08/08/2025
আমাকে ভুলে যেয়ো তুমি; যেমন করে আমি ভুলে যেতাম তোমার দেওয়া সকল ব্যথা। যেমন করে আমি ভুলে যেতাম, আমিও র`ক্তে-মাংসে গড়া একজন মানুষ।
আমাকে ভুলে যেয়ো তুমি; যেমন করে আমি ভুলে যেতাম প্রচণ্ড বুক ব্যথায় নিশ্বাস থেমে আসার যন্ত্রণা, যে যন্ত্রণা ছিলো তোমার হাসির কাছে ভিষণ তুচ্ছ আর সামান্য।
আমাকে মনে রাখলে তুমি কখনোই ভালো থাকতে পারবেনা। এত অমানবিক নিষ্ঠুরতার পরেও যে তোমাকে এতটুকু দুখী দেখতে পারেনা, অন্য কারো দেওয়া দুঃখের সময় তুমি কিভাবে ভালো থাকবে?
নির্ঘাত তুমি আমার কথা মনে করে চোখের জল ফেলবে তখন। ভাববে আমিও কাউকে এভাবে দুঃখ দিতে ভালোবাসতাম, যে ভালোবাসতো আমাকে।
আমাকে ভুলে যেয়ো তুমি। আমাকে মনে রাখলে তোমার ভালো থাকার কোনো পথ দেখিনা আমি, তখন যে কী হাহাকার লাগে আমার তোমার জন্য!! তোমার ভালো থাকা জরুরী।
ভুলে যেয়ো; তোমার চিন্তায় আমি ঘুমাতে পারিনা। তুমি আমাকে ভুলে গেলেই আমি নিশ্চিন্তে ঘুমোতে পারবো যখন তখন। এত ভালো চাই তোমার এই দিকে তাকিয়ে হলেও, "আমাকে ভুলে যেয়ো তুমি।"
Writer - Ashraf Ahmed