27/12/2025
আমাদের ক্রুজ দিন কাটছে। বিশাল এক জাহাজের ভেতরে আমরা আর বাইরে বাল্টিক সমুদ্র। এদিকে ওদিকে কিছুই দেখা যায়না। জল আর জল।
এই ছবিটিতে উপরের দিকে বাইরে যে সমুদ্র দেখা যাচ্ছে, সেটি বাল্টিক সমুদ্র। আর জানালার কাঁচে রিফ্লেকশনে আমরা দুজন 😍 ভেতর আর বাইরের সুন্দর একটি ব্লেন্ডিং 🫶 অসম্ভব ভাল লেগেছে ছবিটি 🥰
ট্রিপ শেষে ভ্লগ দিবো 💗💗