Live well with Liton Germany

Live well with Liton Germany Discovere a balance life with Raihan Liton - From clean eating to daily fitness routine wellness tips
(1)

হাদি ভাই, তুমি শুধু একজন ব্যক্তি নও, তুমি হলে গোটা বাঙালি জাতির ভাই। তোমার বুকের তাজা রক্তে ভেজা চাদর আজ আমাদের পতাকার শ...
20/12/2025

হাদি ভাই, তুমি শুধু একজন ব্যক্তি নও, তুমি হলে গোটা বাঙালি জাতির ভাই। তোমার বুকের তাজা রক্তে ভেজা চাদর আজ আমাদের পতাকার শক্তি। তোমার রক্তের প্রতিটি ফোঁটা এই বাংলার মাটিতে গোলাপ হয়ে ফুটে আছে। বাংলাদেশের প্রতি ইঞ্চি মাটি তোমাকে মনে রাখবে চিরকাল। আমরা তোমাকে ভুলব না, তুমি আছো এবং থাকবে—আমাদের হৃদয়ের মণিকোঠায়।

20/12/2025

শেষ মুহূর্তে কিছু টেকনিক্যাল সমস্যার কারণে লাইভটা ঠিকভাবে ফিনিশ করতে পারিনি। এর জন্য আন্তরিকভাবে দুঃখিত।

20/12/2025

আমি লিটন জার্মানি থেকে লাইভে আসলাম আসেন আমরা কিছুক্ষণ সময় কাটাই

সবাইকে স্বাগতম। হাদী ভাইকে সশ্রদ্ধ স্মরণে রাখার কারণে গত কয়েকদিন আমি কোনো পোস্ট করতে পারিনি—এর জন্য আন্তরিকভাবে দুঃখিত।...
20/12/2025

সবাইকে স্বাগতম। হাদী ভাইকে সশ্রদ্ধ স্মরণে রাখার কারণে গত কয়েকদিন আমি কোনো পোস্ট করতে পারিনি—এর জন্য আন্তরিকভাবে দুঃখিত। গতকালের কমেন্টগুলোর রিপ্লাই দিতে না পারার জন্যও আমি ক্ষমাপ্রার্থী। এখন থেকে আবার নিয়মিত পোস্ট করব, ইনশাআল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? আপনাদের সবার খোঁজখবর নিতেই আজ ফিরে এলাম। হাদী ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন এবং আমার জন্য আশীর্বাদ করবেন। বাংলাদেশের জন্য শান্তি কামনা করি।

19/12/2025

আজকের দিনটি আমার কাছে গভীর শোকের। হাদির মৃত্যু আমাকে ভীষণভাবে নাড়া দিয়েছে। তাই আজ আমি কোনো রিলস, ভিডিও বা সুন্দর ছবি পোস্ট করব না। এই দিনটি আমি হাদির স্মরণে নীরবে অতিবাহিত করতে চাই। আপনারা সবাই তার আত্মার মাগফিরাতের জন্য দোয়া করবেন।

ভাই, তুই চলে গেলি!বাংলার এই মাটি আজ তোর জন্য কাঁদছে রে ভাই। ঘাতকের বুলেটে তোর ওই মাথাটা লুটিয়ে পড়লো, কিন্তু তুই তো হারিস...
19/12/2025

ভাই, তুই চলে গেলি!
বাংলার এই মাটি আজ তোর জন্য কাঁদছে রে ভাই। ঘাতকের বুলেটে তোর ওই মাথাটা লুটিয়ে পড়লো, কিন্তু তুই তো হারিসনি!
তোকে আমরা ভুলবো না। তোর শরীরের ঝরে পড়া প্রতিটি রক্তের ফোঁটা থেকে যেন আজ ফুটে ওঠে হাজারও লাল গোলাপ। আমাদের প্রিয় পতাকার মাঝখানের যে লাল বৃত্ত, তোর রক্তের দাগ যেন সেই লালের সাথে মিশে অনন্তকাল বেঁচে থাকে।
দোয়া করি, আল্লাহ তোকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। ওপারে যত দেশপ্রেমিক আর শহীদেরা আছেন, আল্লাহ যেন তাদের সাথেই তোর দেখা করিয়ে দেন।
তুই ভালো থাকিস ভাই। আজ তুই আগে গেলি, কিন্তু একদিন আমরাও আসবো তোর কাছে। দেখা হবে ওপারে।

ভাই তুই চলে গেলি, রেখে গেলি শোক,তোর জন্য কাঁদে আজ বাংলার দু'চোখ।মাথায় নিলি গুলি, দিয়ে গেলি প্রাণ,রক্তে লিখে গেলি দেশপ্রে...
18/12/2025

ভাই তুই চলে গেলি, রেখে গেলি শোক,
তোর জন্য কাঁদে আজ বাংলার দু'চোখ।
মাথায় নিলি গুলি, দিয়ে গেলি প্রাণ,
রক্তে লিখে গেলি দেশপ্রেমের গান।
তোর ওই রক্তের প্রতিটি ফোঁটায়,
লাল গোলাপ ফুটে উঠুক এ দেশের মায়ায়।
পতাকার লাল বৃত্তে আজ দেখি তোর মুখ,
তোকে ছাড়া এই বুকে শুধুই ধুকপুক।
আল্লাহর কাছে আজ এই ফরিয়াদ,
জান্নাতে পাস যেন শহীদদের স্বাদ।
দেশপ্রেমিকদের সাথে হোক তোর দেখা,
ইতিহাসে রবে তোর নাম স্বর্ণে লেখা।

18/12/2025

আজকে লাইভে আড্ডা দেবো আপনারা কল করবেন

18/12/2025

আমি আজকে ছোট্ট একটা লাইক করবো আমার সাথে কিছুক্ষণ সময় কাটাইয়েন যাতে লাইফে আমি একা না হয়ে যাই ধন্যবাদ সবাইকে

It is our city corporation office
18/12/2025

It is our city corporation office

দিনের ব্যস্ততা শেষে, নেমে আসে অন্ধকার। restful হোক আপনার রাত্রি, কাটুক শান্তিময়। শুভরাত্রি, গুড নাইট!
18/12/2025

দিনের ব্যস্ততা শেষে, নেমে আসে অন্ধকার। restful হোক আপনার রাত্রি, কাটুক শান্তিময়। শুভরাত্রি, গুড নাইট!

আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন
18/12/2025

আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন

Adresse

Hohenstein-Ernstthal

Benachrichtigungen

Lassen Sie sich von uns eine E-Mail senden und seien Sie der erste der Neuigkeiten und Aktionen von Live well with Liton Germany erfährt. Ihre E-Mail-Adresse wird nicht für andere Zwecke verwendet und Sie können sich jederzeit abmelden.

Service Kontaktieren

Nachricht an Live well with Liton Germany senden:

Teilen

Kategorie