Dawah for Global Change

Dawah for Global Change Founded by Rifat – for a world reformed by Qur'an and Sunnah, in shā Allāh. Inspiring hearts. Changing minds. Calling to truth.

21/07/2025

ইন্না- লিল্লাহ....🤲
" রাজধানীর উত্তরা মাইলস্টোন কলেজে বিমান বিধ্বস্ত "হে আল্লাহ তুমি অগ্নিদগ্ধ সকল মানুষকে হেফাজত কর।

20/07/2025

এখনই সময়— দেশকে গড়ার!
এমন একটা বাংলাদেশ চাই,
যা দেখে বিশ্ব বলবে:
"আমাদের দেশটাও যদি হতো বাংলার মতো!"



#বাংলা_হোক_বিশ্বের_অনুপ্রেরণা
#দেশগড়ারসময়





#বাংলার_ডাকে_সাড়া_দাও

19/07/2025

"এমন একজন দায়িত্বশীল নেতাকেই বাংলার মানুষ ক্ষমতায় দেখতে চায় — দেশের সেবক হিসেবে।
যে পড়ে গেলে রবের দয়ায় উঠে দাঁড়াবে,
কিন্তু কারও ভয়ে, হেরে যাবে না এবং বাংলার মানুষকে একা ছেড়ে দিবে না!"

হে আরশের মালিক _তুমি এই রাহবারকে সুস্থ করে দাও।

15/07/2025

সুর হয়তো নিখুঁত নয়, কিন্তু হৃদয় থেকে গেয়েছি।
এই প্রথম— আমার লেখা, আমার সুরে, আমার কণ্ঠে।
ইতিপূর্বে কখনো গাওয়া হয়নি এইভাবে।
এক কলি দিলাম... ভালো লাগলে পুরোটা আসবে ইনশাআল্লাহ।”

#স্বপ্নই_আমার_অনেক_বড়





#স্বপ্নের_পথে


12/07/2025

আজও তুমি আর আমি চুপ হয়ে থাকলে_
"কাল ইতিহাস আমাদের নীরব কাপুরুষ বলে ডাকবে"।
#চাঁদারজুলুম








28/06/2025

"এমন হৃদয়ভাঙা গল্প" যেন আর কোনো মায়ের সন্তানের জীবনে না আসে—
ভিডিওটি শেয়ার করুন, জেগে উঠুক প্রতিটি বিবেক।















26/06/2025
❝ঐক্যবদ্ধ হয়ে এখনই রুখে দাঁড়াতে হবে!❞যত বেশি ছাড় দেওয়া হবে,তত বেশি মাথায় চড়ে বসবে তারা।আর যখন ধরা পড়বে—তখন আর ছেড়ে দেওয়...
24/06/2025

❝ঐক্যবদ্ধ হয়ে এখনই রুখে দাঁড়াতে হবে!❞

যত বেশি ছাড় দেওয়া হবে,
তত বেশি মাথায় চড়ে বসবে তারা।
আর যখন ধরা পড়বে—
তখন আর ছেড়ে দেওয়া চলবে না।

⚖️ কঠোর বিচারই হোক শিক্ষা,
যাতে গোষ্ঠীসহ সোজা হয়ে যায়।

এখনই সময় অন্যায়ের বিরুদ্ধে ‍ঐক্য গড়ে তোলার,
নয়তো একে একে সবাই ভুক্তভোগী হবো আমরা নিজেরাই!

বিস্তারিত কমেন্ট বক্সে..

24/06/2025

"এটাই আমার ইসলাম —
হৃদয়ের জাগরণ, জীবনের আলো।
আর যেখানে তিনটি জিনিস ধরে রাখতে পারলেই তুমি সফল।
Amar Islam2







16/12/2024

তোমরা শহীদেরকে মৃত বলো না। তাঁরা চিরকাল জীবিত হয়ে থাকবে আমাদের হৃদয়ে।আল্লাহ তাআলা সকল শহীদের কবুল করে নিন।
১৬ ডিসেম্বর বিজয় দিবসের শুভেচ্ছা রইলো।
অচিরেই আরেকটি বিজয় সামনে। বরের দয়ায় আমার দেশ যাবে নতুন এক ওমরে দখলে ইনশাআল্লাহ।

13/12/2024

আলহামদুলিল্লাহ
আমরা আবার দেখতে পারবো তাকে
,,,,,,,,,,,,,,,,,,,,কুরআনের ময়দানে।
কুরআন দিয়ে মুগ্ধ করবে আবার
,,,,,,,,,,,,,,,,,,,,,,করবে যে তার সুরে আর গানে।

12/12/2024

মুফতি আমির হামজা হুজুরে মাহফিল কি বন্ধ করা উচিৎ। নাকি সমালোচনা থেকে বিরত থাকা উচিৎ।
রিফাত( আঃ রহমান)

Address

Cairo

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dawah for Global Change posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share