
13/07/2025
আব্বার জান্নাতের চিঠি
ছোটবেলায় আমান সব সময় ভাবত, তার আব্বা কেন এত ফজরের সময় উঠে নামাজ পড়েন, কেন রোজা থাকলে কষ্টের মধ্যেও হাসিমুখে থাকেন, কেন এতসব ইসলামী আদর্শ মেনে চলেন? আব্বার জন্য ঈদ মানেই মসজিদে প্রথম কাতারে নামাজ, আর ঈদের পরে অসহায়দের জন্য রান্না করা খানা বিতরণ।
একদিন আমান প্রশ্ন করল, "আব্বা, আপনি এত কষ্ট করেন কেন?"
আব্বা হেসে বললেন, “জান্নাতের পথে কষ্টই আনন্দ, বাবা। আল্লাহর জন্য কিছু করা মানেই শান্তি।”
আমান তখন হয়তো বুঝেনি, কিন্তু ১৫ বছর পর, যেদিন আব্বার জানাজা শেষে সবাই চলে গেল, সেদিন সে আব্বার আলমারি খুলে পেল একটি ছোট খাতা। সেখানে লেখা ছিল:
"হে আমার সন্তান, যদি আমি না থাকি, তবে কেবল এটুকু মনে রেখো—জীবনের আসল সার্থকতা আল্লাহর পথে হাঁটায়। তুমি যদি কখনো পথ হারিয়ে ফেলো, কোরআনের কাছে ফিরে এসো, নামাজে দাঁড়াও, আর আল্লাহকে ডাকো—তিনি ডাকে সাড়া দেন।"
সেদিন আমান অনেক কাঁদল। প্রথমবারের মতো সে ফজরের আজানের আগেই উঠে নামাজে দাঁড়াল। যেন জান্নাতের পথে তার নিজেরও যাত্রা শুরু হলো, আব্বার পথ ধরেই।