
25/07/2025
আমজনতার মানিক, সাধারণ মানুষের ভালোবাসা নিয়ে নেতা হয়েছেন। যার রাজনৈতিক ইতিহাসের দিকে তাকালে শুধু ছাতক দোয়ারা নয়, বর্তমান গোটা বাংলাদেশও আরেকজন পাওয়া যাবে কি না সন্দেহ আছে। উনি কোন দল বা নেতার বদৌলতে নেতা হন নাই, ছাতক দোয়ারার কৃষক শ্রমিক থেকে শুরু করে সর্বস্তরের মানুষের প্রিয়মুখ গণমানুষের নেতা হয়ে মানুষের পাশে ছিলেন এবং আজও আছেন।