20/12/2025
হাদি ভাই, তুমি শুধু একজন ব্যক্তি নও, তুমি হলে গোটা বাঙালি জাতির ভাই। তোমার বুকের তাজা রক্তে ভেজা চাদর আজ আমাদের পতাকার শক্তি। তোমার রক্তের প্রতিটি ফোঁটা এই বাংলার মাটিতে গোলাপ হয়ে ফুটে আছে। বাংলাদেশের প্রতি ইঞ্চি মাটি তোমাকে মনে রাখবে চিরকাল। আমরা তোমাকে ভুলব না, তুমি আছো এবং থাকবে—আমাদের হৃদয়ের মণিকোঠায়।