20/11/2025
ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীর মৃত্যু
রাজধানীর আফতাবনগর এলাকায় ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর রহস্যময় মৃত্যু। বিশ্ববিদ্যালয়ের দুই ভবনের ফাঁকা জায়গা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত শিক্ষার্থীর নাম বিএম মুশফিকুজ্জামান, ২০ বছর, আইন বিভাগের প্রথম বর্ষের দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী। তিনি বিকেলে ক্লাস থেকে বের হয়ে কিছুক্ষণ পরই মৃত অবস্থায় পাওয়া যায়।
বাড্ডা থানার পুলিশ ধারণা করছে এটি আত্মহত্যা। মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে, ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
#শিক্ষার্থী #মৃত্যু