Shahin Ahmod

Shahin Ahmod Assalamulaikum, welcome to my page!

24/05/2025

বাংলাদেশের জন্য একটি ভারসাম্যপূর্ণ, নিরপেক্ষ অন্তর্বর্তী সরকার কি সময়ের দাবি?

এই পোস্টটি আমি লিখছি নিরপেক্ষ ও ভবিষ্যতমুখী দৃষ্টিভঙ্গি থেকে, দেশের চলমান রাজনৈতিক অস্থিরতা, আন্তর্জাতিক উদ্বেগ এবং জনগণের বিশ্বাস পুনরুদ্ধারের আলোকে কিছু ভাবনার জায়গা তৈরি করার উদ্দেশ্যে।



১. ড. ইউনুস – সমাধান না ব্যক্তি, বরং একটি সময়োপযোগী সেতুবন্ধন?

আমরা অনেকেই ভাবছি—ড. মুহাম্মদ ইউনুস কি বাংলাদেশের জন্য এখন একটি গ্রহণযোগ্য মধ্যস্থতাকারী হতে পারেন?
✔️ তিনি রাজনৈতিকভাবে নিরপেক্ষ
✔️ আন্তর্জাতিকভাবে সম্মানিত
✔️ দেশে-বিদেশে গ্রহণযোগ্য

আমাদের কাছে এখনো তাঁর বিকল্প নেই। তবে তা স্থায়ী সরকারপ্রধান হিসেবে নয়, বরং একটি সময়সীমিত অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে, যার মূল কাজ হবে সব দলের অংশগ্রহণে একটি গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করা।



২. ভারতের সঙ্গে সম্পর্ক – চ্যালেঞ্জ এবং কৌশল

BAL সরকার ভারতের সঙ্গে ঘনিষ্ঠ ছিল, ফলে পরিবর্তনের সম্ভাবনায় প্রতিবেশী রাষ্ট্র কিছুটা দ্বিধায়।
আমাদের প্রয়োজন একজন ভারসাম্যপূর্ণ নেতা, যিনি ভারত, পশ্চিমা শক্তি এবং জনগণের আস্থা—তিনটি জায়গায়ই গ্রহণযোগ্যতা ধরে রাখতে পারেন।

ড. ইউনুস সেই ভারসাম্য রাখতে পারেন। কারণ তিনি কারও দাস নন, আবার কারও শত্রুও নন।



৩. আমাদের করণীয় কী?

✅ ৬–১২ মাসের অন্তর্বর্তী সরকারের রূপরেখা
✅ নিরপেক্ষ উপদেষ্টা দল গঠন (অর্থনীতি, নিরাপত্তা, কূটনীতি)
✅ তরুণদের অংশগ্রহণ নিশ্চিত করা (দেশি-বিদেশি মেধাবী যুব সমাজ)
✅ আন্তর্জাতিক পর্যবেক্ষক ও নাগরিক সমাজকে যুক্ত করা



৪. সময়ের দাবি – ভবিষ্যতের জন্য প্রস্তুতি নিতে হবে এখনই

এই মুহূর্তে ড. ইউনুস হতে পারেন একটি গ্রহণযোগ্য সেতুবন্ধন।
কিন্তু ভবিষ্যতের জন্য আমাদের তৈরি করতে হবে নতুন নেতৃত্ব—যারা হবে দেশপ্রেমিক, সুশিক্ষিত ও দূরদর্শী।



এই পোস্টটি কারো পক্ষ বা বিপক্ষে নয়। এটা একটি ব্যক্তিগত বিশ্লেষণ, দেশের ভবিষ্যৎ নিয়ে ভাবার জন্য।
আমরা যদি চাই একটি নতুন বাংলাদেশ—তাহলে আলোচনা, আত্মসমালোচনা, ও দায়িত্বশীল চিন্তা দিয়েই আমাদের পথচলা শুরু করতে হবে।



#বাংলাদেশ #ইন্টারিম_সরকার ুস #জনগণের_ভবিষ্যৎ



আপনার মতামত লিখুন। শেয়ার করে অন্যদেরও ভাবনার সুযোগ দিন। পরিবর্তনের আলো কথায় নয়, চেতনায় ছড়িয়ে পড়ুক।

🌙 Ramadan Mubarak! The Month of Mercy Begins!Tomorrow marks the beginning of Ramadan, a month of fasting, reflection, an...
28/02/2025

🌙 Ramadan Mubarak! The Month of Mercy Begins!

Tomorrow marks the beginning of Ramadan, a month of fasting, reflection, and spiritual growth. It is a time for self-discipline, gratitude, and deep connection with Allah (SWT). Through fasting, we experience not only hunger and thirst but also compassion and empathy for those in need.

The Prophet Muhammad (ﷺ) said:
“When the month of Ramadan arrives, the gates of Paradise are opened, the gates of Hellfire are closed, and the devils are chained.” (Sahih al-Bukhari, 1899; Sahih Muslim, 1079)

This blessed month is a golden opportunity for spiritual renewal, increased prayers, charity, and strengthening our faith. May Allah accept our fasts, prayers, and good deeds, and may He grant us guidance and forgiveness.

Wishing everyone a blessed and peaceful Ramadan! 🤲✨

How do you plan to make this Ramadan meaningful? Let’s inspire each other! 💙

সবাইকে ঈদ মোবারক! 🎉🤗❤️ছবি: প্রিয় নবীর রওজা শরীফ, মদিনা
09/04/2024

সবাইকে ঈদ মোবারক! 🎉🤗❤️

ছবি: প্রিয় নবীর রওজা শরীফ, মদিনা

19/09/2023

"আমি নারী বিদ্বেষী নই" - তানজিম হাসান সাকিব | সাকিবের পোস্ট নিয়ে বিসিবি বক্তব্য

Assalamu Alaikum everyone,Today, we're diving into a thought-provoking topic that concerns many of us: Where can your ca...
14/09/2023

Assalamu Alaikum everyone,
Today, we're diving into a thought-provoking topic that concerns many of us: Where can your career be more successful? Is it here in Bangladesh 🇧🇩 or outside in the wider world ✈️🌍?

In the pursuit of career success, the choice between staying in Bangladesh or exploring international opportunities can be a pivotal decision.

Join us in this thought-provoking video as we delve into the factors that can shape your career journey.

We'll discuss the unique advantages and challenges of both options, providing real-life examples and expert insights. Whether you're a student 🎓 planning your future or a professional 💼 seeking new horizons, this video is your guide to making informed career decisions. 🙏💚

Please check the first comment to get the video link.👇

সাকসেসফুল ক্যারিয়ার নিয়ে আমরা দুটি ভিডিও তৈরি করেছি, যেখানে আমরা প্রথম ভিডিওতে বাংলাদেশের ছাত্র-ছাত্রীদের ক্যারিয়ারের সম...
11/09/2023

সাকসেসফুল ক্যারিয়ার নিয়ে আমরা দুটি ভিডিও তৈরি করেছি, যেখানে আমরা প্রথম ভিডিওতে বাংলাদেশের ছাত্র-ছাত্রীদের ক্যারিয়ারের সমস্যা ও দ্বিতীয় ভিডিওতে সমাধান নিয়ে কথা বলেছি।

🥲 প্রথম পাঠে, আমরা সাধারণভাবে দেখতে পাচ্ছি যে, বাংলাদেশের বেশিরভাগ স্টুডেন্টরা ক্যারিয়ার সম্পর্কে সচেতন নয়, তাদের বাস্তব অভিজ্ঞতার অনেক অভাব আছে।

🤔 বাংলাদেশের ছাত্র-ছাত্রীদের পড়াশোনা সমাপ্ত হওয়ার পরে তারা কি করবে বা কোন পেশা বেচে নিবে তা তারা অবগত নয়। কেন তাদের মধ্যে কেউ পড়াশোনা শেষ করে চাকরি পায় আবার কেউ চাকরি পায় না? আমরা এই প্রশ্নের সমাধান নিয়ে তিনটি গ্রুপে বিভক্ত করেছি:

🔴 প্রথম ও দ্বিতীয় গ্রুপ: যারা পড়াশোনা ও BCS নিয়ে ব্যাস্ত থাকে, তারা পড়াশোনা শেষ করে চাকরি পাওয়ার জন্য অনেক কঠিন সমস্যার সম্মুখীন হতে হয়। তাদের মধ্যে কিছু সংখ্যক লোকের BCS বা অন্যান্য Government Job অথবা Private Job হয় কিন্তু বেশির ভাগ স্টুডেন্ট/ গ্রাজুয়েট সাথে সাথে চাকরি পায় না।

✅ তৃতীয় গ্রুপ: যারা পড়াশোনা করার পাশাপাশি পার্ট টাইম বা ফুলটাইম চাকরি করার ফলে স্নাতক বা পরবর্তী শিক্ষা শেষ করে, তাদের চাকরির অফার পেতে কঠিন সমস্যার সম্মুখীন হতে হয় না। এই গ্রুপের ছাত্র-ছাত্রীদের জন্য আমরা একাধিক উদাহরণ দিয়েছি, যা তাদের চাকরি জীবনে সফলতা অর্জনে সাহায্য করে থাকে।

✅ আমাদের দ্বিতীয় পাঠে, আমরা এই তৃতীয় গ্রুপের ছাত্র-ছাত্রীদের চাকরি পাওয়ার সফলতা নিয়ে আলোচনা করেছি। এছাড়াও, আমরা সকল স্টুডেন্টকে উৎসাহ দিচ্ছি তারা যেন ইউনিভার্সিটিতে থাকা অবস্তায় তাদের ক্যারিয়ার নিয়ে পরিষ্কার ধারনা রাখে -
🟢 যে তারা কোন ধরনের পেশা বেচে নিবে বা ঐ পেশার মার্কেটের অবস্থা কি?
🟢 ঐ পেশায় যাওয়ার জন্য তাদের কি ধরনের যোগ্যতা লাগবে?
🟢 বর্তমানে তাদের কি ধরনের দক্ষতা আছে?

✅ এই সমস্যা সমাধানের জন্য আমরা সকল স্টুডেন্টকে কৌশলগত পরামর্শ দিয়েছি পাশাপাশি এর বিস্তারিত তথ্য দেয়ার চেষ্টা করেছি যা প্রতিটি স্টুডেন্টকে তাদের ক্যারিয়ারে প্রেরণা বাড়াতে সাহায্য করবে। চাকরি জীবনে সাফল্য পেতে, টাকার পিছনে না দৌড়ে, দক্ষতার পিছনে সময় ব্যয় করার জন্য উৎসাহ দেওয়া হয়েছে।

🏌️‍♂️আমরা আপনাদের ক্যারিয়ার সফলতার দিকে একটি নতুন দৃষ্টিকোণ প্রদান করতে প্রস্তুত। আমাদের এই ভিডিওটি বাংলাদেশের সকল স্টুডেন্ট ও কর্মজীবি মানুষের জন্য তৈরি করেছি যাতে আপনি আপনার ক্যারিয়ারে সফলতা লাভ করতে পারেন।

❤️ আমাদের পরবর্তী ভিডিও গুলো দেখতে সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকুন, আপনার ক্যারিয়ারের সফলতা একটি সাধারণ স্থানে নয়, বরং একটি বিশেষ অবস্থানে নেওয়ার জন্য আমাদের সাথে যুক্ত থাকুন! 🙏💚

Thanks for joining me! Good company in a journey makes the way seem shorter. — Izaak Walton
28/08/2023

Thanks for joining me! Good company in a journey makes the way seem shorter. — Izaak Walton

Thanks for joining me! Good company in a journey makes the way seem shorter. — Izaak Walton

আসসালামু আলাইকুম, 🆗 ইসলামের মূল যে পাঁচটি স্তম্ভ (1️⃣কালিমা, 2️⃣নামাজ, 3️⃣রোজা, 4️⃣হজ্জ ও 5️⃣যাকাত) তার মধ্যে প্রথম তিনট...
27/08/2023

আসসালামু আলাইকুম,
🆗 ইসলামের মূল যে পাঁচটি স্তম্ভ (1️⃣কালিমা, 2️⃣নামাজ, 3️⃣রোজা, 4️⃣হজ্জ ও 5️⃣যাকাত) তার মধ্যে প্রথম তিনটি সবার উপর ফরজ, বাকি দুইটি নির্ভর করে আপনার অর্থনৈতিক অবস্থার উপর।

🟢 এখন আপনি যদি একটু মনযোগ সহকারে খেয়াল করেন তাহলে দেখবেন যে, একজন মানুষ যখন কালিমা পাঠ করল অর্থাৎ সে আল্লাহ ও আল্লাহর রাসুলের উপর বিশ্বাস স্হাপন করল তার ঠিক পরেই নামাজ চলে আসছে। এর জন্য নামাজের গুরুত্ব অপরিসীম।

🟩 এই বিষয়ে আমার নতুন ভিডিও "নামাজ" আগামীকাল ইউটিউবে পাবলিশ হবে। সবাইকে দেখার আমন্ত্রণ রইলো!

🤲 আল্লাহ আমাদের সকলকে যেন ৫ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন, আমিন।

#নামাজ #ইমান #ইসলাম

Address


Alerts

Be the first to know and let us send you an email when Shahin Ahmod posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share