
12/10/2025
🗣 রবার্তো কার্লোস:
“রোনালদিনহোকে মার্ক করা ফুটবলের সবচেয়ে কঠিন কাজ ছিল। এক সেকেন্ডে সে তোমার পিছনে, আর পরের সেকেন্ডেই গোল করছে।
একদিন এল ক্লাসিকোতে আমি ঠিক করলাম ওকে একটু শাস্তি দিই। যখনই সে আমার কাছাকাছি আসতো, আমি ওর প্রেমিকার কথা তুলতাম — জিজ্ঞেস করতাম, ‘ও কেমন আছে?’
৭৮তম মিনিটে রোনালদিনহো আমাকে বলল, তার প্রেমিকা জন্মদিনের উপহার হিসেবে দুইটা গোল চেয়েছে।
আর ৮৭তম মিনিটে সে ইতোমধ্যেই দুই গোল ও এক অ্যাসিস্ট করে ফেলেছে। তারপর সে আমার দিকে ফিরে বলল —
‘তুমি আবারও ব্যর্থ হলে।’” 😅⚽🔥
Ronaldinho Gaúcho Roberto Carlos RC3