The Blackboard Insights - দ্য ব্ল্যাকবোর্ড ইনসাইটস

The Blackboard Insights - দ্য ব্ল্যাকবোর্ড ইনসাইটস অধিকারের প্রশ্নে আপোষহীন

ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীর মৃত্যু রাজধানীর আফতাবনগর এলাকায় ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর রহস্য...
20/11/2025

ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীর মৃত্যু

রাজধানীর আফতাবনগর এলাকায় ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর রহস্যময় মৃত্যু। বিশ্ববিদ্যালয়ের দুই ভবনের ফাঁকা জায়গা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত শিক্ষার্থীর নাম বিএম মুশফিকুজ্জামান, ২০ বছর, আইন বিভাগের প্রথম বর্ষের দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী। তিনি বিকেলে ক্লাস থেকে বের হয়ে কিছুক্ষণ পরই মৃত অবস্থায় পাওয়া যায়।

বাড্ডা থানার পুলিশ ধারণা করছে এটি আত্মহত্যা। মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে, ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

#শিক্ষার্থী #মৃত্যু

যুদ্ধবিরতির মধ্যেও গাজায় ইসরায়েলি হামলা: নিহত ২৮ , আহত ৭৭ গাজায় যুদ্ধবিরতি চললেও ইসরায়েলের হামলায় অন্তত ২৮ জন নিহত ও ৭৭ ...
20/11/2025

যুদ্ধবিরতির মধ্যেও গাজায় ইসরায়েলি হামলা: নিহত ২৮ , আহত ৭৭

গাজায় যুদ্ধবিরতি চললেও ইসরায়েলের হামলায় অন্তত ২৮ জন নিহত ও ৭৭ জন আহত হয়েছেন। আল–জাজিরা ও স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, গাজার বিভিন্ন এলাকায় এ হামলা চালানো হয়।

আল-মাওয়াসি, শুজেয়া ও জেইতুন এলাকায় বোমাবর্ষণে বহু পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। জেইতুনে একটি ভবনে হামলায় একই পরিবারের পাঁচজনসহ কমপক্ষে ১০ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে, যা গাজার মানুষকে নতুন করে আতঙ্কিত করেছে।

ইসরায়েল বলছে, তাদের সেনাদের ওপর গুলি চালানোর জবাবে এ হামলা হয়েছে। তবে হামাস অভিযোগ অস্বীকার করেছে। গাজার সরকারি গণমাধ্যম দপ্তর জানিয়েছে, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও উপত্যকাজুড়ে প্রায় ৪০০টি যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনা ঘটেছে এবং এসব হামলায় শতাধিক মানুষের প্রাণহানি হয়েছে।

#গাজা #নিহত #গণহত্যা #যুদ্ধ

কারণ উল্লেখ ছাড়া চাকরিচ্যুত হলেন তিন নির্বাহী ম্যাজিস্ট্রেট বিসিএস প্রশাসন ক্যাডারের ৪৩তম ব্যাচের বুনিয়াদি প্রশিক্ষণরত ত...
20/11/2025

কারণ উল্লেখ ছাড়া চাকরিচ্যুত হলেন তিন নির্বাহী ম্যাজিস্ট্রেট

বিসিএস প্রশাসন ক্যাডারের ৪৩তম ব্যাচের বুনিয়াদি প্রশিক্ষণরত তিন সহকারী কমিশনারকে কারণ উল্লেখ না করেই চাকরিচ্যুত করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। বুধবারের প্রজ্ঞাপনে ফরিদপুর, বগুড়া ও পিরোজপুরে কর্মরত এই তিন কর্মকর্তার চাকরি বাংলাদেশ সিভিল সার্ভিস নিয়োগ বিধিমালা অনুযায়ী বাতিল করা হয়।

চাকরিচ্যুত দুই কর্মকর্তা জানান, কেন এই সিদ্ধান্ত নেয়া হয়েছে তা তাদের জানানো হয়নি। প্রশিক্ষণের শেষ দিনেই তাদের চাকরি শেষ হয়। এর আগেও একই ব্যাচের কয়েকজন পুলিশ ক্যাডার ও আরও কয়েকজন কর্মকর্তাকে চাকরি থেকে অব্যাহতি দেয়া হয়েছিল।

জনপ্রশাসন বিশেষজ্ঞরা বলছেন, চাকরিচ্যুতির বৈধতা থাকলেও কারণ না জানানো ন্যায়বিচারের পরিপন্থী। সংবিধান অনুযায়ী কারণ দর্শানোর সুযোগ না দিয়ে কোনো কর্মচারীকে অপসারণ করা যায় না।

#চাকরিচ্যুত #বিসিএস #কমিশনার

তুলে নেয়ার ১০ ঘণ্টা পর সকালে আবারও পৌঁছে দেয়া হয় বাসায়রাত ১২টার দিকে গোয়েন্দা পুলিশ পরিচয়ে সাংবাদিক ও একটি সংগঠনের মিডিয়...
19/11/2025

তুলে নেয়ার ১০ ঘণ্টা পর সকালে আবারও পৌঁছে দেয়া হয় বাসায়

রাত ১২টার দিকে গোয়েন্দা পুলিশ পরিচয়ে সাংবাদিক ও একটি সংগঠনের মিডিয়া পরামর্শক মিজানুর রহমান সোহেলকে তার বাসা থেকে তুলে নেয়া হয়। তার মোবাইল জব্দ করা হয় এবং জুতা-বেল্ট খুলে রাখা হয়। প্রায় ১০ ঘণ্টা হেফাজতে রাখার পর তাকে সকালে বাসায় ফেরত দেয়া হয়।

সোহেল জানান, কেন তাকে হেফাজতে নেয়া হয়েছে তা তিনি জানতেন না। তার পিআর প্রতিষ্ঠান বিজনেস কমিউনিটি বাংলাদেশ বা এমবিসিবি-এর মোবাইল হ্যান্ডসেট ব্যবসায়ীদের কর্মসূচি পরিচালনার দায়িত্বে ছিল।

সংগঠনটির সাধারণ সম্পাদক আবু সাঈদ পিয়াসকেও রাত ১টার দিকে তার মিরপুরের বাসা থেকে ডিবি কার্যালয়ে আনা হয়। তার স্ত্রী সাংবাদিকদের এই তথ্য জানান।

সূত্র:বিবিসি বাংলা

#ডিবি #পুলিশ #সাংবাদিক #গ্রেফতার

এবারও বিজয় দিবসে প্যারেড অনুষ্ঠিত হবে নাঅন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, ১৬ ড...
19/11/2025

এবারও বিজয় দিবসে প্যারেড অনুষ্ঠিত হবে না

অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, ১৬ ডিসেম্বর বিজয় দিবসকে ঘিরে কোনো শঙ্কা বা অস্থিরতার আশঙ্কা নেই। জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় নিয়েও পরিস্থিতি শান্ত রয়েছে বলে তিনি জানান।

তিনি আরও বলেন, বিজয় দিবসের সব কর্মসূচি আগের মতোই হবে, বরং আরও বাড়ানো হবে। তবে গতবারের মতো এবারও প্যারেড অনুষ্ঠিত হবে না।

#বাংলাদেশ #আইনশৃঙ্খলা #বিজয়দিবস #স্বরাষ্ট্রউপদেষ্টা

বাংলাদেশে ন্যায়বিচারের উপর জোর, মৃত্যুদণ্ড নিয়ে জাতিসংঘের বিরোধিতাজাতিসংঘের মানবাধিকার দপ্তর (ওএইচসিএইচআর) ২০২৪ সালের ...
19/11/2025

বাংলাদেশে ন্যায়বিচারের উপর জোর, মৃত্যুদণ্ড নিয়ে জাতিসংঘের বিরোধিতা

জাতিসংঘের মানবাধিকার দপ্তর (ওএইচসিএইচআর) ২০২৪ সালের জুলাই আন্দোলন তদন্তে দেখেছে, আন্দোলন দমনের সময় গুরুতর মানবাধিকার লঙ্ঘন ঘটেছে। তারা বলেছে, শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানের বিরুদ্ধে দেয়া রায় ভুক্তভোগীদের জন্য গুরুত্বপূর্ণ মুহূর্ত। সংস্থা আন্তর্জাতিক মানদণ্ড মেনে দোষীদের জবাবদিহি ও ক্ষতিপূরণ নিশ্চিত করার আহ্বান জানিয়েছে।

ওএইচসিএইচআর মৃত্যুদণ্ডের বিরোধিতা করেছে। তারা জানিয়েছে, বিচার তাদের অনুপস্থিতিতে হওয়ায় আন্তর্জাতিক মানদণ্ড বজায় রাখা বিশেষ গুরুত্বপূর্ণ। সংস্থা আশা করছে, বাংলাদেশ সত্য উদঘাটন, ন্যায়বিচার ও ক্ষতিপূরণ নিশ্চিত করে জাতীয় ঐক্য ও ক্ষত কাটিয়ে উঠবে।

#জুলাই #গণহত্যা #জাতিসংঘ #হাসিনা

নির্ধারিত সময়ে আপিল না করলে শেখ হাসিনাকে গ্রেপ্তার করলেই মৃত্যুদণ্ড দেয়া হবে: প্রসিকিউটোর গাজী মোনাওয়ার রায় ঘোষণার ৩০ দি...
18/11/2025

নির্ধারিত সময়ে আপিল না করলে শেখ হাসিনাকে গ্রেপ্তার করলেই মৃত্যুদণ্ড দেয়া হবে: প্রসিকিউটোর গাজী মোনাওয়ার

রায় ঘোষণার ৩০ দিনের মধ্যে আপিল না করলে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানের মৃত্যুদণ্ড চূড়ান্ত হয়ে যাবে এবং গ্রেপ্তার হলেই তা কার্যকর করা যাবে বলে জানিয়েছেন প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামীম। ট্রাইব্যুনাল আইনের ২১(৩) ধারায় এ সময়সীমার পর বিলম্ব মার্জনার কোনো সুযোগ নেই।

আজ মঙ্গলবার ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। গতকাল জুলাই গণ-অভ্যুত্থানের সময়ের মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানকে মৃত্যুদণ্ড এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছে ট্রাইব্যুনাল।

#শেখ_হাসিনা #রায় #আপিল #মৃত্যুদণ্ড

রাজধানীতে ১০ মাসে খুন ১৯৮ , প্রতি মাসে গড়ে ২০ রাজধানীতে গত ১০ মাসে অন্তত ১৯৮টি হত্যাকাণ্ড ঘটেছে। ঢাকা মহানগর পুলিশ (ডিএম...
18/11/2025

রাজধানীতে ১০ মাসে খুন ১৯৮ , প্রতি মাসে গড়ে ২০

রাজধানীতে গত ১০ মাসে অন্তত ১৯৮টি হত্যাকাণ্ড ঘটেছে। ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) বলছে, শহরের বিশাল জনসংখ্যা ও আর্থ-সামাজিক জটিলতা বিবেচনায় এ সংখ্যা ‘সহনীয় সীমার মধ্যে’।

প্রতি মাসে গড়ে ২০টি খুন হচ্ছে, যার বেশিরভাগ পারিবারিক বিরোধ, পূর্বশত্রুতা বা আধিপত্যের কারণে; প্রায় সব মামলারই রহস্য উদঘাটন করে অপরাধীদের গ্রেপ্তার করা হচ্ছে বলে জানিয়েছেন ডিএমপির মিডিয়া শাখার উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।তবে পুলিশের এ দাবির মধ্যেই অবৈধ আগ্নেয়াস্ত্রের ব্যবহার বেড়েছে। গত আট দিনে গুলিতে একাধিক হত্যা হয়েছে।

সর্বশেষ গত সোমবার সন্ধ্যায় মিরপুরের পল্লবীতে যুবদলের পল্লবী থানা ইউনিটের সদস্যসচিব গোলাম কিবরিয়াকে (৪৭) নিজের দোকানে ঢুকে গুলি করে হত্যা করা হয়। পুলিশ তদন্ত শুরু করেছে।

সূত্র: দ্যা ডেইলি স্টার

#খুন #ঢাকা #হত্যা #রাজধানী

নাইজেরিয়ার উত্তর-পশ্চিমে কেবি প্রদেশের একটি স্কুলে হামলা চালিয়ে ২৫ জন ছাত্রীকে অপহরণ করেছে বন্দুকধারীরা। সোমবার ভোরে স্ক...
18/11/2025

নাইজেরিয়ার উত্তর-পশ্চিমে কেবি প্রদেশের একটি স্কুলে হামলা চালিয়ে ২৫ জন ছাত্রীকে অপহরণ করেছে বন্দুকধারীরা। সোমবার ভোরে স্কুলে প্রবেশ করে তারা
সহ–অধ্যক্ষকে গুলি করে হত্যা করে।

পুলিশ জানায়, ভোর চারটার দিকে দুষ্কৃতীরা পাঁচিল টপকে ভেতরে ঢোকে এবং গুলি চালাতে চালাতে ছাত্রীদের অপহরণ করে নিয়ে যায়।

প্রশাসন জানিয়েছে, ছাত্রীদের অজ্ঞাত স্থানে আটকে রাখা হয়েছে। নিরাপত্তা বাহিনী অভিযানে নেমেছে এবং আগেও মুক্তিপণের জন্য এই এলাকায় এমন অপহরণের ঘটনা ঘটেছে।

#ছাত্রী #অপহরণ #হত্যা #নাইজেরিয়া #শিক্ষক

স্বর্ণ ও হীরা চোরাচালানের মাধ্যমে ৬৭৮ কোটি ১৯ লাখ টাকার মানি লন্ডারিংয়ের অভিযোগে ডায়মন্ড ওয়ার্ল্ডের মালিক দিলীপ কুমার আগ...
18/11/2025

স্বর্ণ ও হীরা চোরাচালানের মাধ্যমে ৬৭৮ কোটি ১৯ লাখ টাকার মানি লন্ডারিংয়ের অভিযোগে ডায়মন্ড ওয়ার্ল্ডের মালিক দিলীপ কুমার আগরওয়ালার বিরুদ্ধে মামলা করেছে সিআইডি।

সিআইডি জানায়, বৈধ ব্যবসার আড়ালে তিনি স্বর্ণ, হীরা চোরাচালান ও অর্থপাচার করছিলেন। তদন্তে দেখা গেছে, ২০০৬ থেকে ২০২৩ পর্যন্ত এলসি মাধ্যমে তিনি বৈধভাবে আমদানি করেন মাত্র ৩৮ কোটি ৪৭ লাখ টাকার পণ্য। কিন্তু একই সময় স্থানীয় বাজার থেকে ৬৭৮ কোটি টাকার স্বর্ণ, হীরা সংগ্রহ করেন, যার কোনো বৈধ উৎস বা কাগজপত্র দেখাতে পারেননি।

এ ঘটনায় মানি লন্ডারিং প্রতিরোধ আইনে গুলশান থানায় মামলা (নম্বর ৩০) করা হয়েছে।

#বাংলাদেশ #ঢাকা #অর্থনীতি #ডায়মন্ডওয়ার্ল্ড #মানিলন্ডারিং

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর ঘোষিত ম...
17/11/2025

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর ঘোষিত মৃত্যুদণ্ডের রায়কে কেন্দ্র করে প্রতিক্রিয়া জানিয়েছে ভারত।

ভারতের মিনিস্ট্রি অফ এক্সটারনাল অ্যাফেয়ার্স তাদের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে বলেছে, "ঘনিষ্ঠ প্রতিবেশী হিসেবে ভারত সবসময় বাংলাদেশের জনগণের শান্তি, গণতন্ত্র, অন্তর্ভুক্তি ও তাদের স্বার্থ রক্ষায় কাজ করবে। এ উদ্দেশে আমরা সব ধরনের একসঙ্গে কাজ করে যাবো।"

#ভারত #শেখ_হাসিনা #রায় #বাংলাদেশ

হাসিনা ও আসাদুজ্জামানের মৃত্যুদণ্ড ও সম্পদ বাজেয়াপ্তের আদেশ, মামুনের ৫ বছর কারাদণ্ড জুলাই গণ–অভ্যুত্থানের সময় মানবতাবিরো...
17/11/2025

হাসিনা ও আসাদুজ্জামানের মৃত্যুদণ্ড ও সম্পদ বাজেয়াপ্তের আদেশ, মামুনের ৫ বছর কারাদণ্ড

জুলাই গণ–অভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে রায় ঘোষণা করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১। দুটি অভিযোগে তাঁকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। একই মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালও একটি অভিযোগে মৃত্যুদণ্ড পেয়েছেন। রাজসাক্ষী হওয়ায় পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল–মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।

রায়ে উল্লেখ করা হয়, অভিযুক্ত তিনজনের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হয়েছে। প্রায় ৪৫৩ পৃষ্ঠার এই রায়ে ছয়টি অংশ রয়েছে, যেখানে মামলার সব বিবরণ তুলে ধরা হয়েছে। আদালতে অডিও–ভিডিওসহ বিভিন্ন তথ্যউপাত্তও উপস্থাপন করা হয়।

ট্রাইব্যুনাল জানায়, আন্দোলনের সময় বিভিন্ন স্থানে গুলি চালিয়ে হত্যার ঘটনা, কোটা আন্দোলনের সময়কার হামলা এবং সংশ্লিষ্ট অভিযোগগুলো বিস্তারিতভাবে যাচাই করে রায়ে অন্তর্ভুক্ত করা হয়েছে।

#শেখ_হাসিনা #রায় #আসাদুজ্জামান #মামুন #জুলাই #গণহত্যা

Adresse

Erfurt

Webseite

Benachrichtigungen

Lassen Sie sich von uns eine E-Mail senden und seien Sie der erste der Neuigkeiten und Aktionen von The Blackboard Insights - দ্য ব্ল্যাকবোর্ড ইনসাইটস erfährt. Ihre E-Mail-Adresse wird nicht für andere Zwecke verwendet und Sie können sich jederzeit abmelden.

Teilen