25/10/2022
অন্যান্য ফুটবল ক্লাবের শহরের নিজেদের ঘরের ছেলে, হিরো কিংবা কিংবদন্তি থাকে। কিন্তু নাপোলির এসব কিছুই নেই। তাদের আছে এক ফুটবল গড। ক্লাব ছেড়ে যাওয়ার একত্রিশ বছর পরেও এখনো যে গডে মজে আছে পুরো নেপলস। এ শহরের রাস্তা আর অলিগলিতে হাঁটলে জীবনে যে একবারের জন্যও ফুটবল দেখেনি সেও চিনে যাবে ম্যারাডোনা নামে এক ফুটবলারকে। জন্ম আর ইন্টারন্যাশনাল ফুটবলে সব অর্জন আর্জেন্টিনায় হলেও ম্যারাডোনা যেন শুধুই দক্ষিণ ইটালির এই শহরের সব। নাপোলি যেন শুধুই ম্যারাডোনার শহর-