
26/09/2025
অন্তর্বর্তী সরকার গঠিত হওয়ার পরে সংস্কার প্রসঙ্গে এত বেশি কথা হয়েছে, যা বিগত ৫৪ বছরেও হয়নি। সংস্কারটা ঠিক কোন জায়গায়, কীভাবে হবে, এখন পর্যন্ত তা পরিষ্কার নয় বলে মন্তব্য করেন অর্থনীতিবিদ সাবেক অধ্যাপক আনু মুহাম্মদ।
আজ শুক্রবার(২৬ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া মিলনায়তনে নোঙর ট্রাস্ট আয়োজিত ‘আন্তসীমান্ত নদী ও নদী সংস্কৃতি’ সংখ্যার মোড়ক উন্মোচন ও আলোচনা সভায় বক্তব্য দেন অর্থনীতিবিদ অধ্যাপক আনু মুহাম্মদ।
অর্থনীতিবিদ অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, নদী নিয়ে কোনো সংস্কার কমিশন নেই, অথচ নদী আমাদের অস্তিত্বের অংশ। সরকার নদী বিশেষজ্ঞদের সম্পৃক্ত করে ১৯৯৭ সালের আন্তর্জাতিক পানিপ্রবাহ কনভেনশনে অনুস্বাক্ষর করতে পারত, কিন্তু তা করেনি।
তিনি আরও বলেন, ভারতের অনীহায় বহুপক্ষীয় আলোচনায় অগ্রগতি হয়নি, দ্বিপক্ষীয় আলোচনায়ও বাংলাদেশ লাভবান হয়নি। ফারাক্কা বাঁধসহ প্রকল্পে ভারতের সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই বাংলাদেশের উচিত ভারতের ভেতরের বাঁধবিরোধীদের সঙ্গে সংহতি তৈরি করে আন্তর্জাতিক চাপ সৃষ্টি করা।
#সংস্কার #অর্থনীতি #অন্তর্বর্তী #সরকার #ভারত #অর্থনীতিবিদ #নদী