
05/10/2025
শিশির মনির সাহেবের দুর্গাপূজা পরিদর্শন নিয়ে অনেক বিতর্ক হচ্ছে।
তিনি একজন সাংসদ পদপ্রার্থী হিসেবে নিজের এলাকার সব ধর্মাবলম্বীর খোঁজ-খবর নিয়েছেন — সেটি তার সামাজিক দায়িত্বের অংশ।
তবে, তার বক্তব্যের কিছু অংশ হয়তো ব্যাখ্যার ভুলে বিতর্কিত হয়েছে।
যদি তিনি বলতে চান যে সব ধর্ম সমান সত্য, তাহলে তা ইসলামি আকিদার পরিপন্থী।
কিন্তু যদি তার উদ্দেশ্য হয় সব ধর্মের মানুষ যেন শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করতে পারে — তাহলে সেটি ইসলামের শিক্ষারই প্রতিফলন।
📖 আল্লাহ তায়ালা বলেন:
“ধর্মের বিষয়ে কোনো জবরদস্তি নেই।”
— সূরা আল-বাকারা (২:২৫৬)
রাসুলুল্লাহ ﷺ নিজে অমুসলিমদের অধিকার রক্ষা করেছেন, মদিনা সনদে তাদের নিরাপত্তা নিশ্চিত করেছেন — কিন্তু কখনো ঈমানের বিষয়ে আপস করেননি।
সুতরাং, সহাবস্থান ও সহনশীলতা ইসলামের অংশ, কিন্তু বিশ্বাসে আপস নয়।
আজ কিছু মানুষ তার বক্তব্য বিকৃতভাবে ছড়িয়ে নিজের রাজনৈতিক ফায়দা লুটতে চাইছে — যা জুলুমের সামিল।
একজন মানুষ ভুল করলে তা বলা যাবে, কিন্তু যা বলেননি তা চাপিয়ে দেওয়া ইসলাম স্বীকার করে না।
⸻
শেষ কথা:
ধর্মের নামে বিভাজন নয়, বরং ন্যায়ের পক্ষে দাঁড়ানোই মুসলমানের দায়িত্ব।
“তোমরা ন্যায়বিচার কর, সেটাই তাকওয়ার নিকটতম।” — (সূরা মায়িদা ৫:৮)
🕊️ সত্যের পথে থাকুন, কাউকে অপমান নয় — পরিশুদ্ধ কথায় সমাজে ভারসাম্য ফিরিয়ে আনুন।