Shahin Ahmod

Shahin Ahmod Assalamulaikum, welcome to my page!

13/01/2026

−১০°C তুষারের দেশে জীবন ❄️ | Snow World

22/12/2025

ভাই ও বোনেরা,

হাদি ভাই আমাদের শিখিয়েছেন-শত্রুকে ঘৃণায় নয়, সক্ষমতায় হারাতে হয়। বাংলাদেশ শুধু চিৎকারে বাঁচবে না, বাঁচবে চরিত্রে ও নৈতিকতায়।

বিদেশি প্রভাব ঠেকাতে হলে আগে নিজেদের শক্ত করতে হবে-শিক্ষায়, অর্থনীতিতে, আর ন্যায়বোধে।

তিনি চলে গেছেন,
কিন্তু দায়িত্ব রেখে গেছেন আমাদের হাতে। আমাদের ভেতরেই হাজারো হাদি আছেন-তাদের বাঁচাতে হবে, তাদের নিয়েই দেশ গড়তে হবে।

ভবিষ্যৎ আবেগে নয়, দায়িত্বে।
পরিবর্তন শুরু হোক নিজের কাছ থেকে-সব ধরনের অন্যায় পরিহার করি, নিজে অন্যায় না করি, আর অন্যায় হতে না দিই।

পথটা কঠিন-হাদি ভাইও এই পথেই হেঁটেছেন,
আজও অনেকে হাঁটছেন। কিন্তু ধৈর্য আর দৃঢ়তা ধরে রাখতে পারলে, শেষ বিজয় বাংলাদেশেরই হবে-ইনশাআল্লাহ।

🔥 আজকের মৃত্যুদণ্ডের রায় — অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের বিজয়ের দিনআজকের রায়টি শুধু একটি বিচার নয়—এটি বছরের পর বছর জুলুম, নি...
17/11/2025

🔥 আজকের মৃত্যুদণ্ডের রায় — অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের বিজয়ের দিন

আজকের রায়টি শুধু একটি বিচার নয়—
এটি বছরের পর বছর জুলুম, নিপীড়ন, গুম-খুন, দুর্নীতি ও স্বৈরাচারের বিরুদ্ধে জনতার নীরব আর্তনাদের প্রতিফলন।

অনেকদিন পর মানুষ দেখলো:
👉 ক্ষমতা বড় হলেও শাস্তি এড়ানো যায় না।
👉 জুলুমের রাজনীতি চিরস্থায়ী নয়।
👉 অপরাধ করলে তার বিচার হবেই—এটাই ন্যায়, এটাই নীতি।

এটা রাজনীতি নয়,
এটা জবাবদিহি।
এটা সত্যের প্রতিষ্ঠা।



📌 আজকের রায় কী প্রমাণ করলো?

✔️ কেউ আইনের ঊর্ধ্বে নয়।
✔️ রাষ্ট্রীয় ক্ষমতা অপরাধ ঢাকতে পারে না।
✔️ ন্যায়বিচার দেরিতে আসলেও আসবেই।

বছরের পর বছর যারা ভাবত—
“আমাদের কিছু হবে না”—
আজকের রায় তাদের জন্য এক স্পষ্ট সতর্কবার্তা।



☝️ ইসলামের দৃষ্টিতে: এটি প্রতিশোধ নয়, এটি ন্যায়ের প্রতিষ্ঠা

কুরআন বলে:

“অন্যায়কারীদের জন্য যন্ত্রণা ও কঠিন শাস্তি রয়েছে।”
— সূরা ইবরাহীম ১৪:৪২

“যে অপরাধ করে, তার জন্যই শাস্তি।”
— সূরা আনআম ৬:১৬৪

জুলুমের শাস্তি ইসলামে কঠোর।
কারণ জুলুম শুধু মানুষের বিরুদ্ধে নয়—
এটি আল্লাহর সীমালঙ্ঘন।

তাই আজকের রায়
প্রতিশোধ নয়—
এটি জুলুমের ন্যায়সঙ্গত জবাব।



⚠️ ভবিষ্যৎ নেতাদের জন্য শিক্ষা

যে-ই ক্ষমতায় আসুক—
বাংলাদেশ তাকে আজ স্মরণ করিয়ে দিল:

👉 ক্ষমতা আমানত
👉 মানুষকে হত্যা, নিপীড়ন বা নির্যাতন করলে বিচার হবেই
👉 রাষ্ট্রীয় শক্তি দিয়ে চিরকাল সত্যকে দমন করা যায় না

এটাই একটি সভ্য রাষ্ট্রের শক্তি,
এটাই ইসলামী ন্যায়বিচারের মূলনীতি।



🇧🇩 বাংলাদেশের জনগণের প্রতি সম্মান

আজকের পথটি সহজ ছিল না।
অনেক রক্ত, অশ্রু, সংগ্রাম এবং ত্যাগের পর
আমরা আবার ন্যায়ের আলো দেখতে শুরু করেছি।

এই রায়
🔹 জনতার ধৈর্যের ফল,
🔹 আন্দোলনের ফল,
🔹 আল্লাহর রহমতের ফল।



🤲 আল্লাহ আমাদের দেশকে রক্ষা করুন

হে আল্লাহ,
এই দেশ থেকে জুলুম দূর করুন,
সত্যকে প্রতিষ্ঠা করুন,
দোষীদের শাস্তি দিন,
নিরপরাধদের রক্ষা করুন,
এবং বাংলাদেশকে ন্যায়বিচারের পথে দৃঢ় রাখুন।

আজকের রায় ইতিহাসে লিখে থাকবে —
জুলুমের রাত যত লম্বাই হোক,
ন্যায়ের ভোর একদিন আসবেই।

শেখার যাত্রা কখনও থামে না! 🎯শেখা একটা চলমান প্রক্রিয়া — এর জন্য দরকার স্থির মনোভাব আর ইতিবাচক মানসিকতা।যখনই কোনো সমস্যা...
28/10/2025

শেখার যাত্রা কখনও থামে না! 🎯

শেখা একটা চলমান প্রক্রিয়া — এর জন্য দরকার স্থির মনোভাব আর ইতিবাচক মানসিকতা।
যখনই কোনো সমস্যা আসে, চেষ্টা করি সেটাকে গভীরভাবে বুঝে সমাধান করতে, কারণ এখান থেকেই আসল উন্নতি শুরু হয়।

যদি আমরা শুধু কাজটা শেষ করি কিন্তু শেখার চেষ্টা না করি, তাহলে পরের বার একই সমস্যায় আবার সময় নষ্ট হবে।
তাই শেখার সুযোগ হাতছাড়া করা ঠিক নয়।

আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি, “learning by doing”—অর্থাৎ করে শেখা—সবচেয়ে কার্যকর উপায়। এতে আমাদের মস্তিষ্কে জ্ঞান আরও শক্তভাবে প্রতিষ্ঠিত হয় এবং তা বাস্তব অভিজ্ঞতায় রূপ নেয়। 💪

চলতে থাকুন, শিখতে থাকুন। 🌱

অনেকদিন ধরে অনিয়মিত আছি আমার পেইজে। চিন্তা করছি নিয়মিত হব। আপনারা কি ধরনের কন্টেন্ট আমার কাছ থেকে আশা করেন?প্লিজ কমেন্ট ...
15/10/2025

অনেকদিন ধরে অনিয়মিত আছি আমার পেইজে। চিন্তা করছি নিয়মিত হব। আপনারা কি ধরনের কন্টেন্ট আমার কাছ থেকে আশা করেন?

প্লিজ কমেন্ট করে জানাবেন।

এই মূহুর্তে আমি এআই নিয়ে অনেক কিছু শিখতেছি, আপনারা এআই নিয়ে কি চিন্তা করছেন? কিভাবে এআই কে দৈনন্দিন জীবনে কাজে লাগাচ্ছেন, শেয়ার করতে পারেন...

ধন্যবাদ! 🙏

শিশির মনির সাহেবের দুর্গাপূজা পরিদর্শন নিয়ে অনেক বিতর্ক হচ্ছে।তিনি একজন সাংসদ পদপ্রার্থী হিসেবে নিজের এলাকার সব ধর্মাবলম...
05/10/2025

শিশির মনির সাহেবের দুর্গাপূজা পরিদর্শন নিয়ে অনেক বিতর্ক হচ্ছে।
তিনি একজন সাংসদ পদপ্রার্থী হিসেবে নিজের এলাকার সব ধর্মাবলম্বীর খোঁজ-খবর নিয়েছেন — সেটি তার সামাজিক দায়িত্বের অংশ।

তবে, তার বক্তব্যের কিছু অংশ হয়তো ব্যাখ্যার ভুলে বিতর্কিত হয়েছে।
যদি তিনি বলতে চান যে সব ধর্ম সমান সত্য, তাহলে তা ইসলামি আকিদার পরিপন্থী।
কিন্তু যদি তার উদ্দেশ্য হয় সব ধর্মের মানুষ যেন শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করতে পারে — তাহলে সেটি ইসলামের শিক্ষারই প্রতিফলন।

📖 আল্লাহ তায়ালা বলেন:

“ধর্মের বিষয়ে কোনো জবরদস্তি নেই।”
— সূরা আল-বাকারা (২:২৫৬)

রাসুলুল্লাহ ﷺ নিজে অমুসলিমদের অধিকার রক্ষা করেছেন, মদিনা সনদে তাদের নিরাপত্তা নিশ্চিত করেছেন — কিন্তু কখনো ঈমানের বিষয়ে আপস করেননি।
সুতরাং, সহাবস্থান ও সহনশীলতা ইসলামের অংশ, কিন্তু বিশ্বাসে আপস নয়।

আজ কিছু মানুষ তার বক্তব্য বিকৃতভাবে ছড়িয়ে নিজের রাজনৈতিক ফায়দা লুটতে চাইছে — যা জুলুমের সামিল।
একজন মানুষ ভুল করলে তা বলা যাবে, কিন্তু যা বলেননি তা চাপিয়ে দেওয়া ইসলাম স্বীকার করে না।



শেষ কথা:
ধর্মের নামে বিভাজন নয়, বরং ন্যায়ের পক্ষে দাঁড়ানোই মুসলমানের দায়িত্ব।

“তোমরা ন্যায়বিচার কর, সেটাই তাকওয়ার নিকটতম।” — (সূরা মায়িদা ৫:৮)

🕊️ সত্যের পথে থাকুন, কাউকে অপমান নয় — পরিশুদ্ধ কথায় সমাজে ভারসাম্য ফিরিয়ে আনুন।

16/08/2025
13/08/2025

মৃত্যুর আগ পর্যন্ত যেন এই কাজটি করে যেত পারি - সুস্থ থাকার বিকল্প আর কিছুই হতে পারে না।

12/08/2025

এত লম্বা শর্ট, গোল কিপার ভয়ে পালিয়েছে! 🤣

30/07/2025

Just tried Canva to make a simple video - How to Save Money - 3 Easy Steps! Here is the result...

গতি নয়, সাফল্য আসে ধারাবাহিকতায়!Success is not in the speed — it’s in the consistency. Keep showing up, and the magic wi...
17/07/2025

গতি নয়, সাফল্য আসে ধারাবাহিকতায়!

Success is not in the speed — it’s in the consistency. Keep showing up, and the magic will follow, dear fellow young stars of Bangladesh.

তা নারায়ণগঞ্জ হোক বা গোপালগঞ্জ —
ব্লকেড দিয়ে এই তারুণ্যের জোয়ার থামানো যাবে না।
কারণ এই তারুণ্য শুধু একটি এলাকার নয়, এটি সমগ্র বাংলাদেশের আত্মার স্পন্দন।

আজকের তরুণরা আর চুপ থাকবে না,
তারা জানে কখন জেগে উঠতে হয়, আর কখন রুখে দাঁড়াতে হয়।

তারুণ্যের শক্তিতে — সৈরাচার নিপাত যাক,
আলো আসবেই, রক্তক্ষয় ছাড়াও।

Address

Tallinn
12616

Alerts

Be the first to know and let us send you an email when Shahin Ahmod posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share