26/03/2025
একটি সম্পর্ক কাঁঠালের বীজের মত,
কেউ চাইলেই ভেজে খেয়ে ফেলতে পারে, আবার চাইলে মাটিতে রোপন করতে পারে।
ভোগের স্বার্থ ত্যাগ করে যারা রোপন করেছে, তারাই একটি বিশাল বৃক্ষ আশা করতে পারে।
সব সময় জিততে নেই, কিছু ক্ষেত্রে নিজেকে পরাজিত রাখতে হয়।