05/08/2025
হাসিনার আদালতের কোন রায় আমি বিশ্বাস করি না।
হাসিনা যখন খালেদা জিয়াকে এতিমের টাকা চুরির অপবাদ দেয়, আমি কোন দ্বিধা ছাড়াই খালেদা জিয়ার পক্ষে থাকি।
হাসিনার আদালত যখন তারেক রহমানকে একুশে আগস্টের জন্য তারেক রহমানকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়, আমি কোন যদি কিন্তু ছাড়াই তারেক রহমানের পক্ষে থাকব।
লূৎফুজ্জামান বাবরকে হাসিনার আদালত ভিলেন বললেও আমি আজীবন হিরোই মেনে যাবো।
প্রথম আলো বা শাহবাগ যদি কারো বিপক্ষে থাকে, সেটাকে আমি দেশপ্রেমের সার্টিফিকেট হিসেবে ধরে নিই।
প্রথম আলো আর শাহবাগ গং যতবার জিয়াউর রহমান ,খালেদা জিয়া, তারেক রহমান বা বাবরের বিপক্ষে যুদ্ধ করতে আসে, আমি ততবার তাদের পক্ষে থাকবো।
দেলওয়ার হোসাইন সাঈদী, সালাহউদ্দিন কাদের চৌধুরী, মতিউর রহমান নিজামীদের ব্যাপারেও আমার সেইম স্ট্যান্ড।
হাসিনার বানানো কোর্টের রায় আমি বিলিভ করি না।
হাসিনার ভাষায় আমি কথা বলি না।
হাসিনাকে তাড়িয়ে হাসিনার ভাষায় কথা বলার মত নির্লজ্জ অশ্লীলতা আমি করতে পারবো না।
এতে আমাকে যে ট্যাগ দিতে চান, দেন। আপনাদের ট্যাগ আমি cdi.
জুলাই যদি সফল না হত, আমাদেরকেও হাসিনার কোর্ট সন্ত্রাসীই বলত।
এসব আমি ভুলতে পারি না।
আমি রাজনীতি বুঝি না। রাজনীতি করিও না। আমি শুধু বুঝি, জালিম আর মজলুমের লড়াইয়ে আমাকে মজলুমের পক্ষ নিতে হবে। জালিমের পক্ষ না।
সাঈদী সাহেবের ওয়াজ আমি অনেক পড়ে শুনেছি। কোনদিন এই মানুষকে একটা খারাপ কথা, বাজে কথা বলতে শুনি নাই।
সুন্দর করে হাসতেন। কথা বলতেন। গল্প করতেন। খালি ভারতের প্রশ্ন আসলে লোকটার চোখমুখ লাল হয়ে যেত।
উনাকে বিশ্বাস করার জন্য এটুকুই যথেষ্ট।
সালাহউদ্দিন কাদের চৌধুরীর সাক্ষাৎকার দেখি। উনাকে সাংবাদিকরা প্রশ্ন করছেন, আপনার নামে তো মামলা হয়েছে। পালাবেন নাকি?
সালাহউদ্দীন কাদের চৌধুরী হাসতে হাসতে বললেন, এই এত বড় একটা শরীর। কোথায় আর পালাবো? মরলে এই দেশেই মরবো।
সত্যি সত্যিই সালাহউদ্দীন কাদের চৌধুরীরা এই দেশেই মরেছেন।।প্রচুর টাকা ছিল, আন্তর্জাতিক সাহায্য ছিল।চাইলেই পালাইতে পারতেন। পালান নি।
মরে গেছেন।হাসিনার কাছে ক্ষমা পর্যন্ত চান নাই।
এটুকুই এনাফ উনাদের ভালোবাসার জন্য। সম্মান করার জন্য।
হাসিনা যাদের রক্ত নিয়েছে, সেই মানুষদের রক্তের উপরেই আমাদের এই স্বাধীনতা।
সেই শাহাদাতকে অস্বীকার বা অসম্মান করা তো দূরের কথা, আমি চিন্তাও পর্যন্ত করতে পারি না।
হাসিনার ১৫ বছরের শাসনামলে জুডিশিয়াল কিলিং এর স্বীকার হওয়া সমস্ত শহীদের প্রতি আমার শ্রদ্ধা এবং ভালোবাসা।