
14/03/2025
প্রিয় জাতিসংঘের মহাসচিব ও প্রধান উপদেষ্টা,
আপনাদের কক্সবাজার সফর আমাদের জন্য এক অবিস্মরণীয় গর্বের মুহূর্ত। বিশ্বের এই সোনালী সৈকত, যার প্রাকৃতিক সৌন্দর্য ও মানবিক ইতিহাস অনন্য, তা আপনার মহান নেতৃত্বে আরও আলোকিত হবে—এমন প্রত্যাশা আমাদের। আপনার উপস্থিতি আমাদের এই অঞ্চলের সম্ভাবনাকে নতুন মাত্রা দেয় এবং আমরা নিশ্চিত, এর মাধ্যমে কক্সবাজারের উন্নয়ন পথ আরো প্রসারিত হবে।
আমরা কক্সবাজারবাসীর পক্ষ থেকে আপনাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আল্লাহ তাআলা আপনার সফরকে সফল ও ফলপ্রসূ করুন।
শুভেচ্ছান্তে,
[ M***i Moin Uddin Arman ]
জামিয়া রহমানিয়া দারুল উলুম কাজলা যাত্রাবাড়ি ঢাকা ।