ্যতা রাখেন। খুব সুন্দর সাবলীল উপস্থাপনায় বুঝিয়ে দিতে পারেন একজন ক্রেতাকে। যা একজন ক্রেতার জন্য ক্রয়ের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়াটা সহজ হয়ে উঠে। সব পণ্যের বিভিন্ন ধরণ আছে যা আমরা সচারাচর বুঝে উঠতে পারি না। সুন্দর উপস্থাপনা আমাদেরকে বুঝতে এবং সিদ্ধান্ত নিতে সহজ করে দেয়। অন্যেরাও হয়তো ভালো জিনিস ই অবশ্যই আপনার হাতে তুলে দিয়ে থাকেন তবে হয়তোবা সুন্দর উপস্থাপনটা করতে পারেন না। শুধু একটা ভালো পন্য হাতে তুলে দিলেই হবে না সেই সেই সাথে পণ্যের একটা ভালো বিশ্লেষণও খুব প্রয়োজন।

যাই হোক বেশ কয়েকটি শাড়ি নিয়েছি তার মধ্যে একটি পড়ার সুযোগ হয়েছে। এর মাঝে গিফটের জন্য মনিপুরী শাড়ি এবারে বেছে নিয়েছি।

বিঃ দ্রঃ আজকে রিভিউ পোস্টটা দিয়েই ফেললাম। বলাতো যায় না আবার যদি হারিয়ে যাই। 😊😊

#মনিপুরী

28/11/2025

বিশেষ বার্তা👇👇
আপনারা যদি কখনো দেখেন আমার এই পেজটি আর খুজে পাওয়া যাচ্ছে না, তবে ভেবে নিবেন আমার এই প্লাটফর্মে কাজ করবার সমাপ্তি ঘটেছে। যদিও আমি নিজেকে একজন প্রকৃত কনটেন্ট ক্রিয়েটর হিসেবে ভাবি না। আমার যখন যেটা ভালো লাগে আমি সেটা শেয়ার করি। লেখা ছবি বা ভিডিও। এবং আমি মনে করি আমার পোস্টগুলি সব সময় পরিচ্ছন্নতা বজায় রাখে। তবুও মেটা যদি আমাকে বারবার নানা ভাবে প্রবলেম ক্রিয়েট করে ( কোন নির্দিষ্ট পোস্ট বা কারণ না দেখিয়ে দিয়ে) নোটিশ করে তাহলে এই প্লাটফর্মে আমাকে ইতি টানতেই হবে। আমি এমন কোন কন্টেন্ট ক্রিয়েটর নই যে আবার পেইজ খুলে আবার পুনরাই কাজ করব। সেই ধৈর্যটাও আমার নেই।
এটা আমার জাস্ট একটা শখের পেজ। শখের বসে কাজ করা। আমার কিছু শুভাকাঙ্ক্ষী বন্ধু বান্ধবী আমাকে।কাজ করতে উৎসাহিত করেছে, টুকটাক যতোটুক কাজ করি এটাও একটা কারণ। আমার এই পেজটার বয়স পাঁচ বছর হলেও আমি মূলত কাজ করা শুরু করেছি সাত আট মাস ধরে আমি টুকটাক কাজ করে যাচ্ছি।
এই লেখাটি লেখার বিশেষ কারণ হল যে, হয়তো আপনারা অনেকেই আমার পেইজটিকে না পেয়ে চিন্তিত হয়ে যেতে পারেন, কেননা এই পেজটি ছাড়া নতুন কোন পেইজ নিয়ে আমার দেখা পাবেন না । আপনারা নানান রকমের ভাবনা ভাবতে পারেন আমাকে নিয়ে, সেই ভাবনা থেকে আপনারা দূরে থাকবেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি।
"মেটা "থেকে আলাদা কোন পেইন আমি নিতে চাই না। স্বাচ্ছন্দে কাজ করতে পারলে করব না হলে নাই।
সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। এতটুকুও হয়তোবা আপনাদের জানানোর দরকার ছিল, তাই জানালাম।

বি: দ্রঃ হ্যা আপাতত আমি আছি, এখনো হারিয়ে যায় নাই। দেখা যাক কতদিন থাকতে পারি। 🙂🙂

Adresse

Düsseldorf

Benachrichtigungen

Lassen Sie sich von uns eine E-Mail senden und seien Sie der erste der Neuigkeiten und Aktionen von Housefull Drama Prime erfährt. Ihre E-Mail-Adresse wird nicht für andere Zwecke verwendet und Sie können sich jederzeit abmelden.

Service Kontaktieren

Nachricht an Housefull Drama Prime senden:

Teilen

Kategorie