Al-Ma'rifah Academy

Al-Ma'rifah Academy (دعوة إلى الحق من قلب إلى قلب)

(হৃদয় থেকে হৃদয়ে সত্যের আহ্বান)

(A call to truth from heart to heart)

29/11/2025

আজকের আলোচনা: দ্বীনি ইলম অর্জনের ফজিলত সম্পর্কে। #ফরজে_আইন

هل يستوي الذين يعلمون والذين لا يعلمون إنما يتذكر أولو الألباب
28/11/2025

هل يستوي الذين يعلمون والذين لا يعلمون إنما يتذكر أولو الألباب

27/11/2025

ইসলামে জ্ঞান অর্জন করা কি সবার জন্য ফরজ? জেনে নিন সঠিক হুকুম #ফরজে_আইন

Al-Ma'rifah Academy — হৃদয় থেকে হৃদয়ে সত্যের আহ্বান।আমাদের পাঠ্যসূচি, বৈশিষ্ট্য এবং পরিচালনা কমিটি এখন সবার জন্য উন্মুক্...
25/11/2025

Al-Ma'rifah Academy — হৃদয় থেকে হৃদয়ে সত্যের আহ্বান।
আমাদের পাঠ্যসূচি, বৈশিষ্ট্য এবং পরিচালনা কমিটি এখন সবার জন্য উন্মুক্ত।
নির্ভরযোগ্য, সুন্নাহনিষ্ঠ ও মানসম্মত ইসলামি শিক্ষার যাত্রায় আপনাকেও স্বাগতম।

For English, see the first comment.
✍️ 25/11/2025

আলহামদুলিল্লাহ।আজ থেকে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হলো Al-Ma'rifah Academy-এর—এই প্ল্যাটফর্মের লক্ষ্য হলো কুরআন–সুন্নাহর ...
23/11/2025

আলহামদুলিল্লাহ।
আজ থেকে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হলো Al-Ma'rifah Academy-এর—
এই প্ল্যাটফর্মের লক্ষ্য হলো কুরআন–সুন্নাহর আলো, আধুনিক জ্ঞান এবং সুন্দর চরিত্র গঠনের সমন্বয়ে একটি আলোকিত প্রজন্ম তৈরি করা।
আমাদের স্লোগান—
" হৃদয় থেকে হৃদয়ে সত্যের আহ্বান "
শুধু একটি বাক্য নয়; এটি আমাদের পুরো মিশন, দৃষ্টিভঙ্গি এবং আত্মার পরিচয়।

আমাদের উদ্দেশ্য :

আমরা এমন একটি শিক্ষা–ব্যবস্থা গড়ে তুলতে চাই,
যেখানে অনলাইন ও অফলাইনের সমন্বয়ে নির্মিত হবে
ইসলামি শিক্ষার একটি বিশ্বস্ত ও সুন্নাহ–নিষ্ঠ ঠিকানা।
এখানে শিক্ষার্থীরা—
তাওহিদ, আক্বীদাহ, ইবাদত, আখলাক এবং বাস্তব জীবনের প্রয়োজনীয় স্কিল—
সব দিক থেকেই পরিপূর্ণ, সুষম ও আলোকিতভাবে গড়ে উঠবে, ইনশাআল্লাহ।
আর আমরা দাওয়াহকে উপস্থাপন করতে চাই
যুগোপযোগী, হিকমতসম্মত ও হৃদয়–স্পর্শী রূপে—
মিডিয়া, ভাষা, গবেষণা এবং সমাজসেবার সমন্বয়ের মাধ্যমে,
যাতে সত্যের বার্তা পৌঁছে যায় হৃদয় থেকে হৃদয়ে।

আমাদের সপ্ন :

আমরা এমন এক তাওহিদবাদী ও সুন্নাহনিষ্ঠ প্রজন্ম গড়ে তুলতে চাই, যারা প্রথমে নিজেদেরকে দ্বীনের আলোয় সাজাবে,
তারপর পরিবার, সমাজ, রাষ্ট্রকে,এবং একসময় পুরো পৃথিবীকে আলোকিত করবে ইনশাআল্লাহ।
কারণ আলোর যাত্রা শুরু হয় একটি হৃদয় থেকে,আর সেই আলোই ছড়িয়ে পড়ে অসংখ্য হৃদয়ে।

আমাদের প্রতিশ্রুতি :

Al-Ma'rifah Academy প্রতিশ্রুতিবদ্ধ—
শুদ্ধ জ্ঞান ও সঠিক বোধ তৈরি করতে।
সুন্নাহসম্মত জীবনাচরণ শেখাতে।
আদর্শ, চারিত্রিক ও দায়িত্বশীল মানুষ গড়তে।
দাওয়াহকে সহজ, সুন্দর ও মানুষের হৃদয়–বোধসম্পন্ন করে তুলতে।
আমাদের লক্ষ্য শুধু শিক্ষিত মানুষ নয়—
"আলোকিত মানুষ" তৈরি করা।

আপনার জন্য আমাদের আহ্বান :

এই যাত্রা আমাদের সকলের,
যারা শিখতে চান, উন্নত হতে চান,
মানুষের উপকারে আসতে চান,
এবং আল্লাহর দ্বীনকে সুন্দরভাবে মানুষের কাছে পৌঁছে দিতে চান।
চলুন একসাথে…
হৃদয় থেকে হৃদয়ে সত্যের আলো ছড়িয়ে দিই।

For english,see the first comment.

23/১১/২০২৫ ইংরেজি

Address

Cairo

Website

Alerts

Be the first to know and let us send you an email when Al-Ma'rifah Academy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share