Sotto Bani News

03/08/2025

চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় চৌদ্দ বছর বয়সী অষ্টম শ্রেণির এক ছাত্রীকে স্কুল ছুটি শেষে বাড়ি ফেরার পথে তুলে নিয়ে জোরপূর্বক বিয়ে করার অভিযোগ উঠেছে। এ ঘটনা মীমাংসার জন্য গত শুক্রবার রাতে সালিশ বৈঠক ডাকে। সেখানে হাতাহাতি ও মা''রধ''রের ঘটনায় মেয়ের বাবা মারা যান। ঘটনাটি ঘটেছে চট্টগ্রাম সিটি করপোরেশনের ১ নম্বর ওয়ার্ড হাটহাজারী থানার সন্দ্বীপ কলোনিতে।

02/08/2025

চুয়াডাঙ্গায় এক বছরে বিয়ে ৮ হাজার, বিচ্ছেদ ৫৫০০
Icon চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশ: ০২ আগস্ট ২০২৫, ১০:২৮

চুয়াডাঙ্গা জেলায় আশঙ্কাজনকহারে বাড়ছে বিবাহবিচ্ছেদের ঘটনা। পারিবারিক অস্থিরতা, ব্যক্তিগত স্বার্থপরতা, পরকীয়া, বাল্যবিবাহ, বনিবনা না হওয়া ও মতবিরোধসহ নানা কারণে ভেঙে পড়ছে দাম্পত্য সম্পর্ক।

চুয়াডাঙ্গা জেলা রেজিস্ট্রার কার্যালয়ের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে জেলায় মোট বিবাহ হয়েছে ৮ হাজার ১০৬টি, আর বিচ্ছেদ ঘটেছে ৫ হাজার ৫২১টি।

জেলার চার উপজেলার বিচ্ছিন্ন পরিসংখ্যানে দেখা যায়, চুয়াডাঙ্গা সদর উপজেলায় বিবাহ হয়েছে দুই হাজার ২২৬টি, বিচ্ছেদ দুই হাজার ১৭৭টি। আলমডাঙ্গায় বিবাহ ২ হাজার ৪৩১টি, বিচ্ছেদ এক হাজার ২৩৭টি। দামুড়হুদায় বিবাহ এক হাজার ৮২৮টি, বিচ্ছেদ ৯২১টি। জীবননগরে বিবাহ এক হাজার ৬২১টি, বিচ্ছেদ এক হাজার ৯৬টি। সব মিলিয়ে গত বছর জেলার চার উপজেলায় মোট বিবাহ হয়েছে ৮ হাজার ১০৬টি, আর তালাকের ঘটনা ঘটেছে ৫ হাজার ৫২১ যা মোট বিবাহের প্রায় ৬৮ শতাংশ।

চুয়াডাঙ্গা সদর উপজেলা মুসলিম বিবাহ ও তালাক রেজিস্ট্রার কাজি শামসুল হক জানান, বিবাহবিচ্ছেদের পেছনে প্রধান কারণ হচ্ছে পরকীয়া। এছাড়া সংসারে বনিবনা না হওয়া, স্বামীর প্রবাস জীবন, পারস্পরিক অবিশ্বাসসহ নানা কারণে সংসার ভেঙে যাচ্ছে।

02/08/2025

গত বুধবার (৩০ জুলাই) ভারতের উপর ২৫ শতাংশ শুল্ক চাপিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। রাশিয়া থেকে অস্ত্র এবং তেল কেনার জন্য ভারতকে আলাদা করে শাস্তি পেতে হবে বলেও জানান ট্রাম্প। শুক্রবার থেকে কার্যকর হয় ট্রাম্পের নয়া শুল্কনীতি।

02/08/2025

৫ আগস্ট গণমিছিল সফল করতে জামায়াতে ইসলামীর আহ্বান

31/07/2025

শহীদ মিনারে সেদিন জামায়াত-শিবিরের স্লোগান যদি প্রকাশ্যে থাকত, তাহলে হয়তো ৮০% মানুষের উপস্থিতি তাদেরই দেখতো উপস্তিত জনতা। কিন্তু দেশের স্বার্থে তারা চুপ থেকেছে এবং কাজ করে গিয়েছে। উত্তরা থেকে আগত মানুষের ঢলেও যদি মিছিল খোলামেলা থাকত, একই চিত্র দেখা যেত। এখনো যদি এনসিপির (NCP) সমাবেশ বা অন্যান্য আয়োজনে জামায়াত-শিবিরের স্লোগান প্রকাশ্যে দেওয়া হয়, তাহলে বোঝা যাবে কত শতাংশ আসলে তাদের সমর্থক।

প্রশ্ন আসতেই পারে—এনসিপিতে জামায়াত-শিবির কেন? আমার ধারণা, ২০২৪ সালের জুলাই বিপ্লব থেকেই ছাত্র-জনতাকে নিঃস্বার্থভাবে সমর্থন দিয়ে আসছে জামায়াত-শিবির। এই সমর্থনের মূল উদ্দেশ্য—দেশপ্রেমিক ছাত্র-জনতা যদি এগিয়ে যায়, তাহলে বাংলাদেশও এগিয়ে যাবে।

আমি নিশ্চিত, কোনো একটি গোপন পরিকল্পনার অংশ হিসেবে কেউ না কেউ এখনই জামায়াত-শিবির ও ছাত্র-জনতার মধ্যে বিভেদ সৃষ্টি করতে শুরু করেছে। এর উদ্দেশ্য—আগামী নির্বাচনকে প্রভাবিত করা। এখানে দুটি খেলা চলতে পারে:
১. জামায়াত-শিবিরের সঙ্গে দূরত্ব তৈরি করে বিপরীত জোটের প্রতি ছাত্রদের মনোযোগ সরিয়ে দেওয়া, যাতে ভবিষ্যতের রাজনীতিতে ছাত্রদের আর কোনো আগ্রহ না থাকে।
২. কিছু ক্ষমতার লোভে সত্যকে আড়াল করে বিজয়ের মূল স্টেকহোল্ডারদের ইতিহাস থেকে মুছে ফেলা।

প্রতিদিন “হাসিনা পতন” নিয়ে মন্তব্য করে নতুন কিছু না বলে বরং সরাসরি হাসিনাকে একটি প্রশ্ন করা যেতে পারে—এই পতনের জন্য কে দায়ী? কে তাকে দেশত্যাগে বাধ্য করেছে? কারণ, একমাত্র শেখ হাসিনাই জানেন, দেশ থেকে পালানোর যন্ত্রণাটা কতটা গভীর। কেউ কি সাহস করে তাকে প্রশ্ন করবেন? তখনই আয়নায় নিজের মুখটা স্পষ্ট দেখতে পারবেন।

দেশে যখন জাতীয় ঐক্যের প্রয়োজন, তখনই কেউ কেউ অনৈক্যের বীজ বপনের জন্য মাঠে নেমেছে। এটি দেশবাসী ও জাতির জন্য অত্যন্ত বেদনাদায়ক।

সমাধান আদৌ সম্ভব? নাকি এই বিজয়টিও ছিনতাই হয়ে যাবে?”

27/07/2025
26/07/2025

২০১৮ সালে জামায়াতে ইসলামী ধানের শীষ প্রতীকে নির্বাচন করেছে। বিএনপির সাথে ১৯৯৯ সাল থেকে জোট গঠন করে ২০১৮ সাল পর্যন্ত একসাথে নির্বাচন করেছে। এমনকি হাসিনা পতনের আগ ও পর পর্যন্ত যোগাযোগ ছিলো। সর্বশেষ বিএনপির অগ্রযাত্রা সমাবেশে জামায়াতকে দাওয়াতও করেছে। সেখানে তাদের প্রতিনিধিও এসেছে। কিন্তু জামায়াতে ইসলামীর সমাবেশে বিএনপিকে দাওয়াত করেনি। এর মাধ্যমে মূলত ফ্যাসিবাদ বিরোধী শক্তির মধ্যে চূড়ান্ত বিভাজনের দাগ লেগে গেছে। এই দাগ মুছে ফেলা মুশকিল।

আমি যতোটুকু জানি, জামায়াতে ইসলামী এবার এককভাবে নির্বাচন করে নিজেদের সক্ষমতা যাচাই করবে। এজন্য মাঠের রাজনৈতিক প্রতিযোগীকে যতোভাবে ভিলিফাই করা যায়, সেটি তারা করবে। কিন্তু বিএনপি বা মধ্যপন্থী ধারার রাজনীতির যে চরিত্র, সেটা আগেও যেমন ছিলো, এখনো তাই আছে বরং ক্ষেত্র বিশেষ অনেক ইতিবাচক পরিবর্তন এসেছে। কিন্তু আমার যে জিনিসটা খারাপ লাগে, সেটা হলো, ইতোপূর্বে জামায়াতে ইসলামীকে যারা নানাভাবে ভিলিফাই করেছে, জামায়াতে ইসলামী ধ্বংস করার জন্য এমন কোন অপবাদ নেয়, যা দেয়নি, জামায়াতে ইসলামীর তাদের বিষয়ে বর্তমানে খুব ইতিবাচক।

আপনি খোঁজ নিয়ে দেখতে পারেন। সরকারি দপ্তর থেকে জনসেবা কেন্দ্রিক যতো কার্ড বা সেবা ডিসি, ইউএনও অফিস থেকে আসে। বিএনপির কাছাকাছি জামায়াতে ইসলামী বণ্টনের সুযোগ পায়। ছোট দলগুলোকে যতসামান্য দেয়। সরকারি সকল দপ্তরেও নিয়োগ বা পদায়নেও একই অবস্থা। অর্থাৎ বিএনপির পরে জামায়াতে সবচেয়ে বেনিফিশিয়ারি। কিন্তু জামায়াতে ইসলামীর এমন অভিব্যক্তি যে, সবকিছু বিএনপি পাচ্ছে! তারা কোথাও নাই।

আবার তারা এমন একটা আবহ তৈরি করতেছে যে, কেউ বিএনপির কোন বিষয়ে মন্তব্য করলে, তাকে বলা হচ্ছে বিক্রি হয়ে গেছে, বিএনপির দালাল। কিন্তু ২০০১ সাল থেকে জামায়াত যে বিএনপি সাথে মিলেমিশে একাকার হয়ে গেলো! একসাথে মন্ত্রীত্ব ও সরকারের সুযোগ সুবিধা নিয়ে নিজেদের আর্থিক প্রতিষ্ঠান তৈরির মাধ্যমে অর্থনৈতিক ভিত্তি রচিত করে সবচেয়ে ধনী রাজনৈতিক দল হিসেবে তৈরি করলো, তখন কি তারা জানতো না বিএনপি নব্য ফ্যাসিস্ট ও চাঁদাবাজদের দল! নাকি যতোক্ষণ তাদের অবস্থা শক্তিশালী করা দরকার ছিলো,

25/07/2025

আমরা নাকি বিএনপিকে ক্ষমতায় আসতে দিতে চাইনা। বা ক্ষমতায় আসলেও শক্তিশালী দল হিসাবে যেন না আসে সেই চেষ্টা করতেছি।

যারা বিএনপি না করে তারা তো সেইটাই চাইবে। তারা চাইবে বিএনপির বদলে হয় তার দল ক্ষমতায় আসুক বা তার পছন্দের দল ক্ষমতায় আসুক, বা আসতে পারলেও বিএনপির আসন সঙ্খ্যা যেন কমে। এইটাই ডেমোক্রেটিক রাজনীতির স্পিরিট। এইটাই বিরোধী দলের কাজ। এইটাকে ষড়যন্ত্র বলার কী আছে? ডেমোক্রেটিক রাজনীতির স্পিরিটকে ষড়যন্ত্র বলতো তো হাসিনা। বিএনপি কি আরেকটা বাকশাল চাচ্ছে?

বিএনপির কর্মী সমর্থকদের চাওয়া হচ্ছে আমরা সবাই বিএনপিকে সাপোর্ট করি, বিএনপি যেন ক্ষমতায় আসে চ্যালচ্যালাইয়া, পোচুর সিট পায় সংসদে। মামার বাড়ির আবদার আরকি।

বিএনপিকে তার জনপ্রিয়তার পরীক্ষা দিয়েই ক্ষমতায় আসতে হবে। বিএনপির নির্বাচনী বৈতরণি পার হওয়াটা হয়ে উঠবে এক বড় চ্যালেঞ্জ। এমন চ্যালেঞ্জ বিএনপি আগে কখনো ফেইস করে নাই।

হাসিনা খুনের নির্দেশ দাতা ,তার একরিক্সেস ভিডিও
24/07/2025

হাসিনা খুনের নির্দেশ দাতা ,
তার একরিক্সেস ভিডিও

হাসিনা – জুলাইয়ের ৩৬ দিন, আল জাজিরার অনুসন্ধানঃ এই তথ্যচিত্রটি ২০২৪ সালের গ্রীষ্মে শেখ হাসিনার ক্ষমতার চূড়ান্ত ...

31/07/2024

কোট আন্দোলন চালিয়ে যাচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র সমাজ ,
শিক্ষক ও অভিভাবকদের মাঠে নামতে হবে, ছাত্রদের গায়ে আঘাত করতে আসলে আমরা শিক্ষক ও অভিভাবকরা তাদের জীবনের বিনিময়ে রক্ষা করবো ,
আমাদের উচিত ছাত্রদের ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা ছাত্রদের পাশে থাকবো ইনশাআল্লাহ।

18/07/2024

ছাত্রদের শহীদের রক্ত পেরিয়ে কোন সংলাপ নয়।

17/07/2024

পুলিশ ভাইদের প্রতি অনুরোধ,
আপনারা শিক্ষার্থী ভাই বোনদের বুকে গুলি বা তাদের গায়ে হাত তুলবেন না ,
তারা তো তাদের অধিকার আদায়ের আন্দোলন করে যাচ্ছে,
যে আন্দোলনে সারাদেশের মানুষের ভালোবাসা পাচ্ছে,
তারা তো এই দেশেরি নাগরিক,
তারা তো আপনার আমারি ভাই বোন,
আপনারা কেন এমপি মন্ত্রীদের অবেধ আদেশ শুনবেন,
প্রয়োজনে আপনারা চাকরি ছেড়ে দেন,তার পরেও আপনারা কারো কথায় ছাত্রদের গায়ে হাত তুলবেন না।

Address

Gazipur

Telephone

+8801712869683

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sotto Bani News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sotto Bani News:

Share