The Blackboard Insights - দ্য ব্ল্যাকবোর্ড ইনসাইটস

The Blackboard Insights - দ্য ব্ল্যাকবোর্ড ইনসাইটস অধিকারের প্রশ্নে আপোষহীন

অন্তর্বর্তী সরকার গঠিত হওয়ার পরে সংস্কার প্রসঙ্গে এত বেশি কথা হয়েছে, যা বিগত ৫৪ বছরেও হয়নি। সংস্কারটা ঠিক কোন জায়গায়, কী...
26/09/2025

অন্তর্বর্তী সরকার গঠিত হওয়ার পরে সংস্কার প্রসঙ্গে এত বেশি কথা হয়েছে, যা বিগত ৫৪ বছরেও হয়নি। সংস্কারটা ঠিক কোন জায়গায়, কীভাবে হবে, এখন পর্যন্ত তা পরিষ্কার নয় বলে মন্তব্য করেন অর্থনীতিবিদ সাবেক অধ্যাপক আনু মুহাম্মদ।

আজ শুক্রবার(২৬ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া মিলনায়তনে নোঙর ট্রাস্ট আয়োজিত ‘আন্তসীমান্ত নদী ও নদী সংস্কৃতি’ সংখ্যার মোড়ক উন্মোচন ও আলোচনা সভায় বক্তব্য দেন অর্থনীতিবিদ অধ্যাপক আনু মুহাম্মদ।

অর্থনীতিবিদ অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, নদী নিয়ে কোনো সংস্কার কমিশন নেই, অথচ নদী আমাদের অস্তিত্বের অংশ। সরকার নদী বিশেষজ্ঞদের সম্পৃক্ত করে ১৯৯৭ সালের আন্তর্জাতিক পানিপ্রবাহ কনভেনশনে অনুস্বাক্ষর করতে পারত, কিন্তু তা করেনি।

তিনি আরও বলেন, ভারতের অনীহায় বহুপক্ষীয় আলোচনায় অগ্রগতি হয়নি, দ্বিপক্ষীয় আলোচনায়ও বাংলাদেশ লাভবান হয়নি। ফারাক্কা বাঁধসহ প্রকল্পে ভারতের সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই বাংলাদেশের উচিত ভারতের ভেতরের বাঁধবিরোধীদের সঙ্গে সংহতি তৈরি করে আন্তর্জাতিক চাপ সৃষ্টি করা।

#সংস্কার #অর্থনীতি #অন্তর্বর্তী #সরকার #ভারত #অর্থনীতিবিদ #নদী

রাজধানীর রাজউক উত্তরা অ্যাপার্টমেন্ট আবাসিক এলাকার একটি লাইব্রেরিতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। অভিযোগ করা হচ্ছে, সেখান...
26/09/2025

রাজধানীর রাজউক উত্তরা অ্যাপার্টমেন্ট আবাসিক এলাকার একটি লাইব্রেরিতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। অভিযোগ করা হচ্ছে, সেখানে আওয়ামী লীগের সমর্থকদের আড্ডা বসত বলে ক্ষুব্ধ হয়ে হামলাকারীরা এ ঘটনা ঘটায়। ভাঙচুরের সময় লাইব্রেরির বই, চেয়ার–টেবিলসহ বিভিন্ন আসবাব লুটপাটেরও অভিযোগ পাওয়া গেছে।

ঘটনাটি ঘটে গতকাল বৃহস্পতিবার গভীর রাতে, প্রায় আড়াইটার সময়। লাইব্রেরিটি পরিচালনার দায়িত্বে রয়েছে ইউনাইটেড ব্রাদার্স নামের একটি ক্রিকেট ক্লাব।

সংবাদমাধ্যম থেকে জানা যায় , বৃহস্পতিবার সন্ধ্যায় রাজউক উত্তরা অ্যাপার্টমেন্ট প্রজেক্টের চার নম্বর গেটের সামনে একজনকে মারধরের ঘটনাকে কেন্দ্র করে গভীর রাতে(২টার দিকে) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা রাসেল হোসেন, হাবিবুল বাশার ও আবরার হানিফের গ্রুপের সঙ্গে স্থানীয় মোস্তাফিজ হাবিব সুনমের অনুসারীদের সংঘর্ষ হয়। এতে রাসেল হোসেনসহ কয়েকজন আহত হন। অভিযোগ রয়েছে, লাইব্রেরি থেকে লাঠিসোঁটা এনে তাঁদের ওপর হামলা চালানো হয়।

এ অভিযোগে ক্ষুব্ধ হয়ে বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক নেতারা লাইব্রেরিতে ভাঙচুর চালান। তাঁদের দাবি, সেখানে আওয়ামী লীগের দোসররা নিয়মিত আড্ডা দিতেন।

#আওয়ামীলীগ #বৈষম্যবিরোধী #লাইব্রেরী #ভাংচুর #মারধর

26/09/2025

মহল্লায় মহল্লায় জুম্মার নামাজের পর জামায়াতে ইসলামীর প্রচারণা

ইসলামের শাসন ব্যবস্থা কায়েম করতে রাজধানীর বিভিন্ন এলাকায় জামায়াতে ইসলামীর কর্মীদের তাদের দলের সমর্থনে মসজিদের বাইরে লিফলেট প্রচার করতে দেখা যায়

সদ্য অনুষ্ঠিত ডাকসু নির্বাচন ছাত্রদলের মনোনীত সাধারণ সম্পাদক পদপ্রার্থী হিসেবে অংশ গ্রহণ করা শেখ তানভীর বারী হামিম তার ব...
26/09/2025

সদ্য অনুষ্ঠিত ডাকসু নির্বাচন ছাত্রদলের মনোনীত সাধারণ সম্পাদক পদপ্রার্থী হিসেবে অংশ গ্রহণ করা শেখ তানভীর বারী হামিম তার ব্যক্তিগত ফেসবুক একাউন্টে আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের দেখা মাত্রই মারার ঘোষণা দেন।

শেখ তানভীর বারী হামিম ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসীমউদ্দিন হলের ছাত্রদলের আহবায়ক হিসেবেও রয়েছেন। ২০২৪ এর জুলাই অভ্যুত্থানেও সামনে থেকে লড়েছেন রাজপথে।

কিন্তু কোন আইন বা শক্তির জোরে একজন তরুণ প্রজন্মের ছাত্রনেতা এমন ঘোষণা দিতে পারেন? আইন কি শুধুমাত্র একটি দল ও আদর্শের বিরুদ্ধেই ব্যবহৃত হবে?

#ছাত্রদল #বিএনপি #আওয়ামীলীগ #রাজনীতি

এনবিএফআই খাতে খেলাপি ঋণ বেড়ে ২৭,৫৪১ কোটি টাকা২০২৫ সালের জুন শেষে দেশের ব্যাংক-বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলোর (এনবিএফআই)...
25/09/2025

এনবিএফআই খাতে খেলাপি ঋণ বেড়ে ২৭,৫৪১ কোটি টাকা

২০২৫ সালের জুন শেষে দেশের ব্যাংক-বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলোর (এনবিএফআই) খেলাপি ঋণ দাঁড়িয়েছে ২৭ হাজার ৫৪১ কোটি টাকা, যা মোট বিতরণকৃত ঋণের ৩৫.৭২ শতাংশ। মার্চ শেষে খেলাপি ঋণ ছিল ২৭ হাজার ১৮৯ কোটি টাকা (৩৫.৩২%)। মাত্র এক প্রান্তিকে খেলাপি ঋণ বেড়েছে ৩৫২ কোটি টাকা। ২০২৪ সালের ডিসেম্বর শেষে খেলাপি ঋণের পরিমাণ ছিল ২৫ হাজার ৮৯ কোটি টাকা (৩৩.২৫%)। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, নতুন বিতরণ করা ঋণের বড় অংশও এখন খেলাপি তালিকায় যুক্ত হচ্ছে।

#লোন #বাংলাদেশ #ব্যাংক #ঋণ #অর্থনীতি

শান্তিতে নোবেল পুরুস্কার পেতে চাইলে ট্রাম্পকে গাজার যুদ্ধ বন্ধ করতে হবেঃ ম্যাক্রো ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকর...
24/09/2025

শান্তিতে নোবেল পুরুস্কার পেতে চাইলে ট্রাম্পকে গাজার যুদ্ধ বন্ধ করতে হবেঃ ম্যাক্রো

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি শান্তিতে নোবেল পুরস্কার পেতে চান, তবে গাজায় যুদ্ধ বন্ধ করতে হবে।

গতকাল মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) তিনি এই মন্তব্য করেন। খবরটি প্রকাশ করেছে রয়টার্স।

ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাকরন বলেছেন, গাজায় যুদ্ধ বন্ধ করানোর একমাত্র ক্ষমতা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের হাতে। তিনি বলেন, নোবেল শান্তি পুরস্কার পেতে ট্রাম্পকে এই সংঘাত থামাতে হবে। ট্রাম্প জাতিসংঘে কড়া ভাষায় বক্তৃতা দিয়ে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করেন এবং অবিলম্বে শান্তি আলোচনার আহ্বান জানান।

অন্যদিকে এবছর কাম্বোডিয়া, ইসরায়েল ও পাকিস্তান ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন করেছে।

#গাজা #ফিলিস্তিন # #ট্রাম্প #ম্যাক্রো #ফ্রান্স #যুদ্ধ #নোবেল #শান্তি

ভারতে মুসলিমরা নবী রাসুল (স) এর প্রতি ভালোবাসা প্রকাশে হয়রানির শিকার হচ্ছেন ভারতের বিভিন্ন জায়গায় ঈদে মিলাদ-উন-নবী পালনে...
24/09/2025

ভারতে মুসলিমরা নবী রাসুল (স) এর প্রতি ভালোবাসা প্রকাশে হয়রানির শিকার হচ্ছেন

ভারতের বিভিন্ন জায়গায় ঈদে মিলাদ-উন-নবী পালনের সময়ে “আই লাভ মুহাম্মদ” ব্যানার লাগানো নিয়ে তৈরি হয়েছে বিতর্ক । ব্যানার লাগানোকে কেন্দ্র করে এফআইআর দায়ের করা হলে উত্তর প্রদেশ সহ দেশের বিভিন্ন শহরে এর বিরুদ্ধে মুসলামানরা বিক্ষোভ দেখিয়েছেন।

উত্তরাখণ্ডের কাশীপুরে রবিবার ‘আই লাভ মুহাম্মদ’ ব্যানার নিয়ে মিছিল করার সময় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের হাতাহাতি ঘটে। ঘটনায় আটজনকে গ্রেফতার করা হয়েছে।

আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনিয়নের প্রাক্তন সভাপতি ফৈজুল হাসান বিবিসিকে বলেন, "আমরা শান্তিপূর্ণভাবে মিছিল করে ‘আই লাভ মুহাম্মদ’ ব্যানার লাগানোর জন্য যে এফআইআর দায়ের হচ্ছে, তার বিরুদ্ধে বিক্ষোভ দেখাই। আমরা কোনো স্লোগান তুলি নি, কোনো আইন ভঙ্গ করি নি। পরে জানতে পারি আমাদের বিরুদ্ধে মামলা হয়েছে।"

ওই এফআইআর বাতিল করানোর জন্য মি. হাসান এখন এলাহাবাদ হাই কোর্টে আবেদন করেছেন।

তিনি আরও বলেন, "মুসলমানরা নবী মুহাম্মদকে ভালোবাসেন। আমরা যদি আমাদের রসুলের প্রতি ভালোবাসা প্রকাশ করি, তাতেও আমাদের নিশানা করা হচ্ছে।"

#ভারত #মুসলিম #হয়রানি #গ্রেফতার #পুলিশ #নির্যাতন

কিয়েভ পুরো ইউক্রেনকে তার আসল রূপে আবার ফিরিয়ে আনতে পারবে, বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকা...
24/09/2025

কিয়েভ পুরো ইউক্রেনকে তার আসল রূপে আবার ফিরিয়ে আনতে পারবে, বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল মঙ্গলবার ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে একটি পোস্টে এ ধরনের মন্তব্য করেছেন, যা রাশিয়া-ইউক্রেন যুদ্ধ সংক্রান্ত তার অবস্থানে উল্লেখযোগ্য পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে।

ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, ইউক্রেন মূল সীমানাগুলো আবার পেতে পারে যেখানে এই যুদ্ধের সূত্রপাত হয়েছিল, এবং এতে ইউরোপ ও ন্যাটোর সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি মনে করেন, রাশিয়ার অর্থনীতির উপর ক্রমবর্ধমান চাপও এ ক্ষেত্রে সহায়ক হবে।

গতকাল মঙ্গলবার(২৪ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেওয়ার পর ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠকের পরই তিনি এই মন্তব্য করেন।

#রাশিয়া #ইউক্রেন #যুদ্ধ #ট্রাম্প #ন্যাটো #ট্রাম্প

আসন্ন জাতীয় নির্বাচনে পআওয়ামী লীগ ও জাতীয় পার্টির অংশগ্রহণ চেয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঢাকার গুলশা...
23/09/2025

আসন্ন জাতীয় নির্বাচনে পআওয়ামী লীগ ও জাতীয় পার্টির অংশগ্রহণ চেয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ঢাকার গুলশানে কলকাতার বাংলা দৈনিক এই সময়-এর সাংবাদিক আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশ নিতে পারবে কি না—এমন প্রশ্ন করলে মির্জা ফখরুল বলেন," আমরা বলেছি আওয়ামী লীগ ও তাদের শরিকেরা সবাই, এমনকি জাতীয় পার্টিও নির্বাচনে অংশ নিক। একটা সুষ্ঠু ও অবাধ ভোট হোক। এ জন্য অনেকে আমাকে ভারতের এজেন্ট, আওয়ামীর দালাল বলে গালাগাল দিচ্ছে। কিন্তু শেখ হাসিনার অপকর্ম আমরাও কেন করব? হাসিনা ১৫ বছর প্রতিপক্ষকে ভোটে দাঁড়াতেই দেননি, তার শাস্তি পেয়েছেন। একই কাজ করলে আমরাও তো প্রতিফল পাব। তবে মানুষ এত রক্ত দেখেছেন, এত প্রাণহানি— তাদের মধ্যে আওয়ামী-বিরোধিতা রয়েছে।"

#মির্জাফখরুল #বিএনপি #নির্বাচন #ভোট

যুক্তরাষ্ট্রের কাছে আফগানিস্তানের বাগরাম বিমানঘাঁটির নিয়ন্ত্রণ ফিরিয়ে না দিলে আফগানিস্তানের জন্য ‘খারাপ কিছু’ অপেক্ষা ক...
22/09/2025

যুক্তরাষ্ট্রের কাছে আফগানিস্তানের বাগরাম বিমানঘাঁটির নিয়ন্ত্রণ ফিরিয়ে না দিলে আফগানিস্তানের জন্য ‘খারাপ কিছু’ অপেক্ষা করছে বলে হুমকি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।

ডোনাল্ড ট্রাম্প তাঁর নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে লিখেছেন, ‘বাগরাম বিমানঘাঁটি যুক্তরাষ্ট্র তৈরি করেছে। এটি যুক্তরাষ্ট্রকে ফিরিয়ে না দিলে আফগানিস্তানে খারাপ কিছু ঘটতে যাচ্ছে।’
গত বৃহস্পতিবার ট্রাম্প বলেন, ২০০১ সালের ১১ সেপ্টেম্বর হামলার (নাইন–ইলেভেন) পর থেকে মার্কিন বাহিনী এ বিমানঘাঁটি ব্যবহার করত। এটির নিয়ন্ত্রণ ফেরত পেতে যুক্তরাষ্ট্র চেষ্টা চালিয়ে যাচ্ছে। পরদিন শুক্রবার তিনি সাংবাদিকদের বলেন, এ নিয়ে আফগানিস্তানের সঙ্গে কথা হচ্ছে।

সাংবাদিকেরা ট্রাম্পকে প্রশ্ন করেন, তিনি ওই বিমানঘাঁটি পুনরুদ্ধারে আফগানিস্তানে সেনা পাঠাবেন কি না? ট্রাম্প সরাসরি এ প্রশ্নের উত্তর দেননি। তিনি বলেন, ‘এ নিয়ে আমরা কথা বলব না।’

#যুক্তরাষ্ট্র #আফগানিস্তান #বিমানঘাঁটি #ডোনাল্ড #ট্রাম্প

গণহত্যা ঢাকতে ফিলিস্তিনকে স্বাধীন দেশের স্বীকৃতি?এক এক করে পশ্চিমা দেশ গুলো ফিলিস্তিনকে স্বাধীন দেশের স্বীকৃতি দিয়ে যাচ্...
22/09/2025

গণহত্যা ঢাকতে ফিলিস্তিনকে স্বাধীন দেশের স্বীকৃতি?

এক এক করে পশ্চিমা দেশ গুলো ফিলিস্তিনকে স্বাধীন দেশের স্বীকৃতি দিয়ে যাচ্ছে। গতকাল রোববার (২১ সেপ্টেম্বর) কানাডা , যুক্তরাজ্য ,অস্ট্রেলিয়া ও পর্তুগাল স্বীকৃতি দিয়েছে। শিগগিরি ফ্রান্সও স্বীকৃতি দিবে বলে জানিয়েছে ।

একদিকে যেখানে পশ্চিমাদেশ গুলো ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছে অন্যদিকে গাজায় গণহত্যা চালাচ্ছে ইজরায়েল। ইজরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু তার সমর্থকদের উদ্দেশ্যে এও বলেন , "ফিলিস্তিন নামে কোনো রাষ্ট্র হবে না।”

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে,২০২৩ সালের ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত গাজায় ৬৫ হাজার ২৮৩ জন ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে। আহত হয়েছেন ১ লাখ ৬৬ হাজার ৫৭৫ জন। হতাহতের সংখ্যা আরও বেশিও হতে পারে।

আল–জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে বিশ্লেষকেরা বলেন, ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার আলোচনা অনেকদিন ধরেই চলছিল। তবে গাজা ও পশ্চিম তীরে ইসরায়েলি আগ্রাসনের চাপ বাড়ায় কয়েকটি পশ্চিমা দেশ দ্রুত এই পদক্ষেপ নেয়। তাঁদের মতে, ইসরায়েলপন্থী লবির প্রভাব একদিকে, আর জাতিগত হত্যা বন্ধে জনগণের দাবির চাপ অন্যদিকে—এই দুই কারণেই শেষ পর্যন্ত পশ্চিমা নেতারা ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে বাধ্য হয়েছেন।

আল রাসের মতে, উদার-বামপন্থী সরকারগুলো জনগণের ক্রমবর্ধমান চাপের মুখে ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে। তবে এতে কোনো বাস্তব পরিবর্তন আসেনি। মানুষের অসন্তোষ বাড়তে থাকায় সরকারগুলো কম ঝুঁকির এই পদক্ষেপ নিয়ে আসলে নিজেদের মুখ বাঁচানোর চেষ্টা করেছে।

স্বাধীন গবেষক ক্রিস ওসিক বলেন,” এই স্বীকৃতির পাশাপাশি যতক্ষণ পর্যন্ত ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞা, অস্ত্র অবরোধ এবং অধিকৃত ফিলিস্তিনে নো ফ্লাই জোন বাস্তবায়নের মতো কার্যকর পদক্ষেপ নেওয়া হবে না, ততক্ষণ পর্যন্ত আমি আশাবাদী হতে পারছি না।”

#ফিলিস্তিন 🇵🇸 #স্বাধীন #গণহত্যা #পশ্চিমা

পঞ্চগড়ের তেতুলিয়া উপজেলায় এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ ও অপহরণের অভিযোগে জামায়াতে ইসলামীর কর্মী জামাল উদ্দিনকে (৪৫) গ্রেফতা...
21/09/2025

পঞ্চগড়ের তেতুলিয়া উপজেলায় এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ ও অপহরণের অভিযোগে জামায়াতে ইসলামীর কর্মী জামাল উদ্দিনকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (২১ সেপ্টেম্বর) বিকেলে আইনি প্রক্রিয়া শেষে তাকে কারাগারে পাঠানো হয়।

শনিবার রাতে ভুক্তভোগীর নানি তেঁতুলিয়া মডেল থানায় মামলা দায়ের করেন। এর পরপরই পুলিশ তিরনইহাট ইউনিয়নে অভিযান চালিয়ে জামাল উদ্দিনকে তার বাড়ি থেকে গ্রেফতার করে।

সংবাদমাধ্যম থেকে জানা গেছে,ধর্ষক জামাল উদ্দিন তিরনইহাট ইউনিয়নের আলী হোসেনের ছেলে।আগে আওয়ামীলীগ করলেও ৫ আগস্টের পর তাকে জামায়াতে ইসলাম করতে দেখা যায়। পাশাপাশি ঠুনঠুনিয়া মসজিদের ক্যাশিয়ারের দায়িত্বে ছিল । ঘটনার পর তাকে মসজিদের দায়িত্ব থেকে বহিষ্কার করা হয় ।

সংবাদমাধ্যম থেকে জানা যায়, ভুক্তভোগী মাদ্রাসাছাত্রী ছোটবেলা থেকে তার নানার বাড়িতে থাকতেন। গত ১৭ জানুয়ারি সকালে তিনি ধর্ষক জামাল উদ্দিনের বাড়িতে ফ্রিজ থেকে মুরগির মাংস আনতে গেলে বাড়িতে কেউ না থাকায় জামাল তাকে অশালীন প্রস্তাব দেন। ছাত্রী অস্বীকৃতি জানালে ক্ষিপ্ত হয়ে তিনি তাকে ধর্ষণ করেন। এরপর ভয়ভীতি দেখিয়ে একাধিকবার ধর্ষণ করা হয়।

একপর্যায়ে ছাত্রী অন্তঃস্বত্তা হলে স্থানীয়ভাবে সালিশ বসে। সালিশে জামাল দায় স্বীকার করলেও পরে তিনি, তার স্ত্রী ও ভাই মিলে ছাত্রীকে অপহরণ করেন। পরবর্তীতে মীমাংসার আশ্বাসে ভুক্তভোগীর পরিবার তাকে(ছাত্রী) উদ্ধার করে পুলিশে অভিযোগ দিলে রাতেই পুলিশ জমিল উদ্দিনকে গ্রেফতার করে ।

#ধর্ষণ #জামায়াতে_ইসলাম #ধর্ষক #অপহরণ #পঞ্চগড়

Adresse

Erfurt

Webseite

Benachrichtigungen

Lassen Sie sich von uns eine E-Mail senden und seien Sie der erste der Neuigkeiten und Aktionen von The Blackboard Insights - দ্য ব্ল্যাকবোর্ড ইনসাইটস erfährt. Ihre E-Mail-Adresse wird nicht für andere Zwecke verwendet und Sie können sich jederzeit abmelden.

Teilen