23/05/2025
কি ছিল অতীতে, কোথায় হারাল?
কেন এ শূন্যতা তোর
কিসের অপেক্ষা?
দৃষ্টির গভীরে তুই একা!
কিভাবে ভাঙবে এ নিরবতা
আসবে যখন কি নতুন প্রভাত?
কোথায় লুকিয়ে তোর শান্তি
কোথায় তৃপ্তির নিদ্রা রাত?
একেকটি শ্বাসের গল্প
স্মৃতির পাতায় তোর লেখা
এ দীর্ঘশ্বাস এক আহ্বান
নতুন ভোরের জাগরণ গান।