03/04/2025
অন্যকে দেখে হিংসা করে,, নজর দিয়ে লাভ কি সেটা আপনার জীবনেই ফিরে যাবে 💯……….%
সো অন্যের ভালো কিছু দেখে না জ্বলে পজিটিভলি নিতে শিখুন। আপনি কিছু পারেন না,,আপনি খ্যাত,,আপনি অর্গানাইজড না ,,এটা কি অন্যের দোষ..? কখনই না..॥ কারন আপনি অন্যকে দেখে - নজর দিতে বিজি আর অন্যরা তাদের জীবন গোছাতে-সুন্দর করতে বিজি।
সো নিজের জীবনে ফোকাস দিন ,,তখন অন্যের ভালো কিছু দেখে খুশি হতে পারবেন,, বুঝবেন কারো জীবনে আলাদ্দিনের চেরাগ নেই সবাই অনেক কষ্ট করে জীবনকে সুন্দর করে॥ তখন আর কাউকে দেখে হেটিংস্ মুড আসবে না কারন ছাড়াই,,আর নিজেও নিজের জীবন গোছাতে শিখবেন। যার যার জীবন তার ,তার চয়েজও তার ,তাই নিজের যা আছে তাই নিয়ে খুশি হতে শিখুন ।অন্যের সাথে তখন আর কম্পিটিশন মুড আসবে না।
যার ভাগ্যে, সামর্থ্যে,যোগ্যতায় যেটা লিখিত আছে সেটা নিয়েই আলহামদুলিল্লাহ মুড এ থাকা উচিত ।
পশু-পাখিও মানুষকে ভালোবাসে একটু ভালোবাসা দিলে আর আপনি তো মানুষ সো ভাবুন আপনি কি করছেন। মানুষকে মানুষের মতোন ভালোবাসতে শিখুন।❣️
©️✍︎Roja & Ador - the Explorer