Nasir Uddin

Nasir Uddin সত্যের সুরে বদলাক জীবন।

অনস্বীকার্য বাস্তবতা
27/07/2025

অনস্বীকার্য বাস্তবতা

শুকরিয়া ও আনন্দের সংবাদ :আলহামদুলিল্লাহ! শায়খুল আজহার হাফিজাহুল্লাহ’র তত্ত্বাবধানে, আল-আজহার বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক ...
23/07/2025

শুকরিয়া ও আনন্দের সংবাদ :

আলহামদুলিল্লাহ! শায়খুল আজহার হাফিজাহুল্লাহ’র তত্ত্বাবধানে, আল-আজহার বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক হিফযুল কুরআন প্রতিযোগিতায় বিদেশি ছাত্রদের অংশগ্রহণে আয়োজিত ৩০ পারা গ্রুপে আমি ৮ম স্থান অর্জন করতে পেরেছি, মহান আল্লাহ তাআলার অশেষ অনুগ্রহে।
এই প্রতিযোগিতায় ৩২টি দেশের ছাত্রছাত্রী অংশগ্রহণ করে, এবং ভিন্ন ভিন্ন গ্রুপে মোট ১৫১ জনকে পুরস্কৃত করা হয়।

এই সম্মান একমাত্র কুরআনের বরকত, আল্লাহর রহমত ও আপনাদের দোয়ার ফল।
رب أَوزعني أن أَشكر نعمتكَ"
"হে আমার প্রতিপালক! তুমি আমাকে তোমার অনুগ্রহের প্রতি কৃতজ্ঞ হতে তাওফিক দাও।"

মহান রবের দরবারে বিনীত প্রার্থনা, তিনি যেন এই সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত রাখার তাওফিক দেন এবং পবিত্র কুরআনের সম্মানে আমাকে ও আমার প্রিয় দেশ বাংলাদেশকে বিশ্বমঞ্চে মর্যাদার সর্বোচ্চ শিখরে পৌঁছে দেন।

20/07/2025

এসো, সবাই মিলে ঐক্যবদ্ধভাবে জাতি ধ্বংসের যে ষড়যন্ত্র চলছে, তা প্রতিহত করি।👊🤝

11/07/2025

গনতন্ত্র নয়, আমাদের পথ ইসলামি শরিয়াহ।
ইসলামি শরিয়াহই শান্তির একমাত্র পথ।

ﷺনবীজীর প্রতি দরুদ পাঠ করার উপকারিতা  ﷺ১ :  তার জন্য ১০টি নেকি লেখা হয়।২ :  জান্নাতে তার মর্যাদা ১০ স্তর বৃদ্ধি পায়।৩ : ...
04/07/2025

ﷺনবীজীর প্রতি দরুদ পাঠ করার উপকারিতা ﷺ

১ : তার জন্য ১০টি নেকি লেখা হয়।
২ : জান্নাতে তার মর্যাদা ১০ স্তর বৃদ্ধি পায়।
৩ : তার ১০টি গুনাহ মাফ করে দেওয়া হয়।

৪ : কিয়ামতের দিনে নবীজীর সুপারিশ (শাফাআত) পাওয়ার কারণ।
৫ : দুঃখ-কষ্ট এবং চিন্তা দূর করে দেয়।
৬ : দারিদ্রতা দূর করার অন্যতম মাধ্যম।

"اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد"

27/06/2025

صلى الله عليه وسلم

24/06/2025

ইরানে হাম|লা শুরুর পর থেকে এটাই ইস|রায়েলের জন্য সবচেয়ে ভয়াবহ দশা।

বানীতে, ইস|রায়ায়েলি মিডিয়া (Tg

12/06/2025

বিশ্বজুড়ে বাড়ছে মুসলিমদের সংখ্যা; দশ বছরে বেড়েছে ৩৫ কোটি।আলহামদুলিল্লাহ

🟥 গোস্তাখে রাসূলের দ্রুত শাস্তির দাবি!আমাদের প্রিয় নবী মুহাম্মদ ﷺ এবং উম্মুল মুমিনীন হযরত আয়েশা (রাযিয়াল্লাহু আনহা)–কে ন...
09/06/2025

🟥 গোস্তাখে রাসূলের দ্রুত শাস্তির দাবি!

আমাদের প্রিয় নবী মুহাম্মদ ﷺ এবং উম্মুল মুমিনীন হযরত আয়েশা (রাযিয়াল্লাহু আনহা)–কে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেছে বাঁশখালী, পশ্চিম চাম্বল, বাংলাবাজারের এক ব্যক্তি — পল্লী চিকিৎসক প্রবীর চৌধুরী।

এই জঘন্য মন্তব্য শুধু মুসলমানদের ধর্মীয় অনুভূতিতেই আঘাত নয়, বরং এটি গোটা উম্মাহর হৃদয়ে আগুন লাগিয়েছে।

রাসূলুল্লাহ ﷺ এর অপমানকারীর ব্যাপারে হাদীসে এসেছে:

"من سب نبيا فاقتلوه"
যে ব্যক্তি কোনো নবীকে গালি দেয়, তাকে হত্যা করো (আবু দাউদ, সহি সনদে বর্ণিত)

নবী অবমাননা ইসলামী শরিয়তে সবচেয়ে গুরুতর অপরাধ। এই অপরাধ রাষ্ট্রীয়ভাবে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি রাখে।

আমরা প্রশাসনের প্রতি আহ্বান জানাচ্ছি —
১: অতি দ্রুত অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করুন
২: রাষ্ট্রীয় আইনে দ্রুত বিচার নিশ্চিত করুন
৩: ভবিষ্যতে কেউ যেন এধরনের জঘন্য সাহস না পায়, তা নিশ্চিত করুন।

মনে রাখুন, নবীপ্রেমিক জনতা শান্তিপ্রিয়, তবে রাসূল ﷺ এর সম্মান রক্ষায় তারা সর্বোচ্চ ত্যাগ দিতেও প্রস্তুত।

জুমার দিনের আমলযোগ্য সুন্নাহসমূহ।
16/05/2025

জুমার দিনের আমলযোগ্য সুন্নাহসমূহ।

10/05/2025

আপাতত আলহামদুলিল্লাহ — তবে তাওহিদপন্থীদের যাত্রা এখনো বহু দূর বাকি।

ঝরে গেল আরেকটি নক্ষত্র।سقى الله ثراه وجعل الجنة مثواه!
02/05/2025

ঝরে গেল আরেকটি নক্ষত্র।
سقى الله ثراه وجعل الجنة مثواه!

Address

Cairo

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nasir Uddin posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share