ShakilBabu

ShakilBabu “হে আমার রব! যেদিন হিসাব হবে সেদিন আমাকে,আমার মাতাপিতাকে এবং মুমিনদেরকে ক্ষমা করুন“(সূরা ইব্রাহিম-৪১)

06/05/2025

কাফের আবু জাহেল নেতৃত্বে, শায়েবে আবু তালেব-এ আমাদের প্রিয় নবী মুহাম্মদ (সা.) ও তাঁর পরিবারকে সম্পূর্ণরূপে বয়কট করেছিল। ভেবেছিল, এভাবে দ্বীনকে থামিয়ে দেবে।
তারা কুরাইশদের সকল গোত্রের সঙ্গে একটি লিখিত চুক্তি করেছিল—যাতে হাশিম ও মুত্তালিব বংশের কারও সঙ্গে কেউ লেনদেন করবে না, বিয়ে করবে না, কথা বলবে না, এমনকি খাদ্য ও পানি দিতেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়।
মুসলিমরা ও নবী (সা.)-এর পরিবার বাধ্য হয়ে শায়েবে আবু তালেব নামক একটি উপত্যকায় আশ্রয় নেন।

সেই তিন বছর ছিল চরম কষ্টের সময়। ক্ষুধা এত তীব্র ছিল যে শিশুদের কান্না মক্কার উপত্যকায় প্রতিধ্বনিত হতো। শুকনো গাছের পাতা, চামড়া ফুটিয়ে খাওয়া হতো ক্ষুধা নিবারণের জন্য। অনেক সময় দিনের পর দিন অনাহারে কাটাতে হতো।
তবুও ঈমানদাররা ধৈর্য হারাননি—তারা ছিলেন দ্বীনের ওপর অটল, অদম্য।

অবশেষে, আল্লাহ তা’আলা এক অলৌকিক মুজিযার মাধ্যমে সেই বয়কটের চুক্তিপত্র ধ্বংস করে দেন।
আল্লাহর প্রেরিত এক পোকা চুক্তিপত্রটি খেয়ে ফেলে—শুধু ‘বিসমিকা আল্লাহুম্মা’ বাক্যটি অক্ষত থাকে। এভাবেই চরম এক নিপীড়নের অবসান ঘটে।

আজকের গাজা উপত্যকা সেই শায়েবে আবু তালেব থেকেও ভয়াবহ রূপ নিয়েছে।
নীরিহ মুসলিম, নারী, শিশু কেউই রক্ষা পাচ্ছে না বোমা, ক্ষুধা ও দমন-পীড়নের হাত থেকে।
নতুন করে দেখা দিচ্ছে ভয়াবহ খাদ্য সংকট ও মানবিক বিপর্যয়।

তখন মুসলিমদের সংখ্যা ছিল কম, সম্পদ ছিল সীমিত—তবুও উনাদের ঈমান ছিল ইস্পাত কঠিন।
আর আজ, মুসলিমদের সংখ্যা কোটি কোটি, সম্পদের পাহাড় কিন্তু দুর্বল ঈমান এবং বিভক্তির কারণে একে অন্যেকে সাহায্য করতে পারছে না।

সেই মহান আল্লাহ আজও আছেন।আল্লাহ রহমত বিন্দুমাত্র কমে নাই.
আমাদের গুনাহ এবং ঈমানের দুর্বলতার কারণেই হয়তো তাঁর সাহায্য কিছুটা দেরি হচ্ছে।
তবে বিজয় আসবে—সেটা সুনিশ্চিত, কারণ সত্য কখনও পরাজিত হয় না।

ও আল্লাহ! আমাদের গুনাহের কারণে আপনি আমাকে ও আমার ভাইদের পাকড়াও করবেন না।
ও আল্লাহ! আমাদের ক্ষমা করে দিন।
গাজাবাসি সহ পৃথিবীর সকল নিপীড়িত, নির্যাতিত মুসলিম ভাইবোনদের আপনি সহায়তা করুন, তাদের জন্য আপনার রাহমতের দরজা খুলে দিন।
আমিন।

12/09/2024

মুসলমান হওয়ার পরও অনেক মানুষ জান্নাতে যাবে না কিছু গোনাহের কারণে। এগুলো হলো
১. হারাম খাদ্য ভক্ষণকারী জান্নাতে যাবে না। সুনানে বায়হাকি : ৫৫২০
২. আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে যাবে না। সহিহ্ বোখারি : ৫৫২৫
৩. প্রতিবেশীকে কষ্ট দানকারী জান্নাতে যাবে না। সহিহ্ মুসলিম : ৬৬
৪. মাতা-পিতার অবাধ্য সন্তান ও দাইয়ুস জান্নাতে যাবে না। হজরত রাসুলুল্লাহ (সা.) ইরশাদ করেন, ‘তিন শ্রেণির লোক জান্নাতে যাবে না। মাতা-পিতার অবাধ্য, দাইয়ুস (যে তার স্ত্রী-বোন প্রমুখ অধীনস্থ নারীকে বেপর্দা চলাফেরায় বাধা দেয় না) এবং পুরুষের বেশ ধারণকারী নারী।’ মুসতাদরাকে হাকেম : ২২৬
৫. অশ্লীলভাষী ও উগ্র মেজাজি জান্নাতে যাবে না। সুনানে আবু দাউদ : ৪১৬৮
৬. প্রতারণাকারী শাসক জান্নাতে যাবে না। সহিহ্ বোখারি : ৬৬১৮
৭. অন্যের সম্পদ আত্মসাৎকারী জান্নাতে যাবে না। যদিও (আত্মসাৎকৃত সম্পদ) পিপুলগাছের একটি ছোট ডাল হোক না কেন। সহিহ্ মুসলিম : ১৯৬
৮. খোঁটা দানকারী, অবাধ্য সন্তান ও মদ্যপানকারী জান্নাতে যাবে না। সুনানে নাসায়ি : ৫৫৭৭
৯. চোগলখোর জান্নাতে যাবে না। সহিহ্ মুসলিম : ১৫১
১০. অন্য পিতার সঙ্গে সম্বন্ধকারী জান্নাতে যাবে না। অর্থাৎ নিজেকে যে অন্য পিতার সন্তান বলে পরিচয় দেয়, তার জন্য জান্নাত হারাম। সহিহ্ বোখারি : ৬২৬৯
১১. গর্ব-অহংকারকারী জান্নাতে যাবে না। যার অন্তরে অণু পরিমাণ অহংকার রয়েছে, সে জান্নাতে প্রবেশ করবে না। সহিহ্ মুসলিম : ১৩১
১২. হজরত রাসুলুল্লাহ (সা.)-এর নাফরমান জান্নাতে যাবে না। হাদিসে ইরশাদ হয়েছে, ‘যে আমার আনুগত্য করে, সে জান্নাতে যাবে। আর যে আমার নাফরমানি করে, সে (জান্নাতে যেতে) অস্বীকার করেছে।’ সহিহ্ বোখারি : ৬৭৩৭
১৩. দুনিয়াবি উদ্দেশ্যে ইলম অর্জনকারী জান্নাতে যাবে না। হজরত রাসুলুল্লাহ (সা.) বলেন, যে ইলম দ্বারা আল্লাহর সন্তুষ্টি অন্বেষণ করা হয়, সেই ইলম যে ব্যক্তি দুনিয়াবি কোনো স্বার্থ-সম্পদ হাসিলের উদ্দেশ্যে শিক্ষা করে, সে জান্নাতের ঘ্রাণও পাবে না।’ সুনানে আবু দাউদ : ৩১৭৯
১৪. অকারণে তালাক কামনাকারী নারী জান্নাতে যাবে না। সুনানে তিরমিজি : ১১০৮
১৫. কালো কলপ ব্যবহারকারী জান্নাতে যাবে না। হজরত রাসুলুল্লাহ (সা.) ইরশাদ করেন, ‘শেষ যুগে কিছু লোক কবুতরের সিনার মতো কালো কলপ ব্যবহার করবে। তারা জান্নাতের ঘ্রাণও পাবে না।’ সুনানে নাসায়ি : ৪৯৮৮
১৬. লৌকিকতা প্রদর্শনকারী জান্নাতে যাবে না। হজরত আবু হুরায়রা (রা.) সূত্রে বর্ণিত এক দীর্ঘ হাদিসে হজরত রাসুলুল্লাহ (সা.) ইরশাদ করেন, ‘কিয়ামতের দিন সর্বপ্রথম একজন শহীদকে ডাকা হবে। অতঃপর একজন কারিকে। তারপর একজন দানশীল ব্যক্তিকে হাজির করা হবে। প্রত্যেককে তার কৃতকর্ম সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। অতঃপর শহীদকে বীর বাহাদুর উপাধি লাভের উদ্দেশ্যে জিহাদ করার অপরাধে, কারি সাহেবকে বড় কারির উপাধি ও সুখ্যাতি লাভের জন্য কিরাত শেখার অপরাধে এবং দানশীলকে বড় দাতা উপাধি লাভের নিয়তে দান-সদকা করার অপরাধে উপুড় করে জাহান্নামে নিক্ষেপ করা হবে।’ সহিহ্ মুসলিম : ৩৫২৭
১৭. ওয়ারিশকে বঞ্চিতকারী জান্নাতে যাবে না। হাদিসে আছে, ‘যে ব্যক্তি কোনো ওয়ারিশকে তার অংশ থেকে বঞ্চিত করল, আল্লাহ তাকে জান্নাতের অংশ থেকে বঞ্চিত করবেন।’ সুনানে ইবনে মাজাহ : ২৬৯৪

10/08/2024
17/07/2024

আসসালামুআলাইকুম প্রিয় শিক্ষকবৃন্দ,

আপনাদের আমরা অনেক সম্মান এবং শ্রদ্ধা করি.
পিতা-মাতার পরেই আপনাদের অবস্থান, আমার যা অর্জন করেছি তাতে আপনাদের অবদান অনস্বীকার্য.

কোটা সংস্কারের জন্য যে যৌক্তিক আন্দোলন শুরু হয়েছে তাতে শিক্ষার্থীদের পাশাপাশি আপনাদেরও সর্মথন আমরা আশা করি. এটি কোনও দলীয় আন্দোলন নই, এটি জাতীয় আন্দোলনের রূপ নিয়েছে.

যে সকল শিক্ষকবৃন্দ এখনও শিক্ষার্থীদের এই যৌক্তিক আন্দোলনের পাশে দাড়াচ্ছেন না কিংবা বিরোধীতা করছেন তাদের কাছে আমাদের প্রশ্ন,
আপনারা আগামীতে এই সকল শিক্ষার্থীদের চোখে চোখ রেখে কথা বলতে পারবেন?
ক্লাসে গিয়ে নীতি নৈতিকতা শিখাতে পারবেন?

শিক্ষার্থীরা আপনাদের সন্তানের মত, সকল ভয় কিংবা দলীয় দালালী উপেক্ষা করে শিক্ষার্থীদের পাশে এসে দাঁড়ানোর জন্য আপনাদের কাছে আমাদের উদাত্ত্ব আহ্বান.

ইতি,
যবিপ্রবি এর প্রান্তন শিক্ষার্থী
শাকিল বাবু

04/06/2024

আল্লাহর স্মরণে হতে বিমুখ হওয়ার শাস্তি,,,
🔶তার জীবনকে সংকীর্ণ করে দেয়া হবে
🔶কিয়ামতে সে অন্ধ হয়ে উঠবে
🔶কিয়ামতে আল্লাহ তাকে ভুলে যাবে(রহমতের দৃষ্টিতে তাকাবেন না)।

23/05/2024
ঈদের ভোজন বিলাশ - ১
11/04/2024

ঈদের ভোজন বিলাশ - ১

🥰 ঈদ মোবারক 🥰
10/04/2024

🥰 ঈদ মোবারক 🥰

09/04/2024

আলহামদুলিল্লাহ,

তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম!

সৌদি আরব এ পবিত্র শাওয়াল মাসে চাঁদ দেখা গেছে.
বরকতময় রমাদান বিদায় নিয়েছে.
আর রমজান শেষে মহান আল্লাহ আমাদের কে ঈদের দিন উপহার দিয়েছেন. আগামীকাল সৌদি আরব সব বিশ্বের বিভিন্ন দেশ এ ঈদ পালিত হবে.
সবাই কে ঈদ এর অগ্রীম শুভেচ্ছা.
🥰 ঈদ মোবারক 🥰

Adresse

Turnerstreße 02
Freiberg
09599

Webseite

Benachrichtigungen

Lassen Sie sich von uns eine E-Mail senden und seien Sie der erste der Neuigkeiten und Aktionen von ShakilBabu erfährt. Ihre E-Mail-Adresse wird nicht für andere Zwecke verwendet und Sie können sich jederzeit abmelden.

Teilen

Kategorie